দরখাস্তঃ স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন করার দরখাস্ত। আপনি যদি আপনার স্কুল কিংবা কলেজ থেকে অগ্রিম ছুটি নিতে চান এবং এই ছুটির জন্য একটি দরখাস্ত খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি/ টিউনটি আপনার জন্য অনেক সহায়ক হবে।
- সরকারি ছুটির তালিকা ২০২৪ | ক্যালেন্ডার, Pdf সহ
- বড় বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন
- ছুটির দরখাস্ত | ছুটির দরখাস্ত লেখার নিয়ম PDF সহ
- অসুস্থতার জন্য ছুটির আবেদন
নিচে আমি কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন করার দরখাস্ত দিয়ে দিব আপনি শুধু সেটিকে দেখে দেখে কাগজে লিখবেন এবং ডাটাগুলো পরিবর্তন করে নিবেন।
কিভাবে দরখাস্ত লিখতে হয় তা যদি আপনার জানা না থাকে বা মনে না থাকে তাহলে এই আর্টিকেলটি আগে পড়ে নিন – দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ছবি ও ভিডিও সহ ২০২৪।
এই আর্টিকেলটিতে দরখাস্ত বা আবেদনপত্র লেখার নিয়ম ভিডিও সহকারে পাবেন। তবে যাই হোক চলুন কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র দেখে নেওয়া যাক তবে তার আগে লেখার নিয়মটি জেনে নেই।
Table of Contents
অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম
অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র লেখার জন্য আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে আপনি কোন সমস্যার জন্য ছুটি নিবেন। এরপর সেই সমস্যাটিকে দরখাস্তে সুন্দরভাবে লিখতে হবে। বিভিন্ন সমস্যার জন্য অগ্রিম ছুটি নেওয়া যায়। যেমন –
- বিয়ে উপলক্ষে
- কোন আত্মীয় মারা যাওয়ায়
- পারিবারিক সমস্যার কারণে
ইত্যাদি। তবে প্রায় সবাই বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন করে থাকে। তাই আমি বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির আবেদন নিয়ে দরখাস্ত দিয়ে দিব।
ছুটির কারণ সিলেক্ট করার পর একটি A4 সাইজের পৃষ্টা নিয়ে উপরে ও বাম পাশে এক স্কেল পরিমাণ মার্জিন টেনে দরখাস্ত লেখা শুরু করে দিবেন। নিচে আমার লেখা দরখাস্তটি আছে আপনি চাইলে এটি কপি করে লিখতে পারেন। তবে অবশ্যই ডাটা গুলো যেমনঃ তারিখ, নাম, কলেজের নাম, রোল ইত্যাদি সকল পরিবর্তন করে নিবেন।
কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন
তারিখঃ ৩০/০১/২০২২ ইং
বরাবর
প্রিন্সিপাল
রংপুর সরকারি উচ্চ বিদ্যালয়,
রংপুর।
বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়/ কলেজের একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্র। আগামী ৩রা ফ্রেব্রুয়ারি ২০২২ আমার বড় বোনের বিবাহ। এমন্তা অবস্থায় আমাকে বিভিন্ন দায়িত্বে থাকতে হবে ফলে আমি কলেজে উপস্থিত হতে পারব না।
অতএব, বিনীত প্রার্থনা এই যে আমাকে আগামী এক সপ্তাহের (৩১/০১/২০২২ থেকে ০৬/০২/২২ পর্যন্ত) ছুটি দিয়ে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ করিম উদ্দিন
শ্রেণিঃ একাদশ
বিভাগঃ বিজ্ঞান
শাখাঃ ক
রোলঃ ০৯
এই দরখাস্তটি সুন্দরভাবে আপনি একটি পৃষ্টায় লিখুন। আর অবশ্যই হাতে লেখা সুন্দর করবেন এবং অপর পৃষ্টায় লিখবেন না। কেননা দরখাস্ত একটি পৃষ্ঠায় লিখতে হয়। যদি আপনার কলেজ আপনার বোনের বিয়ের প্রমাণ চায় তাহলে প্রমাণ সরূপ বিবাহের কার্ড ফটোকপি করি পিন দিয়ে দরখাস্তটির পিছনে লাগিয়ে দিবেন।
আর যদি অসুস্থতার যদি অগ্রিম ছুটির আবেদন হয়ে থাকে তাহলে অবশ্যই ডাক্টারের প্রেসক্রিপশনের প্রয়োজন পড়বে।
- দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম
- কোরআন থেকে ছেলেদের নামের তালিকা বাংলা অর্থসহ
- BDIX হোস্টিং কি? কিভাবে BDIX হোস্টিং কিনবেন
পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন
আপনি যদি পারিবারিক সমস্যার কারণে অগ্রিম ছুটির জন্য আবেদন করতে চান তাহলে নিচের দরখাস্তটি ব্যবহার করতে পারেন।
তারিখঃ ২০ই আগষ্ট ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
রংপুর জিলা স্কুল, রংপুর।
বিষয়ঃ পারিবারিক সমস্যার জন্য অগ্রিম ছুটির আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্র। (কি পারিবারিক সমস্যা এই বিষয়ে এখানে সংক্ষেপে লিখুন।)
এমন্তা অবস্থায় আগামী তিন দিন/ এক সপ্তাহ আমার বিদ্যালয়ে আসা সম্ভব নয়। অতএব, বিনীত প্রার্থনা এই যে আমাকে আগ্রীম তিন দিন/ এক সপ্তাহ ছুটি দিয়ে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত ছাত্র,
মোঃ সানি আহমেদ
শ্রেণীঃ অষ্টম, শাখাঃ ক
রোলঃ ১২
এই দরখাস্তটি লেখার পর অবশ্যই আপনাকে দরখাস্তের ডান দিকে অভিভাবকের সাক্ষার নিতে হবে।
স্কুল/ কলেজে অগ্রিম ছুটির আবেদনের নমুনা ছবি
আপনার জন্য ছুটির আবেদনের একটি নমুনা ছবি নিম্নে দিয়ে দিলাম। আপনি চাইলে এটি ডাউনলোড করে রাখতে পারেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
অগ্রিম ছুটির জন্য আবেদন নিয়ে কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
কিভাবে স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন লিখতে হয়?
এই আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি স্কুল কিংবা কলেজের জন্য ছুটির দরখাস্ত লিখতে পারবেন।
অগ্রিম ছুটির আবেদন বা দরখাস্ত কেন লেখা হয়?
সহজ ভাষায় কিছুদিন স্কুল বা কলেজ না আসায় যেন স্কুল বা কলেজ থেকে যেন কোন প্রকার সমস্যা না হয় এজন্য অগ্রিম ছুটির দরখাস্ত লেখা হয়ে থাকে।
কার কাছে এই আবেদনপত্রটি দিতে হবে?
প্রথমে এই আবেদনটি শ্রেণী শিক্ষকের কাছে জমা দিতে হবে। তিনি যদি এটি জমা না নেন তাহলে প্রধান শিক্ষকের কাছে এই আবেদনপত্রটি জমা দিতে হবে।
সর্বোচ্চ কতদিনের অগ্রিম ছুটি মঞ্জুর করা হয়ে থাকে?
এটা ক্ষেত্র বিশেষে নির্ভর করে। আপনি ৩ দিন, ১ সপ্তাহ কিংবা ১ মাসের জন্য অগ্রিম ছুটির আবেদন করতে পারবেন। তবে অগ্রিম ছুটির সঠিক কারণ দরখাস্তে ভালোভাবে উল্লেখ রাখতে হবে।
উপসংহার
এই ছিল অগ্রীম ছুটির আবেদন লেখা নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি এটি আপনার উপকারে আসবে। অবশ্যই সঠিক কারণ দেখিয়ে ছুটির জন্য আবেদন করবেন নয়তো আপনি নিজে বিপদে পড়তে পারেন। এই দরখাস্তটি নিয়ে আপনার কোন কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করুন। আমি চেস্টা করব তার যথার্থ উত্তর দেওয়ার জন্য।
দরখাস্তটি আপনি সরাসরি প্রধান শিক্ষক/ প্রিন্সিপালকে জমা দিতে পারেন অথব ক্লাস টিচারকে। তবে ক্লাস টিচারকে জমা দেওয়াটাই ভালো হবে। আর অগ্রীম ছুটির দরখাস্তের একদম নিচে ডান দিকে আপনার অভিভাবকের সাক্ষর নিবেন তাহলে দরখাস্তটি গ্রহণ করার সম্ভাবনা বেড়ে যাবে।
আর অবশ্যই দরখাস্ত জমা দানের আগে বাংলা বানান চেক করে নিবেন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করার জন্য এই আর্টিকেলটি পড়ার জন্য। ফেসবুক পেজ – TuneBN।
ভাই আমি একটা ডোমেইন কিনছিলাম নাম Trickbn dot com এখন আমি এই ডোমেইনটা বিক্রি করতে চাচ্ছি এখন আমি কি ডোমেইনটা বিক্রি করতে পারবো আপনি কি বিক্রি করার একটা ব্যবস্থা করে দিতে পারবেন
আমাদের ফেসবুক গ্রুপে সেল পোস্ট করতে পারেন।