Software

অভ্র কিবোর্ড ডাউনলোড PC | Avro Keyboard Download for Windows Free

অভ্র কিবোর্ড ডাউনলোড – কম্পিউটারে বাংলা লেখালেখির জন্য অভ্র বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি কি বোর্ড। অভ্র কি বোর্ডের সাহায্যে অনেক সহজে বাংলা লেখালেখি করা যায়। যা কম্পিউটারে বাংলা লেখালেখিকে অনেক সহজতর করে দিয়েছে এবং নতুন এক দিগন্ত উন্মেষিত হয়েছে।

আরো পড়ুনঃ

অভ্র কিবোর্ড অনেকের নিকট পছন্দ এর মূল কারণ হলো অনেক দ্রুত কম্পিউটারে টাইপ করা যায় অভ্র কিবোর্ডের সাহায্যে। যারা নতুন টাইপিং শেখে তারা কম্পিউটারে প্রথম ইংরেজি টাইপিং শেখে। কম্পিউটারে ইংরেজি টাইপিং স্পিড ভালো হলে অভ্র কি বোর্ডের সাহায্যে বাংলাও দ্রুত গতিতে টাইপ করা সম্ভব হব।

কেননা, অভ্র কিবোর্ডে বাংলা লিখতে/ টাইপিং করতে হয় ইংরেজিতে উচ্চারণ করে করে। মানে, আপনি যদি বাংলায় টাইপ করতে চান “আমার দেশের নাম বাংলাদেশ” তাহলে অভ্র কি বোর্ডের সাহায্যে আপনাকে ইংরেজিতে লিখতে হবে “Amar desher nam Bangladesh“। এখানে, লেখার ফন্টটা ইংরেজিতে কিন্তু উচ্চারণ বাংলায়। এভাবে অভ্র কি বোর্ডে টাইপ করতে হয়। আমরা সকলেই কমবেশি এমন বাংলিশ লেখেলেখিতে অভ্যস্ত তাই অভ্র কিবোর্ডে তার এরকম ফিচারের জন্য জনপ্রিয় হয়েছে।

অভ্র কি বোর্ড সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। এটি ডাউনলোড করতে কোন টাকা আপনাকে দিতে হবে না। ফ্রি হওয়ার পাশাপাশি এটি ওপেন সোর্স একটি সফটওয়্যার।

উইন্ডোজ, লিন্যক্স ও ম্যাকের জন্য ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তবে, এই পোস্টে আমি উইন্ডোজের জন্য ডাউনলোড লিংক দিব।

অভ্র কিবোর্ড ডাউনলোড

নিচের দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করার মাধ্যমে অনেক সহজে অভ্র কিবোর্ড ডাউনলোড করে নিতে পারবেন। এটি উইন্ডোজের জন্য সর্বশেষ সংরক্ষণ। ভার্সন – ৫.৬.০।

উইন্ডোজ ৩২ বিট কিংবা উইন্ডোজ ৬৪ বিটেও এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন।

সফটওয়্যারের মূল উদ্ভাবকমেহদী হাসান খান
সফটওয়্যারের উন্নয়নকারীওমিক্রনল্যাব
সফটওয়্যারের প্রাথমিক সংস্করণ২৬ মার্চ ২০০৩
সফটওয়্যার লাইসেন্সওপেন সোর্স, মোজিলা পাবলিক লাইসেন্স
অপারেটিং সিস্টেমউইন্ডোজ এক্স পি, ভিস্তা, ৭, ৮, ৮.১,১০, লিনাক্স ডিস্ট্রিবিউশন, ম্যাক ওএস
সফটওয়্যারটি যে ভাষায় লিখিতসি++, ডেলফি
অভ্র কিবোর্ড ডাউনলোড করুন

শেষ কথা

অভ্র কিবোর্ড সফটওয়্যারটির ডাউনলোড লিংক গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হলো। আশা করছি আপনার ডাউনলোড করতে কোন প্রকার সমস্যা হবে না। সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ব্যবহার করা শুরু করে দিন। ভাষা হোক উন্মুক্ত!!

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

2 Comments

  1. অভ্র কি বোর্ড সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। এটি ডাউনলোড করতে কোন টাকা আপনাকে দিতে হবে না। ফ্রি হওয়ার পাশাপাশি এটি ওপেন সোর্স একটি সফটওয়্যার।

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.