অ আ এবং ক খ বর্ণমালা | বাংলা বর্ণমালা [ছবি, উচ্চারণ, Pdf সহ]
অ আ এবং ক খ বর্ণমালা হিসাবে বাংলায় পরিচিত। আ থেকে ঔ এবং ক থেকে ঁ বাংলা বর্ণমালা হিসাবে পরিচিত। আপনি যদি অ আ বর্ণমালা এবং ক খ বর্ণমালা খুঁজে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে আপনি বাংলা সকল বর্ণমালা ছবি, উচ্চারণ ও Pdf সহকারে পেয়ে যাবেন।
বাংলা বর্ণমালা ছাড়া বাংলা লেখা কোনভাবেই সম্ভব নয়। মোট ৫০টি বাংলা বর্ণমালা রয়েছে এর মধ্যে স্বরবর্ণ অর্থাৎ অ আ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ অর্থাৎ ক খ ৩৯ টি। বাচ্চাদের বর্ণমালা মুখস্ত করানোর জন্য যদি বর্ণমালা খুঁজে থাকেন তবে আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে কেননা ছবি ও পিডিএফ সহ পাবেন। এছাড়া আমাদের মধ্যে অনেকেই ক খ অর্থাৎ ব্যঞ্জনবর্ণ ভুলে গিয়েছি। ক খ বর্ণমালা চর্চা করার জন্যও যদি খুঁজে থাকেন তবুও আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। তাহলে চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনায় আসা যাক।
- বাংলাদেশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিন
- কর্ণফুলী টানেল | কর্ণফুলী টানেল বিস্তারিত তথ্য জেনে নিন ছবি সহ
- দরখাস্ত লেখার নিয়ম
Table of Contents
বাংলা বর্ণমালা
অ আ ক খ বর্ণমালা হিসাবে পরিচিত। বর্ণমালা ছাড়া বাংলা বাংলা ভাষাকে কল্পনা করাই যায় না। মোট ৪০টি বর্ণের সাহায্যে আমরা বাংলা ভাষায় কথায় বলি ও লিখি। ৫০টি বর্ণের মধ্যে ১১টি বর্ণ হলো স্বরবর্ণ এবং বাকী ৩৯টি ব্যঞ্জনবর্ণ। চলুন সকল বাংলা বর্ণমালা দেখে নেই।
অ আ বর্ণমালা বা স্বরবর্ণ
বাংলা ভাষায় ১১ টি স্বরবর্ণ রয়েছে। এই ১১ টি স্বরবর্ণ নিম্নে দেওয়া হলো –
অ | আ | ই | ঈ | উ |
ঊ | ঋ | এ | ঐ | ও |
ঔ |
ক খ বর্ণমালা বা ব্যঞ্জনবর্ণ
বাংলা ভাষায় ৩৯ টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এই ৩৯ টি ব্যঞ্জবর্ণ নিম্নে দেওয়া হলো –
ক | খ | গ | ঘ | ঙ |
চ | ছ | জ | ঝ | ঞ |
ট | ঠ | ড | ঢ | ণ |
ত | থ | দ | ধ | ন |
প | ফ | ব | ভ | ম |
য | র | ল | শ | ষ |
স | হ | ড় | ঢ় | য় |
ৎ | ং | ঃ | ঁ |
অ আ এবং ক খ বর্ণমালা উচ্চারণ
অ আ এবং ক খ বর্ণমালা উচ্চারণ শুনতে চাইলে আপনি নিচের ভিডিও দুইটি দেখতে পারেন। প্রথম ভিডিওটি স্বরবর্ণ উচ্চারণের অর্থাৎ অ আ ই ঈ এর এবং পরের ভিডিওটি ব্যঞ্জনবর্ণ উচ্চারণের অর্থাৎ ক খ গ ঘ এর।
বাংলা বর্ণমালা/ অ আ এবং ক খ বর্ণমালা Pdf
যদি আপনি বাংলা বর্ণমালা/ অ আ এবং ক খ বর্ণমালা Pdf ডাউনলোড করতে চান তাহলে নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারে। এতে করে যেকোন সময়ে অফলাইনে পিডিএফটি বের করে বাংলা বর্ণমালা সমূহকে দেখে নিতে পারবেন।
File Name | Bangla Bornomala |
File Type | |
File Size | 36 KB |
Total Page | 1 |
Download Link | Click Here (G. Drive) |
উপসংহার
এই ছিল বাংলা বর্ণমালা বা অ আ এবং ক খ বর্ণমালা নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। ছবি, উচ্চারণ এবং পিডিএফ সহ সব বাংলা বর্ণমালাগুলো আর্টিকেলটিতে শেয়ার করা হয়েছে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য।