আনকমন জন্মদিনের শুভেচ্ছা [এসএমএস, ক্যাপশন, স্ট্যাটাস]
জন্মদিনের শুভেচ্ছা একটু অনকমন ভাবে জানালে তা শুনতে একটু বেশী ভালো লাগে। এজন্য অনেকেই আনকমন জন্মদিনের শুভেচ্ছা খুঁজে থাকেন কারো জন্মদিনের তাকে একটু আনকমন শুভেচ্ছা জানানোর জন্য। যেহেতু আপনি আনকমন জন্মদিনের শুভেচ্ছা খুঁজছেন তাই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক পারে। অনেক সুন্দর সুন্দর আনকমন জন্মদিনের শুভেচ্ছা পাবেন এই আর্টিকেলটিতে।
আর্টিকেলে থাকা জন্মদিনের শুভেচ্ছাগুলো আপনি আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ভাই-বোন, পিতা-মাতা ইত্যাদি সকল প্রিয়জনকে জানাতে পারবেন। তাহলে চলুন দেরী না করে আর্টিকেলে থাকা জন্মদিনের শুভেচ্ছা গুলো দেখে নেওয়া যাক।
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- শুভ জন্মদিন দোস্ত | শুভ জন্মদিন বন্ধু [60+ স্ট্যাটাস]
- ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
- জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু, ভাই, বোন ও সবাইকে নিয়ে
Table of Contents
আনকমন জন্মদিনের শুভেচ্ছা
আপনার জন্য আনকমন জন্মদিনের শুভেচ্ছাগুলো তালিকা আকারে নিম্নে দিয়ে দিলাম। তালিকা থেকে এক এক করে শুভেচ্ছা গুলো দেখে নিন। কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য এই শুভেচ্ছাগুলো স্ট্যাটাস, ক্যাপশন বা এসএমএসগুলো ব্যবহার করতে পারেন।
- পৃথিবীর সবার কাছেও যদি কখনো অপ্রয়োজনীয় হয়ে যাই। জানি তর কাছে সবসময়ই আমি সেরা। তেমনি বন্ধু তুই আমার জীবনের সবচেয়ে মুল্যবান কিছু।কখনো হারিয়ে যাস না। শুভ জন্মদিন বন্ধু।
- মানুষের জন্মদিনের নোটিফিকেশন পেলে মনে খুশি অনুভব হয়। কিন্তু তোর মত বন্ধুদের জন্মদিনের নোটিফিকেশন পেলে মনে হয় সুযোগ পাইছি। So চল এই সুযোগে তোমার জন্মদিনকে শুভ করে ফেলি.. কি বলিস..
- রুপকথার সেই রাজপুত্র তুমি। দুই নয়নের আলো, সারাজীবন এমন করে বেসে যাবো ভালো। তুমি আমাী জীবন মরন আমার চলার সাথী। তোমাকে ছাড়া একলা আমি কী করে থাকি? Happy birthday my love.
- যদি আমি তোমাকে এই বিশেষ দিনে গোলাপ দিই। তবে শেষ পর্যন্ত তা শুকিয়ে যাবে। এবং মরে যাবে। তাই আমি তোমাকে এমন কিছু দেব যা কখনও ম্লান হবে না। এবং ম্লান হতেও চাইবে না – আমার অন্তহীন ভালবাসা।
- সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ, রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে শুভ জন্মদিন।
- আজকের আবহাওয়ার খবর শুনেই মনে হয়েছিল নিশ্চিত কোনো গোলমাল আছে। তোর জন্মদিনের খবর পেয়েই বুঝে গেলাম কি গোলমাল। তবুও তোমার জন্মদিনের শুভকামনা করছি।
- দোস্ত তুই তো জানিস আমি জন্মদিনের মিষ্টি কেক ভালোবাসি কিন্তু কাউকে মিষ্টি মিষ্টি শুভেচ্ছা বার্তা দিতে পারি না। তাই তোর জন্মদিনে মিষ্টি কেক এর দাওয়াত নিলাম আর জন্মদিনের শুভেচ্ছা দিলাম।
- অস্তিত্বের ঘোষণা দিলাম, বন্ধুত্বের প্রমাণ দিলাম, হৃদয় থেকে দোয়া দিলাম, জন্মদিনের শুভেচ্ছা দিলাম।
- এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!
- তোর জন্মদিনের কেক বানানোর জন্য বাংলাদেশ সংসদে বাজেট পাশের আবেদন করা হয়েছে। বিল পাস হলে বাংলাদেশ সেনাবহিনীর নিয়ন্ত্রণে তোমার জন্মদিন পালনের আয়োজন করা হবে। তোমকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা।
- জন্মদিন আসে যায়, সবাই আরো একবছর বড় হয়ে যায়। উপহারগুলো খোলা হয়। ফেলে দেওয়া হয়। কিন্তু আমি চাই আমার এই শুভেচ্ছা তোমার সাথে সারাজীবন থাকুক। শুভ জন্মদিন।
- তুমি আমার জীবনকে পরিপূর্ণ করেছ আমার মুখে হাসি ফুটিয়েছো। তুমি আমার জীবনের সত্যিকারের বন্ধু এবং ভালোবাসা। তোমাকে ঘিরে আমার এক অদ্ভুত অনুভূতি কাজ করা। শুভ জন্মদিন।
- কোন রাজার সিংহাসন থেকে নয়, নয় হিমালয়ের পাদদেশ থেকে। ৭ সমুদ্র ১৩ নদীর ওপাড় থেকে নয়, আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই শুভ জন্মদিন।
- তোমাকে আমি পৃথিবীর সমস্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে চাই। যার সমস্তটাই আসলে তুমি প্রাপ্য। জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
- প্রেম যা হলো আমাদের একান্ত প্রয়োজন। প্রেম মূলত স্বর্গ থেকে প্রবাহিত একটি স্রোত এবং একটি চুম্বন, যা দুটি হৃদয়কে সংযুক্ত করে। শুভ জন্মদিন প্রিয়। এই দিনটি কি আমি ভুলে যেতে পারি?
- শুভ জন্মদিন বন্ধু দোয়া করে দিলাম, তুই একটা শাকচুন্নির মত সুন্দরি বউ পাবি।
- মন খারাপের প্রথম সঙ্গী তুই। সকল কষ্টে প্রথম সুখের জায়গা তুই। শুভ জন্মদিন দোস্ত।
- আজকের মতো সারাজীবন পাশে থাকিস। তোকে ছাড়া জীবন আমার অপূর্ণ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ডিয়ার। শুভ জন্মদিন।
- শত কষ্টের মাঝে মন ভালো হওয়ার একটি মাধ্যম হলি তুই।শুভ জন্মদিন বন্ধু।
- দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন ……. কিন্তু তোমার কথা-ই শুধু ভাবছি সারাদিন! জন্মদিনের শুভেচ্ছা!
- তোমার অতীত ছিল ধন্য তোমার বর্তমান হলো শতভাগ প্রফুল্ল। এবং তোমার ভবিষ্যত হবে সুরক্ষিত; এটি তোমার জন্মদিনে তোমার জন্য আমার হৃদয় অনুভূত প্রার্থনা।
- হাসিমাখা মুখ রেখো হাস্যোজ্জ্বল, বন্ধুত্বকে অটুট রেখো এটাই তোমার বল। সুখে-দুঃখে সর্বক্ষনে এই বন্ধুকে পাবে কাছে, জন্মদিনের শুভেচ্ছা দিলাম দেরি হয়ে না যায় পাছে।
- আজকের দিন যেমন তেমন না। বরং একটি বিশেষ দিন। শুভ জন্মদিন আমার প্রণয়ী।
- মাসিক বেতন বাড়লে সবাই যেভাবে খুশি হয় তোমার প্রতিটি জন্মদিনে তুমিও সেভাবে খুশী হও। শুভ জন্মদিন।
- শুভ জন্মদিন পাটনার! এই জন্মদিনে তোর জীবনের সমস্ত খুশির প্রতিফলন হোক। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনে সেরা ছিল। আমি চাই আজকের দিনটা যেন তোর ও আমার জীবনের শেরা স্মৃতি হয়ে থাকে।
- আজকের দিনে তোমাকে বিশেষ শুভেচ্ছা। আশা করি আগামী বছর যেনো তোমার জন্য দুর্দান্ত একটি বছর হয়। শুভ জন্মদিন।
- তোর কথাই ভাবছিলাম, পুরনো দিনের কথা ভেবে হাসছিলাম, শুভ জন্মদিন আমার মনের সবথেকে কাছে থাকা বন্ধুকে …
- শুভ জন্মদিবস বন্ধু। বন্ধু তোমার জন্মদিনের উপহার হিসেবে একটা ডিল করি, তুমি যদি ৮০০০ টাকার ট্রিট দাও, তবে কক্সবাজার টুর এর সুযোগ পাবে। কি বল রাজি তো?
- তুই আমার এমনি আপন তোকে ছাড়া আজ জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারিনা।আমার ভালো মন্দে সবসময় পাশে ছিলি সারাজীবন থাকিস। শুভ জন্মদিন বন্ধু।
- তোমার সাথে আরো পথ চলা, ও বছরের পর বছর সময় কাটানোর জন্য আমি রাজি আছি। তাইতো তোমার প্রত্যেকটি জন্মদিনের অপেক্ষায় বসে থাকি। শুভ জন্মদিন বন্ধু। এই দিনটি তোমার জন্য অনেক স্পেশাল।
- আমার জীবনে নিয়ে আসা সমস্ত ভাল মুহূর্তগুলির জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। শুভ জন্মদিন, My love। এবং আমি তোমার ভালো ও কল্যান কামনা করছি। কারণ আমি তোমাকে ভালোবাসি!
- তোমার গত জন্মদিন মনে আছে? মনে আছে তুমি বলেছিলে যে, ওটি তোমার জীবনের সেরা জন্মদিন ছিল? আজ রাতে এই কথার পরিবর্তন হবে। শুধু অপেক্ষা করো!
- দিনের শেষে বলছি তোমায়! জন্মদিনের শুভেচ্ছা!
- আমার বন্ধুত্বের সবটুকু ভালোবাসা দিয়ে আজ তকে উইশ করতে চাই। আমার মনের সব রং দিয়ে আজ তোকে রাঙিয়ে দিলাম। তোর জন্মদিন অনেক অনেক সুখময় হোক। শুভ জন্মদিন প্রিয় বন্ধু।
- তোমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত আমার কাছে অত্যন্ত সুখের। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন এতটাই সুখময় করে তোলার জন্য। শুভ জন্মদিন মাই লাভ।
- সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন হোক উজ্জল! জন্মদিনে আন্তরিক অভিনন্দন …
- এই এসএমএস টায় ফ্যাট, কোলেস্টেরল, নেশার দ্রব্য কিছুই নেই। আছে শুধু অনেকটা মিষ্টি, এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি। জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা
- যখন আমরা ছোট ছিলাম তুই সর্বদা আমার জন্য ছিলি। এখনো আমরা প্রতি মুহুর্ত একজন অন্যজনের জন্য। সারাজীবন এভাবেই আমরা থাকবো। শুভ জন্মদিন বন্ধু।
- তুই আমার জীবনের অন্ধকার পথের আলোর দিশা। তুই ছাড়া আমার জীবন সত্যিই অসম্পূর্ণ। ভালোবাসি অনেক তোকে। আজকের দিন তর জীবনে শতবার ফিরে আসুক। শুভ জন্মদিন দোস্ত।
আনকমন জন্মদিনের শুভেচ্ছা ছবি
কিছু আনকমন জন্মদিনের শুভেচ্ছা ছবি নিম্নে দিয়ে দিলাম। আপনার যদি কোন ছবি ভালো লাগে তাহলে সেটি ডাউনলোড করে শুভেচ্ছা জানানোর জন্য ব্যবহার করতে পারেন।
উপসংহার
এই ছিল আনকমন জন্মদিনের শুভেচ্ছা নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলে থাকা শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, ক্যাপশন, এসএমএসগুলো আপনার ভালো লেগেছে। কেমন লেগেছে সে সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য।