Sim Offer

আবারো Freebasic এর মাধ্যমে ফ্রি ব্রাউজিং করুন খুব সহজেই (১০০% Working)

আজকের এই টিউন এ দেখাব কিভাবে Freebasics এর মাধ্যমে যেকোন সাইট ফ্রিতে ব্রাউজ করবেন। ফ্রিবেসিক এর মাধ্যমে ফ্রিতে সাইট ব্রাউজ করারাটা অনেকেই জানেন। প্রথমেই ধন্যবাদ জানাই proxyBD টিমকে ফ্রি ব্রাউজিং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া জন্য। তার আগে চলেন যেনে নেই ProxyBD এর সম্পর্কে।

আরো পড়ুনঃ

ProxyBD কী?

ProxyBD হলো একধরনের proxy ওয়েবপেজ যেটি Freebasic এর ফ্রী ব্রাউজিং এর জন্য বানানো হয়েছে।

ProxyBD এর মাধ্যমে কি ডাউনলোড করা যাবে?

ProxyBD এর মাধ্যমে এখন আপাতত ডাউনলোড করা যাবে না। কিন্তু proxyBD টিম এ নিয়ে কাজ করছে।

ProxyBD কি ফ্রি হোস্টিং এ বানানো?

না proxyBD SSD প্রিমিয়ামে চলছে। এটি ফ্রী হোস্ট না।

ProxyBD ব্যবহার করলে কি Personal Data চুরি হবে?

ProxyBD আপনার ব্রাউজারের কুকি সংগ্রহ করে এবং আপনার Personal Data ও। কিন্তু ভয়ের কোন কারণ নেই কেননা ProxyBD আপনার ডাটা encoding এবং md5 encoding হিসাবে সংগ্রহ করে। যাতে করে আপনার ডাটা নিরাপদ থাকে। ফেসবুক অ কিন্তু এইভাব্র ইউজারদের ডাটা সংগ্রহ করে। তো ভয়ের কোন কারণ নেই। আপনি যে কোন জায়গায় লগিন করতে পারেন আপনার ডাটা সুরক্ষিত থাকবে। অন্যান্য proxy site কিন্তু এই সেবা দিবে না। কিন্তু আপনি সেটা নিজ দায়িত্বে করবেন।

যেভাবে proxyBD মাধ্যমে FreeBasic দিয়ে ফ্রি ব্রাউজিংকরবেন

  1. প্রথমে Freebasic.com এ জান এবং আরও বিনামূল্যের পরিষেবা যোগ করুন এ ক্লিক করুন।
  2. এবার search বক্স এ Gotrick22 লিখে অনুসন্ধান করুন। তারপর যে সাইটটি আসবে ওই সাইটটি পরিষেবায় যুক্ত করে নিন।
  3. যুক্ত করা হয়ে গেলে নিচের স্কিনশটের মতোন আসবে। নিচের স্কিনশটের মতোন আসলে এবার শুরু করুন এ ক্লিক করুন।
    Freebasic Browsing করা
  4. তারপর আপনাকে একটি Account খুলতে হবে। একটি ইউনিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Account খুলে নিন।
    Proxybd Account create
  5. Account করা সম্পন্ন হলে এমন একটি পেজ আসবে।Freebasic Browsing Start
  6. এবার যে সাইটটি ব্রাউজ করতে চান সেই সাইটের লিংক দিয়ে ব্রাউজ করুন।

কোথাও কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না। আপনার সুস্থ কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.