Status

৪০টি সেরা ইসলামিক স্ট্যাটাস রমজান নিয়ে

রমজান উপলক্ষে আপনি কি “ইসলামিক স্ট্যাটাস রমজান” খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে অসাধারণ কিছু ইসলামিক স্ট্যাটাস রমজান নিয়ে শেয়ার করব।

আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো আপনি খুব সহজেই কপি করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস হিসাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি চাইলে স্ট্যাটাসগুলো ছবি ক্যাপশন, ছন্দ কিংবা কাউকে রমজানের শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবেন।

তাহলে চলুন আর বিলম্ব না করে আর্টিকেলে থাকা এ সম্পর্কিত স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।

ইসলামিক স্ট্যাটাস রমজান

সেরা সকল সুন্দর সুন্দর ইসলামিক স্ট্যাটাস রমজান নিয়ে নিম্নে এক এক করে তালিকা আকারে দিয়ে দেওয়া হলো।

  • রোজা মানুষকে আখেরাত মুখী করে। – আল হাদিস
  • মাহে রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক জীবন। সবাইকে রমজান মুবারক।
  • এই রমজানের আপনি শান্তি ও সমৃদ্ধির মধ্যে চরম আনতে পারে. লাইট অন্ধকার ওভার জয়জয়কার মে. শান্তির পৃথিবী অতিক্রম করতে পারে। আলোর আত্মা বিশ্বের জ্বালান পারে। রমজান মুবারক
  • সকল মুসলিমদের জীবনে রমজান একটি পবিত্র মাস। তাই সকল মুসলমানের জীবন যেন আল্লাহ ভালো করে দেয়। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
  • আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি ও আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি। সবাইকে জানাই পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।
  • রমজান মুবারক
  • এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন, ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
  • সামনে রোজার দিন। আগে থেকে শপথ নিন। রাখবেন রোজা ৩০ দিন। পড়বেন নামাজ প্রতিদিন। আল্লাহ আমাদের তৌফিক দিন।
  • মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন, যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
  • নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। – কাজী নজরুল ইসলাম
  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। – আল হাদিস
  • রমজান কেবল রোজা রাখার জন্যই নয়, ক্ষুধার্তদের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রন করা, অন্যকে নিয়ে সমালোচনা না করা। এটাই রমজানের চেতনা। শুভ রমজান
  • রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়।
  • রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত। শুভ রমজান
  • রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। – আল হাদিস
  • আলহামদুলিল্লাহ্‌, আবারো রমজান এলো, আল্লাহর ক্ষমা ও নিয়ামত কামনা করার সময়। রমজানুল মোবারাক
  • কম ঘুমান । বেশী পার্থনা করুন। হ্যাপি রমাদান
  • রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
  • রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। – আল হাদিস
  • রমজান হলো ইমান কে তাজা করার মহা সুযোগ। শুভ রমজান
  • ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করেন। – আল হাদিস
  • প্রস্তুতি নিচ্ছেন তো! রমজান কিন্তু এসে গেলো। শুভ রমজান।
  • রোজাদার দের মুখের দুর্গন্ধ আল্লাহর তাআলার কাছে মেশকের চেয়ে বেশী ঘ্রানযুক্ত – আল হাদিস
  • রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে। – আল হাদিস
  • মুসলমান হতে হবে সব সময়ের জন্য, শুধু রমাজন মাসের জন্য নয়। শুভ রমজান
  • রোজা এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। – মনিকা জনসন
  • বেশি বেশি দান করে, দানের সওয়াব নিও তুলে। তাহাজ্জুদের পুণ্য টুকু নিতে মন যেন না যায় ভুলে। পড়বে কোরান প্রতিদিন সুরের দরজা খুলে, সেই কোরানের মধুর সুরে সবার মন ভরে উঠুক আনন্দে। মাহে রমজান মুবারক।
  • আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান সেই ধনের বিনিময়ে পাব রোজাদারের পুরষ্কার,রাইয়্যান! আল্লাহ্‌ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..মাহে রমজান!
  • রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। – আল হাদিস
  • আসিতেছে রমজান। পড়ি সবাই কোরান। একটা হরফে দশটা নেকী। ঘোষণা করেছেন আল্লাহ মহান। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
  • এই রমজানে মহান “আল্লাহ” আপনার জীবনে সুখ, শান্তি সহ আপনার ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন। শুভ রমাজান
  • পবিত্র রমজান হলো আমাদের পেট কে খালি করে আত্মাকে খাওয়ানর সব চেয়ে ভালো সময়। রমজানুল মোবারাক
  • আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক পুনরুদ্ধার করি তখন তিনি আমাদের সাথে সবকিছুর সম্পর্ক পুনরুদ্ধার করেন। শুভ রমজান
  • রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। – আল হাদিস
  • হে আল্লাহ, আমাদের এই রমজান মাসে আমদের সকলের রোজা কবুল করুন। শুভ রমজান
  • রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময়। রমজানুল মোবারাক
  • তোমার পরিবারের সকলের জন্য রইল পবিত্র রমজান মাসের শুভেচ্ছা।
  • রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে। – আল হাদিস
  • এলো রে এলো রে ওই মাহে রমজান। মানবজাতির তরে আল্লাহর শ্রেষ্ঠ দান। পুণ্যের সূর্য উদয় হলো, পাপের হলো অবসান। সব জরাজীর্ণ ঝেড়ে ফেলে দিয়ে,ইমান করবে শাণ। রহমতের ডালি নিয়ে এল মাহে রমজান! রমজান মুবারক।
  • হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। যেমন ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। – আল কুরআন

উপসংহার

ইসলামিক স্ট্যাটাস রমজান নিয়ে অনেক সুন্দর সুন্দর সেরা সকল স্ট্যাটাস আর্টিকেলটিতে রয়েছে। এসকল স্ট্যাটাসের মধ্যে থেকে আপনি পছন্দের একটি স্ট্যাটাস বেছে নিয়ে সেটিকে কপি করে আপনার প্রয়োজনে ব্যবহার করুন। আশা করছি আপনার আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো ভালো লেগেছে। স্ট্যাটাসগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন।

পরিশেষে ধন্যবাদ আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে স্ট্যাটাস নিয়ে এই আর্টিকেলটি পড়ার জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল স্ট্যাটাস সম্পর্কিত আর্টিকেল সবার আগে পেয়ে যান।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.