100+ ইসলামিক স্ট্যাটাস পিকচার সহ
স্বাগতম আপনাকে টিউনবিনের নতুন আরেকটি আর্টিকেলে। আপনি যদি ইসলামিক স্ট্যাটাস বা ইসলামিক স্ট্যাটাস পিকচার খুঁজে থাকেন তাহলে আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে আপনি আপনাদের সাথে শেয়ার করব সেরা সকল ইসলামিক স্ট্যাটাস যা আপনি পিকচার সহ পাবেন।
আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো আপনি ছবিসহ পাবেন যা সহজেই কপি করে সোসাল মিডিয়া বা অন্য যেকোন কোথাও শেয়ার করতে পারবেন। স্ট্যাটাসগুলো অনেক দারুন আশা করছি স্ট্যাটাসগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরী না করে আর্টিকেলে থাকা সকল ইসলামিক স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।
আর্টিকেলের ধরণ | ইসলামিক স্ট্যাটাস |
আর্টিকেলের ক্যাটেগরি | স্ট্যাটাস |
সর্বমোট স্ট্যাটাস | ১০০+ |
স্ট্যাটাস ছবি/ পিকচার | আছে (৩০টি) |
আরো পড়ুনঃ
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন ২০২৩
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- ফেসবুক ক্যাপশন | 150+ Best Facebook Caption Bangla & English
- ইসলামিক বায়ো বাংলা | 50+ Islamic Bio Bangla
- ইসলামিক ফেসবুক বায়ো | Islamic Facebook Bio
Table of Contents
ইসলামিক স্ট্যাটাস
স্ট্যাটাসগুলো একে একে তালিকা আকারে নিম্নে দিয়ে দিলাম। স্ট্যাটাসগুলো পড়ে দেখুন। যে স্ট্যাটাসটি আপনার ভালো লাগবে সেটি কপি করে নিবেন এবং সোসাল মিডিয়ায় স্ট্যাটাস হিসাবে দিতে চাইলে দিবেন।
- সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। -আবু বকর (রাঃ)
- মৃত্যুকে খুঁজো (অর্থাৎ, সাহসী হও) তাহলে তোমাদেরকে জীবন দান করা হবে। – আবু বকর (রাঃ)
- পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের। – আবু বাকর (রাঃ)
- যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠাবসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল। – হযরত উমর (রাঃ)
- আমি সাদা পোশাক পরিহিত কুরআন তিলাওয়াতকারীর দিকে তাকাতে ভালোবাসি। – উমার ইবনুল খাত্তাব (রাঃ)
- আল্লাহকে ভয় করো, কেননা যে তাকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না। – উমার ইবনুল খাত্তাব (রাঃ)
- যতদিন আপনার হৃদয় পরিশুদ্ধ থাকবে, ততদিন আপনি সত্য কথা বলবেন। – উমার ইবনুল খাত্তাব
- তোমরা অন্যদের আরবি ভাষা শেখাও কেননা এটা তোমাদের দ্বীনের একটি অংশ। – উমার ইবনুল খাত্তাব (রাঃ)
- নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কথা স্মরণ করিয়ে দাও কারণ তাতে রয়েছে রোগের উপশম, মানুষজনের কথা নিজেকে স্মরণ করিয়ে দিয়ো না কেননা ওটা হলো রোগ। – হযরত উমর (রাঃ)
- একাকী হয়ে যাওয়ার অর্থ হলো তুমি খারাপ সঙ্গ পরিত্যাগ করেছ। কিন্তু একজন ভালো বন্ধু থাকা একাকীত্বের চাইতে উত্তম। – উমার ইবনুল খাত্তাব (রাঃ)
- আমাদের জীবনের সবচাইতে স্বাস্থ্যকর উপাদান হচ্ছে সবর (ধৈর্য)। – উমার ইবনুল খাত্তাব (রাঃ)
- তোমাদের মধ্যে যারা ফাতওয়া দেয়ার ব্যাপারে দুঃসাহসী তারা দুঃসাহসী (পাপ করে) জাহান্নামে যাওয়ার ব্যাপারেও। – হযরত উমর (রাঃ)
- কোন মুসলিম ভাইয়ের মুখ দিয়ে বেরিয়ে আসা কোন শব্দের কারণে তার প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না যতক্ষণ পর্যন্ত সেটির পেছনে ভালো কোনো কারণ খুঁজে পাবেন। -হযরত উমর (রাঃ)
- জাহিলিয়াতের প্রকৃতি অনুধাবনে ব্যর্থতা শুরু হলে একে একে ইসলামের বন্ধনী বিচ্ছিন্ন হতে থাকবে। – উমার বিন খাত্তাব (রাঃ)
- আল্লাহর আনুগত্য করা ছাড়া অন্য কোন মাধ্যমে আল্লাহর সাথে একজন ব্যক্তির কোন সম্পর্ক থাকে না। – হযরত উমর (রাঃ)
- যারা অন্যদের মন কাড়তে এমন কিছু বিষয় দাবী করে যা তাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন। – উমার ইবনুল খাত্তাব (রাঃ)
- দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত। – উসমান ইবনে আফফান (রাঃ)
- অন্তরসমূহ যদি পরিশুদ্ধ হয় তাহলে আল্লাহর গ্রন্থ কুরআনুল কারীমে তাদের তৃষ্ণা কখনো সম্পূর্ণ মিটবে না। – উসমান ইবনে আফফান (রাঃ)
- যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা। হয়তবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। – আলী ইবনে আবু তালিব (রাঃ)
- যেসব পাপকাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই। – হযরত আলী (রাঃ)
- অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। – হযরত আলী (রাঃ)
- কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যত তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোন জ্ঞানই নেই। – হযরত আলী (রাঃ)
- সেই ব্যক্তিই সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন। – হযরত আলী (রাঃ)
- আপনার গর্বকে ছুঁড়ে ফেলুন, দাম্ভিকতাকে দমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুন। – আলী ইবনে আবি তালিব (রাঃ)
- আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তা’আলার প্রশংসা করুন, এবং যখন অসফল হবেন তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। – আলী ইবন আবু তালীব (রাঃ)
- হৃদয় থাকা সকল মানুষের বোধ থাকে না, কান থাকা সকল মানুষই শুনতে পায় না, চোখ থাকা সকল মানুষই দেখতে পায় না। – আলী ইবনে আবু তালিব (রাঃ)
- কল্যাণপ্রাপ্ত তো সেই ব্যক্তি যার নিজের পাপসমূহ তাকে অন্যদের পাপের দিকে অঙ্গুলি নির্দেশ থেকে বিরত রাখে। – হযরত আলী (রাঃ)
- জ্ঞানের মত সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্র আর নেই। – হযরত আলী (রাঃ)
- ফুলের মতন হও, যে তাকে দলিত করে তাকেও সে সুগন্ধ বিলায়। – আলী ইবনে আবু তালিব
- রেগে যাবার সময়ের এক মূহুর্তের ধৈর্য রক্ষা করে পরবর্তী সময়ের হাজার মূহুর্তের অনুশোচনা থেকে। – হযরত আলী (রাঃ)
- লোকে বিদ’আতে কিছু ভালো খুঁজে পেলেও প্রতিটি বিদ’আতই পথভ্রষ্টতা। – আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)
- শরীরের সম্পদ হচ্ছে সুস্বাস্থ্য। – আবু দারদা আল-আনসারী (রাঃ)
- আল্লাহর যিকরে, সলাতে এবং কুরআন তিলাওয়াতে যে ব্যক্তি সুখ খুঁজে পায় না, সে অন্য কোথাও তা খুঁজে পাবে না। – হাসান আল-বাসরী (রাহিঃ)
- কম বয়সে কোন কিছু শেখার প্রভাব অনেকটা পাথরের উপরে খোদাই করে লেখার মতন। – ইমাম আল-হাসান আল-বাসরি (রাহিঃ)
- একজন মু’মিনের যত গুণাবলী রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো ক্ষমাশীলতা। – আল-হাসান আল-বাসরি (রাহিঃ)
- নিজেকে আল্লাহর রাহমাতসমূহের কথা বেশি করে স্মরণ করিয়ে দিন, কেননা যিনি বেশি বেশি স্মরণ করেন তার কৃতজ্ঞতা প্রকাশ করার সম্ভাবনাও বেশি থাকে। – উমার বিন আবদুল আজিজ
- যে ব্যক্তি জ্ঞান ছাড়াই আমল করে সে উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে। – উমার বিন আবদিল-আযীয
- আমি কখনোই কামনা করিনি যে সাহাবায়ে কিরামের মধ্যে মতানৈক্য না থাক। তাদের মতানৈক্য রহমতস্বরূপ। – উমার বিন আবদুল আজীজ (রাহিঃ)
- কোন গাইর-মাহরাম নারীর সাথে কখনো একাকী অবস্থান করবেন না, আপনি যদি তাকে কেবল কুরআন শেখাতে যান, তবুও না। – উমার বিন আবদুল আজিজ
- তাহাজ্জুদের সময়ে করা দু’আ হলো এমন একটি তীরের মতন যা লক্ষ্যভ্রষ্ট হয় না। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দাও। কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদাত করার মতন সময় পাবে না। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- তোমরা কি দেখ না সিংহ কেমন নিশ্চুপ হয়ে থাকে তবু সবাই তাকে ভয় করে, কুকুর তো সবসময় ঘেউ ঘেউ করে এবং সবাই তাকে ঘৃণা করে। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- আল্লাহকে যারা ভালোবাসেনা, তাদেরকে ভালোবাসবেন না। তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- হাজার জন জ্ঞানীর সাথে যুক্তিতর্কে হয়তো আমি জিতে যাব, কিন্তু একজন মূর্খের সাথে আমি কখনোই পেরে উঠবো না। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- যেকথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয়না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিলো না। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- কোন ব্যক্তি যদি জ্ঞানী হয় তাহলে নিজের পাপগুলোর ব্যাপারে উদ্বেগ তাকে অন্যদের দোষ-ত্রুটি ধরা থেকে বিরত রাখবে। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের আজো বাঁচিয়ে রেখেছে, আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- তিনিই জ্ঞানবান যার মন তাকে সকল বেইজ্জতি থেকে নিয়ন্ত্রিত রাখে। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- যে আপনার জন্য অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- যাকে আল্লাহভীতি দান করে সম্মানিত করা হয়নি তার আর কোনো সম্মানই নেই। – ইমাম শাফিঈ (রাহিঃ)
আরো পড়ুনঃ
- মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2023 | সেরা, নতুন নামের তালিকা
- বিখ্যাত উক্তি বাংলা | ২২০+ সেরা বিখ্যাত উক্তি
- জুম্মা মোবারক স্ট্যাটাস | Jumma Mubarak Status
- কষ্টের ছন্দ ভালোবাসার, মেয়েদের, ইসলামিক ছবি সহ | Koster Sondo
ইসলামিক স্ট্যাটাস বাংলা
আপনার জন্য আরো কিছু ইসলামিক স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম। আপনি যদি আরো ইসলামিক স্ট্যাটাস খুঁজে থেকেন তাহলে স্ট্যাটাসগুলো পড়ে দেখতে পারেন আশা করছি আপনার ভালো লাগবে।
- যে ব্যক্তি দাবী করে যে, সে এই দুনিয়া ও তার স্রষ্টাকে একই সাথে ভালবাসে সে আসলে মিথ্যা কথা বলে। – ইমাম শাফি’ঈ (রাহিঃ)
- একজন একনিষ্ঠ বন্ধু এবং নির্ভুল ঔষধ খুব কমই খুঁজে পাওয়া যায়। খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না। – ইমাম শাফিঈ (রাহিঃ)
- কেউ বন্ধু হওয়ার একটি প্রমাণ হচ্ছে তার বন্ধুটির যে বন্ধু থাকে তারও বন্ধু হওয়া। – ইমাম শাফি’ঈ (রাহিঃ)
- ইলম (জ্ঞান) আপনার কাছে এগিয়ে আসার কথা নয়, বরং আপনারই ‘ইলমের (জ্ঞানের) দিকে এগিয়ে যাওয়া উচিত। – ইমাম মালিক ইবনে আনাস
- প্রচুর পরিমাণে আলোচনার মাঝে জ্ঞান নির্ভর করে না, বরং জ্ঞান হলো এমন আলো যা আল্লাহ অন্তরের মাঝে স্থাপন করে দেন। – ইমাম মালিক ইবনে আনাস (রাহিঃ)
- ততদিন পর্যন্ত আমি ফাতওয়া দেয়া শুরু করিনি, যতদিন না পর্যন্ত ৭০ জন (আলেম) বলেছিলেন আমি সেই কাজের উপযুক্ত। – ইমাম মালিক ইবনে আনাস (রাহিঃ)
- যে কাজটি আল্লাহর জন্য (আন্তরিকতার সাথে) করা হয় সেটিই রয়ে যায়। – ইমাম মালিক (রাহিঃ)
- সমস্ত কিছুতেই একটি রাহমাত থাকে। অন্তরের উপর রাহমাত হলো সর্বশক্তিমান, সকল ক্ষমতার অধিকারী আল্লাহর উপরে খুশী থাকা। – ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহিঃ)
- খাবার এবং পানির চাইতেও মানুষের জন্য জ্ঞান বেশি দরকার, কেননা খাবার এবং পানি তাদের দিনে একবার বা দুইবার প্রয়োজন হয়, কিন্তু জ্ঞান প্রয়োজন তাদের প্রতিটি নিঃশ্বাসেই। – ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহিঃ)
- জ্ঞানের ভিত্তি হলো মহান আল্লাহর প্রতি ভয় (তাকওয়া)। – ইমাম আহমাদ ইবনে হাম্বল (রাহিঃ)
- আলেমগণের উদাহরণ হলো বৃষ্টির মতন, তারা যেখানেই গমন করেন সেখানেই কল্যাণ হয়। – ইমাম সুফিয়ান আস-সাওরি
- যদি কোন আলেমকে অন্য আলেমদের নামে মন্দ কথা বলতে দেখেন, তাকে এড়িয়ে চলুন। – ইমাম আবু হামিদ আল গাজ্জালি (রাহিঃ)
- লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না। – ইমাম আল-গাজ্জালী
- একটি জলবিন্দুর সুখ নদীর পানিতে মিশে হারিয়ে যাওয়ায়। – ইমাম গাজ্জালি (রাহিঃ)
- দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবী করে এবং নিজেই নিজের প্রশংসা করে। – ইমাম আল-গাজ্জালী (রাহিঃ)
- দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবী করে এবং নিজেই নিজের প্রশংসা করে। – ইমাম আল-গাজ্জালী (রাহিঃ)
- আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্যধারণ করতে হবে। – ইমাম আল-গাজ্জালী (রাহিঃ)
- নরম-কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়, কর্কশ-কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। – ইমাম গাজ্জালী (রাহিঃ)
- যদিও মানুষের হয়ত জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন যতক্ষণ তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে। – ইমাম আবু হামিদ আল-গাজ্জালি
- যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিলো। – ইমাম আল-গাজ্জালী (রাহিঃ)
- যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিলো। – ইমাম আল-গাজ্জালী (রাহিঃ)
- পাপকাজগুলো মানুষের চেহারাকে কুৎসিত করে দেয়। – ইমাম ইবনে তাইমিয়া
- তাঁর (আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার) পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তিই সম্পূর্ণরূপে ন্যায়বিচার এবং তাঁর পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া (রাহমাত)। – ইমাম ইবনে তাইমিয়া (র)
- যখন কোন ছেলে এবং মেয়ে মেলামেশা করে, তখন তা হয় আগুন এবং কাঠ সংস্পর্শে রাখার মতন। – ইমাম ইবনে তাইমিয়া (রাহিঃ)
- কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে তা একটি উপহার। তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। – ইমাম ইবনে তাইমিয়া (র)
- ইলম (জ্ঞান) যে রোগ বয়ে আনে তা হলো দাম্ভিকতা, ইবাদাত যে রোগ বয়ে আনে তা হলো রিয়া (প্রদর্শনেচ্ছা)। – ইমাম ইবনে তাইমিয়্যা (র)
- নিয়্যাহ-এর প্রকৃত স্থান হলো অন্তরে, জিহবায় নয়। – ইমাম ইবনে তাইমিয়্যা (র)
- আল্লাহর ভালোবাসা পেতে ভালোবাসেন। – ইমাম ইবনে তাইমিয়া (রাহিঃ)
- ঈমানদার কখনো আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়না বা প্রতিশোধ নিতে যায়না, এমনকি অন্যের খুঁত ধরতে এবং তাদের নিন্দা করতেও যায় না। – ইমাম ইবনে তাইমিয়্যা (র)
- আত্মার বিরুদ্ধে জিহাদ হলো কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ভিত্তি। – ইমাম ইবনুল কায়্যিম (র)
ইসলামিক স্ট্যাটাস ইসলামিক Status
আপনার জন্য আরো কিছু ইসলামিক স্ট্যাটাস নিম্নে দিয়ে দিলাম। এসকল ইসলামিক স্ট্যাটাস ফেসবুক বা অন্য কোন সোসাল মিডিয়া প্লাটফর্মে পোস্ট করতে পারেন।
- নীতিবান হও ওমরের মতো । লজ্জাশীল হও ওসমানের মতো । বন্ধু হও আবু বকরের মতো বীর হও আলীর মতো । আর জীবন গড় রাসূল (সাঃ) এর মতো।
- একবার কি ভেবেছেন… কেমন হবে সেই রাতটা যে রাত হবে আমাদের কবরের প্রথম রাত।
- যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, সে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবেনা। তিরমিযী – ১৬৩৯
- একদল জাহান্নামিকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কেন তোমাদের জাহান্নামে প্রবেশ করানো হল, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। (সূরা আল মুদ্দাসসির: ৪২-৪৩)
- রাসূল (সাঃ) বলেছেন, মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোন মানুষ, কোন জন্ত এবং কোন পাখী যা কিছু খায়, তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায় । (বুখারী- ২৩২০)
- তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না । (সূরা বাকারাহ, আয়াত- ৪২ )
- প্রত্যেক আদম সন্তানই গুনাহগার । আর গুনাহগারদের মধ্যে তওবাকারীগন উত্তম । (ইবনে মাজাহ: ৪২৫১)
- যখন তোমার নেক কাজে আনন্দ হবে এবং নিজের অসৎ কাজে দুঃখ হবে , তুখন তুমি নিজেকে মুমিন মনে করো । [মুসনাদে আহমদ ৬-৩৪১, তিরমিযী ২-৩৯]
- সেই নারী সবচেয়ে বেশি সুন্দর যার মেকআপ হয় প্রতিদিন পাঁচ ওয়াক্ত ওযূর পানি।
- সুবহানাল্লাহ.. আলহামদুলিল্লা্হ.. লা ইলাহা ইল্লাল্লাহু.. আল্লাহু আকবর .. দুনিয়ার সব থেকে উত্তম যিকির …
- এই পৃথিবীর সব মানুষই সুন্দর কেউ বাইরে থেকে সুন্দর আবার কেউ ভিতর থেকে সুন্দর !
- জান্নাতের অধিকাংশ অধিবাসী-ই হবে গরীব
- লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।
- গোপনে পাপ করলে মানুষ তিলে তিলে ধ্বংস হয়ে যায় আর গোপনে ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায়।
- কিয়ামতের দিন ঐ ব্যাক্তি আমার নিকট সবচেয়ে কাছে থাকবে যে ব্যক্তি আমার উপর বেশি দুরুদ পাঠ করবে। – হযরত মুহাম্মদ (সাঃ)
- দিনের আলোতে রিযিক তালাশ করো। আর রাতের আঁধারে তাঁকে তালাশ করো, যিনি তোমাকে রিযিক দেন। – হযরত আলী (রাঃ)
- কবর থেকে বেশি কঠিন কোন ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি। – হযরত মুহাম্মদ (সাঃ)
- ৩৬৫ দিনের মধ্যে উত্তম দিন হলো, আরাফাতের দিন। ৩৬৫ রাতের মধ্যে উত্তম রাত হলো, কদরের রাত। ১২ মাসের মধ্যে উত্তম মাস হলো, রমযান মাস। ৭দিনের মধ্যে উত্তম দিন হলো, জুম্মার দিন।
- রাসুলুল্লাহ্ (সাঃ) বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়তে চায় কিন্তু সে পড়তে পারছে না, তবুও বারবার সে পড়ার চেষ্টা করছে ঐ ব্যক্তি পাবে দ্বিগুণ সওয়াব! (মুসলিম ১৭৪৭)
- যে মহিলা বিসমিল্লাহ বলে খাবার প্রস্তুত করে, আল্লাহ তাআলার সেই খাবারে বরকত দান করেন! – হযরত মুহাম্মদ (সাঃ)
- রাসূল (সাঃ) এর বাণী হে আল্লাহ! আমি আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে এবং আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে। আর আশ্রয় চাচ্ছি বার্ধক্যের চরম পর্যায় থেকে। দুনিয়ার ফিতনা-ফাসাদ ও কবরের আজাব হতে । [বুখারী: ৫৮৮৮]
ইসলামিক স্ট্যাটাস পিকচার
এবার আপনাদের সাথে শেয়ার করছি সেরা সকল ইসলামিক স্ট্যাটাস পিকচার। এসকল পিকচারের মধ্যে থেকে যে পিকচারটি আপনার ভালো লাগে সেটি ডাউনলোড করে নিন এবং স্ট্যাটাস হিসাবে ব্যবহার করুন।
শেষ কথা
এই ছিল ইসলামিক স্ট্যাটাস নিয়ে আমাদের আর্টিকেল। আর্টিকেলটিতে আপনাদের সাথে সেরা সকল ইসলামিক স্ট্যাটাস শেয়ার করছি সাথে ইসলামিক স্ট্যাটাস পিকচারও রয়েছে। আশা করছি আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক স্ট্যাটাস পেতে। সম্ভব হলে লাইক করুন আমাদের ফেসবুক পেজে – /TuneBN.Official কে। যাতে করে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই আপনার নিকট পৌছে যায়।
আসসালামু আলাইকুম বিয়ে বিষয় জানা দরকা
কি জানা দরকার