
ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩
কিভাবে ই পাসপোর্ট চেক করতে হয় এই নিয়ে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে
এই আর্টিকেলটির মূল বিষয় বস্তু হলো ই পাসপোর্ট চেক করার নিয়ম। আপনি যদি ই পাসপোর্ট চেক করার নিয়ম জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। এ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ুন।
পাসপোর্ট অনেক গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট বিদেশ ভ্রমণের জন্য বা বাইরের দেশে ভ্রমণের জন্য। পাসপোর্ট ছাড়া বৈধ উপায়ে বাইরের দেশে যাওয়া সম্ভব না। এছাড়াও বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন পড়ে এবং এই পাসপোর্ট দিয়ে প্রায় সকল জাতীয় সেবা ভোগ করা যায়। বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশে জাতীয় পরিচয় পত্রের মতোন কাজ করে।
ডিজিটাল বাংলাদেশ হওয়ার লক্ষে বাংলাদেশ সরকার অনলাইনে পাসপোর্ট রেজিস্ট্রেশন করার সুবিধা করে দিয়েছে। যার মাধ্যমে ১৮ বয়সী যে কেউ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে। তবে পাসপোর্ট আবেদনের পর এই পাসপোর্টটি একটিভ কি না, এটির মেয়াদ কত দিন আছে এসকল বিষয় অনলাইনে সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নেওয়া যায়।
আরো পড়ুনঃ
- আইডি কার্ড বের করার নিয়ম ২০২৩
- জন্ম নিবন্ধন অনলাইন | Birth Certificate Online নিয়ে বিস্তারিত
- নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে 2023
- আমার ভোটার আইডি কার্ড দেখতে চাই | কিভাবে দেখবেন তা নিয়ে বিস্তারিত
- মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম
Table of Contents
ই পাসপোর্ট চেক
আর্টিকেলের বিষয় | ই পাসপোর্ট চেক করার নিয়ম |
আর্টিকেলের ক্যাটেগরি | Government Info |
আর্টিকেল সর্বশেষ আপডেট | ২১ জুলাই ২০২৩ |
ই পাসপোর্ট কি?
ই পাসপোর্ট আলাদা কোন বিষয় নয়। এটি সাধারণ পাসপোর্টের মতোনই। সাধারণ পাসপোর্টে যে সকল সুবিধা পাওয়া যায় ই পাসপোর্ট ব্যবহার করে সেই সকল সুবিধাই পাওয়া যায়। তবে, ই পাসপোর্টে কিছু বাড়তি সুবিধা রয়েছে। সাধারণ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আমাদের পাসপোর্ট অফিসে বার-বার যাওয়া আসা করতে হয় । কিন্তু, ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে পাসপোর্ট অফিসে বার-বার যাওয়া আসার প্রয়োজন পড়ে না। ঘরে বসে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা যায়। যেটিকে আমরা ই পাসপোর্ট বলি। মাত্র ৫ টি ধাপে বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টাল (Bangladesh e-Passport Portal) থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করা যায়।
ই পাসপোর্টের সুবিধা
ই পাসপোর্ট চেক করার নিয়ম জানার আগে চলুন এই পাসপোর্টের সুবিধাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। নিম্নে এর সুবিধাগুলো পয়েন্ট আকারে দিয়ে দিলাম –
- ই পাসপোর্টের মেয়াদ ১০ বছর পর্যন্ত থাকে। তাই বারবার রিনিউ করার ঝামেলা পোহাতে হয় না।
- বিমান বন্দরে ভিসা চেকিং লাইনের জন্য দাঁড়াতে হবে না।
- ই পাসপোর্টে উন্নতমানের মেশিন রিডেবল চিপ বসা তাই এই পাসপোর্ট সাধারণ পাসপোর্টের চেয়ে একটু বেশী নিরাপদ।
এছাড়াও এ ই পাসপোর্টে আরো কিছু সুবিধা রয়েছে। যেগুলো বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টালে ভিজিট করার মাধ্যমে জেনে নিতে পারবেন।
ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩
এবার চলুন ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে জানা যাক। আপনি যদি ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে এই ধাপগুলো মেনে কাজ করুন। তাহলে অনায়েসে চেক করে নিতে পারবেন।
আপনি যদি ই পাসপোর্ট ছাড়া সাধারণ কোন পাসপোর্ট চেক করতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ুন – পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম।

ই পাসপোর্ট হলো সাধারণ পাসপোর্টের ডিজিটাল রূপ। ই পাসপোর্ট চেক করার নিয়ম অনেক সহজ। এ জন্য শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার জানা থাকলে চলবে। এই নাম্বার জানা থাকলে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে বাংলাদেশ ই-পাসপোর্ট পোর্টালে ওয়েবসাইট এক্সেস করে ই পাসপোর্ট চেক করতে পারবেন। তাহলে চলুন নিয়মটি ধাপে ধাপে জেনে নেই।
Total Time: 5 minutes
epassport.gov.bd ওয়েবসাইটে ভিজিট কররুন

ই পাসপোর্ট চেক করার জন্য আপনাকে প্রথমে Bangladesh e-Passport Portal ওয়েবসাইটে ভিজিট করতে হবে। মোবাইল দিয়েও চাইলে আপনি এই ওয়েবসাইটে ভিজিট করে চেক করতে পারেন। তবে মোবাইলের চেয়ে কম্পিউটার ব্যবহার করলে একটু বেশি সুবিধা পাবেন। Bangladesh e-Passport Portal ওয়েবসাইটের লিংক – https://www.epassport.gov.bd/
Check Status (আবেদনপত্রের স্ট্যাটাস চেক) এ ক্লিক করুন

ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি উপরের স্কিনশটের মতোন একটি ইন্টারফেজ পাবেন। এখন মেনুবার থেকে Check Status (আবেদনপত্রের স্ট্যাটাস চেক) এ ক্লিক করুন। উপরের স্কিনশটে মার্ক করে দেখানো আছে।
Online Registration ID অথবা Application ID দিন

Check status এ ক্লিক করার পর আপনার স্কিনে একটি ফর্ম চলে আসবে। এখানে প্রথমে আপনার কাছ থেকে Online Registration ID অথবা Application ID চাইবে। যাপনি যেটি দিয়ে ই পাসপোর্ট চেক করতে চান সেটি দিয়ে দিন। আপনার আবেদন পত্রের কপিতে অথবা পাসপোর্ট কপিতে এই আইডি নাম্বার পাবেন।
Date of birth সিলেক্ট করুন

Online Registration ID অথবা Application ID দেওয়া পর আপনাকে জন্ম তারিখ দিতে হবে। Select date of birth এর বক্সে ক্লিক করে আপনার জন্ম তারিখ সেট করে দিন।
ক্যাপচা (CAPTCHA) সলভ করুন

বট ভেরিফিকেশন করার জন্য আপনাকে এবার ক্যাপচা সলভ করতে হবে। I am human এ ক্লিক করার পর আপনাকে কিছু ছবি সিলেক্ট করতে হবে। আশা করছি আপনি সহজেই ক্যাপচাটি সলভ করে নিতে পারবেন।
Check বাটনে ক্লিক করুন

সব কিছু করা পর এবার আপনাকে সবশেষে চেক বাটনটিতে ক্লিক করতে হবে। চেক বাটনে ক্লিক করার পর আপনার দেওয়া তথ্যগুলো সঠিক হলে আপনার পাসপোর্টের স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে এবং পাসপোর্টের সকল তথ্য।
এভাবে আপনি খুব সহজেই ঘরে বসে ই পাসপোর্ট চেক করে নিতে পারবেন। আশা করছি ই পাসপোর্ট চেক করার নিয়ম নিয়ে লেখা এই আর্টিকেলটি থেকে আপনি এই বিষয়টি এতক্ষণে শিখে ফেলেছেন। এখন আপনি আপনার পাসপোর্টটি চেক করে নিন।
আরো পড়ুনঃ
- লার্নার ড্রাইভিং লাইসেন্স ফরম 2023
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- টি ২০ বিশ্বকাপ ২০২৪ সময়সূচি, টিম, ভেনু, পয়েন্ট টেবিল | ICC T20 World Cup Fixtures 2024
ই পাসপোর্ট চেক ২০২৩
আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি সহজেই ই পাসপোর্ট চেক করে নিতে পারবেন। প্রতিটি ধাপ অনুসারে কাজ করুন তাহলে কোন প্রকার সমস্যা হবে না যদি তবুও সমস্যা হয় তাহলে আপনার সমস্যার কথা কমেন্টে জানান। আমি চেস্টা করব আপনার সমস্যার যথাযথ সমাধান দেওয়ার।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
উপরে দেওয়া পদ্ধতি অনুসরণ করে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে নিতে পারবেন। এজন্য আপনাকে Application ID এর পরিবর্তে Online Registration ID দিতে হবে। এই Online Registration ID আপনি আবেদরন করার ফর্মে পেয়ে যাবেন।
পাসপোর্ট যদি না হয়ে থাকে অথবা দীর্ঘ দিব পেন্ডিন থাকে তাহলে আপনাকে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানকার কারো সাথে এই বিষয়টি নিয়ে কথা বলে সমস্যাওটি সম্পর্কে জেনে নিতে হবে ও সমস্যা সমাধানের উপায়ও।
আইডি কার্ড দিয়ে ই পাসপোর্ট চেক করার নিয়ম
শুধু মাত্র আইডি কার্ড দিয়ে পাসপোর্ট/ ই পাসপোর্ট চেক করা সম্ভব নয়। পাসপোর্ট চেক করার জন্য অবশ্যই Online Registration ID অথবা Application ID জানা থাকা প্রয়োজন।
ই পাসপোর্ট আবেদনের ধাপসমূহ
ই পাসপোর্ট আবেদনের ধাপ ৫ টি। ৫ টি ধাপে ঘরে বসে সহজেই ঘরে বসে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ই পাসপোর্ট চেক করার নিয়ম জানার পাশাপাশি এই ৫ টি ধাপ চলুন সংক্ষেপে জেনে নেই।
- আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় ই পাসপোর্টের কার্যক্রম চালু হয়েছে কি না তা প্রথমে দেখে নিন বা জেনে নিন।
- অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করার ফর্মটি পূরণ করে নিন।
- পাসপোর্টে ফি পরিশোধ করে দিন।
- আপনার ছবি ও ফিঙ্গার প্রিন্টের জন্য আপনার এলাকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন।
- সবশেষে পাসপোর্ট অফিস থেকে আপনার আবেদন করা পাসপোর্টটি সংগ্রহ করে নিন।
উপসংহার
এই ছিল (E Passport Check korar niyom) নিয়ে লেখা আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি থেকে আপনি এই বিষয়টি সম্পর্কে সঠিকভাবে আপনার পাসপোর্টটি চেক করতে পেরেছেন। আর্টিকেলটি পড়েও যদি পাসপোর্ট চেক করতে কোন প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার সমস্যার কথা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আমি চেস্টা করব আপনার সমস্যার যথাযথ সমাধান দেওয়ার।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।
Thanks for finally talking about this