ই পাসপোর্ট ডেলিভারি চেক | ePassport Delivery Check
আপনি ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে চান? যদি চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। আমাদের এই আর্টিকেলটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের এই আর্টিকেলে থাকা পদ্বতি অনুসরণ করে আপনি খুব সহজেই ই পাসপোর্ট ডেলিভারি চেক (ePassport Delivery Check) করে নিতে পারবেন এবং পাশাপাশি এই সম্পর্কে বিস্তারিত সকল জেনে নিতে পারবেন।
বর্তমান সময়ে অনলাইনের মাধ্যমেই ই পাসপোর্টের জন্য আবেদন করা যায়। ই পাসপোর্টের জন্য আবেদন করার পর পাসপোর্টের ডেলিভারি সংক্রান্ত অনলাইন থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন। কিন্তু আমরা অনেকেই এ বিষয় সম্পর্কে অবগত নই।
আরো পড়ুনঃ
- ফেসবুক ক্যাপশন | 150+ Best Facebook Caption Bangla & English
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- পাসপোর্ট চেকিং করার নিয়ম ২০২৩
আপনি যদি নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন এবং বর্তমানে ই পাসপোর্টের ডেলিভারি কি অবস্থায় রয়েছে, কবে পাসপোর্টটি হাতে পাবেন সেই সম্পর্কে আপডেট পেতে ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে হবে। কিভাবে করবেন তা আপনি কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। তাহলে চলুন আর দেরী না করে এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা যাক।
Table of Contents
ই পাসপোর্ট ডেলিভারি চেক করার প্রয়োজনীয়তা
ই পাসপোর্টটি বর্তমানে কি অবস্থায় রয়েছে, এটি ডেলিভারি পেতে আর কতদিন সময় লাগবে এই সম্পর্কে সরাসরি আপডেট পাওয়ার জন্য ই পাসপোর্ট ডেলিভারি চেক করা প্রয়োজন। অনলাইন থেকে ফ্রিতেই এটিকে চেক করে নেওয়া যায়।
ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে কি কি লাগবে
ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে দুইটি তথ্য জানা থাকতে হবে। দুইটি তথ্য জানা থাকলে সহজেই নিজের অথবা যেকারো ডেলিভারি চেক করে নিতে পারবে। এই তথ্য দুইটি হলো অনলাইন রেজিস্ট্রেশন আইডি (Online Registration ID) অথবা আবেদন আইডি (Application ID) এবং জন্ম তারিখ (Date of Birth)।
ই পাসপোর্ট ডেলিভারি চেক
ই পাসপোর্ট ডেলিভারি চেক করার জন্য প্রথমে আপনাকে ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইটের লিংক – https://www.epassport.gov.bd/। ওয়েবসাইটটিতে ভিজিট করার পর চেক স্ট্যাটাস (Check Status) এ ক্লিক করতে হবে। চেক স্ট্যাটাস (Check Status) এ ক্লিক করার পর অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা আবেদন আইডি এবং জন্ম তারিখ প্রদান করতে হবে। এরপর ক্যাপচার সমাধান করে চেক (Check) বাটনে ক্লিক করে ই পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।
এবার চলুন এ বিষয়টি ধাপে ধাপে ছবিসহ বিস্তারিত জেনে নেওয়া যাক। এতে করে বিষয়টি আপনার বুঝতে আরো সুবিধা হবে।
ধাপ ১ঃ ই পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করুন
প্রথমে আমাদেরকে ই পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে ই পাসপোর্ট ওয়েবসাইটের লিংক – https://www.epassport.gov.bd/। লিংক ক্লিক করে সরাসরি ওয়েবসাইটিতে ভিজিট করুন।
ধাপ ২ঃ চেক স্ট্যাটাস (Check Status) এ ক্লিক করুন
ওয়েবসাইটিতে ভিজিট করার পর চেক স্ট্যাটাস (Check Status) নামের একটি অপশন পাবেন। মোবাইল দিয়ে যদি ওয়েবসাইটিতে ভিজিট করেন তাহলে চেক স্ট্যাটাস অপশনটি থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখতে পাবেন। আর যদি কম্পিউটার দিয়ে ভিজিট করেন তাহলে মেনুবারে এই অপশনটি পেয়ে যাবেন। অপশনটিতে আপনাকে ক্লিক করে নতুন পেজে যেতে হবে।
ধাপ ৩ঃ অনলাইন রেজিস্ট্রেশন অথবা আবেদন আইডি দিন
চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেই পেজে একটি ফরম দেখতে পাবেন। প্রয়োজনীয় তথ্যসমূহ দ্বারা এই ফরমটি আমাদেরকে পূরণ করতে হবে। ফরমের প্রথমেই অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা আবেদন আইডি দেওয়ার একটি বক্স দেখতে পাবেন। আপনার কাছে যে আইডিটি রয়েছে সেই আইডিটি আপনি এখানে প্রদান করুন।
ধাপ ৪ঃ জন্ম তারিখ সিলেক্ট করুন
অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা আবেদন আইডি দেওয়ার পর জন্ম তারিখ দিতে হবে। যে জন্ম তারিখ দিয়ে আপনি পাসপোর্ট আবেদন করেছিলেন সেই জন্ম তারিখটি এক এক করে নির্বাচন করুন। জন্ম তারিখ নির্বাচন করতে সমস্যা হলে DD/MM/YYYY ফরমেটে জন্ম তারিখ প্রদান করবেন।
ধাপ ৫ঃ ক্যাপচার সমাধান করুন
এবার সবশেষে আপনাকে ক্যাপচার সলভ করতে হবে। ক্যাপচারটি সলভ করার জন্য I am human লেখাটির উপর ক্লিক করুন। লেখাটি উপর ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখতে পারবেন আপনা-আপনি ক্যাপচারটি সমাধান হয়ে গেছে।
ধাপ ৬ঃ চেক বাটনে ক্লিক করে ই পাসপোর্ট ডেলিভারি চেক করুন
সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর পুনরায় একবার চেক করে নিবেন। যদি তথ্যগুলো সঠিক থাকে তাহলে চেক (Check) বাটনে ক্লিক করবেন। চেক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে ই পাসপোর্টের ডেলিভারি চেক সম্পর্কিত তথ্য আপনার সামনে চলে আসবে। স্ট্যাটাসে যদি Your passport ready for issuance লেখাটি লেখা থাকে তাহলে বুঝে নিবে আপনার পাসপোর্টটি তৈরি আর কিছুদিনের মধ্যে পাসপোর্টটি ডেলিভারি পেয়ে যাবে। এমন্তাবস্থায় পাসপোর্ট অফিসে যোগাযোগ করে ডেলিভারি সংক্রান্ত অন্যান্য তথ্য জেনে নিন।
ই পাসপোর্ট ডেলিভারি চেক সম্পর্কিত তথ্য
ই পাসপোর্ট চেক | ই পাসপোর্ট চেক করার নিয়ম |
পাসপোর্ট চেক | পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক |
পাসপোর্ট চেকিং | পাসপোর্ট চেকিং করার নিয়ম |
ই পাসপোর্টের অবস্থা | ই পাসপোর্টের বর্তমান অবস্থা |
১০ বছর মেয়াদি | ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট |
উপসংহার
আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই ই পাসপোর্ট ডেলিভারি চেক করে নিতে পারবেন। ই পাসপোর্টের ডেলিভারি চেক করতে গিয়ে আপনি যদি কোন সমস্যার সম্মুখীন হন অথবা আর্টিকেলটি নিয়ে আপনার যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
পরিশেষে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।