Education

উপবৃত্তির জন্য আবেদন 2025 | আবেদন ফরম, নিয়ম

আপনি কি উপবৃত্তির জন্য আবেদন করতে চান? যদি আপনি উপবৃত্তির জন্য আবেদন করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটি থেকে আবেদন করার নিয়ম ও আবেদন ফরম PDF ডাউনলোড করতে নিতে পারবেন এবং এর পাশাপাশি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বর্তমান বাংলাদেশের সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা চালু রয়েছে। উপবৃত্তি ব্যবস্থা চালু থাকার ফলে দেশের গরীব ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিকভাবে সহযোগীতা পেয়ে থাকে। উপবৃত্তির ব্যবস্থা মূলত এসকল মেধাবী ও গরীব শিক্ষার্থীদের জন্য।

দেশের সকল সরকারী স্কুলে উপবৃত্তির ব্যবস্থা বহাল রয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়ায় যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করার মাধ্যমে উপবৃত্তি পাওয়া যায়। তবে আমরা অনেকেই এই নিয়ম সম্পর্কে জানি না। ফলে অনেকেই যারা উপবৃত্তি পাওয়ার যোগ্য তারা উপবৃত্তি পায় না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এ সম্পর্কে জেনে নেওয়া যাক।

উপবৃত্তির জন্য আবেদন 2025

উপবৃত্তির জন্য আবেদন স্কুল/ কলেজ কর্তৃপক্ষের নিকট করতে হয়। এজন্য শ্রেণি শিক্ষকের/ অধ্যক্ষের নিকট অথবা প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে হবে। আবেদন পত্র উপবৃত্তি আপনার কেন প্রয়োজন এ সম্পর্কে বিস্তারিত তথ্য লিখতে হবে। আপনার আবেদন অনুমোদন করা হলে আপনি উপবৃত্তি পাবেন। বিভিন্ন স্কুল ভেদে উপবৃত্তি সাধারণত তিন মাস বা ছয় মাস পরে দেওয়া হয়ে থাকে।

উপবৃত্তির টাকা অনেক বেশী না হলেও তাৎক্ষণিকভাবে গরীব শিক্ষার্থীদের অনেক উপকারে আসে। বিশেষ করে পড়ালেখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র লেখার জন্য, নতুন কাপড় তৈরির ইত্যাদি। শ্রেণিভেদে উপবৃত্তির টাকার পরিমাণ ভিন্ন হয়ে থাকে। আপনি যদি একজন গরীব মেধাবী শিক্ষার্থী হয়ে থাকে এবং আপনার যদি আর্থিক সহযোগীতার প্রয়োজন হয় তাহলে আপনি উপবৃত্তির জন্য আবেদন করতে পারেন।

উপবৃত্তির জন্য আবেদন করার নিয়ম

যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্ত বা আবেদন পত্র জমা দানের মাধ্যেমে উপবৃত্তি এর জন্য আবেদন কর‍তে পারবেন। আমি আশা করছি আপনি আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানেন। যদি না জানেন তবে এই সম্পর্কে জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন – দরখাস্ত লেখার নিয়ম

উপবৃত্তির জন্য কিভাবে একটি আবেদন পত্র লিখতে হয় তার একটি নমুনা কপি নিম্নে দিয়ে দিলাম। আপনি এই নমুনা কপিই অনুসরণ করে আপনার নিজের জন্য একটি উপবৃত্তির আবেদন পত্র লিখতে পারেন।

তারিখঃ ৫ই নভেম্বর ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। আমার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। আমরা দুই ভাই ও এক বোন পড়াশুনা করছি। আমি পরিবারের সবচেয়ে ছোট সন্তান। আমার বাবা একজন দিনমজুর। তার পক্ষে আমাদের তিনজনের পড়াশুনার ব্যয় বহন করা প্রায় অসম্ভব। এমন্তা অবস্থায় আমার উপবৃত্তির খুব প্রয়োজন। উপবৃত্তির অর্থ আমার পড়াশুনার প্রয়োজনীয় জিনিসপত্র বহনে অনেক সহযোগীতা করবে বলে আমার বিশ্বাস।

অতএব বিনীত নিবেদন এই যে আমাকে উপবৃত্তি প্রদান করে আমার পড়াশুনা সুযোগ চালিয়ে যাওয়ার সুযোগ দিলে বিশেষভাবে বাধিত হব।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ মোস্তফা কামাল
শ্রেণিঃ সপ্তম, রোলঃ ১৩, শাখাঃ ক

উপবৃত্তির জন্য আবেদন ফরম PDF 2025

উপবৃত্তির জন্য আবেদন করার জন্য আবেদন পত্রের সাথে কিছু কিছু বিদ্যালয়ে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হয়। এই আবেদন ফরম বিদ্যালয় থেকে উত্তেলন করা যায়। যদি বিদ্যালয়ে আবেদন ফরমটি না থাকে তাহলে অনলাইনের মাধ্যমে আবেদন ফরমটি ডাউনলোড করে নেওয়া যায়।

এই আর্টিকেলটিতে থেকে আপনি সহজেই আবেদন ফরমটি ডাউনলোড করে ফেলতে পারবেন। নিম্নে আবেদন ফরমটি দিয়ে দিলাম। উপবৃত্তির এই ফরমটি চার পৃষ্টার। ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে সুন্দর ভাবে পূরণ করে নিয়ে আবেদন পত্রে সঙ্গে জমা দিবেন।

উপবৃত্তির আবেদন ফরম সংক্রান্ত আরো বিস্তারির তথ্যর জন্য এই আর্টিকেলটি পড়তে পারেন – উপবৃত্তির জন্য আবেদন ফরম Pdf

File NameApplication for Scholarship
File TypePDF
Total Pages4
File Upload LocationGoogle Drive
File Size198 KB
File Download LinkClick Here

উপবৃত্তির জন্য আবেদন পত্র

উপবৃত্তির আবেদন ফরমের সঙ্গে আবেদন পত্র সংযুক্র হয়। আপনার জন্য কিছু আবেদন পত্র নিম্নে দিয়ে দিলাম। আবেদন পত্রগুলো তথ্য পরিবর্তন করে ব্যবহার করতে পারেন।

তারিখঃ ৬ই নভেম্বর ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রাজশাহী।

বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন দিনমজুর এবং তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ। বর্তমানে আমাদের পরিবারের আর্থিক অবস্থা অনেক খারাপ। আমার পরিবারের পক্ষে আমার পড়াশুনার খরচ চালানো সম্ভব হচ্ছে না।

অতএব মহাত্মনের নিকট আমার বিনীত প্রার্থনা এই যে, আমাকে উপবৃত্তি প্রদান করে আমার পড়শুনা অব্যত রাখতে বিশেষভাবে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
সানজিদুল ইসলাম
শ্রেণিঃ দশম, রোলঃ ৩, শাখাঃ ক

তারিখঃ ৬ই নভেম্বর ২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রাজশাহী।

বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ক শাখার একজন নিয়মিত ছাত্র। আমার বাবা নিম্ন বেতনের একজন চাকুরীজীবী। আমরা ৪ ভাই বোন লেখাপড়া করছি। আমার বাবার পক্ষে ৪ ভাই-বোনের পড়াশুনার খরচ একসঙ্গে চালানো প্রায় অসম্ভব।

মহাত্মনের নিকট বিনীত প্রার্থনা এই যে আমাকে উপবৃত্তি প্রদান করে আমার আমার পড়াশুনার খরচ চালাতে বিশেষভাবে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ আরিফুল ইসলাম
শ্রেনিঃ অষ্টম, শাখাঃ ক, রোলঃ ৩২

উপসংহার

উপবৃত্তির জন্য আবেদন নিয়ে এই ছিল আমাদের আর্টিকেল। আর্টিকেলটিতে উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত সকল কিছু আলোচনা করা হয়েছে। আশা করছি এটি আপনার জন্য অনেক সহায়ক হবে। এ সংক্রান্ত আপনার যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেস্টা করব আপনার জিজ্ঞাসিত প্রশ্নের যথাযত উত্তর দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে টিউনবিনের ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক নতুন নতুন আর্টিকেলের জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.