Sports

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, দল, ভেনু, পয়েন্ট টেবিল

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি নিয়ে লেখা এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি এশিয়া কাপ সময়সূচি জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারেন। আর্টিকেলটি থেকে কোন দলের বিরুদ্ধে কখন খেলা, কোন কোন দল রয়েছে, কোন দল কোন গ্রুপে, কোন ভেনুতে খেলা ইত্যাদি সকল কিছু জেনে নিতে পারবেন।

এশিয়া কাপ বলে আমরা মূলতে ক্রিকেট এশিয়া কাপকে বুঝি। এশিয়া মহাদেশের দেশগুলোকে নিয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি দুই বছর পরপর এটি অনুষ্ঠিত হয়। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত রূপ টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হয় এশিয়া কাপে। যা সকল দর্শকের নিকট অনেক পছন্দের।

এশিয়া কাপ ২০২৩

এশিয়া কাপ ২০২৩ প্রতিবছর এশিয়া মহাদেশের দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই আয়োজন করে থাকে। এশিয়া কাপ ২০২৩ সম্পর্কে সংক্ষেপিত সকল তথ্য –

টুর্নামেন্টের নামএশিয়া কাপ
প্রসাশকএশিয়ান ক্রিকেট কাউন্সিল
খেলার ধরণটি ২০ / ওয়ান ডে ক্রিকেট
আয়োজকপাকিস্তান
ভেনুপাকিস্তান এবং শ্রীলঙ্কা
মোট দল৬ টি
মোট ম্যাচ১৩ টি
প্রথম ম্যাচ (উদ্বোধন)৩১ আগষ্ট ২০২৩
শেষ ম্যাচ (ফাইনাল)১৭ সেপ্টেম্বর ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইটhttps://asiancricket.org/
লাইভলাইভ এশিয়া কাপ দেখুন

এশিয়া কাপে অংশ নেওয়া দলের নাম

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি দেখে নেওয়ার পাশাপাশি কোন কোন দল এবারের এশিয়া কাপে অংশ নিবে তাও আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এবারের এশিয়া কাপে সরাসরি পাঁচটি দল অংশ নিবে এবং একটি দল কোয়ালিফাই রাউন্ড থেকে। অর্থাৎ মোট ছয়টি দল থেকে এশিয়া কাপের মূল পর্ব শুরু হবে। এই দলগুলোর নাম হলো –

  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ভারত
  4. শ্রীলঙ্কা
  5. আফগানিস্তান
  6. কোয়ালিফায়ার দল

এশিয়া কাপ গ্রুপ

এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করবে মোট ৬ টি দল। এই ৬ টি দলকে দুইট গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ A এবং গ্রুপ B। কোন গ্রুপে কোন দলগুলো রয়েছে চলুন তা দেখে নেই।

গ্রুপ A দল

গ্রুপ A তে থাকা দলগুলো হচ্ছে –

  1. পাকিস্তান
  2. ভারত
  3. কোয়ালিফায়ার দল

গ্রুপ B দল

গ্রুপ B তে থাকা দলগুলো হচ্ছে –

  1. বাংলাদেশ
  2. শ্রীলঙ্কা
  3. আফগানিস্তান

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি

এবার চলুন দেখে নেওয়া যাক এশিয়া কাপ ২০২৩ সময়সূচি। গ্রুপ অনুযায়ী সময়সূচি আলাদা আলাদা করে দেওয়া হলো তাহলে আপনার তা বুঝতে সময় হবে। গ্রুপ পর্বের সময়সূচির পাশাপাশি Super 4 এর সময়সূচি ও ফাইনাল ম্যাচের সময়সূচি পাবেন আপনারা।

গ্রুপ A দলের এশিয়া কাপ সময়সূচি

দলতারিখ ও সময়ভেনু
ভারত বনাম পাকিস্তান২৮ আগষ্ট, রাত ৮ টাদুবাই
ভারত বনাম কোয়ালিফায়ার দল৩১ আগষ্ট রাত ৮ টাদুবাই
পাকিস্তান বনাম কোয়ালিফায়ার দল২ সেপ্টেম্বর রাত ৮ টাশারজাহ

গ্রুপ B দলের এশিয়া কাপ সময়সূচি

দলতারিখ ও সময়ভেনু
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ২৭ আগষ্ট, রাত ৮ টাদুবাই
বাংলাদেশ বনাম আফগানিস্তান৩০ আগষ্ট রাত ৮ টাশারজাহ
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ১ সেপ্টেম্বর রাত ৮ টাদুবাই

Super 4 এর এশিয়া কাপ সময়সূচি

দলতারিখ ও সময়ভেনু
B1 বনাম B2৩ সেপ্টেম্বর রাত ৮ টাশারজাহ
A1 বনাম A2৪ সেপ্টেম্বর রাত ৮ টাদুবাই
A1 বনাম B1৬ সেপ্টেম্বর রাত ৮ টাদুবাই
A2 বনাম B2৭ সেপ্টেম্বর রাত ৮ টাদুবাই
A1 বনাম B2৮ সেপ্টেম্বর রাত ৮ টাদুবাই
B1 বনাম A2৯ সেপ্টেম্বর রাত ৮ টাদুবাই

এখানে, A1 ও A2 মানে হচ্ছে গ্রুপ A এর পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ দুইটি দল। A1 হলো প্রথম দল ও A2 হচ্ছে দ্বিতীয় দল। ঠিক তেমনি ভাবে B1 ও B2 হচ্ছে গ্রুপ B তে থাকা প্রথম দুইটি দল।

ফাইনাল ম্যাচের এশিয়া কাপ সময়সূচি

দলতারিখ ও সময়ভেনু
1st Super 4 বনাম 2nd Super 4১৭ সেপ্টেম্বর রাত ৮ টাপাকিস্তান

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি / পিকচার

এবার চলুন এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি বা পিকচারটি দেখে নেওয়া যাক। আপনি চাইলে এই ছবিটি আপনার ডিভাইসে সেভ করে রাখতে পারেন। এতে করে সহজেই যেকোন সময়ে এশিয়া কাপের সময়সূচি দেখে নিতে পারবেন।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবিটি আপনার ডিভাইসে সেভ করার জন্য কিছুক্ষণ ছবির উপর চেপে ধরে থাকুন। চেপে ধরে থাকার পর আপনি ছবিটি ডাউনলোড করার অপশন পাবেন।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি

এশিয়া কাপ ২০২৩ পয়েন্ট টেবিল

এশিয়া কাপে ২০২৩ এর পয়েন্ট টেবিল এখনো প্রকাশিত হয়নি। কারণ এখনও এশিয়া কাপ খেলা শুরু হয়নি। এশিয়া কাপ খেলা শুরু হলে আপনার এখান থেকে সহজেই পয়েন্ট টেবিল দেখে নিতে পারবেন। এশিয়া কাপের পয়েন্ট টেবিল আপডেট পাবেন এই আর্টিকেলে – এশিয়া কাপ পয়েন্ট টেবিল ২০২৩

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এই আর্টিকেলটি নিয়ে কিছু কমন প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি অনুযায়ী খেলা কবে থেকে শুরু?

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি অনুযায়ী ৩১ আগষ্ট ২০২৩ তারিখ বাংলাদেশ সময় রাত ৮ টা থেকে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে।

এশিয়া কাপ ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে?

২০২৩ সালের এশিয়া কাপ শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, শ্রীলঙ্কার অর্থনীতি অবস্থা খারাপ হওয়ার কারণে ২০২৩ সালের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে আয়োজন করবে।

এশিয়া কাপে বাংলাদেশ কোন গ্রুপে রয়েছে?

এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ B তে রয়েছে। এই গ্রুপের মধ্যে আরো যে দলগুলো রয়েছে – শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

এশিয়া কাপের ফাইনাল কবে অনুষ্ঠিত হবে?

এশিয়া কাপ ২০২৩ সময়সূচি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর রাত ৮ টায় দুবাইয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেষ কথা

এই ছিল এশিয়া কাপ ২০২৩ সময়সূচি নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, দল, ভেনু, পয়েন্ট টেবিল ইত্যাদি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছে। এশিয়া কাপ সম্পর্কে আপনার যদি আরো কোন কিছু জানার থাকে তাহলে সেই প্রশ্ন কমেন্ট করতে পারেন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের যথাযত উত্তর দেওয়ার জন্য।

সবার মতোন আমিও অপেক্ষা করছি এশিয়া কাপের জন্য এবং বাংলাদেশ দল যেন এবারের এশিয়া কাপে ভালো পারফর্মেন্স করে। ধন্যবাদ আপনাকে টিনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

One Comment

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.