যেভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করবেন
How to install Bangla Font in WordPress Website
এই আর্টিকেল থেকে আমরা আজকে জানব যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করতে হয়। অনেক কয়েকটি পদ্বতি আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করার জন্য কিন্তু আমরা সহজে যে পদ্বতিতে করা যায় তা জানব।
আরো পড়ুনঃ কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি
বাংলা ব্লগিং এর জন্য বাংলা লেখাগুলোকে আকর্ষনীয় করে তোলার জন্য বাংলা ফন্ট ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা ব্লগিং করি তাদের মধ্যে বেশীরভাগ লোকই ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকি। কেননা, ব্লগিং এর জন্য ওয়ার্ডপ্রেসের মতো সেরা সিএমএস (CMS) এর দ্বিতীয়টি হয় না। অনেক কাস্টমাইজেশন সুবিধা। ফ্রি থিম এবং প্লাগিন। এর চেয়ে বড় কথা হলো ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স।
নিজস্ব হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস ব্যবহার করার পাশাপাশি ফ্রি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানানোও সম্ভব ওয়ার্ডপ্রেস ডট কম থেকে। যাই হোক আর্টিকেলের মূল বিষয়বস্তুতে ফিরে আসা যাক। যে, কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করবেন।
আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করতে পারি অনেক কয়েকটি পদ্বতিতে। তার মধ্যে প্লাগিনের মাধ্যমে অনেক সহজে করে ফেলা যায়। আর এই আর্টিকেলে প্লাগিনের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেসে বাংলা ফন্ট ইন্সটল করবেন তা আমরা জানব। কাস্টম সিএসএস ও ফন্ট হোস্টিং প্যানেলে থেকেও আপলোড করে করা সম্ভব কিন্তু, তা একটুখানি জটিল তবে কঠিন না। ওয়েব ডেভলপমেন্ট নিয়ে মোটামুটি জ্ঞান করতে পারবে।
যেহেতু প্লাগিনের মাধ্যমে করব তাই আগে আমাদের একটি প্লাগিন বেছে নিতে হবে ওয়ার্ডপ্রেস থেকে আপনি অনেক প্লাগিন এই সম্পর্কিত ফ্রিতে পেয়ে যাবেন। আপনি যেকোন একটি ইন্সটল করে ব্যবহার করতে পারেন। তবে, কাস্টম বাংলা ফন্ট ইন্সটল করার জন্য Easy Google Fonts প্লাগিনটি অনেক জনপ্রিয়। শুধু বাংলা ফন্টই নয়, অন্য যেকোন ফন্ট এই প্লাগিনের মাধ্যমে ইন্সটল করতে পারবেন। তবে তা গুগল ফন্ট লাইব্রেরীতে/ স্টোরে থাকতে হবে।
গুগল বাংলা ফন্ট স্টোরের লিংকঃ https://fonts.google.com/?subset=bengali
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করার নিয়ম
যে প্লাগিনটি ব্যবহার করতে হবে তার নাম তো বলেই দিলাম। এবার সেটিকে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইন্সটল করে ফেলুন আশা করছি জানেন কিভাবে ওয়ার্ডপ্রেসে বাংলা ফন্ট ইন্সটল করতে হয়। তবুও সংক্ষেপে একবার বলে নিচ্ছি।
প্রথমে Plugin এ ক্লিক/ মাউস Hover করার পর Add New এ ক্লিক করবেন। এরপরে একটি সার্চ বক্স পাবেন। এই সার্চ বক্সে Easy Google Fonts লিখে সার্চ করলে কাংখিত প্লাগিনটি পেয়ে যাবে। এবার, ইন্সটল করার পর একটিভে ক্লিক করুন।
ফন্টটি একটিভ করার পর Appearance নামক একটি অপশন আছে আসে সেখানে ক্লিক করার পর Customize এ যাবেন। এবার Typography থেকে যে যে স্থানের ফন্ট পরিবর্তন করতে চান সেই সেই স্থানে গিয়ে ফন্ট সিলেক্ট করে পরিবর্তন করে ফেলুন। Typography অপশন না পেলে প্লাগিনের সাথে মিল রেখে একটি অপশন পাবেন।
এভাবে খুব সহজে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করে নিতে পারবেন। তবে, আপনি যদি কাস্টম ভাবে ফন্ট আপলোড ব্যবহার করতে চান বা শুধু বাংলা ফন্ট ইন্সটল করতে চান সেক্ষেত্রে, Bangla Web Fonts নামের প্লাগিনটি ইন্সটল করে ব্যবহার করতে পারেন। এটিও অনেক ভালো একটি প্লাগিন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বাংলা ফন্ট ইন্সটল করে ব্যবহার করার জন্য।
এই ছিল আজকের আর্টিকেল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেল সম্পর্কিত যে কোন প্রশ্ন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন।