Jonmo NibondhonGovernment Info

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করার নিয়ম

জন্ম নিবন্ধন (Birth Certificate) এর মাধ্যমে করোনা ভাইরাসের টিকার জন্য কিভাবে আবেদন করবেন তা এই টিউনে আলোচনা করা হয়েছে

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। এই টিউনে আমি আপমাদেরকে দেখবো কিভাবে জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করবেন। সম্পূর্ণ টিউনটি যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে খুব সহজে আমি এই অনেক সহজেই করোনা ভাইরাস প্রতিরোধের টিকার জন্য আবেদন করতে পারবেন। পর্যাপ্ত স্কিনশট যুক্ত ও বিস্তারিত ভাবে টিউনটি লিখছি। তাই আপনার বুঝতে খুব একটা সমস্যা হবে না।

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে টিকা নেওয়া অনেক জরুরী। টিকা নেওয়ার পাশাপাশি অনেক সচেতনতাও আমাদের মেনে চলা জরুরী। বাংলাদেশের করোনার টিকা ইতিমিধ্যে দেওয়া শুরু হয়েছে এবং অনেকেই করোনার টিকা দিয়ে ফেলেছে। কারো কারো হয়তো প্রথম ও দ্বিতীয় উভয় ডোজই নেওয়া শেষ। কিন্তু, অনেকেই হয়তো নিতে পারেনি। বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

আরো পড়ুন

কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বেশিরভাগ শিক্ষার্থী করোনার টিকা নিতে না পাওয়ার অন্যতম কারণ হলো তাদের এনএইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র কার্ড নেই। যাদের জাতীয় পরিচয় পত্র কার্ড আছে তারা তো সহজে আবেদন করার মাধ্যমে করোনা ভাইরাসের টিকা নিতে পারবে। তবে, যাদের নেই তারা কি করবে? এমন্তা অবস্থায় বাংলাদেশ সরকার উদ্দেগ নিয়েছে যাদের এনআইডি কার্ড নেই তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করতে পারবে। এর ফলে সকল শিক্ষার্থীরা করোনা ভাইরাসের টিকার আওতায় এসে যাবে।

নোটঃ শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরাই শুধুমাত্র জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করতে পারবে। পরবর্তিতে হয়তো অন্য সকল শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকা নেওয়া সুযোগ দিবে।

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করার সরকারি নোটিশ

জন্ম নিবন্ধন সম্পর্কিত আরো কিছু আর্টিকেল –

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করার নিয়ম

এবার চলেন ধাপে ধাপে জেনে নেওয়া যাক কিভাবে জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করবেন।

ধাপ ১ঃ অনালাইনের মাধ্যমে করোনার টিকার জন্য আবেদন করতে হবে। এজন্য আপনার মোবাইল বা কম্পিউটারকে ইন্টারনেটের সাথা সংযুক্ত করে এই লিংকে ভিজিট করুন – https://univac.pntdns.com/। লিংকে ভিজিট করার পর আপনি নিচের স্কিনশটের মতোন একটি ইন্টারফেস পাবেন।

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন ধাপ ১ এর স্কিনশট

Are You  Vaccinated প্রশ্নের উত্তরে No এ ক্লিক করবেন।

ধাপ ২ঃ No তে ক্লিক করার পর জিজ্ঞাসা করবে Do yo have National ID (NID)। যেহেতু আপনার NID কার্ড নেই তাই No বাটনে ক্লিক করুন।

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন ধাপ ২ এর স্কিনশট

ধাপ ৩ঃ No এ ক্লিক করার পর আপনাকে আবার নতুন একটি পেজে নিয়ে যাবে। এবার আপনাকে জিজ্ঞাসা করবেন Do yo have Birth Certificate। যেহেতু আপনার বার্থ সার্টিফিকেট আছে তাই এর উত্তরে Yes এ ক্লিক করুন।

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন ধাপ ৩ এর স্কিনশট

ধাপ ৪ঃ এবার আপনাকে লগিন পেজে নিয়ে যাবে। যেহেতু আপনার কোন অ্যাকাউন্ট তৈরি করা নেই তাই নিচের স্কিনশটে দেখানো রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করুন।

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন ধাপ ৪ এর স্কিনশট

ধাপ ৫ঃ এবার আপনাকে নিচের স্কিনশটের মতোন রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাবে। সঠিক তথ্য দিয়ে ফোরামটি পূরণ করে রেজিস্টার করে নিন।

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন ধাপ ৫ এর স্কিনশট

ধাপ ৬ঃ সব কিছু ঠিক-ঠাক থাকলে আপনাকে লগিন পেজে নিয়ে যাবে অথবা নতুন আরেকটি ইনফরমেশন চাওয়ার পেজে নিয়ে যাবে। যদি হোম পেজে নিয়ে যায় তবে ধাপ ১ থেকে ধাপ ৩ আবার করবেন। ধাপ ৪ এ লগিন পেজে নিয়ে গেলে লগিন করবেন। যদি তথ্য চাওয়ার পেজে নিয়ে যায় তবে, সঠিক সঠিক তথ্য দিয়ে সাবমিট করবেন। যে সকল তথ্য চাইবে –

  • University Name
  • Institute Name
  • Department Name
  • Session
  • Semester
  • Student Name
  • Email
  • Student Id
  • Birth Certificate No
  • Primary Phone Number
  • Secondary Phone Number
  • Gender
  • Birth of Date

অবশ্যই অবশ্যই সকল তথ্য সঠিক দিয়ে সাবমিট করবেন। সকল তথ্য সঠিক দিয়ে সাবমিট করার পর জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন সফল হলে Success মেসেজ দেখাবে।

ব্যাস এই টুকুই এভাবে আপনি খুব সহজে জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করতে পারবেন অতি সহজে তাও আবার বাড়িতে বসে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করার নিয়ম টিউনটি নিয়ে আপনাদের সকলে কাছে কিছু কমন প্রশ্ন থাকতে পারে। সেই সকল প্রশ্নের উত্তর নিচে দিয়ে দিলাম।

শুধু কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরাই জন্ম নিবন্ধনের সাহায্যে টিকা দিতে পারবে?

আপাতত শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরাই জন্ম নিবন্ধনের সাহায্যে টিকা দিতে পারবে। পরবর্তিতে হয়তো অন্য সকল শিক্ষার্থীদের এই সুবিধা দেওয়া হবে। নতুন আপডেট অনুযায়ী এখন যে কেউ জন্ম নিবন্ধনের সাহায্যে করোনার টিকা দিতে পারবে তবে এর জন্য আলাদা পদ্বতি রয়েছে।

করোনা টিকা দেওয়ার জন্য কি কোন ফি দিতে হবে?

না। করোনা টিকা দেওয়া জন্য আপনাকে কোন ফি দিতে হবে না। এটি একদম ফ্রি।

করোনা টিকার ডোজ কতটি?

করোনা টিকার ডোজ তিনটি। বর্তমানে বুস্টার ডোজও প্রদান করা হচ্ছে।

টিকা কোথায় গিয়ে দিয়ে আসতে হবে?

জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করার পর আপনাকে টিকা আপনার নিকটবর্তী কোন করোনা ভাইরাস টিকা ক্যাম্পে গিয়ে টিকা দিয়ে আসতে হবে।

টিকা দেওয়া কি বাধ্যতামূলক?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া বাধ্যতামূলক।

উপসংহার

এই ছিল জন্ম নিবন্ধনের মাধ্যমে করোনা টিকার আবেদন করার উপায় নিয়ে আমাদের টিউন। আশা করছি টিউনটি থেকে বুঝতে পেরেছে কিভাবে আবেদন করবেন। যদি কোথাও কোন সমস্যা হয় বা কোন জিজ্ঞাসা থাকে তবে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

টিউনটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবদের সাথে। যাতে করে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং করোনার টিকার জন্য আবেদন করতে পারে।

করোনা ভাইরাসের টিকা নেওয়ায় পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলুন। বিশেষ করে ঘর থেকে বাইরে যাওয়া আগে মাস্ক ব্যবহার করুন। ভালো থাকুন সুস্থ থাকুন। এতক্ষণ কষ্ট করে টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.