কিভাবে নিউজফিডের কোন নিউজ সহজে খুঁজে পাবেন
আমাদের সবার ফেসবুক ফ্রেন্ডলিস্ট অনেক লম্বা আর তাছাড়া অনেক পেইজে আমাদের লাইক দেয়া থাকে এর বাইরে ফেসবুকের নিজস্ব বিজ্ঞাপন তো আছেই। সবকিছু মিলিয়ে প্রায়ই আমরা আমাদের প্রয়োজনের নিউজটি আমাদের নিউজফিড থেকে হারিয়ে ফেলি। এইমাত্র নিউজফিডে দেখা নিউজটিকেও আমরা ৫ মিনিট পর আর খুঁজে পাইনা। আপনাদের ক্ষেত্রে এটা ঘটেছে কিনা আমি জানি না কিন্তু আমার এমনটি প্রায়ই হয়। এথেকে আসলে মুক্তির উপায় কি? কিছুটা গুগল করে এর সমাধান আমি খুঁজে পেয়েছি তাই আপনাদেরকেও আমি আজ জানাতে চাই- কিভাবে নিউজফিডের কোন নিউজ সহজে খুঁজে পাবেন।
আসলে আপনি যদি কোন নিউজ বা কারও শেয়ার করা কোন কিছু পরে দেখতে চান, মানে আপনার হাতে এখন সময় নেই শুধু স্ক্রল করে যাচ্ছেন তাহলে আমার দেখান এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
যে নিউজটি আপনি পরে পড়তে চান সেটার ডান্দিকের মেনুতে (তিনটি ডট চিহ্নিত) ক্লিক করুন নিচের ছবির মত।
এরপর নিচের ছবির মত দেখানো Save Post এ ক্লিক করবেন।
তারপর আপনি নিচের বক্সের মত একটি মেনু পাবেন। এখন আপনি চাইলে পরে পোষ্টটি পরার জন্য সেভ করে রাখতে পারেন কিংবা আলাদা ফোল্ডার করে রেখে দিতে পারেন কোন নাম দিয়ে সেভ করে।
এভাবে খুব সহজে আপনি যেকোন পোস্ট সেভ করে রাখতে পারেন এবং পরে পড়ে নিতে পারবেন, পোষ্ট আর হারিয়ে যাবেনা।
আপনার ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করেছে জানতে চান। ঘুরে আসুন এই ব্লগে- আমার ফেসবুক প্রোফাইল কে কে ভিজিট করেছে চুপিসারে।
আশা করি ফেসবুক নিয়ে আমার আজকের টিপস টি আপনার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। ভবিষ্যতে আবার দেখা হবে।