BloggerWordpress

কিভাবে ব্লগার সাইট এর কন্টেন্ট গুলো ওয়ার্ডপ্রেস সাইটে স্থানান্তর করবেন।

হ্যালো বন্ধুরা!! আশা করি টিউনবিন সাইটের প্রত্যেকের দুর্দান্ত দিন কাটছে । আজকের এই টিউনে আমি আপনাদেরকে দেখাব, কীভাবে ব্লগার সাইট এর কন্টেন্ট গুলো ওয়ার্ডপ্রেস সাইটে স্থানান্তর করবেন।

যদি আপনার একটি ব্লগার সাইট থেকে থাকে এবং আপনি নতুন করে ওয়ার্ডপ্রেস সাইট খুলে ব্লগার সাইট-এর সব কন্টেন্ট ওয়ার্ডপ্রেস সাইটে ট্রান্সপার করতে চান। তাহলে আজকের টিউনটি আপনার জন্য।

কেন ট্রান্সপার করবেন?

ধরুন আপনার ব্লগার একাউন্টে ৫০টি পোস্ট আছে। এখন যদি সব পোস্ট নতুন ওয়ার্ডপ্রেস সাইটে এক এক করে আপডেট করতে চান তাহলে অবশ্যই সময়-শ্রম দু’টোই বেশি লাগবে তাই এই পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই ব্লগারের সব কন্টেন্ট আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ট্রান্সপার করতে পারবেন।

তো চলুন কাজে নেমে পড়ি। প্রথমে, আপনার ব্লগার একাউন্টে লগ-ইন করুন। তারপর Dashboard থেকে Setting একটু নিচে Manage Blog >> Back up content. তারপর একটি xml ফাইল ডাউনলোড হবে।

PicsArt 07 03 05.04.09

এবার চলুন জেনে নিই ওয়ার্ডপ্রেস-এ কিভাবে কন্টেন্ট গুলো ইম্পোর্ট করবেন।

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস একাউন্টে লগ-ইন করুন। তারপর Dashboard >> Tools >> Import

PicsArt 07 03 05.05.48

তারপর আসবে আপনি কোথা থেকে ইম্পোর্ট করতে চান। Obviously আপনি ব্লগার-এ ক্লিক করবেন।

PicsArt 07 03 05.11.54

তারপর আপনার ব্লগার থেকে ডাউনলোডকৃত xml ফাইলটি আপলোড করবেন।

PicsArt 07 03 05.12.54

ব্যাস, এখন ইম্পোর্ট হচ্ছে। ইম্পোর্ট হওয়া শেষ হলে আপনাকে ই-মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শেষ কথাঃ এভাবে খুব সহজে ব্লগার সাইট এর কন্টেন্টগুলো ওয়ার্ডপ্রেস সাইটে স্থানান্তর করতে পারবেন। উইকিবিএনে আমি প্রথম পোস্ট করছি। তাই কোনো ধরণের ভুল বা সমস্যা হলে কমেন্ট করবেন। আমি যথাসম্ভব উত্তরদেয়ার চেষ্টা করবো।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.