গ্রামীন এমবি অফার ২০২৩ | সাথে ফ্রি ১ জিবি | Grameenphone MB Offer 2023
আপনি যদি গ্রামীন এমবি অফার খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আজকের এই আর্টিকেলে ২০২৩ সালের সেরা সব ইন্টারনেট অফার নিয়ে আলোচনা করব। আপনি যদি গ্রামীণফোন ইউজার হয়ে থাকেন তাহলে এসব এমবি অফার কিনে অনেক টাকা সাশ্রয় করতে পারবেন।
গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজের দামগুলো অন্যান্য অপারেটরের চেয়ে তুলনামূলক ভাবে অনেক বেশী। দাম বেশী হলেও এর ইন্টারনেট স্পিড অনেক ভালো। তাই গ্রাহকেরা একটু বেশী খরচ করে গ্রামীন এমবি কেনে যাতে করে ইন্টারনেট ব্যবহারে ভালো স্পিড পায়।
ইন্টারনেট প্যাকেজের দাম বেশী থাকলেও মাঝে মাঝে গ্রামীণফোন কোম্পানি গ্রামীন এমবি অফার (Grameenphone MB Offer) দিয়ে থাকে। এসব অফার গ্রাহকের সহজেই কিনতে পারে। তাছাড়া নির্দিষ্ট কিছু প্যাকেজে অনেক ডিসকাউন্ট/ পয়েন্ট/ বোনাস এমবিও দিয়ে থাকে।
আরো পড়ুনঃ
- জিপি ইন্টারনেট অফার ২০২৩ | GP Internet Offer 2023
- রবি মিনিট অফার ২০২৩ | Best Robi Minute Offer Code, Recharge 2023
- গ্রামীণফোন ইন্টারনেট প্যাকেজ 2023 | Grameenphone Internet Packages
- রবি নাম্বার কিভাবে দেখে | How to Check Own Robi Number 2023
- টেলিটক নাম্বার দেখার উপায় ২০২৩
যদি আপনি গ্রামীন এমবি অফার পেতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট কোড ডায়াল করে অফারটি জানতে হবে এবং কেনার সুযোগ থাকলে সেটি কিনতেও পারবেন। তবে বর্তমানে মাই জিপি নামক গ্রামীণফোনের অফিশিয়াল একটি অ্যাপ রয়েছে। সেখান থেকেও গ্রামীন এমবি অফার জানা সম্ভব। চলুন গ্রামীনফোনের সকল এমবি অফার, অফার কোড সম্পর্কে জেনে নেওয়া যাক।
Table of Contents
গ্রামীন এমবি অফার ২০২৩
২০২৩ সালে গ্রামীণফোন নতুন নতুন এবং আকর্ষনীয় সব এমবি অফার দিয়েছে। যা মাই জিপি অ্যাপ কিংবা কোড ডায়াল করার মাধ্যমে কেনা যাবে। সহজে সকল এমবি অফার দেখার জন্য আমি মাই জিপি অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিব।
আপনার গ্রামীন সিমে কোন এমবি অফার আছে কি না তা জানার জন্য ডায়াল করতে হবে *121*5# কোডটি ডায়াক করার পর আপনার সিমে যত প্রকার অফার আছে তা ভেসে উঠবে। এখানে আপনি এমবি অফারো পাবেন। আপনার পছন্দমতো এমবি অফার এখান থেকে বেছে নিন।
জিপি এমবি অফার লিস্ট
নিচের ছবিতে জনপ্রিয় সকল অফারের লিস্ট দিয়ে দিলাম। এখান থেকে আপনি আপনার পছন্দের একটি অফার বেছে নিন।
জিপি ইন্টারনেট অফার
জিপি ইন্টারনেট অফার এবং গ্রামীণফোন এমবি অফার (Grameenphone MB Offer) বিষয়টি একই। জিপি ইন্টারনেট অফার জানতে চাইলে আপনাকে আগের মতোনই *১২১*৫# ডায়াল করতে হবে। অথবা মাই জিপি অ্যাপ থেকে দেখে নিতে হবে।
গ্রামীন এমবি অফার কোড
এবার চলুন গ্রামীনফোনের এমবি অফার কোডগুলো দেখে নেওয়া যাক। গ্রামীণফোনের অসংখ্য এমবি অফার/ ইন্টারনেট অফার কোড রয়েছে। আপনি সেখান থেকে আপনার পছন্দমতো একটি ইন্টারনেট অফার বেছে নিয়ে কিনুন। কিছু উল্লেখযোগ্য অফার কোড –
- 3GB Internet 63 Taka – *121*3258#
- 4GB Internet 114 Taka – *121*3344#
- 250MB Internet 13 Taka – *121*3340#
- 20GB Internet 198 Taka – *121*3133#
- 14GB Internet 148 Taka – *121*3262#
এগুলোই ছিল উল্লেখযোগ্য কিছু গ্রামীন এমবি অফার কোড। গ্রামীণফোনের আরো অনেক দারুন দারুন এমবি অফার আছে। চলুন সেগুলোও দেখে নেওয়া যাক।
গ্রামীণফোন ইন্টারনেট অফার প্যাকেজ
অসংখ্য গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজ রয়েছে। সকল প্যাকেজ একসাথে দেখতে মাইজিপি (MyGP) অ্যাপ ডাউনলোড করে নিন। মাই জিপি অ্যাপের লিংক – https://play.google.com/store/apps/details?id=com.portonics.mygp।
যাই হোক চলেন সকল ইন্টারনেট অফার প্যাকেজগুলো দেখে নেওয়া যাক।
ফ্রি ১ জিবি
ফ্রিতে ১ জিবি নেওয়ার জন্য আপনাকে মাই জিপি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেখান থেকে সহজেই এই অফারটি নিতে পারবেন। আর এই অফারটি শুধু তারাই পাবেন যারা এর আগে মাই জিপি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করেননি।
১৬ টাকায় ১ জিবি
এটি অনেক জনপ্রিয় গ্রামীন এমবি অফার। এই অফারটি আপনি কোড ডায়াল করে নিতে পারবেন না। অফারটি নেওয়ার জন্য আপনাকে মাই জিপি অ্যাপের মধ্যে লগিন করতে হবে। শুধু মাত্র মাই জিপি অ্যাপ থেকে অফারটি ক্রয় করতে পারবেন। এই ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ ৩ দিন। ৩জি, ৪জি, ৫জি সিম/ ফোনে এই ইন্টারনেট প্যাকেজটি ব্যবহার করতে পারবেন।
১৫৯ টাকায় ১৫ জিবি
এই অফারটি গ্রামীন এমবি অফারের মধ্যে অনেক Popular একটি অফার। অফারটি শুধুমাত্র MyGP App অথবা গ্রামীনফোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। ৩জি এবং ৪জি কানেক্টিভিটি হ্যান্ডসেটে এই প্যাকেজটি আপনি ব্যবহার করতে পারবেন।
৫০ টাকায় ৫ জিবি
৫০ টাকায় ৫ জিবি ইন্টারনেট ৩ দিন মেয়াদি এই প্যাকেজটি কোড ডায়াল করতে কিনতে পারবেন না। মাই জিপি অ্যাপ থেকে এই অফারটি ক্রয় করতে পারবেন। এটিও অনেক জনপ্রিয় গ্রামীন এমবি অফার।
৭৯ টাকায় ৭ জিবি
এই অফারটির মেয়াদ মাত্র ৩ দিন। এটিও অ্যাপ থেকে কিনতে হবে। অ্যাপ ছাড়া এই ইন্টারনেট অফারটি কিনতে পারবেন না।
১২৯ টাকায় ৮ জিবি
এই অফারটি কেনার জন্য অ্যাপের প্রয়োজন পড়বে না। কোড ডায়াক করে অফার প্যাকেজটি কিনতে পারবেন। এই প্যাকেজে অফারটির মেয়াদ ৭ দিন। অ্যাক্টিভেশন কোড *121*3329#। অনেক সাশ্রয়ী এমবি অফার প্যাকেজ এটি।
৩৮ টাকায় ১ জিবি
৩৮ টাকায় ৩ দিন মেয়াদি ১ জিবি কিনতে ডায়াল করুন *121*3366#। অ্যাপ থেকে এই প্যাকেজটি কিনলে ৩১ জিপি পয়েন্ট বোনাস পাবেন।
৪৯৯ টাকায় ৪৫ জিবি
যদি আপনি অনেক বেশী গ্রামীন এমবি অফার খুঁজে থাকেন তাহলে এই অফারটি আপনার জন্য অনেক সাশ্রয়ী হতে পারেন। এই প্যাকজটি মেয়াদ ৩০ দিন। এই ইন্টারনেট প্যাকেজটি একটিভ করার জন্য ডায়াল করতে হবে *121*3435#।
আরো পড়ুনঃ
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- 160+ ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন ২০২৩
- 50+ বাংলা রোমান্টিক ক্যাপশন | Best Bangla Romantic Caption
- ফেসবুক আইডি হ্যাক করার জন্য ৫ টি সহজ এবং ১০০% কার্যকর উপায়
- টাকা ইনকাম করার ওয়েবসাইট 2023 [সেরা ৫ টি ওয়েবসাইট ১০০% ইনকাম হবে]
গ্রামীণফোন এমবি সম্পর্কিত কোড
- গ্রামীন এমবি অফার দেখার কোড *121*5#
- ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড *121*1*4# অথবা *3#
- মেইন ব্যালেন্স দেখার কোড *566#
- মোবাইল নাম্বার চেক করার কোড *2#
- Emergency Data Loan কোড *121*3141#
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
গ্রামীনফোন এমবি অফার নিয়ে আপনাদের অনেকেরই মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। চলুন এসকল প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।
গ্রামীন এমবি অফার কিভাবে দেখে?
গ্রামীনফোন এমবি অফার দেখার জন্য *121*5# ডায়াল করতে হবে। ডায়াল করলে সকল এমবি অফার দেখা যাবে। এছাড়াও MYGP অ্যাপ থেকে My Offer সেকশন থেকেও এমবি অফার দেখা সম্ভব।
গ্রামীন এমবি দেখে কিভাবে?
*121*1*2# ডায়াল করে গ্রামীনে এমবি দেখতে হয়।
জিপি ইন্টারনেট অফার দেখার নিয়ম কি?
জিপি ইন্টারনেট অফার দেখার জন্য *121# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আবার 5 লিখে সেন্ড করতে হবে। এভাবে জিপি ইন্টারনেট অফার দেখতে পারবেন।
জিপি এমবি কেনার কোড কি?
জিপি এমবি কেনার কোড হলো *121*3#।
উপসংহার
এই ছিল গ্রামীন এমবি অফার ২০২৩ (Grameenphone MB Offer 2023) নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আপনার ভালো লেগেছে। আপনি আপনার পছন্দমতো ইন্টারনেট প্যাকেজ কিনে নিন। আর সকল আপডেট প্যাকেজ কেনার জন্য ও অফার দেখার জন্য আমি আপনাকে সাজেশন করব MYGP অ্যাপ ব্যবহার করার।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।