Education

চিঠি লেখার নিয়ম ছবি সহ ২০২৪

চিঠি কি? চিঠি লেখার নিয়ম ও কিছু নমুনা চিঠি এই আর্টিকেলের মধ্যে রয়েছে। চিঠি লেখা নিয়ে বিস্তারিত একটি আর্টিকেল

চিঠি লেখার নিয়ম নিয়ে লেখা এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি চিঠি লেখার নিয়ম সপর্কে বিস্তারিত জানতে চান তাহলে তা এই আর্টিকেল থেকে বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই যুগেও আমাদের বিভিন্ন প্রয়োজনে চিঠি লেখার প্রয়োজন পড়ে। পরিবারের সদস্যদের কেউ দূরে অবস্থান করলে তাদেরকে চিঠি লিখলে অনেক খুশি হন তারা। বন্ধু-বান্ধব্দের কাছেও অনেক সময় চিঠি লেখার প্রয়োজন পড়ে। কখনো কখনো অধ্যক্ষের কাছে চিঠি লেখার প্রয়োজন পড়ে, আবার কখনো বা চাকরিদাতাদের কাছেও।

এছাড়াও নিজেরা কখনো কোন অনুষ্ঠান করলে আমন্ত্রণপত্র লেখার কাজও নিজের ওপর পড়ে। এজন্য চিঠি লেখার নিয়ম আমাদের জেনে রাখা প্রয়োজন। কখন কোন প্রয়োজনে চিঠি লিখার প্রয়োজন পড়ে তা তো বলা যায় না। তবে বর্তমানে চিঠি লেখার প্রচলন খুব বেশী না থাকায় আমরা অনেকেই চিঠি লেখার নিয়ম ভুলে গেছি। তো তাদের জন্য এই আর্টিকেলটি। তাহলে চলুন চিঠি লেখার নিয়ম জেনে নেওয়া যাক। তবে নিয়ম জানার আগে চিঠি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।

চিঠি কি?

চিঠি হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্যধারক বার্তা। দুজন বা দুপক্ষের মধ্যে যোগাযোগ রক্ষার একটি মাধ্যম। এটি কাগজে লিখে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় প্রেরিত হয়ে থাকে।

চিঠির প্রয়োজনীয়তা

বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগেও চিঠির প্রয়োজনীয়তা ব্যাপক। এর কিছু বিশেষ প্রয়োজনীয়তা নিম্নে তুলে ধরা হলো।

 • যেসব জায়গায় তথ্য প্রযুক্তির বিকাশ ভালোভাবে ঘটানো সম্ভব হয়নি সেই সব জায়গার যোগাযোগের জন্য চিঠিপত্র একমাত্র মাধ্যম।
 • যোগাযোগ সম্পর্ক আরো মধুর করতে চিঠির ব্যবহারের তুলনা হয় না।
 • কাউকে নিমন্ত্রণ জানাতে চিঠি অনেক সেরা একটি মাধ্যম।
 • চাকরির আবেদনের ক্ষেত্রে।

এছড়াও আমাদের বাংলাদেশে বাংলা ব্যাকরণে পরিক্ষায় চিঠি লেখার প্রয়োজন পড়ে। এজন্যও আমাদের চিঠি লেখার নিয়ম জেনে নিতে হবে।

চিঠি লেখার নিয়ম

তাহলে চলুন চিঠি লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই নিয়ম বিস্তারিত ভাবে জানার পর আমরা কিছু নমুনা চিঠি দেখব। যা দেখে চিঠি লেখার নিয়ম সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পারবেন।

বাংলা চিঠি

চিঠি বিভিন্ন প্রয়োজনে লেখার প্রয়োজন পড়ে। লেখার প্রয়োজনীয়তা ভিন্ন হলেও সকল চিঠি লেখার নিয়ম প্রায় একই। তাহলে চলুন নিয়মগুলো ধাপে ধাপে দেখে নেওয়া যাক।

Total Time: 15 minutes

একটি ভালোমানে সাদা পৃষ্টা বেছে নিন

হাতের মধ্যে একটি সাদা পৃষ্টা চিঠি লেখার জন্য

চিঠি লেখার শুরুতে আপনাকে প্রথমে একটি সাদা কাগজের পৃষ্টা বেছে নিতে হবে। আপনি চাইলে A4 সাইজেই পৃষ্ঠা এক্ষেত্রে বেছে নিতে পারেন। তবে অন্য কোন পৃষ্টা নিলে কোন সমস্যা হবে না। পৃষ্টা বেছে নেওয়ার পর আপনি যদি চান তাহলে বামে ও উপরে এক স্কেল পরিমাণ মার্জিন টেনে নিতে পারেন। মার্জিন না টানলেও কোন সমস্যা নেই। তবে পরীক্ষার খাতার চিঠি লেখার জন্য অবশ্যই বামে ও উপরে এক স্কেল পরিমাণ মার্জিন টেনে নিবেন।

ঠিকানা ও তারিখ লিখুন

চিঠির ঠিকানা ও তারিখ

পৃষ্ঠা বা কাগজ বেছে নেওয়া পর আমাদের চিঠি লেখার কাজ শুরু। এখন চিঠি লেখার পালা। চিঠি অবশ্যই কালো কালির বলপেন দিয়ে লিখবে। চিঠি লেখার শুরুতে আমাদেরকে সংক্ষেপে ঠিকানা ও তারিখ লিখতে হবে। অবশ্যই ঠিকানা ও তারিখ পৃষ্ঠার ডানদিকে লিখতে হবে। পৃষ্টার ডানদিনে প্রথমে সংক্ষেপে ঠিকানা থাকবে এরপর তারিখ থাকবে। উদাহরণঃ

সেগুনবাগিচা, ঢাকা
৭ই জুন ২০২২

সম্ভাষণ লিখুন

চিঠির সম্ভাষণ

এবার চিঠির বামদিকে উপযুক্ত সম্ভাষণ লিখতে হবে। সম্ভাষণ ছাড়া চিঠি লেখা শুরু করা উচিত নয়। যেমনঃ
গুরুজন আত্নীয় হলেঃ শ্রদ্ধেয় আব্বা/ বাবা/ মা ইত্যাদি
গুরুজন আত্নীয় না হলেঃ শ্রদ্ধেয়, মাননীয়, মান্যবর ইত্যাদি
সমবয়সী বন্ধু হলেঃ প্রিয়, প্রীতিভাজন, প্রীতিভাজনীয় ইত্যাদি
ছোটদের ক্ষেত্রেঃ স্নেহের, স্নেহভাজন, কল্যাণীয়, কল্যাণীয়া ইত্যাদি

উদাহরণঃ প্রিয় অনিক, শ্রদ্ধেয় আব্বা

মূল পত্রাংশ লিখুন

চিঠির মূল পত্রাংশ

এটি চিঠির প্রধান অংশ। এই অংশে চিঠি কি নিয়ে লেখা হবে তা এক বা একাধিক অনুচ্ছেদে গুছিয়ে লিখতে হবে।

বিদায় সম্ভাষণ ও নাম সাক্ষর

বিদায় সম্ভাষণ ও নাম সাক্ষর

মূল অংশ লেখা হলে এর নিচে বিদায় সম্ভাষণ লিখতে হবে। সমাপ্তিসূচ পদ সালামান্তে, প্রণামান্তে, শুভেচ্ছান্তে ইত্যাদি বিদায় সম্ভাষণে লেখা হয়। তারপর সম্পর্ক অনুযায়ী বিনীত, বিনীতা, স্নেহধ্যান্য ইত্যাদি লিখে নিজের নাম লিখতে হয়।

চিঠির খাম লেখার নিয়ম

চিঠি লেখার নিয়ম জানার পাশাপাশি আমাদেরকে অবশ্যই চিঠির খাম লেখার নিয়মও জেনে নিতে হবে। তা না হলে আমরা সঠিকভাবে চিঠি প্রেরণ করতে পারব না। তাহলে চলেন তা জেনে নেই।

পত্রের বাইরে খামের বা পোস্টকার্ডের ডান দিকে প্রাপকের (যিনি পাবেন তার) নাম ও ঠিকানা লিখতে হয়। আর বাম দিকে লিখতে হয় প্রেরকের নাম। (যিন পত্র পাঠাচ্ছেন তার) নাম ঠিকানা। বাংলাদেশের ক্ষেত্রে বাংলা ভাষায় ঠিকানা লিখলে হবে। তবে বিদেশে চিঠি পাঠালে সেক্ষেত্রে ইংরেজিতে চিঠির ঠিকানা লিখতে হবে।

পরীক্ষার খাতার জন্য চিঠি লেখা শেষে একটি খাম এঁকে দিতে হবে।

বিভিন্ন ধরনের চিঠি

বিভিন্ন উদ্দেশ্যে চিঠি বিভিন্ন উদ্দেশ্যে লেখা হয়ে থাকে। যেমনঃ

 1. প্রেমের চিঠি
 2. ভালোবাসার চিঠি
 3. আঠারো শতকের বাংলা চিঠি
 4. শ্রেষ্ঠ প্রেমের চিঠি
 5. বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি
 6. ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা চিঠি
 7. বিবাহ বার্ষিকী চিঠি
 8. একাত্তরের চিঠি
 9. হাতে লেখা প্রেমের চিঠি
 10. অফিসিয়াল চিঠি লেখার নমুনা
 11. কান্নার চিঠি
 12. বেকারের চিঠি কবিতা
 13. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে চিঠি
 14. মাতার কাছে পুত্রের চিঠি
 15. বাংলা ব্যক্তিগত চিঠি

ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কিছু চিঠির নমুনা ও তা লেখার নিয়ম চলুন দেখে নেই।

একটি নমুনা চিঠি

চিঠি লেখার নিয়ম তো জেনে নিলেন। এবার চলুন একটি নমুনা চিঠি দেখে নেওয়া যাক। নিম্নে নমুনা চিঠিটি তুলে ধরা হলো।

সদর, রংপুর
৭ই মে, ২০২২

প্রিয় সিফাত,
এখানে চিঠির মূল অংশ লিখতে হবে। মূল অংশ কয়েকটি অনুচ্ছেদের কিংবা একটি অনুচ্ছেদে লিখতে পারেন। মূল অংশ অনেক বড় বলে বাড়তি পৃষ্টা ব্যবহার করতে পারবেন।

এখানে বিদায় সম্ভাষণ লিখতে হবে। বিদায় সম্ভাষণ আলাদা অনুচ্ছেদে না লিখে মূল অংশের সঙ্গে লিখতে পারেন। তবে, আলাদা অনুচ্ছেদে লেখা ভালো

ইতি
ইমরান

তোমার দেখা একটি অগ্নিকাণ্ডের বিবরণ দিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লিখ

ঢাকা
৪ মার্চ, ২০২২

প্রিয় রোদেলা,
প্রথমেই আমার শুভেচ্ছা নিও। অনেকদিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম। কিন্তু পারিপার্শ্বিক কিছু ঘটনার কারণে লিখতে পারছিলাম না। তুমি তো জানোই আমার বাসা পুরান ঢাকার আজিমপুরে। পত্রিকা পড়ে তুমি নিশ্চয়ই চকবাজার অগ্নিকাণ্ডের কথা জেনেছ। ধারণা করা হচ্ছে এক রাসায়নিকের গুদাম থেকে আগুন লেগে অল্পক্ষণেই তা সম্পূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে অনেক মানুষ নিহত হয়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরাও রেহাই পায়নি আগুনের কবল থেকে।

আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আমিও অগ্নিকাণ্ডের পর গিয়েছিলাম সেই স্থান পরিদর্শনে। আপনজন হারানো মানুষের হাহাকার ও চারদিকের পোড়া গন্ধের তীব্রতায় চোখের পানি ধরে রাখতে পারিনি। বর্তমান সময়ে আমাদের অসাবধানতার কারণে আরও এমন অগ্নিকাণ্ডের কথা শোনা যাচ্ছে। তাই এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা এড়াতে তুমি ও তোমার পরিবার অবশ্যই সতর্ক থাকবে। আজ এখানেই শেষ করছি। তোমার মা-বাবাকে আমার সালাম জানিও।

ইতি
হাবিবা

বন্ধুকে চিঠি লেখার নিয়ম

এবার চলুন বন্ধুকে চিঠি লেখার নিয়ম এর নমুনা পত্রটি দেখে নেওয়া যাক।

আপনার ঠিকানা
তারিখ

প্রিয় (আপনার বন্ধুর নাম),
বন্ধুকে কি নিয়ে চিঠি লিখবেন তা এই অংশে লিখবেন।

বন্ধুকে বিদায় সম্ভাষণ জানাবেন এই অংশে।

ইতি তোমার বন্ধু
আপনার নাম

প্রেমের চিঠি/ ভালোবাসার চিঠি

এবার চলুন একটি প্রেমের চিঠি/ ভালোবাসার চিঠি দেখে নেওয়া যাক। আপনি এই প্রেমের চিঠিটিকে একটি সম্পাদন করে অন্য কাউকে পাঠাতে পারবেন। এছাড়াও এই প্রেমের চিঠি লেখার নিয়ম দেখে নিজের মতোন করে একটি চিঠি লিখতে পারবেন।

প্রেমের চিঠি/ ভালোবাসার চিঠি

বিবাহ বার্ষিকী চিঠি লেখার নিয়ম

সদর, রংপুর
১০ই মে, ২০২২

প্রিয় রিফাত,
প্রথমে আমার সালাম নিও। আশা করছি তুমি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছে। তুমি ইতিমধ্যে হয়তো খবর পেয়েছে ১৮ই মে, ২০২২ আমার বড় বোনের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান। এই বিবাহ বার্ষিকী উপলক্ষে ছোট-খাটো একটি অনুষ্ঠান আমাদের নিজ বাসার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে তুমি ও তোমার পুরো পরিবারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি তুমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে।

তুমি বোনের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকনি। এবার যেন এমনটা না হয়। তোমার পিতা-মাতাকে আমার সালাম দিও।

ইতি
রফিক

শেষ কথা

এই ছিল চিঠি লেখার নিয়ম নিয়ে আমাদের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি চিঠি লেখার নিয়ম সঠিক নিয়ম জানতে পেরছেন। চিঠি লেখা শেষে চিঠির খাম কিভাবে লিখবেন এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন – চিঠির খাম লেখার নিয়ম সম্পর্কে জেনে নিন [ইংরেজি ও বাংলায়]

আর্টিকেলটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। সম্ভব হলে শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব্দের সাথে। যাতে করে তারাও এই সম্পর্কে জানতে পারেন।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এ ধরনের আর্টিকেল আরো পেতে নিয়মত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.