ছন্দ | বিভিন্ন ধরনের ছন্দ [ভালোবাসার, কষ্টের, হাসির, প্রেমের, সুন্দর]
আপনি কি ছন্দ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে আপনি আপনাদের সাথে বিভিন্ন ধরনের সেরা কিছু ছন্দ শেয়ার করব। যা আপনি আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।
এই আর্টিকেলটিতে অনেক ধরনের ছন্দ আপনারা পেয়ে যাবেন। যেমনঃ ভালোবাসার, কষ্টের, হাসির, প্রেমের, মিষ্টি, বন্ধু নিয়ে ইত্যাদি। বাছাই করা সকল ধরনের ছন্দ আর্টিকেলে আপনার পাবেন। এর পাশাপাশি ছন্দগুলো কিছু ছবিও আর্টিকেলে পেয়ে যাবেন। তাহলে চলুন আর্টিকেলে থাকা সকল ছন্দগুলো দেখে নেওয়া যাক।
Table of Contents
ছন্দ
সেরা কিছু বিভিন্ন ধরনের ছন্দ নিম্নে তালিকায় আপনাদের জন্য দিয়ে দেওয়া হলো। এখানে বিভিন্ন ধরনের ছন্দ পাবেন। আপনার পছন্দের ছন্দটি এই তালিকা থেকে বেছে নিন।
- চোখ থেকে অশ্রু ঝরার কারণ টি মন থেকে মুছে ফেলা যায় না।
- এই শহরে সবার অভাব, কারো দুমুঠো ভাতের অভাব, কারো আবার এই তুমিটার অভাব।
- আমাদের সবার জীবনেই ex থাকা উচিৎ। তা নাহলে মন খারাপের সময় গালি দিমু কারে?
- কপালে যদি দুঃখ থাকে সুখ দেওয়ার কে আছে?
- ক্রাশ হচ্ছে, পাশের বাসার ওয়াইফাই এর মত নেটওয়ার্ক পায় কিন্তু কানেক্টেড হয়না
- অনলাইনে আছি দেখেও বলে Ki Koro। রেলওয়ে স্টেশনে পিঠা বেচি আয় খেয়ে যা
- সই, কে বলে পিরীতি ভাল হাসিতে হাসিতে পিরীতি করিয়া কান্দিতে জনম গেল।।
- আজ তুমি নেই বলে রিক্সায় একজন বসে দুজনের ভাড়া দিতে হয়।
- নেয় চাই নিতি চাই আমার বউ নাই। আমার বউ চাই
- বালিকা তোমার সুন্দর চুলে আমি যদি চুইংগাম লাগিয়ে দিই, তুমি কি রাগ করবে?
- যেদিন দেখবি ঝগড়া কারাটাও বন্ধ করে দিয়েছি সেদিন বুঝবি ভালোবাসাটাও আর নেই।
- আমি মারা গেলে তুমি লাশ দেখার তাড়া হুড়ায় চোখে কাজল দিতে ভুলোনা।
- আমি শেষ হয়ে গেছি বলে আক্ষেপ করি না। কেবল আফসোস! তোমাকে কেউ আর বিশ্বাস করে না।
- তোকে খুব ভালোবাসি বলেই আমি এত অবহেলিত।।
- একটা ছিলো সোনার কন্যা উকুন ভরা কেশ উকুন নাশক দিতে দিতে মাথার চুল তার শেষ।
- মেয়েদের দুর্বলতা শাড়ি, আর ছেলেদের দু্র্বলতা শাড়ি পড়া নারী।
- কলিজায় জায়গা পাওয়া মানুষগুলাই এক সময় কলিজায় আঘাত করে।
- ভুলে গেছিস নাকি রেগে আছিস। মন খারাপ নাকি আমি খারাপ।
- দুধ খেলে যদি বুদ্ধি বাড়ত তাহলে গরুর বাচ্চাই তো ইন্জিনিয়ার হইত।
- কেউ প্রপোজ করলে, করতে পারেন যে হারে গরম পড়তেছে, হয়তো মন গলেও যেতে পারে!
- যদি কষ্টগুলো বিক্রি করা যেত, তাহলে পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি হতাম আমি।
- বউ হতে হবে BTV মতো। দুনিয়া উল্টাই গেলেও বলবে। পরিস্থিতি স্বাভাবিক।
- Me: আম্মু,আমি কি সুন্দর? Ammu: তোর জিএফ রে জিগা! Me: আমার তো জিএফ নাই। Ammu: তাইলে বুজ তুই কতো সুন্দর
- একটি মন ভাঙার গল্প, কি করছো? সিঙ্গারা খাচ্ছি আমি তোমার সিঙ্গারার আলু হবো আমি আলু খাইনা
- আম্মুকে পাঠালাম তার বাপের বাড়ী। আব্বুকে পাঠালাম ওনার শশুর বাড়ী। আমি গেলাম আমার নানার বাড়ী। ওমা গিয়ে দেখি সবাই এক বাড়িতে!
- মিষ্টি একটা মেয়ে প্রেমের প্রস্তাব দিছে ডায়াবেটিস এর ভয়ে না কইরা দিছি
- আম্মুর মেজাজ খারাপ করতে তার সামনে নানু বাড়ির বদনামই যথেষ্ট।
- ডিয়ার বালিকা? মনটা কি ইচ্ছা করে দিবা? না কি হ্যাক করে নিব?
- পৃথিবীতে যত পুরুষ খাইছে বাঁশ অর্ধেক তার দিয়েছে নারি অর্ধেক তার ক্রাশ।
- ফর্সা মানেই যদি সুন্দর হতো, তাহলে কাচ্চির চেয়ে ভাতের দাম বেশি হতো
- Ex এর জন্য আর কেঁদো না আমি এখনও আছি। আমাকে পটিয়ে নাও।
- ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না।
- আম্মু থ্রেড দিছে। লেখাপড়া না করলে ছোটবেলার ন্যাংটা পিকগুলো আপলোড দিয়া দিবে নেটে।
- চাওয়াটা তো বেশি কিছু ছিল না, তবু কেনো জানি পূর্ণ হলোনা।
- বউ খেতে ডাকলে কখনোই প্রথম ডাকে যেতে নেই, কারণ হয় জগে পানি ভরতে বলবে, না হয় ভর্তার মরিচ ডলতে বলবেই
- সাকিব খান চুম্মা দিলে ভালোবাসা ডিপজল চুম্মা দিলেই ধর্ষন! ফাইজলামি পাইছো
- প্রাইভেট পড়াতে গিয়েছিলাম বিরিয়ানী রান্না হচ্ছে দেখে। এক ঘন্টা বেশি পড়ালাম তারপরও খেতে দিল নাহ।
- ছোটবেলায় কাইজ্জা কইরা কারো সাথে না পারলে। ছেপ দিয়া দৌড় মারতাম।
- আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে। আর আমি শাশুড়ির বাচ্চাকে সামলাবো।
- স্বপ্ন গুলো প্রেফাইলের পিকচারের মতো সুন্দর, কিন্তু বাস্তবে ভোটার আইডি কার্ডের ছবির মত
- সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে
- শিশুটি বিয়েতে গিয়ে কান্না করতেছে তাকে ভাত দিছে কেন? সে বিয়ে খাবে
- কখনই কারো প্রিয়জন ছিলাম না, সবসময় সবার প্রয়োজন টাই ছিলাম।।
- অল্পতে যেসব ছেলেরা ঘেমে যায় তাদের জন্য মেয়েরা পাগল যেমন আমি।
- অনেক ভাবলাম বাট কিছুতেই মাথায় আসছেনা আই লাভ ইউ এর অর্থ কি?
- একদিন আমার বিয়ের খবর শুনে ফ্রেন্ড লিস্টের অনেক মেয়ে কাঁদবে।
- ভাবছি বিয়া করুম কোন কম্পানির মেয়ে হলে ভাল হয় বলেন তো ভাইয়ারা?
- মিথ্যে তো সেদিনই শিখেছি যেদিন দরখাস্তে লিখেছি, আমি আপনার নিয়মিত ছাত্র
- জরুরি ভিত্তিতে GF নিয়োগ দেয়া হবে। শিক্ষাগত যোগ্যতাঃ JSC – SSC মেয়ে হলেই চলবে। বিস্তারিত জানতে ইনবক্স
- I Love You = সুখে থাকতে ভূতে কিলায়! I Love You too = হ তোর লগে আমারেও কিলায়!
ভালোবাসার ছন্দ
আপনি কি ভালোবাসার ছন্দ খুঁজছেন? নিম্নে এ ধরনের সেরা কিছু ছন্দ দিয়ে দিলাম। এই তালিকা থেকে আপনার পছন্দের ছন্দটি নির্বাচন করতে পারেন। এছাড়া আপনার যদি আরো অনেক ভালোবাসার ছন্দ প্রয়োজন হয় তবে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এই আর্টিকেলটি দেখতে পারেন – ভালোবাসার ছন্দ।
- দুই নয়নে তুমি ছাড়া আমি…. যেন দেখি সব আধার কালো। বন্ধু তুমি আমার ফুলের সৌরভ, তোমার জন্য আমার ভালবাসা..
- তুমি তার জন্য হাঁসো, যে তোমার জন্য কাঁদে। তুমি তার জন্য হারো, যে তোমার জন্য জেতে। আজীবন তুমি তাকেই ভালোবেসো, যে তোমাকে তোমার থেকেও বেশি ভালবাসে….
- সুখী সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন, কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন। আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে। তাইতো নিজে দুখী হয়েও, সুখী সবার চোখে….
- হয়তো ভালবাসতে জানি না আমি, তোমার মতো করে। কিন্তু তোমার মনটা রেখেছি, আমার হৃদয়ে খুব যতন করে। হয়তো তুমি এখনো পুরোপুরি, বুঝতে পারনি আমাকে। কিন্তু হাজার কষ্টের মাঝেও, শুধু ভালবাসি তোমাকে।
- যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।
- প্রেম হলো সরল অংকের মত। সরল অংকে যেমন যোগ বিয়োগ গুন ভাগ ও বন্দনী থাকে। তেমনি প্রেমেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সিমাহীন বেদনা।
- তুমি চাঁদ নও তবে চাঁদের আলো। তুমি ফুল নও তবে ফুলের সৌরভ। তুমি নদী নও তবে নদীর ঢেউ। তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ॥
- দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তীর দুটি মনের একটি আশা তার নাম ভালবাসা।
- শুভক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো,আমার কথা মনে রেখ।
- নয়ন জলে ভাসিয়ে দুচোখ কাঁদছো কেনো তুমি – এই দেখো তোমার পাশে দাড়িয়ে আছি আমি। তোমার চোখের এক ফোটা জল পড়বে নাকো নিচে। যতো দিন আমি বন্ধু আছি তোমার পাশে
- ভালবাসার পৃথিবীটা তোমারি থাক, পারলে নীল রং দিও, আকাশটা তোমারি থাক, কিছু তারা দিও, মেঘ টাও তোমারি থাক, একটু ভিজিতে দিও, হৃদয়টা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও…
- প্রেমে পরলে এই দুআ পড়তে হয় I LOVE YOU। প্রেম ভাঙ্গিলে এই দুআ পড়তে হয় I HATE YOU তারপর আজীবন কেঁদে কেঁদে এই দুআ পড়তে হয় I MISS YOU
- ফোন করতে পারিনা নাম্বার নাই বলে, খবর নিতে পারিনা সময় নাই বলে, দাওয়াত দিতে পারিনা বেশি খাও বলে, শুধু sms করি ভালবাসি বলে!
- পৃথিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক, পারলে একটু জায়গা দিও॥
- যতবার পরাজয় ততবার কহে আমি ভালবাসি যারে, সেকি আমাকে ছেরে দুরে যেতে পারে।
- মন আজ কাঁদছে অঝর নয়নে খুব আপন যে আমার সে আছে দূরে..!! তবুও মনের ব্যাথা বলিনি তারে যদি কষ্ট পেয়ে তার চোখে অশ্রু ঝরে আমি যে খুব ভালোবাসি তারে।
- সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করেছো গোলাপ দেয়নি বলে। তুমিতো বন্ধু আমার গোলাপের চেয়ে দামি তাইতো বন্ধু তোমায় all time miss করি আমি।
- মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি হৃদযের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি।
- ভালবেসে এই মন, তোকে চায় সারাক্ষণ। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঁঝে। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন। ভালবেসে ভালবাসা বেঁধেছি আমি হৃদয়ের বাঁধনে, ছিরবেনা বাধন তুমি না চাইলে।
- বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি, একবার তুমি চোখের আড়াল হলে। বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন আছো তুমি থাকবে ভালবাসায়, আমার হৃদয়ে হাজার জনম জনম।
- সকাল তো অনেক হয় বর্ষার মতো নয়, সময় তো অনেক হয় গোধূলীর মতো নয়, রাত তো অনেক হয় পূর্নীমার মতো নয়, বন্ধু তো অনেক হয় তোমার মতো নয়। দয়া করে এসএমএস করো।
- তুমি যদি বাসো ভালো,, চাঁদের মতো দেব আলো,, যদি আমায় ভাবো আপন,, হব তোমার মনের মতন,, নদী যেমন দেয় মোহনা,, তোমার ই আমি তোমার উপমা,,
- বন্ধু তুমি আমার হৃদয়ের বাধন, আছো তুমি, থাকবে আমার…. মিশে এ হৃদয়ে সারাটি জীবন। বন্ধু তুমি আমার ভোরের পাখি, হারিয়ে গেলে কভু দূর অজানায় আমায় তুমি খুজে নিবে নাকি? বন্ধু তুমি আমার আশার আলো।
- দিন যদি হারিয়ে যায়, দিগন্তের কাছে। ফুল যদি ঝরে যায়, বেলার শেষে। রাত যদি হারিয়ে যায়, তারার দেশে, জেনে রেখো, আমি বন্ধু থেকে যাবো তোমার পাশে।
- সূখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”..!!
- বৃষ্টি ভেজা আমার আকাশ – মনটা তাই উদাস উদাস, মেঘের সাথে মিষ্টি কথন – দুই নয়নে অঝর শ্রাবণ, আমি আছি যেমন তেমন – বল তুমি আছ কেমন??
- লাভ ইজ ফান কেউ করবে লাভ , কেউ করবে পাপ, কেউ খাবে ছেকা, কেউ হবে একা, কেউ করবে গান, কেউ দিবে জান, আর কেউ করবে অভিমান! সো লাভ ইজ ফান
- স্বপ্ন দিয়ে আঁকব আমি সুখের আল্পনা। হৃদয় দিয়ে খুঁজব আমি মনের ঠিকানা। ছায়ার মত থাকব আমি শুধু তারি পাশে। যে আমাকে নিজের থেকেও বেশি ভালবাসে।
- রূপকথার পরি তুমি, দুই নয়নের আলো। সারা জীবন তোমায় আমি বেসে যাব ভাল। তুমি আমার রাত জাগা সুন্দর একটা পাখি। তোমায় ছাড়া বন্ধু আমি কেমন করে বাচি।
- প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না। যা হয় তা হল ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসা।
- শীতের চাদর জড়িয়ে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন। বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
- বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ। বন্ধু মানে দুঃখ সুখের সমান সমান ভাগ। বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।
- হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা?
- হয়তো ভালবাসতে জানি না আমি, তোমার মতো করে। কিন্তু তোমার মনটা রেখেছি, আমার হৃদয়ে খুব যতন করে। হয়তো তুমি এখনো পুরোপুরি, বুঝতে পারনি আমাকে। কিন্তু হাজার কষ্টের মাঝেও, শুধু ভালবাসি তোমাকে।
- সপ্ন আমার অনেক ছিল বন্ধু তোমায় ঘিরে, স্বপ্ন দিয়ে কেন তুমি আসলেনা আর ফিরে? মন যে আমার অচীন পাখি নেই তার কোনো খোজ,বন্ধু তোমায় মনে পড়ে সকাল সন্ধা রোজ……
- বন্ধুরা সব কেমন আছো প্রশ্ন মনের কোণে! নিশ্চয় সবাই ভালো আছো নিয়ে শান্তি মনে।মাঝে মধ্যে হারিয়ে যাই কোন সে সুদূর দেশে। ফিরে আসি কষ্ট নিয়ে আবার বীরের বেশে। সবার তরে একটি দোয়া যেনো ভালো থেকো। হারিয়ে যদি যাই কভু স্মৃতি মনে রেখো।
- ফুলে ফুলে সাজিয়ে দেব তোমার জীবন তুমি শুধু আমায় দিও সুন্দর ১ টা মন। জানি না কতটা আপনভাবো তুমি আমায়, শুধু জানি এই অবুজ মনটা…..অনেক মিস করে তোমায়………
- বন্ধু যদি হও, মেঘ এর মত, দুরে যেতে দিব না তো, বন্ধু যদি হও,পাখির মতো, উড়ে যেতে দিবো না তো, কি করে বোঝাবো তোমায় Miss করছি কতো।
- তাকেই ভালবাস… যে তোমাকে কষ্ট দেয়… তাকে কষ্ট দিও না… যে তোমায় ভালবাসে… হয়ত পৃথিবীর কাছে তুমি কিছুই না… কিন্তু কারো কারো কাছে তুমিই তার পৃথিবী…
- ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির, আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালবাসি।
- রূপকথার পরি তুমি, দুই নয়নের আলো। সারা জীবন তোমায় আমি বেসে যাব ভাল। তুমি আমার রাত জাগা সুন্দর একটা পাখি। তোমায় ছাড়া বন্ধু আমি কেমন করে বাচি।
- পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়….. আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায়। বড় বেশী ভালবাসি তোমায়!!
- হৃদয় জুড়ে আছ তুমি, সারা জীবন থেকো, আমায় শুধু আপন করে বুকের মাঝে রেখ!! তোমায় ছেড়ে যাবো নাতো আমি খুব দূরে,ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে!!
- ভালোবাসি যত টুকু ভালোবাসা যায়। ভালোবাসি ভিসন ভাবনায়। ভালোবাসি সয়নে, স্বপনে, জাগরনে, জানা, অজানায়, অসীম ভালোবাসায়।।
- বন্ধু তোমায় গোলাপ দিব, দিব ফুলের মালা তুমি শুধু মনে রেখ আমায় সারা বেলা। চোখের কান্না মুছে দিবো, মুখে দিব হাসি মনে রেখ আমি তোমায় অনেক ভালোবাসি।
- তুমি যদি হও পাখি আমি হবো ডানা, অচিন দেশে পাড়ি দেবো শুনব নাকো মানা, মনি-মুক্তা নিয়ে আসবো আমার ডানায় করে। তা দিয়ে সাজাবো তোমায় মনের মতো করে।
- ভালোবাসার মাঝে সুখ আছে। ভালো থাকার মাঝে কষ্ট আছে। দূরে রাখার মাঝে টান আছে। মনে রাখার মাঝে প্রাণ আছে। তাই মনে রেখ আমায় চিরদিন।
- লাগবে যখন খুব একা,চাঁদ হয়ে দিবো দেখা ..মনটা যখন থাকবে খারাপ,স্বপ্নে গিয়ে করবো আলাপ ..কষ্ট যখন মন আকাশে,তাঁরা হয়ে জ্বলবো পাশে ..!!
- সোনার গাছে রূপার কথা ভূলিওনা আমার কথা। টাকা পয়সা কয়েক দিন।ভালবাসা থাকবে চিরদিন।
- ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
প্রেমের ছন্দ
প্রেম সম্পর্কিত ছন্দ খুঁজছেন? চিন্তা করবেন না আমি আছি। এ ধরনের কিছু ছন্দের তালিকা নিম্নে দেওয়া হলো। আশা করছি ছন্দগুলো আপনার ভালো লাগবে।
- সুখী সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন, কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন। আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে।তাইতো নিজে দুখী হয়েও, সুখী সবার চোখে….
- হৃদয়কেটে বানিয়েছি ছোট একটি খাম, সে খামেরী ভেতরে লিখেছি তোমার নাম, সে খামটি কিনে নিও ভালোবাসার দামে, কোনদিনও ছিড়ে ফেলনা নিরব অভিমানে!!
- সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু হাত বাড়ালাম আমি তোমার তরে, তুমি কী নিবে আমায় ভালবেসে আপন করে ?
- সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ। দিনের বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥
- নরম হাতের মিষ্টি লেখা। বন্ধু আমি বড় একা। চাঁদের গায়ে জোসনা মাখা। মনটা আমার ভীষণ ফাঁকা। ফাঁকা মনটা পূরণ কর। বন্ধু আমায় KISS, থুক্কু! MISS কর…
- বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য…. তুমি যে আমার আমি যে তোমার… তুমি শুধু আমার জন্যে…।
- তুমি পাশে নেই তবুও তোমায় অনুভব করি। তুমি আমার হবে না জানি তবুও তোমার পথ চেয়ে আছি। স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি। কারণ আমি যে তোমায় ভীষণ ভালবাসি।।
- সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে। জীবন সে তো গল্প লিখনা নষ্ট হবে। মন সে তো মন্দির ভেঙ্গোনা পাপ হবে। ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা হারিয়ে যাবে।।
- মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো! মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা! নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন!!
- তোমার ভালবাসা নিয়ে ওগো হলেম আমি কবি। তোমার প্রেমের পরশ পেয়ে তাইত আঁকি ছবি। আমার এমন ভরে গানে ছুটে চলার আবাহনে, মানস লোকের নীল গগনে উঠল বুঝি রবি। মোর জীবন ছিল শুন্যে ভরা তাই জোয়ার এলো আকুল করা তোমার প্রেমের পরশে আজ ফিরে পেলাম সবি।
- তুই যে আমার জলসা ঘরের সপ্তপদী সুর, তুই যে আমার জ্যোৎস্না রাতের ব্যকুল সমুদ্দুর।
- হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
- মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.. স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,, মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা…
- তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি.. তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল…….
- হারিয়ে যাব একদিন আকাশের এক কোণে পাবেনা আমায় সেদিন খুঁজবে সব খানে হাসবো সেদিন ভাসবো তোমার চোখের জ্বলে সেদিন বুঝবে বন্ধু কাকে বলে ?….
- স্বপ্ন দিয়ে আঁকব আমি সুখের আল্পনা। হৃদয় দিয়ে খুঁজব আমি মনের ঠিকানা। ছায়ার মত থাকব আমি শুধু তারি পাশে। যে আমাকে নিজের থেকেও বেশি ভালবাসে।
- সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে তুমি কি রাগ করেছো গোলাপ দেয়নি বলে। তুমিতো বন্ধু আমার গোলাপের চেয়ে দামি তাইতো বন্ধু তোমায় all time miss করি আমি।
- ফুল ফুল করোনা। ফুল আমি দেব না। ফুল যদি পেতে হয়, ভালবাসা দিতে হয়। ভালবাসা দিয়ে দাও, ফুল তুমি নিয়ে নাও। ফুল নিয়া চলে যাও, I love you বলে দাও।
- তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই।
- মাঝে মাঝে তোমারকথা ভেবে আমারচোখে পানি এসে পড়ে… এতটা miss করি তোমাকে… আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোরকথা মনে পড়ে… তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি..I miss U
- মনটা আমার সুখের নদী, বুকে অনেক ঢেউ। সেই নদীতে পাল উড়িয়ে, আসবে হয়তো কেউ। সেই আসাতে নদীর পাশে, বসে আছি আমি।ভালবাসার সাথি হয়ে, আসবে হয়তো তুমি।
- ফুল কে ভালোবাসো পাবে সুঘ্রান। ইসলাম কে ভালোবাসো পাবে সকল সমাধান। রাসুল (সাঃ) কে ভালোবাসো হবে আদর্শবান। আল্লাহ কে ভালোবাসো হবে মহান…
- যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে, তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে, কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই, যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই…….
- তোমায় আমি ভালবাসি আমার জীবনের চেয়ে ও বেশি, তোমাকে দুঃখ দেওয়ার জন্য কি তোমায় বেসেছি ভালো আমি। দুরে কখনো আমি যাব না কভু তোমায় ছেড়ে তোমার পাশেই থেকেই আমি তোমায় ভালবেসে যাব সারাটি জীবন ধরে।
- ভালবাসা তৈরী হয় ভাললাগা থেকে, স্বপ্ন তৈরী হয়, কল্পনা থেকে, অনুভব তৈরী হয় অনুভূতি থেকে, আর বন্ধুত্ব তৈরী হয় মনের গভীর থেকে।
- ভালবাসা স্বপ্নিল আকাশের মত সত্য, শিশির ভেজা ফুলের মত পবিত্র!! কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!
- তোমার হারানো srity আমাকে এখনো কাঁদায়, কেন চলে গেলে আমাকে ছেড়ে, তোমাকে ভুলে যাবার অনেকচেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারি নাই… I miss u
- যদি ভালো লাগে একটি কবিতা লিখো। যদি কষ্ট হয় একটা ছবি একো। যদি খারাপ লাগে স্বপ্ন দেখো। যদি মনে পড়ে তবে Please একটা SMS দিও।
- তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
- লাগবে যখন খুব একা,চাঁদ হয়ে দিবো দেখা… মনটা যখন থাকবে খারাপ, স্বপ্নে গিয়ে করবো আলাপ… কষ্ট যখন মন আকাশে,তাঁরা হয়ে জ্বলবো পাশে ..!!
- ফুল লাল পাতা সবুজ, মন কেন এতো অবুজ। কথা কম কাজ বেশি, মন চায় তোমার কাছে আসি। মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি, মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি..!!
- তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি, তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।
- তোমার ভালবাসা মন খোঁজে সারাক্ষণ, মনের মত মন। মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন, শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা, তার মধ্যে অন্যতম তোমার ভালবাসা
- বন্ধু বন্ধু বলে ডাক যারে, সে কি তোমায় ভুলতে পারে। যেমন ছিলাম তোমার পাশে, আজ আছি ভালোবেসে। থাকব আমি তেমনি করে, বন্ধু হয়ে চিরতরে…..
- মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।
- হতে পার তুমি মন থেকে দুরে তথাপি রয়েছো মোর নয়ন পুরে॥ হয়তো তুমি নেই এই হৃদয়ে তবুও রয়েছো পরশেরই ভিতরে। কারণ ভালবাসি শুধুই তোমারে॥
- রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই। সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, পৃথিবীতে আলো আসবে। R নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো ভালোবাসা তোমাকে কাছে টানবেই।
- সোনার গাছে রূপার কথা ভুলিওনা আমার কথা। টাকা পয়সা কয়েক দিন। ভালবাসা থাকবে চিরদিন।
- রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা… বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু… ওই আকাশের চাঁদ…..!
- তোমার কি খবর চোখের কোনে জমে আছে একটু খানি পানি, মুছে দিতে আসবেনা কেউ এ-কথাও জানি… অনেক আপন ছিলে তুমি হঠাৎ হলে পর, আমার খবর নাইবা নিলে, তোমার কি খবর ???
কষ্টের ছন্দ
কষ্ট আমাদের সকলেরই কম বেশী রয়েছে। হাসি-খুশি, দুঃখ-কষ্ট নিয়ে আমাদের এই জীবন। আপনি যদি কষ্টের ছন্দ খুঁজে থাকেন তাহলে নিম্নোক্ত ছন্দগুলো দেখেত পারেন। আশা করছি এখান থেকে পছন্দের কষ্টের ছন্দ পেয়ে যাবেন।
- জানি ফিরবেনা এই মনের নিড়ে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে।
- মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমার নির্ঘুম রাতের কিছু মূহুর্ত তোমাকে দিয়ে দেই!! নির্ঘুম রাতের যন্ত্রনা একটু যদি তাতে বুঝতে তুমি!! জানি, একটা ক্ষন সহ্য করার ক্ষমতা নেই তোমার। এ যে ভীষন কষ্ট!! পারবে না সইতে তুমি!! কেন আমার আকুতি তোমাকে ছুতে পারেনা?? কেন এত দূরে তুমি ???
- আমি রাতকে ভালবাসিনা,, তবুও আমি প্রতিরাত জেগে খাকি.. তোমার দেয়া কষ্টে ঘুম আসেনা বলে..!!
- মানুষের জীবনে এত চাওয়া কেনো? চাওয়াটা কেনো সাধ্যের মধ্যে থাকে না?
- তুমি সব সময় আমার পাশে থাকো, তবু কেন তোমাকে দেখি না? থাকতে হবে আশায় আশায় জানলে ভালোবাসা করতাম না, সাগরের পাশে বাস করে পিপাসায় মরতাম না..!!
- যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে; দুষ্টু এই মন চায় আরো বেশি পেতে; কি জানি তোমার মধ্যে কি আছে; কেনো যে এ মন চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে!!
- আমি সত্যিই ব্যার্থ!!! কারণ আমি কখনোই তোমাকে বুঝাতে পারি নাই আমি তোমাকে কতটা ভালবাসি
- জন্মের দায়, প্রতিভার পাপ নিয়ে নিত্য নিয়ত পাথর সরিয়ে হাঁটি। অতল নিষেধে ডুবতে ডুবতে ভাসি, আমার কে আছে একা আমি ছাড়া আর?
- আমাকে দুঃখ দিতে চাও দাও,, কিন্তু এতটা দুঃখ দিওনা,, যাতে তা যন্ত্রনা রুপ নেয়..!!
- আমি এমন এক জনকে চাই, যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলে, পাগলের মত খুঁজবে, ভালোবেসে বারবার আমার কাছে আসবে, আর দূরে গেলে অঝর নয়নে কাঁদবে..!!
- মানুষের জীবনে এত চাওয়া কেনো? চাওয়াটা কেনো সাধ্যের মধ্যে থাকেনা?
- যদি ভুলে আমায় পড়ে গো মনে,, ভেবে নিও পাশে আছি প্রতিটি খনে,, দুর থেকে কামনা করি,, সুখে থেকো নিয়ে ঐ জীবন সাথি,, অভিশাপ দেবনা হও তুমি সুখি..!!
- ভালবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেয়া যায়,, শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়া কষ্টটা..!!
- ভালবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেয়া যায়,, শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়া কষ্টটা.
- বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না, যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে। বুঝতে পারিনি, এত বেশি মেঘ ছিল তোমার আকাশে। সত্যিই বড় বোকা ছিলাম, আর আজও বোকাই রয়ে গেছি।
- যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে, সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না।
- জীবন তো বহমান নদী থেমে থাকেনা, অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয়না। আশা গুলো পরে থাকে শুধুই স্মৃতি হয়, জীবনের অনেক কিছু যায় হাড়িয়ে।
- ভালবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেয়া যায়,, শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়া কষ্টটা।
- জীবনের শুরুতে কষ্টের সূচনা, হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা, যন্ত্রনার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস। চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস।
- আমি অভিমান করি… তুমি আমার কষ্ট বুঝবে বলে… আমি দূরে থাকি… তুমি আমাকে মিস করবে বলে… অল্পতে রাগ করি… রাগ ভাঙ্গাবে বলে… তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি..!!
- ভালবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো, অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো
- সবার জীবনেই তো প্রেম আসে। কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয়। আবার কেউ কেউ বাস্তব জীবনেই ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে !!!!!
হাসির ছন্দ
হাসি ফোটার মতোন চলুন কিছু ছন্দ দেখে নেওয়া যাক। এ ছন্দগুলো আপনাকে এবং অন্য কাউকে হাসিতে অনেকখানি সহায়তা করবে।
- সারাজীবন পড়লাম পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে! আজ জর্দা দিয়ে একটা পান খেয়ে দেখলাম পৃথিবী আমার চারদিকে ঘোরে!!
- যখন কেউ মেধাবী হয়। বিদেশেঃ You are so talented. বাংলাদেশেঃ আইছে বাল পাকনা!
- me: আম্মু বউ লাগবে বউ। মা: কি বললি? me: বই লাগবে বই
- ফর্সা হওয়ার চিন্তা তো সেদিনই বাদ দিয়া দিছি যেদিন শুনেছি কালা পোলারা সুন্দরী বউ পায়!
- প্রেম তো দূরের কথা দিন দিন চেহারা যা হচ্ছে তাতে Arrange Marriage হবে কিনা সন্দেহ
- জীবনে কেউ কারো আপন না ঘুম থেকে উঠে লুঙ্গিটারেও নিজের কোমরে পাইনা।
- মনকে জিগাও – মাস পরপর একজন ছেড়ে অন্যজন ধরাকে কি ভালবাসা বলে? নাকি সেমিস্টার চেইঞ্জ বলে
- যখন ফোনের নেট প্যাক শেষ হয়ে যায়! তখন গ্যালারির ছবি গুলো দেখতে খুব মজা লাগে!
- একবার শুধু স্কুল/কলেজ শুর হোক শুক্রবারেও কলেজ যামু!
- বিরিয়ানিতে বিড়ি নাই মুড়িঘণ্টতে মুড়ি নাই গরম মসলায় গরম নাই
- দাদাবাড়ি, নানাবাড়ি, মামাবাড়ি, সব বাড়ি দেখা শেষ! এখন শ্বশুর বাড়িটা দেখা বাকি আছে!!
- ইংলিশ টু নোয়াখাইল্যা U know what! I miss u so much. ত্যুই জানোনি! ত্যোয়ার লাই আঁর কইলজা হাডি যায়।
- ছোটবেলা স্কুল বন্ধের জন্য যত দোয়া করেছি সব দোয়া ২০২০ সালে এসে কবুল হয়েছে
- ম্যাডাম যখন তার ৪ বছরের বাচ্চাকে নিয়ে স্কুলে আসে! Girls: ওলে বাবুটা কত্তো কিউট। Boys: ওই বেটা আব্বা ডাক
- ডিয়ার_ক্রাশ তোমাকে পটানো আমার বাম হাতের কাজ কিন্তু সমস্যা হল আমি ডানহাতি
- তাহলে শুনো আমার কষ্টের কাহিনী 很好风格解决方法户籍科 জানি কখনো বুঝবা না
- আচ্ছা,, পৃথিবী সূর্যের চারদিকে এত কেন ঘুরে? আমার তো মনে হয় লাইন মারার ধান্দা
- এই, তুমি সিগারেট খাও কেন? বাতাস কোন দিকে যায় দেখার জন্য!
- চিকন মানুষ গুলো সবসময় সহজ, সরল, ভদ্র, এবং ভালো মনের মানুষ হয়ে থাকে! যেমন আমি
- পিছনে কথা বলার জন্য কিছু লোক আছে তারা কোন বেতন ছাড়া এতো ভালো সার্ভিস দেয় কি আর বলবো
- বাবার নামে আইডি খুলে বাবার বন্ধু কে ম্যাসেজ দিলাম কিরে তোর মেয়ে দেখতে তো মাশাল্লাহ! আমার ছেলের সাথে বিয়ে দিবি
- এই খেচুরি ভেজা দিনে, বৃষ্টির প্লেট হাতে নিয়ে, টিভির ওপর বসে সোফা দেখার মজাই আলাদা
- টয়লেটে পা পিছলে পরে যাওয়ার পর মেয়েটি পোস্ট দিল! আঘাত মানুষকে বদলে দেয়
- রবীন্দ্রনাথ ১২বছরে বিয়ে করেছিলেন! এটা সকল গার্জিয়ানদের জানানো উচিৎ!
- আজকে গরীব বলে নিজে ফেসবুক চালাতে হয় বড় লোক হলে ড্রাইভার রাখতাম
- Propose করলে আজই করো কারণ আমি শুক্রবারে কাউকে ফেরাই না
- সবার জীবনে প্রেম আসে আমার জীবনেও এসেছিল কিন্তু সেদিন আমি মঙ্গল গ্রহে ছিলাম
- আইন নিজের হাতে নেবেন না, মশা ধরে পুলিশের হাতে তুলে দিন
- ইমুজিতে নৌকা নাই ধানের শীষ আছে তার মানে জুকার মামা বিএনপি করে
- আমার ধৈর্যের পরীক্ষা নিও না.. আমি বিটিভির এড দেইখা বড় হইছি!
- ‘বহিপীর’ নাটক এ যদি তাহেরা না পালাইতো, তাহলে এত বড় নাটক পড়া লাগতো না
- আজকে আব্বু-আম্মু আমাকে দেখে ভয় পাইছে কারন আমি পড়তে বসছিলাম
- জীবনে অনেক কিছুই পেয়েছি, কিন্তু বাংলা ২য় পত্রে পিতার নিকট টাকা চেয়ে পত্র লেখার টাকা গুলো আজও আমি পাইনি
- ছোট বেলায় অনেক Cute ছিলাম.! মানুষের নজর লাইগা কালো হইয়া গেছি.!
- শাশুড়ি: বৌমা আমার পুত্র সন্তান চাই ব্যাস! বৌমা: এই বয়সে আবার ঝুঁকি নিবেন মা!!
- দোস্ত একটা #Jokes শোনা দেখি না, এখন বই পড়তেছি ওয়াও! আর একটা শোনা তো।
- আম্মুঃ কিরে তুই না বললি ঈদের পর থেকে পড়তে বসবি! আমিঃ কোন ঈদ সেটা বলিনি আম্মু!
- চিল্লাইয়া কি আমারে ফাওন যাইবো? Propose করতে হইব!
- আমার জুতা জোড়াও ডাবল আর আমি সারাজীবন সিঙ্গেলই থেকে গেলাম
- আমিঃ আম্মু DSLR কিনে দাও। আম্মুঃ তুই ঢিলা সালোয়ার কিনে কি করবি। কেমনডা লাগে
- নাম ফায়ার সার্ভিস। কিন্তু দেয় পানি সার্ভিস। ফাইজলামির একটা সীমা থাকা উচিত
- জুকারবার্গ কে বলে দিও.. ফেসবুক Room আমার পোষায় না! আমার ফ্ল্যাট চাই
- আন্দাজে দাগানো MCQ এর উত্তর মিলে যাওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই
- নিব্বিঃ তুমি আমার একটা কথাও শুনো না! নিব্বাঃ তোমাকে মন দিয়েছি, কান না!
- পড়ালেখা আমার বাম হাতের কাজ। কিন্তু! সমস্যাটা হলো আমি ডানহাতি
- রাস্তায় দুই লোক ঝগড়া করছিল আমি গিয়ে বোঝানোর পর এখন মারামারি করছে
- আচ্ছা! রিলেশনে যেতে কোন বাসে উঠতে হয়? অগ্রিম টিকিট কেটে রাখতাম আর কি
- ভাগ্যিস ভাল্লাগেনা রোগের ওষুধ নেই নাহলে তো ওষুধ কিনতে কিনতে ফকির হয়ে যেতাম
- মহিলা কলেজের সামনে দিয়ে দুই ঘন্টা ঘুরে আসার পর বাসায় এসে দেখি চেইন খোলা!
- চালাইতে পারে না সাইকেল Bio দেয় “Lady Biker”
- একদিন ঠিকই শুনবা আমি আর নেই চলে গেছি শ্বশুর বাড়িতে
- রাতে ঘুম আসেনা বলে অনলাইনে থাকি অথচ সবাই ভাবে আমি প্রেম কইরা উল্টাইয়া পালাইতাসি
- আমিঃ আমি কি অংক? ক্রাশঃ না, কেনো!! আমিঃ তাহলে আমাকে বুঝোনা কেনো
- Jamai: বউ আমি খুব অসুস্থ হয়ে হসপিটালে শুইয়া আছি! Bou: তোর যা হওয়ার হোক, ভুলেও নার্সের দিকে তাকাবি না!
- আমিঃ ওই টাকলু শোন। লোকঃ ভদ্রভাবে কথা বলুন। আমিঃ মাননীয় টাক ওয়ালা মানব একটু শুনবেন
- Ex বলেছিল! তুমি আমার মতো আর কাউকে পাবেনা! পরে ওর নাম দিয়ে Search দিছি। ৬৭২ জন পাইছি
- দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো। তাহলে গরুর বাচ্চাই তো ইন্জিনিয়ার হয়তো
- তাজমহল কে তৈরি করেছে? First bencher: সম্রাট শাহজাহান। Back bencher: রাজমিস্ত্রী
- বেস্টুঃ কিরে লকডাউনে কেমন আছিস? আমিঃ রাতে মশা, দিনে মাছি। এই নিয়ে ভালোই আছি।
- মদ খেলে নাকি সব মনে পড়ে যায়, তাই ভাবছি এবার মদ খেয়ে পরীক্ষা দিতে যাব!
সুন্দর ছন্দ
আপনার কি আরো ছন্দের প্রয়োজন? তাহলে চিন্তা করবেন না। আমি আছি তো। আপনার জন্য সেরা কিছু সুন্দর সুন্দর ছন্দ নিম্নে দেওয়া হলো। এসকল ছন্দগুলো দেখুন। যে ছন্দটি আপনার ভালো লাগবে সেটিকে বেছে নিবেন।
- শয়তান যখন কাছে আসতে পারে না! তখন gf/bf নামক উজবুক টাকে পাঠায় জীবনটাকে তেজপাতা করে দিতে! আপনার জন্মদিন আর কেউ মনে রাখুক বা না রাখুক মার্ক জুকারবার্গ ঠিকি মনে রাখে
- মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটেনা কেন জানেন? কারন।। তারা দাত মাজে নাহ।
- মনের দরজা খোলা থাকলে কারো চোখে পড়ে না। কিন্তু পেন্টের চেন খোলা থাকলে সবার চোখে পড়ে।
- বালিকা কি শুনতেছি? পরিবারের ছোট মেয়েরা নাকি শয়তানের হাড্ডি হয়?
- মেয়েরা সিগারেট দেখলে ভয় পায় কেন। কারণ, শয়তান আগুন দেখলে ভয় পায়
- Friend: সেমাই খাবি না নুডলস খাবি? Me: তগো ঘরে কি একটাই বাটি?
- বংশের প্রদীপ নাকি ঘরে-ঘরে জলবে। আমার যে বউ নাই, সেই কথা কে বলবে।
- আম্মু আমাকে আধা ঘন্টা বকার পরে বলে, “তোকে আমি কিচ্ছু বলবো না, যা ইচ্ছা তাই কর”
- বিমানের সাথে দৌঁড় প্রতিযোগিতা দিছিলাম, হারামজাদা না পাইরা উড়াল দিছে
- সুখে থাকলে ভুতে কিলায়, বেশি ঘুমাইলে আম্মু চিল্লায়
- আমার সাথে ত্যাড়ামি করে লাভ নাই! আমি ট্রেনিং প্রাপ্ত উন্নত জাতের ঘাড়ত্যাড়া!
- আইজ যদি কিস্তিতে বউ পাওয়া যেত তাহলে দেশে এত সিংগেল পোলা থাকত নাহ।
- গিয়েছিলাম তার মনের শহরে যেই ভীড় রে ভাই ঠেলাঠেলিতে জুতাই ছিড়া গেছে আমার
- নিজের কষ্টগুলোকে উপভোগ করার সবচেয়ে সহজ উপায় হলো চুপ থাকা॥
- Someone: তোমাকে দেখতে বাচ্চা বাচ্চা লাগে? Me: Okay, তাহলে কোলে নেন!
- বাঙালী ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় এই জন্যই বলে তুই জানষ আমি কে?
- বল্টুঃ আমি জীবনেও বিয়া করুম না। আর আমার পোলারেও কমু বিয়া না করতে?
- কিছু কিছু মেয়ে কাঁদলে এতো কিউট লাগে যে। মন চায় থাপড়াইয়া আরেকটু কাঁদাই ।
- সব মেয়েরা পরী হতে চায় কিন্ত আজ পর্যন্ত কোন ছেলে জ্বিন হতে চায়নি।
- চাইলে আমিও প্রেম করতে পারি। কিন্তু আইলসামি লাগে।
- ভাবতাছি মঙ্গল গ্রহে চইলা যামু। তাহলে অমঙ্গল আমাকে আর টাচ করতে পারবো নাহ!
- তার ইনবক্স ঘুরতে গেছিলাম ভাই রে ভাই, যত গুলো বাবু দেখলাম শিশু হাসপাতালেও অতগুলো বাবু নাই
- ভালো আছি কথাটা যত সহজে বলা যায় আসলে কী সত্যিই তত সহজে ভাল থাকা যায়?
- হ্যা তোমাকেই বলছি পোড়া বাশিতে সুর তুলিও না আর, ও বাশি কষ্ট বাড়ায় হৃদয়ে আমার।
- কাদায় পড়ে গিয়েছিলাম! তা দেখে হাসতে- হাসতে এক মেয়ে ড্রেনে পড়ে গেছে।
- বড়ই বেইমান এই চোখগুলি, আমার হয়েও অন্যের জন্য কাঁদে।
- মোবাইলের স্ক্রিনে তাকায়া হাসতেছিলাম। মা কয় কাউরে ভালোবাসলে ক বিয়া করাই দেই ।
- হারিয়ে গেল বাঘের বাচ্চা খুজতে গেলাম বনে বারোবাতারির সাথে প্রেম কইরা দুঃখ পেলাম মনে
- Prem ki কাঁঠালের আঠা। Tahle breakup কি সরিষার তেল।
- আমারো ভাব কম ছিলোনা, জন্মের পর ১২-১৩ মাস কারো সাথে কথা বলিনি!
- আমার বুকের ভিতরের চাপা কষ্টগুলো যদি তুমি দেখতে পেতে তাহলে তুমি ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলতে।।
- ভয় পাওয়ার পর বুকে থুতু দেয়ার সাইন্স টা আজও বুঝলাম না।
- চিকন মাইয়া গুলারে দেখলে মনে হয় একটা ভিটামিনের বোতল কিনে দেই।
- আমার সাথে নাটক করতে এসোনা আমি কিন্তু উপন্যাস শুরু করে দিব।
- মেয়েরাই বেশি লুচ্চা হয়। বাসর রাতে আগে গিয়ে বসে থাকে।
- gf রে বউ ভাবতাছো ভাই? আমিও ছোটবেলায় কোকাকোলা রে মদ ভাবতাম
- টিনের চালে কাউয়া আম গাছে বক তোমার girlfriend ইগনোর করলে আমায় দিয়ো নক
- সবচেয়ে কস্টের সময় ছোটবেলায় আম্মুর সাথে কোথাও গেলে উস্টা খাই পড়ি গেলে,আম্মু উঠাইয়া আবার থাপ্পড় দিতো
- খুনের সাক্ষী লাগে একজন। বিয়ের সাক্ষী লাগে তিনজন। অর্থাৎ বিয়ে, খুনের চেয়েও ভয়ংকর।
- স্ত্রীঃ বিয়ের আগে কতবার I love you বলতা। এখন বলো না কেনো? স্বামীঃ নির্বাচন শেষ তাই প্রচারণাও শেষ
- Sir: কিসমিস কাকে বলে? Me: কিস করতে গিয়ে টার্গেট মিস করাকে কিসমিস বলে!
- সুন্দর একটা জীবন যেহেতু উপহার পেলাম না তো সুন্দর একটা মৃত্যু তো উপহার হিসেবে আশা করতেই পারি
- বাপে গুলিস্তানের মোড়ে বেচে সেন্ডেল মাইয়া fb তে নাম দেয় এজ্ঞেল
- ঘুম ভাঙার পর ৩০ মিনিট পর্যন্ত বিছানার সাথে বিদায় অনুষ্ঠান করি।।
- এক মাতাল মদ খেয়ে গোয়াল ঘরে ঢুকে, গরুর লেজ ধরে বলছে কিরে ময়নার মা প্রতিদিন দুইটা বেনী করিস আইজ একটা ক্যা।
উপসংহার
ছন্দ বিভিন্ন ধরনের হয়ে থাকা। অবসর সময়ে ছন্দগুলো পড়ে অনেক সুন্দর একটি সময় কাঠানো যায়। মন ভালো করার জন্যও ছন্দগুলো পড়া যেতে পারে। আবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, ছবি ক্যাপশন বা কাউকে মেজেস পাঠানোর জন্য ছন্দ খুঁজে থাকেন। আপনি যে কারণেই ছন্দ খুঁজে থাকেন না কেন আর্টিকেলে থাকা ছন্দগুলো সেই প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
অনেক সুন্দর সুন্দর বাছাই করা ছন্দ আর্টিকেলটিতে রয়েছে। আশা করছি ছন্দগুলো আপনার ভালো লাগবে। আর্টিকেলে থাকা ছন্দগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক ছন্দ, স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন সম্পর্কিত আর্টিকেল পেতে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পৌছে যায় আপনার নিকট।