ছুটির দরখাস্ত | ছুটির দরখাস্ত লেখার নিয়ম PDF সহ
ছুটির দরখাস্ত নিয়ে লেখা আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ছুটির দরখাস্ত খুঁজে থাকেন বা ছুটির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও আর্টিকেলে দরখাস্তের PDF ও রয়েছে যা আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।
ছুটির দরখাস্ত অনেক গুরুত্বপূর্ণ একটি দরখাস্ত। একজন ব্যক্তির বিভিন্ন সময়ে ছুটির প্রয়োজন পড়তে পারে। আর এই ছুটি সে যথাযথ কর্তৃপক্ষের নিকট দরখাস্তের মাধ্যমে পেতে পারে। দরখাস্ত করার পর যদি দরখাস্ত মঞ্জুর করা হয় তবেই সে ব্যক্তি ছুটি পাবে, অন্যথায় পাবে না।
- দরখাস্তঃ স্কুল/ কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন পত্র
- উপবৃত্তির জন্য আবেদন 2024 | আবেদন ফরম, নিয়ম
- চিঠি লেখার নিয়ম ছবি সহ
অফিসে, বিদ্যালয়ে ও বিভিন্ন কর্মক্ষেত্রে ছুটি নেওয়া যায় দরখাস্তের মাধ্যমে। তবে আমরা অনেকেই আছি যারা ছুটির দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে অবগত নই। তারা এই আর্টিকেলটি থেকে এই সম্পর্কে জেনে নিতে পারবেন এছাড়াও আর্টিকেলে কিছু নমুনা দরখাস্ত পাবেন যার তথ্য পরিবর্তন করে আপনি আপনার ছুটির জন্য দরখাস্ত লিখতে পারবেন।
আর যারা শিক্ষার্থী আছে এবং ছুটির জন্য দরখাস্ত খুঁজছেন বাংলা প্রশ্নের জন্য তারাও আর্টিকেলে থাকা দরখাস্তগুলো ব্যবহার করতে পারবেন। দরখাস্তগুলো সকল শ্রেণির শিক্ষার্থীর জন্য উপযুক্ত। তাহলে আর দেরী কেন? চলুন দরখাস্তগুলো দেখে নেওয়া যাক।
Table of Contents
ছুটির দরখাস্ত
সবার পূর্বে আপনার জন্য একটি নমুনা দরখাস্ত শেয়ার করি যেটির মাধ্যমে দরখাস্ত লেখার নিয়ম আপনার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং এই নমুনা দরখাস্তটি থেকে আপনি ধারণা নিয়ে নিজে থাকেই নিজের মতোন করে ছুটির জন্য দরখাস্ত লিখতে পারবেন।
তারিখঃ ৮ই নভেম্বর ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, রংপুর।
বিষয়ঃ অগ্রীম ছুটির জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আগামী ১৫ই নভেম্বর ২০২২ আমার বড় বোনের বিবাহ। এমন্তা অবস্থায় আমাকে বিভিন্ন কাজে লিপ্ত থাকবে হবে। তাই আগামী ১০ই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর আমার বিদ্যালয়ে থাকা সম্ভব নয়।
অতএব, বিনীত প্রার্থনা আমাকে আগামী এক সপ্তাহ ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ নাজমুল হুদা
শ্রেণিঃ দশম, রোলঃ ২৩
ছুটির দরখাস্ত লেখার নিয়ম
ছুটির দরখাস্ত লেখার নিয়ম অন্য সকল দরখাস্ত লেখার মতোনই। অন্য সকল দরখাস্ত যেভাবে লিখতে হয় ছুটির দরখাস্তও ঠিক সেইভাবে লিখতে হয়। তবে এ দরখাস্ত লেখার সময় কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে দরখাস্তটি কার বরাবর লিখবে সেই দিকে। যদি বিদ্যালয়ের জন্য ছুটির দরখাস্ত লিখতে চান তাহলে প্রধান শিক্ষক বা শ্রেণি শিক্ষক, কলেজ হলে প্রিন্সিপাল বা শ্রেণি শিক্ষক বরাবর, অফিস হলে ব্যবস্থাপক বা অন্য কোন পদ বরাবর।
এরপর বিষয়ে সঠিকভাবে বলে দিতে হবে যে ছুটির জন্য দরখাস্ত এটি। এরপর কিসের জন্য ছুটির দরখাস্ত নিতে চান সেটি দরখাস্তটিতে লিখতে হবে এর পাশাপাশি কত দিনের জন্য ছুটি চান সেটিও। এসব কিছু লেখা শেষে নিবেদকে আপনার নাম ও আরো বিভিন্ন প্রয়োজনীয় তথ্য লিখতে হবে।
বিদ্যালয় বা কলেজে অগ্রীম ছুটির জন্য অভিভাবকের সাক্ষরের প্রয়োজন হতে পারে। এজন্য অবশ্যই অভিভাবক বাবা/ মা এর সাক্ষর নিবেন।
দরখাস্ত এক পৃষ্টায় লিখতে হয়। তাই ছুটির জন্য দরখাস্তটি এক পৃষ্টায় লেখা সম্পন্ন করবেন। যেকোন ক্ষেত্রেই হোক না কেন। উপরে ও বামে এক স্কেল পরিমাণ মার্জিন টেনে নিবেন। মার্জিন না টানলেও এক স্কেল পরিমাণ জায়গা ফাঁকা রেখে দিবেন।
দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এই আর্টিকেলটি পড়তে পারে – দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ছবি ও ভিডিও সহ। ছবি সহ বিস্তারিত বর্ণনা রয়েছে।
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত
তারিখঃ ৮ই নভেম্বর ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
বগুড়া জিলা স্কুল, বগুড়া।
বিষয়ঃ অনুপস্থিতির জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ক শাখার একজন নিয়মিত ছাত্র। অসুস্থতার জন্য আমি ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারি নি।
অতএব, বিনীত প্রার্থনা এই যে উক্ত চার দিন আমাকে ছুটি মঞ্জুর করিলে সদয় মার্জি হয়।
নিবেদক,
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ জয়নুল আবেদিন
শ্রেণিঃ অষ্টম, রোলঃ ১১, শাখাঃ ক
অফিসে ছুটির দরখাস্ত লেখার নিয়ম
অফিসে ছুটির জন্য দরখাস্ত কিভাবে লিখবেন তার একটি নমুনা কপি নিম্নে দিয়ে দিলাম আপনি নমুনা কপিটি অনুসরণ করে সহজেই ছুটির জন্য দরখাস্ত লিখতে পারেন।
তারিখঃ ৮ই নভেম্বর ২০২২
ব্যবস্থাপক বা অন্য কোন পদ লিখবেন
এখানে অফিসের নাম দিবেন
এখানে জেলার নাম লিখবেন।
বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আপনি আপনার অধিনে (এখানে অফিসের নাম লিখবেন) সিনিয়র কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছি। (কি জন্য ছুটি নিবেন ও কত দিনের ছুটি নিবেন তার সংক্ষিপ্ত বর্ণনা এখানে লিখবে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে অগ্রিম (কতদিনের জন্য ছুটি লাগবে তা এখানে লিখবে) দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত
রিয়াজুল ইসলাম
(কোন পদে চাকরি করেন তা লিখবে)
এবার একটি অফিসে অগ্রিম ছুটির জন্য দরখাস্তের ছবি দেখুন। ছবিটি থেকে নিয়ম সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন।
ছুটির দরখাস্ত PDF
ছুটির দরখাস্ত PDF খুঁজে থাকলে এই পিডিএফ ফাইলটি ব্যবহার করতে পারেন।
File Name | Application for leave |
File Type | |
Total Page | 1 |
File Size | 231 KB |
File Upload Location | Google Drive |
File Download Link | Click Here |
উপসংহার
ছুটির দরখাস্ত নিয়ে এই ছিল আমাদের আর্টিকেল। নিয়মসহ বিস্তারিত সকল কিছু আলোচনা করা হয়েছে। আশা করছি আর্টিকেলটি আপনার অনেক উপকারে এসেছে। আর্টিকেলেটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।