Caption

50+ জন্মদিনের ক্যাপশন বাংলা

আপনি কি জন্মদিনের ক্যাপশন খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে সেরা কিছু জন্মদিনের ক্যাপশন বাংলাতে পাবনে যা আপনি আপনার বন্ধু, প্রিয়জন বা নিজেই নিজেকে শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারবেন।

আমাদের ওয়েবসাইটে জন্মদিন সম্পর্কিত অনেকগুলো আর্টিকেলে প্রকাশিত হয়েছে। যেখান থেকে আপনি আরো বিভিন্ন রকমের জন্মদিনের স্ট্যাটাস, ছবি, ক্যাপশন, ছন্দ পেয়ে যাবেন। আপনি চাইলে সেই আর্টিকেলগুলো দেখে আসতে পারেন। আর্টিকেলগুলোর লিংক নিম্নে দিয়ে দিলাম –

জন্মদিনের ক্যাপশন

বর্তমান ডিজিটাল যুগে আমার বেশীরভাগ সময়ই কারো জন্মদিনের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ার মাধ্যেম জানাই। যেমনঃ ফেসবুকে স্ট্যাটাস, ছবি আপলোড বা ক্যাপশন দিয়ে। জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো সুন্দর ও আকর্ষনীয় করার জন্য সুন্দর দেখে একটি স্ট্যাটাস, ক্যাপশন খুঁজে বের করতে হয়। এই আর্টিকেলটিতে এমনি কিছু জন্মদিনের ক্যাপশন বাংলাতে পেয়ে যাবে। তো চলুন এখন আর দেরী না করে জন্মদিনের ক্যাপশন বাংলাতে দেখে নেওয়া যাক।

জন্মদিন আসে যায়, সবাই আরো একবছর বড় হয়ে যায়। উপহারগুলো খোলা হয়, ফেলে দেওয়া হয়। কিন্তু আমি চাই আমার এই শুভেচ্ছা তোমার সাথে সারাজীবন থাকুক। শুভ জন্মদিন :)

একটা প্রার্থনা তোমার দিনটি করতে শুভ একটা শুভেচ্ছা তোমার দিনটি করতে রঙিন খুশি অনেক তোমার পথে থাকুক ছড়িয়ে জানাই তোমায় শুভ জন্মদিন..

জীবনটা আঙুলের ছাপের মতই নকল করা যায় না। তাই এটা দিয়ে সুন্দর ছাপ রেখে যাওয়ার চেষ্টা করো। মুহূর্তও নষ্ট কোরো না, কারণ সময়ের কোনো ছুটি নেই, স্বপ্নের কোনো শেষ নেই এবং জীবনে কোনো থামা নেই.. শুভ জন্মদিনে নতুন স্বপ্ন দেখো এই কামনা করি।

ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে, বয়সটা তো আরো একবছর বেড়ে গেল! শুভ জন্মদিন :)

জীবনের এই সুন্দর দিনটা পরিবার ও বন্ধু -বান্ধব, প্রিয়জনদের সাথে মজা করে কাটাও.. জন্মদিনের শুভেচ্ছা নিও..

জন্মদিনের ক্যাপশন বাংলা

জন্মদিনের ক্যাপশন বাংলাতে নিম্নে তালিকা আকারে আপনার জন্য তুলে ধরা হলো। ক্যাপশনগুলো পড়ে দেখুন যে ক্যাপশনটি আপনার ভালো লাগে সেটি কপি করে নিয়ে ব্যবহার করবেন।

  • বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ! তোমার জন্যে সূর্য হাসছে, গাছেরা নাচছে, পাখিরা গান গাইছে। কারণ, আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে! শুভ জন্মদিন
  • তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনেন্দর ৫২ সপ্তাহ খুশির, ৩৬৫ দিন সাফল্যের ৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য, আর ৫২৬০০ মিন সৌভাগ্যের ! শুভ জন্মদিন !
  • কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, শুভ জন্মদিন!!
  • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন।
  • তোর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার থাকবি হৃদয়ে তুই।
  • সমুদ্রের ঢেউ ফুলের সুগন্ধ আর রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোমাকে একসাথে বলতে শুভ জন্মদিন।
  • কার স্যাটারডে প্রিয় দিন কার সানডে আমার সুধু প্রিয় একটা দিন তোমার বার্থডে! হ্যাপি বার্থডে!
  • জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে! তোমার একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক। অনেক ভালবাসা নিও।
  • আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন। সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোন দিন।
  • আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে। শুভ জন্মদিন……
  • শুভ জন্মদিনের অভিনন্দন জানাই এমন এক জনকে যার জন্মদিনের কথাটা ফেসবুক রিমাইন্ডার ছাড়াই মনে করতে পারি!
  • শুভ রজনী শুভ দিন, সামনে আসছে তোমার জন্মদিন, জন্মদিনে কি দিব তোমায়, এক তোড়া গোলাপ ফুল আর এক বুক ভালোবাসা ছাড়া আর কিছু নেই যে আমার শুভ জন্মদিন।
  • আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভ জন্মদিন।
  • সূর্যের মত উজ্জ্বল হও, সাগরের মত হও চঞ্চল। আকাশের মত হও উদার, আর ঢেউ এর মত উচ্ছল। শুভ জন্মদিন
  • আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন! হ্যাপি বার্থডে!
  • আজকের এই বিশেষ দিন এ হয়ে ওঠো আরও নবীন, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন!
  • স্কুল লাইফ থেকে যার সাথে আমার বন্ধুত্ব…যে তারপর থেকে আমার জীবনের সেরা বন্ধু হয়ে যায়, আজ তার জন্মদিন…. চিরকাল তুই এমনই থাকিস ভাই… ঈশ্বরের আশীর্বাদ সবসময় যেন তোকে সঠিক পথে রাখে… হ্যাপি বার্থ ডে ভাই…
  • মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে, স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে। পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া , পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া।
  • দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন, কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন। জন্মদিনের শুভেচ্ছা
  • সকাল থেকে সন্ধ্যা, তোমার জন্মদিন হোক উজ্জ্বল, জন্মদিনের আন্তরিক অভিনন্দন।
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেচে থাক হাজার বছর।
  • জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা… তোমার জীবনের গল্প লেখো নিজের হাতে… শুধু মাথায় রেখো তাতে কল্পনা ও বাস্তবের মধ্যে যেন একটা সমতা থাকে…
  • এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে। হ্যাপি বার্থডে!
  • মাঝে মাঝে ভাবি তোর জন্মদিনটা একটা জাতীয় ছুটি ঘোষণা করা উচিত…. আফটার অল, তুই আমাদের জাতীয় সম্পদ…. যতদিন না সেটা হচ্ছে ততদিন অবধি আমরাই জানায় তোকে।
  • সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার, পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা, বেঁচে থাকো হাজার বছর। শুভ জন্মদিন।
  • তর জন্য ভালবাসা, লক্ষ্য গোলাপ জুই, হাজার লোকের ভিড়ে আমার, থাকবি হৃদয়ে তুই।
  • সব তর্কাতর্কি, ভুল বোঝাবুঝি সত্বেও তুমিই আমার জীবনের প্রিয়তম মানুষ! শুভ জন্মদিনের অনেক অনেক ভালবাসা নিও।
  • জন্মদিনে কি বা দেব তোমায় উপহার, বাংলায় নাও, ভালবাসা, হিন্দি তে নাও পেয়ার? শুভ জন্মদিন!
  • আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি… কারণ এই স্পেশাল দিনে সৃষ্টিকর্তা তোমাকে পৃথিবীতে স্পেশিয়াল করে আমার জন্য পাঠিয়েছে……
  • তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনের এই বিশেষ দিনটিকে এতটা বিশেষ করে তোলার জন্যে… আমার জীবনের এটা সেরা জন্মদিন ছিল এখনও অবধি…

নিজের জন্মদিনের ক্যাপশন বাংলা

আজকে যদি আপনার নিজের জন্মদিন হয় এবং আপনি নিজেই নিজেকে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের মধ্যমে শুভেচ্ছা জানাতে যান তাহলে নিম্নের স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পারেন।

আজ আমার জন্মদিন। দেখতে দেখতে আরো একটি বছর অতিক্রম করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।

সময় যেন পানির স্রোতের মতোন। কিভাবে যে কেটে গেল একটি বছর বুঝতেই পারলাম।

আজ জন্মদিনের শুভেচ্ছা জানানোর কিছু নেই। তাই নিজেই নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন।

এলো খুশির নতুন দিন!! আজকে আমার জন্মদিন :D:D

নিজেই নিজেকে উইস করি! শুভ জন্মদিন {আপনার নাম}

বন্ধুর জন্মদিনের ক্যাপশন

বন্ধুর জন্মদিনে তাকে ক্যাপশনের মাধ্যেম শুভেচ্ছা জানাতে নিম্নের ক্যাপশনগুলো ব্যবহার করতে পারেন।

  • আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার কাছের প্রিয় মানুষের জন্মদিন। শুভ জন্মদিন।
  • রাত যায় দিন আসে, মাস যায় বছর আসে, সবাই আশায় থাকে একটি সুদিনের, আমি আশায় থাকি তোমার জন্মদিনের। শুভ জন্মদিন!!
  • আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি! কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে, যার মতো ভালো বন্ধু ও মানুষ আমি জীবনে কমই পেয়েছি। শুভ জন্মদিন।
  • এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ , চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ। শুভ জন্মদিন
  • একটা প্রার্থনা তোমার দিনটি করতে শুভ একটা শুভেচ্ছা তোমার দিনটি করতে রঙিন খুশি অনেক তোমার পথে থাকুক ছড়িয়ে জানাই তোমায় শুভ জন্মদিন।
  • অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….
  • সাগরের ঢেউ ফুলের সুগন্ধ, রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে।
  • স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। দুঃখ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক। জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য। শুভ জন্মদিন!!
  • ঘড়িতে ১২ র কাঁটাটা ছোঁয়ার আগেই আমি তোমাকে জানাই যে, বয়সটা তো আরো একবছর বেড়ে গেল! শুভ জন্মদিন
  • জন্মদিনে শুভেচ্ছা নিও যদিও বিলম্বিত, বার্থডে ট্রিট পেলে বৎস হবো বড় প্রীত। শুভ জন্মদিন
  • আমার জীবনের সেরা সময় তোমার মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া! জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ! শুভ জন্মদিন!!
  • একজন সহকর্মী যদি বন্ধু হয়ে যায় তোমার মর তাহলে তার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমায় কখনো কোনকিছুর ভান করতে হবে না,যেমন আমি আসলে তেমনই থাকতে পারি সবসময়! শুভ জন্মদিন…
  • আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা, আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি… শুভ জন্মদিনের অভিনন্দন!
  • অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… দিন মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….
  • আজ তোমার জন্মদিন এলো খুশির শুভদিন সর্বদা থাকে যেনো তোমার মন এমনি আনন্দে রঙিন!! হ্যাপি বার্থডে।
  • আপনি সাফল্য এবং আনন্দ আপনার জীবনে এগিয়ে তবেই! শুভ জন্মদিন!!
  • অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে, মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে, দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে, অসীম সুখ বয়ে আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন…
  • রাত পেরিয়ে আরেকটা দিন তাই তোমার জন্মদিন। প্রকৃতি সেজেছে নতুন সাজে, ফুল ফুটেছে রাশি আসি গাছে গাছে, দোয়েল ময়না টিয়া ডাকছে আপন সুরে, জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে।
  • কামনা করি তোমার আয়ু দীর্ঘায়িত হোক… তোমার জীবনের সব বিপদের অকাল বিয়োগ ঘটুক… ঈশ্বর তোমার সহায় হোক… শুভ জন্মদিন…
  • অতীতের সব না পাওয়া গুলো ভুলে গিয়ে আগামীর স্বপ্নগুলো সত্যি করার পথে এগিয়ে চলো… শুভ জন্মদিন..

শেষ কথা

এই ছিল জন্মদিনের ক্যাপশন বাংলা নিয়ে আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলে থাকা “জন্মদিনের ক্যাপশন বাংলা” আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.