GrameenphoneSim Offer

জিপি ইন্টারনেট অফার ২০২৩ সাথে ফ্রি ১ জিবি কোড | GP Internet Offer 2023

Grameenphone Internet Offer Package 2022

জিপি পূর্ণরূপ গ্রামীণফোন ইংরেজিতে Grameenphone। আপনি যদি জিপি ইন্টারনেট অফার এর অনুসন্ধান করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্ট থেকে আপনি ২০২৩ সালের জিপি ইন্টারনেট সম্পর্কিত সকল অফার পেয়ে যাবেন। এই পোস্টে যে সকল অফারগুলো উল্লেখ করব আপনি চাইলে সেই সব অফার গুলো মাই জিপি অ্যাপের মাধ্যমে অথবা জিপি ইন্টারনেট অফার কোড এর মাধ্যমে কিনতে পারবেন।

গ্রামীণফোন সংক্ষেপে জিপি বাংলাদেশের সেরা বিস্তৃত নাম্বার ১ মোবাইল অপারেটর। জিপি অপারেটর এর ইন্টারনেট সংযোগের স্পিড প্রায় সব এলাকায় অন্যান্য অপারেটর এর তুলনায় অনেক ভালো। তবে, জিপি ইন্টারনেট প্যাকের গুলোর দাম তুলনামূলক ভাবে অন্যসব অপারেটরের ইন্টারনেট প্যাকেজের চেয়ে একটু বেশী। তবুও মানুষ জিপি সিম ব্যবহার করে ভালো ইন্টারনেট সংযোগের জন্য।

আরো পড়ুনঃ

জিপি সাধারণ ইন্টারনেট প্যাকেজের দাম বেশী হওয়ায় তারা বেশীরভাগ সময়ই জিপি ইন্টারনেট অফার দিয়ে থাকে। এসকল অফারের মাধ্যমে কম দামে/ সস্তায় বেশী ইন্টারনেট প্যাক কেনা যায়।

Table of Contents

জিপি ইন্টারনেট অফার ২০২৩

তাহলে চলুন জিপি ইন্টারনেট অফার সমূহ দেখে নেওয়া যাক। বিভিন্ন বাজেটের মধ্যে বিভিন্ন সব ইন্টারনেট অফার রয়েছে। আপনি আপনার বাজেটের মধ্যে সেরা জিপি ইন্টারনেট অফার ২০২৩ বেছে নিন।

১২ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার

এই ইন্টারনেট অফারটি শুধু মাত্র আপনি ১ বারই নিতে পারবেন। এজন্য আপনাকে মাইজিপি অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করতে হবে এবং সেখানে আপনার জিপি নাম্বার দিয়ে লগিন করতে হবে। যারা আগে কখনো মাই জিপি অ্যাপ ব্যবহার করেনি ও ব্যবহার করলেও ১২ টাকায় ১ জিবি ইন্টারনেট প্যাকটি কেনেনি শুধু মাত্র তারাই এই অফারটি কিনতে পারবেন। ১২ টাকায় ১ জিবি এই প্যাকটির মেয়াদ মাত্র ৩ দিন বা ৭২ ঘন্টা। MyGP অ্যাপের My Offer সেকশন থেকে অফারটি কিনতে পারবেন। MyGP অ্যাপের ডাউনলোড লিংক – https://www.grameenphone.com/personal/services/digital-services/mygp-app

১৯ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার

এই অফার প্যাকটি জিপি তাদের গ্রাহকদের মাঝে মধ্যে দিয়ে থাকে। অফারটি সব সময় সবার জন্য প্রযোজ্য না। যাদের জন্য এই অফারটি প্রযোজ্য জিপি তাদেরকে মেসেজের মাধ্যমে অফার কোড সহ জানিয়ে দেয়। সেই কোড ডায়াল করার মাধ্যমে ব্যবহারকারী অফারটি কিনতে পারবে। এছাড়াও মাইজিপি অ্যাপ থেকেও অফারটি কেনা যাবে। আপনার জন্য এই অফারটি প্রযোজ্য কি না তা জানার জন্য মাইজিপি অ্যাপ ডাউনলোড করতে পারেন।

৩০ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার

৩০ টাকায় ১ জিবি এটি জিপি সিমের নতুন ইন্টারনেট অফার। ৩ দিন বা ৭২ ঘন্টা মেয়াদি এই ইন্টারনেট প্যাকটি কেনার কোড – *121*5046#।

৩৮ টাকায় ১ জিবি ইন্টারনেট অফার

38 Taka 1 GB, ৩৮ টাকায় ১ জিবি জিপি ইন্টারনেট অফার

৩৮ টাকায় ৩ জিবি মেয়াদের ইন্টারনেট অফার কিনতে ডায়াল করুন *121*3366#। এর মেয়াদ ৩ দিন বা ৭২ ঘন্টা।

৬৩ টাকায় ৩ জিবি ইন্টারনেট অফার

এই প্যাকটিরও মেয়াদ মাত্র ৩ দিন বা ৭২ ঘন্টা অফারটি কিনতে ডায়াল করুন *121*3258#। এছড়াও মাই জিপি অ্যাপ থেকেও অফারটি কিনতে পারবেন।

১২৮ টাকায় ৮ জিবি ইন্টারনেট অফার

৮ জিবি ইন্টারনেট মাত্র ১২৮ টাকায় এটি অনেক জনপ্রিয়। অফারটির মেয়াদ ৭ দিন। অফারটি কেনার জন্য অ্যাকটিভিশন কোড – *121*3300#।

এসব ইন্টারনেট অফার ছাড়াও আরো অনেক জিপি ইন্টারনেট অফার রয়েছে। ইন্টারনেট অফার প্যাক ছাড়াও জিপি সিমের সকল ইন্টারনেট প্যাকেজও আমরা জানব। তবে তার আগে রিচার্জে ইন্টারনেট অফার গুলো দেখে নেওয়া যাক।

আরো পড়ুনঃ

রিচার্জে জিপি ইন্টারনেট অফার

নির্দিষ্ট পরিমাণ টাকা জিপি সিমে রিচার্জ করলে ইন্টারনেট অফার একটিভ হবে যায়। একে আমরা সাধারণত রিচার্জ অফার বলে থাকি। জিপি সিমের এমন কিছু রিচার্জ অফার দেখে নেওয়া যাক।

ফ্রি ১ জিবি কোড

জিপি সিমে ফ্রি ১ জিবি শুধু নতুন সংযোগেই নিতে পারবেন। আপনি এই অফারের যোগ্য কি না তা চেক করার জন্য ডায়াল করতে হবে *১২১*৫# । অথবা, মাইজিপি অ্যাপ থেকে মাই অফার থেকে চেক করে নিতে পারবেন।

৩৩ টাকা রিচার্জ – ৩৪০ এমবি

৩ দিন মেয়াদের ৩৪০ এমবি পেতে ৩৩ টাকা মোবাইল রিচার্জ করতে পারেন। ৩৩ টাকা রিচার্জ করার সাথে সাথে এই প্যাকটি একটিভ হবে যাবে। অল্প মাত্রার এই ইন্টারনেট প্যাকেজটি সাধারণ ব্যবহারের জন্য মোটামুটি যথেষ্ট।

১১৪ টাকা রিচার্জ – ৫ জিবি

এই প্যাকটির মেয়াদ ৭ দিন। অফারটি নেওয়ার জন্য আপনাকে ১১৪ টাকা ফ্লেক্সিলোড বা রিচার্জ করতে হবে।

৪৯৯ টাকা রিচার্জ – ২০ জিবি

রিচার্জের মাধ্যমে যদি বড় প্যাকেজের ইন্টারনেট অফার কিনতে চান তাহলে ৪৯৯ টাকা রিচার্জ করতে পারেন। এই প্যাকটির মেয়াদ ৩০ দিন। ৪৯৯ টাকা রিচার্জ করার সাথে সাথে প্যাকটি অ্যাকটিভ হয়ে যাবে।

এসব ছাড়াও আরো অনেক রিচার্জে ইন্টারনেট অফার আছে। রিচার্জে ইন্টারনেট অফার সম্পর্কে সম্পূর্ণ চার্ট পেতে আপনি আপনার নিকটবর্তী ফ্লেক্সিলোডের দোকানে যেতে পারেন। সেখানে সাধারণত দেয়ালে চার্ট লাগানো থাকে।

সকল জিপি ইন্টারনেট অফার প্যাকেজ

এবার সকল জিপি সিমের সকল ইন্টারনেট প্যাকেজ গুলো দেখে নেওয়া যাক। এক্টিভেশন কোড সহ এসকল প্যাক দিলাম। সম্ভব হলে প্যাক কেনার আগে আপনি কোডগুলো অফিশিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নিবেন।

৩ দিন মেয়াদের জিপি ইন্টারনেট অফার

তিন দিন বা ৭২ ঘন্টা মেয়াদের যেসকল ইন্টারনেট প্যাকেজ রয়েছে চলুন সেগুলোন দেখে নেওয়া যাক (এক্টিভেশন কোড সহ)।

VolumePriceCode
5MB2.74 Taka*121*3002#
512MB28 Taka*121*3256#
2.5GB57 Taka*121*3242#
1.5GB46 Taka*121*3399#
1GB38 Taka*121*3366#
3.5GB69 Taka*121*3282#
3GB63 Taka*121*3258#

৭ দিন মেয়াদের জিপি ইন্টারনেট অফার

এবার চলুন ৭ দিন মেয়াদের জিপি সিমের ইন্টারনেট অফার সমূহ দেখে নেওয়া যাক। অফারগুলো নেওয়ার জন্য পাশে থাকে এক্টিভেশন কোড ডায়াল করলে হবে।

VolumePriceCode
6GB124 Taka*121*3434#
2.5GB94 Taka*121*3322#
1GB77 Taka*121*3056#
5GB114 Taka*121*3344#
10GB148 Taka*121*3262#
13 GB198 Taka*121*3133#
8 GB128 Taka*121*3300#

৩০ দিন মেয়াদের জিপি ইন্টারনেট অফার

৩০ দিন মেয়াদ বা মাসিক প্যাকের জিপি ইন্টারনেট প্যাকজ বা অফারসমূহ –

VolumePriceCode
80GB999 Taka*121*3436#
25GB499 Taka*121*3435#
2GB197 Taka*121*3027#
5GB299 Taka*121*3458#
12GB399 Taka*121*3392#
40GB649 Taka*121*3393#
10GB349 Taka*121*3474#
15GB408 Taka*121*3442#
3GB249 Taka*121*3278#
100GB 4G Pack1,499 Taka*121*3437#
200GB 4G Pack1,999 Taka*121*3438#

100GB 4G প্যাকের সাথে আপনি জিপি গোল্ড স্টার স্ট্যাটাস পাবেন এবং 200GB 4G প্যাকের সাথে জিপি প্লাটিনিয়াম স্টার স্ট্যাটাস পাবেন। উভয় প্যাক দুইটি ব্যবহার করার জন্য অবশ্যই ৪জি সিম, ৪জি হ্যান্ডসেট ও ৪জি নেটওয়ার্কের প্রয়োজন পড়বে।

GP MB Offer

আর্টিকেলে সকল GP MB Offer বা GP Internet Offer তুলে ধরা হয়েছে। আশা করছি আপনি এখান থেকে আপনার পছন্দের একটি অফার পেয়ে যাবে। যদি কোন ভালো অফার আপনার জানা থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমরা সেই অফারটিকে আর্টিকেলে সংযুক্ত করব।

জিপি ইন্টারনেট অফার কোড

*121*5# হচ্ছে জিপি ইন্টারনেট অফার কোড। এই কোডটি ডায়াল করে আপনি খুব সহজেই আপনার জিপি সিমের ইন্টারনেট অফার দেখতে পারবেন। এছাড়াও গ্রামীনফোনে ইন্টারনেট অফারের জন্য আরো অনেক কোড আছে যেগুলো ইতিমধ্যে আর্টিকেলটিতে দেওয়া হয়েছে।

ফ্রি ৩০০এমবি (৩দিন)

মাই জিপি অ্যাপে ফ্রি ৩০০এমবি (৩দিন) অফার রয়েছে। এই অফারটি শুধুমাত্র আপনি একবারই মাই জিপি অ্যাপ থেকে নিতে পারবেন। অফারটি নেওয়ার জন্য প্রথমে আপনি মাইজিপি অ্যাপে লগিন করুন। লগিন করার পর মাই অফার সেকশনে যাবেন। সেই অফার সেকশনে এই ফ্রি ৩০০এমবি নিতে পারবেন।

তো এসব প্যাকেজ থেকে আপনি আপনার পছন্দের জিপি ইন্টারনেট অফার (GP Internet Offer) বেছে নিন। গ্রামীণফোন ইন্টারনেট অফার সম্পর্কিত কিছু উত্তর জেনে নেওয়া যাক।

অনবরত জিজ্ঞাসিত প্রশ্নাবলী

জিপি ইন্টারনেট অফার সম্পর্কিত প্রশ্ন ও প্রশ্নে উত্তর সমূহ নিম্নে তুলে ধরা হলো।

জিপি ইন্টারনেট অফার কি?

জিপি সিম অপারেটর তাদের গ্রাহকদের কথা ভেবে রেগুলার দামের চেয়ে কিছুটা ছাড়ে ইন্টারনেটের জন্য কিছু অফার দিয়ে থাকে। একে সাধারণত আমারা জিপি ইন্টারনেট অফার বলে থাকি।

জিপি ইন্টারনেট প্যাক কি পরিবর্তন হয়?

জিপি ইন্টারনেট প্যাক সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এছাড়াও বিভিন্ন সময়ে নির্দিষ্ট কিছু গ্রাহকদের বিভিন্ন ইন্টারনেট অফার দিয়ে থাকে।

কম দামে কিভাবে ইন্টারনেট প্যাকেজ কিনবেন?

কম দামে ইন্টারনেট প্যাকেজ কেনার জন্য আপনি মাই জিপি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। মাই জিপি অ্যাপ থেকে আপনি অনেক কম টাকায় ইন্টারনেট প্যাকেজ ক্রয় করতে পারবে।

4G ইন্টারনেট প্যাকেজ কি 3G ফোনে ব্যবহার করা যাবে?

৪জি ইন্টারনেট প্যাকেজ আপনি ৩জি ফোনে ব্যবহার করতে পারবেন না। ৪জি ইন্টারনেট প্যাকেজগুলো ব্যবহার করার জন্য অবশ্যই 4G Handset, 4G Sim এবং 4G Network এর প্রয়োজন পড়বে।

ইন্টারনেট প্যাকেজের মেয়াদ বাড়াবেন কিভাবে?

আপনি যদি আপনার ক্রয় করা ইন্টারনেট প্যাকের মেয়াদ বাড়াতে চান তাহলে আগের ক্রয় করা প্যাকেজ মেয়াদ শেষ করার আগে আবার ক্রয় করতে হবে।

উপসংহার

এই ছিল আমাদের আজকের পোস্ট/ টিউন। আশা করছি জিপি ইন্টারনেট অফার সম্পর্কিত এই পোস্টটি আপনি উপভোগ করেছেন। পোস্টে উল্লেখ করা প্যাকেজ থেকে আপনি আপনার পছন্দের প্যাকেজ বেছে নিয়ে ইন্টারনেট উপভোগ করুন। তবে কোন প্যাক ক্রয় করার আগে কোডগুলো যাচাই করে নিবেন। কেননা এসব প্যাকেজের কোড পরিবর্তন হতে পারে। তবে আমি আপনাকে উপদেশ দিব মাই জিপি অ্যাপ ব্যাবহার করার জন্য। কারণ আপনি এই অ্যাপে মধ্যে সকল ইন্টারনেট অফার পেয়ে যাবেন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

5 Comments

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.