টাকা ইনকাম করার ওয়েবসাইট 2023 [সেরা ৫ টি ওয়েবসাইট ১০০% ইনকাম হবে]
আমরা অনেকেই আছি যারা অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে চাই। এজন্য অনেকেই টাকা ইনকাম করার ওয়েবসাইট এর সন্ধান করে থাকে। আপনি যদি এমনি কেউ হন যিনি টাকা ইনকাম করার ওয়েবসাইটের সন্ধান করছেন তাহলে এই আর্টিকেলটি একমাত্র আপনার জন্যই।
এই আর্টিকেলটিতে টাকা ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে জানার পাশাপাশি কিভাবে এসব ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা সম্ভব তাও জানব। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
আরো পড়ুনঃ
- ব্যাংক লোন পাওয়ার উপায় [সহজ ও ১০০% কার্যকারী]
- ধাঁধা | ধাঁধা প্রশ্ন ও উত্তর | ২০০+ সেরা ধাঁধা উত্তর সহ ও ধাঁধা উত্তর সহ ছবি
- পডকাস্ট কি? পডকাস্ট নিয়ে বিস্তারিত
- পিসি গেমস ফ্রি ডাউনলোড করার সেরা কিছু ওয়েবসাইট
- ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
Table of Contents
অনলাইনে টাকা ইনকাম করা কি সম্ভব?
টাকা ইনকাম করার ওয়েবসাইট এর সাথে অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব কি না তা গভীরভাবে জড়িত। যদি অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে এসকল ওয়েবসাইটের মূল্য আছে। নয়তো এসব ওয়েবসাইট সাধারণ সকল ওয়েবসাইটের মতোন।
“অনলাইনে টাকা ইনকাম করা কি সম্ভব? “এই প্রশ্নের উত্তর আপনাদের সকলের কাছে কম বেশী জানা যে অনলাইনে টাকা ইনকাম করা আসলেই সম্ভব। কিন্তু কিভাবে এবং কোন ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা সম্ভব তা হয়তো অনেকের কাছে অজানা। এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার কাজের বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন। যেসব ওয়েবসাইটের তালিকা এবং কিভাবে কাজ করে টাকা ইনকাম করতে হবে তা আর অল্প কিছুক্ষণের মধ্যে জানতে চলেছেন।
টাকা ইনকাম করার ওয়েবসাইট
ইন্টারনেটের মধ্যে অনেক ওয়েবসাইট রয়েছে যে সকল ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়। তবে এই আর্টিকেলে তো আর এতোগুলো ওয়েবসাইটের নাম উল্লেখ করা সম্ভব না। তাই আমরা সেরা ৫ টি বিভিন্ন ক্যাটেগরির ওয়েবসাইটের নাম আর্টিকেলে তুলে ধরব। এর পাশাপাশি ওই ক্যাটেগরিতে থাকা আরো কিছু ওয়েবসাইটের নাম। তাহলে চলুন টাকা ইনকাম করার ওয়েবসাইটের নামগুলো দেখে নেওয়া যাক।
কিছু টাকা ইনকাম করার ওয়েবসাইটের নাম হলোঃ
- Youtube
- Google Adsense
- Upwork
- Amazon
- Shutterstock
- DigitalMarket
এতো সংক্ষিপ্ত একটি তালিকা ছিল। চলুন বিস্তারিত আকারে সেরা ৫ টি টাকা ইনকাম করার ওয়েবসাইটের নাম জেনে নেই।
টাকা ইনকাম সম্পর্কিত আরো কিছু আর্টিকেল –
- টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশে 2023
- কোন সফটওয়্যার দিয়ে টাকা ইনকাম করা যায়?
- বাজি লাইভ কি? বাজি লাইভ সম্পর্কে বিস্তারিত
1. ফাইভার (Fiverr)
ফাইভার টাকা ইনকাম করার ওয়েবসাইটের মধ্যে অন্যতম একটি। এটি মূলত একটি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস। অনেক ফ্রিল্যান্সার এই প্লাটফর্মে যুক্ত হয়ে টাকা ইনকাম করছে। এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করা পর আপনার স্কিল বেইজড একটি গিগ সেখানে প্রকাশ (Publish) করতে হবে।
গিগ (Gig) পাবলিশ করার পর যদি কোন ক্লায়েন্ট আপনার গিগ অর্ডার করে তাহলে তাকে সেই কাজ বুঝিয়ে দিতে হবে। কাজ বুঝিয়ে দেওয়া পর ক্লায়েন্ট আপনার কাজ গ্রহণ করলে আপনার গিগ অনুযায়ী সেই কাজের জন্য টাকা ইনকাম করতে পারবেন।
ফাইভার মূলত প্রোফেশনাল ফ্রিল্যান্স মার্কেটপ্লেস। আপনার স্কিল না থাকলে এই ওয়েবসাইট এ গিয়ে টাকা ইনকাম করতে পারবেন না। ফাইভার ওয়েবসাইটের লিংকঃ https://www.fiverr.com/
ফাইভারের মতোন আর অনেক ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ওয়েবসাইট রয়েছে। এধরনের কিছু ওয়েবসাইটে নামঃ
- Freelancer.com
- Guru
- Upwork
- PeoplePerHour
- Truelancer
ফাইভারের পাশাপাশি এসব ওয়েবসাইট থেকেও সহজে ইনকাম করতে পারবেন।
2. অ্যামাজন (Amazon)
অ্যামাজন মূলত পৃথিবীর বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট। তবে অ্যামাজনও টাকা ইনকাম করার ওয়েবসাইটের মধ্যে অন্যতম একটি। অ্যামাজন থেকে দুইভাবে টাকা ইনকাম করা সম্ভব। (১) নিজের প্রোডাক্ট এই প্লাটফর্মে বিক্রি করে এবং (২) অ্যাফিলিয়েটের মাধ্যমে। তবে অ্যামাজন অ্যাফিলিয়েট বেশীরভাগ ফ্রিল্যান্সারা করে থাকে। তাই Amazon Affiliate এর মাধ্যমে এই ওয়েবসাইট থেকে সহজে টাকা ইনকাম করতে পারবেন আপনি।
অ্যাফিলিয়েট মূলত ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পর্কিত। এ সম্পর্কে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত একটি আর্টিকেল রয়েছে। আপনি চাইলে এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন – ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন? [সম্পূর্ণ গাইডলাইন সহ বিস্তারিত টিউন]।
অ্যাফিলিয়েট সম্পর্কে যারা জানেন না তাদের জন্য সংক্ষিপ্ত আকারে বলে নেই অ্যাফিলিয়েট হচ্ছে কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে দেওয়া এবং তার বিনিময়ে কিছু কমিশন পাওয়া। তেমনি অ্যামাজন অ্যাফিলিয়েটে আপনাকে অ্যামাজনের প্রোডাক্ট কারো কাছে বিক্রি করে দিতে হবে এবং এর ফলে আপনি কিছু কমিশন লাভ করবেন। Amazon Affiliate ওয়েবসাইটের লিংকঃ https://affiliate-program.amazon.com/
Amazon অ্যাফিলিয়েট ছাড়াও এধরনের আরো কিছু টাকা ইনকাম করার ওয়েবসাইট হলোঃ
- Daraz
- eBay
- Shopify
- StudioPress
- Hosting Compay Affiliates
অনেক ফ্রিল্যান্সার, ব্লগার, ইউটিউবার অ্যাফিলিয়েটের মাধ্যমে অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করছে।
3. Google Adsense (গুগল এডসেন্স)
এডসেন্সের নাম হয়তো অনেকেই শুনের থাকবেন। বিশেষ করে যারা যারা জানেন ইউটিবারা/ ব্লগারা কিভাবে টাকা ইনকাম করে। এডসেন্স মূলত একটি এড নেটওয়ার্ক প্লাটফর্ম। এটি গুগলের একটি পরিষেবা। এডসেন্স কি এবং কিভাবে কাজ করে এই নিয়ে অনেক আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশিত আছে। আপনি সেগুলো দেখে এডসেন্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাই এই পোস্টে এডসেন্স নিয়ে আর বিস্তারিত কিছু বললাম না। এডসেন্স সম্পর্কিত আর্টিকেলগুলো নিচে দিয়ে দিলাম –
- গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স নিয়ে বিস্তারিত জানুন
- গুগল এডসেন্স কত ক্লিকে কত টাকা দেয়?
- গুগল এডসেন্স এর জন্য আবেদন করার আগে করণীয়
টাকা ইনকাম করার ওয়েবসাইটগুলো মধ্যে এডসেন্স অন্যতম একটি। এডসেন্স ওয়েবসাইটের লিংকঃ https://www.google.com/adsense/
আপনিও চাইলে এই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট কিছু পদ্বতি অনুসরণ করে টাকা ইনকাম করতে পারেন। এডসেন্সের মতোন আরো কিছু ওয়েবসাইট আছে। এগুলো হলোঃ
- Media.net
- Facebook Monetization
- Ezoic
- Mgid
- Adstra
- Propellerads
ইত্যাদি ইত্যাদি। এডসেন্সের মতোন প্লাটফর্মে যুক্ত হয়ে অনক ব্লগার, ইউটিউবার অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করছে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আপনি চাইলে শুরু করতে পারেন।
4. শাটারস্টক (Shutterstock)
ছবি বিক্রি করে টাকা ইনকাম করার ওয়েবসাইটগুলো মধ্যে শাটারস্টক (Shutterstock) অন্যতম সেরা একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর একজন ওয়েবসাইটে ছবি আপলোড করতে হবে। আপনার আপলোড করা ছবির মান যদি ভালো হয় তাহলে Shutterstock টিম আপনার ছবিটি এপ্রুভ করবে।
এরপর যদি কেউ ছবিটি কেনে তাহলে আপনি টাকা পাবেন এর বিনিময়ে। আপনার ছবির লাইসেন্সের দাম কত হবে তার আপনি অ্যামাউন্ট নির্ধারিত করে দিতে পারবেন। শাটারস্টক ওয়েবসাইটের লিংকঃ https://www.shutterstock.com/
শাটারস্টক এর মতোন অনেক ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ওয়েবসাইটের নাম হলোঃ
- iStock
- JumpStory
- Adobe Stock
- PixaBay
- Unsplash
Shutterstock এর পাশাপাশি এ সকল ওয়েবসাইটেও ছবি আপলোড করার মধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
5. PicoWorkers (পিকোওয়ার্কারস)
নতুনদের জন্য পিকোওয়ার্কারস এবং এর মতোন ওয়েবসাইটগুলো অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করার সেরা একটি সমাধান। এই ওয়েবসাইট থেকে টাকা ইনকামের জন্য আপনাকে ক্লায়েন্টের টাস্কগুলো পূরণ করতে হবে। যেমনঃ রেফার লিংক থেকে অ্যাপ ডাউনলোড করা, রেজিস্ট্রেশন করা, এডসে ক্লিক দেওয়া ইত্যাদি।
তবে এই ওয়েবসাইট থেকে আয়ের পরিমাণ অনেক কম হবে। তবে একজন Beginner হিসাবে মানিয়ে নেওয়া সম্ভব। পিকোওয়ার্কারস ওয়েবসাইটের লিংকঃ https://picoworkers.com/
PicoWorkers এর মতোন আরো অনেক টাকা ইনকাম করার ওয়েবসাইটগুলো রয়েছে। এর মধ্যে কিছু ওয়েবসাইট হলোঃ
- Fourerr
- SkillPatron
- SlaveLabour
আপনি যদি একজন নতুন হিসাবে অনলাইনে আয় করতে চান তাহলে এই ওয়েবসাইট থেকে আপনি আয় করার যাত্রা শুরু করতে পারেন।
কিছু টিপস
অনলাইনে আয় করার ওয়েবসাইট ইন্টারনেটে ঘাটাঘাটি করলে অনেক পাবেন। কিছু বড় বড় প্লাটফর্ম পাবেন আবার কিছু ছোট ছোট প্লাটফর্ম। কিন্তু এসকল ওয়েবসাইট থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই স্কিল অর্জন করতে হবে। যেমনঃ
- Web Design
- Web Development
- Video Editing
- Photo Editing
- Graphic Design
- SEO
ইত্যাদি। কোন প্রকার স্কিল ছাড়া এসব ওয়েবসাইট থেকে আপনি কোন ভাবেই টাকা ইনকাম করতে পারবেন। মাঝে মাঝে কিছু ওয়েবসাইটের উদয় হয় যেখানে টাকা দিয়ে যুক্ত হয়ে টাকা ইনকাম করার বিভিন্ন অফার দিয়ে থাকে। এসব ওয়েবসাইট থেকে দূরে থাকার চেস্টা করবেন। এসব প্রতারণা ছাড়া কিছু না।
ভালো কিছু স্কিল অর্জন করে মার্কেটপ্লেসে এসে টাকা ইনকাম করা শুরু করুন। স্কিল অর্জন করে যত সময় লাগে ব্যায় করুন। যখন মনে করবেন আপনি একজন স্কিলফুল মানুষ তখনি এইসকল ওয়েবসাইটের এসে ইনকাম করা শুর করবেন।
অনলাইনে অনেক প্রতারণা ওয়েবসাইট আছে এসব ওয়েবসাইট থেকে দূরে থাকার চেস্টা করবেন। প্রয়োজন একজন এক্সপার্টের সহায়তা নিবেন। এজন্য যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের লিংক – Blogger Bangladesh.
বোনাস
আপনি চাইলে ওয়েবসাইট তৈরি করে সহজেই নিজের ওয়েবসাইটের মাধ্যমে আয় করতে পারেন। এজন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এসকল আর্টিকেল পড়তে পারেন –
এছাড়াও আপনি ইউটিউবে একজন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে যাত্রা শুরু করতে পারেন। অনেক উপায় আছে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার। এজন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।
পরিশ্রম সৌভাগ্যর চাবিকাঠি।
টাকা ইনকাম করার ওয়েবসাইট বাংলাদেশ
বাংলাদেশে টাকা ইনকাম করার তেমন কোন বড় প্লাটফর্ম নেই। তবে ছোট ছোট অনেক ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে অনেক ওয়েবসাইট আছে যারা প্রতারণা করে। আমি আপনাকে পরামর্শ দিব বিশ্বস্ত কোন বাংলাদেশী ওয়েবসাইট না হলে সেখানে কাজ না করা। আমার রিসার্স অনুযায়ী কিছু টাকা ইনকাম করার ওয়েবসাইট বাংলাদেশে রয়েছে। তার মধ্যে কিছু ওয়েবসাইট হচ্ছে –
- Dealancer – ফাইভারের মতোন সিমিলার মার্কেটপ্লেস
- 10 minute school Affiliate – অ্যাফিলিয়েটের জন্য বিশ্বস্ত একটি ওয়েবসাইট
- Draraz Affiliate – দারাজও অনেক বিশ্বস্ত একটি অ্যাফিলিয়েট প্লাটফর্ম
- Trickbd, Techtunes – পোস্ট লিখে ইনকাম করার ওয়েবসাইট
এছাড়াও আরো অনেক নাম জানা অজানা টাকা ইনকাম করার ওয়েবসাইট বাংলাদেশে রয়েছে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
টাকা ইনকাম করার ওয়েবসাইট নিয়ে লেখা আর্টিকেলটির সাথে সম্পর্কিত কিছু কমন প্রশ্ন ও উত্তর চলুন জেনে নেই।
টাকা ইনকাম করার ওয়েবসাইটগুলো কি নিরাপদ?
এই আর্টিকেলে যেসকল ওয়েবসাইটের নাম (যেমনঃ Adsense, Amazon, Picoworkers ইত্যাদি) এর কথা উল্লেখ করা হয়েছে সেই সবগুলো ১০০% নিরাপদ।
অনলাইনে উপার্জন কি আসল?
অবশ্যই অনলাইনে উপার্জন কি আসল। অনেকেই অনলাইনের মাধ্যেম ঘরে বসে টাকা ইনকাম করছে।
আমি কিভাবে Google এর মাধ্যমে আয় করতে পারি?
হ্যাঁ, আপনি গুগলের মাধ্যমে আয়/ ইনকাম করতে পারবেন। আর তা গুগল এডসেন্সের মাধ্যমে। গুগল এডসেন্স বিশ্বের বৃহত্তম এড নেটওয়ার্ক প্লাটফর্ম।
আমি কিভাবে YouTube এর মাধ্যমে আয় করতে পারি?
ইউটইউবের মাধ্যমে টাকা ইনকাম করতে হলে আপনাকে প্রথমে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে হবে। এজন্য আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ মিনিট ওয়াচটাইম থাকতে হবে।
মোবাইলের মাধ্যমে কি টাকা ইনকাম করা যাবে?
বর্তমানে একটি এন্ড্রয়েড স্মার্টফোনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। বেশীরভাগ ওয়েবসাইট বর্তমান সময়ে ইউজার ফ্রেন্ডলি এবং এর পাশাপাশি অ্যাপও রয়েছে। তাই বলা যায় যে মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব।
উপসংহার
এই ছিল টাকা ইনকাম করার ওয়েবসাইট নিয়ে আমাদের এই আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি থেকে আপনি টাকা ইনকাম করার ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। আর্টিকেলটি আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত ও আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। সম্ভব হলে আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে যাতে করে তারো এই সম্পর্কে জানতে পারেন।
টাকা ইনকাম করার ওয়েবসাইট এর মতোন আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ টিউনবিএনের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।