Sports
Trending

টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি, টিম, ভেনু, পয়েন্ট টেবিল | ICC T20 World Cup Fixtures 2022

আইসিসি টি টোয়েন্টি (টি২০) বিশ্বকাপের খেলা কোন দলের সাথে কখন হবে তার সময়সূচি, পয়েন্ট টেবিল, ভেনু ইত্যাদি সকল কিছু এই আর্টিকেলে আপনারা পাবেন

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আপনি কি টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি, পয়েন্ট টেবিল, ফিক্সার, ভেনু, টিম ইত্যাদি নিয়ে তথ্য খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি, টিম, ভেনু, পয়েন্ট টেবিল, র‍্যাংকিং ইত্যাদি সবকিছু। যেখান থেকে কোন তারিখে কোন দলের বিরুদ্ধে খেলা, কখন খেলা তা সব কিছু দেখতে পারবেন। একদম পূর্ণাঙ্গ একটি সময়সূচি, পয়েন্ট টেবিল, ভেনু তালিকা। এর পাশাপাশি আপনি T20 World Cup 2022 Fixture এর ছবিও ডাউনলোড করে নিতে পারবেন।

ক্রিকেট বর্তমান সময়ের অন্যতম একটি জনপ্রিয় খেলা। ১৬ অক্টোবর ২০২২ তারিখে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে টি ২০ ক্রিকেট বিশ্বকাপ। যেটি বর্তমান সময়ে ক্রিকেটের সংক্ষিপ্ত রূপ। এই খেলাগুলো যদি আপনি সঠিক সময়ে দেখতে চান তাহলে এখনি দেখে নিন টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি। নিচে এর সময়সূচি দিয়ে দিলাম।

আরো পড়ুনঃ

Table of Contents

টি ২০ বিশ্বকাপ ২০২২ দল

টি ২০ বিশ্বকাপের Super 12 এ ১২ দল অংশগ্রহণ করবে। এখান থেকে মূল বিশ্বকাপের খেলা শুরু। এই দলগুলোর নাম চলুন একবার দেখে নেওয়া যাক।

সরাসরি অংশগ্রহণ করা দল

টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ সরাসরি ৮ দল অংশগ্রহণ করবে। ICC T20 Ranking এ থাকা প্রথম ৮ টি দল এগুলো।

যে দলগুলো সরাসরি টি২০ বিশ্বকাপে অংশ নিবে সেই দলগুলোর হলো –

  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. আফগানিস্তান
  5. সাউথ আফ্রিকা
  6. অস্ট্রেলিয়া
  7. নিউজিল্যান্ড
  8. ইংল্যান্ড

প্রথম পর্বে অংশ নেওয়া দল

৮ টি দলকে বাছাই পর্ব/ প্রথম পর্ব খেলতে হবে মূল পর্বে যাওয়ার জন্য। মূল পর্বে ৪ দল যাবে। বাছাই পর্বে বা রাউন্ড ১ এ যে দলগুলো অংশ নিবে সেই দলগুলোর নাম হলো –

  1. শ্রীলংকা
  2. ওয়েস্ট ইন্ডিজ
  3. স্কটল্যান্ড
  4. নামিবিয়া
  5. কোয়ালিফাই হওয়া দল ১ (জিম্বাবুয়ে)
  6. কোয়ালিফাই হওয়া দল ২ (আরব আমিরত)
  7. কোয়ালিফাই হওয়া দল ৩ (নেদারল্যান্ডস)
  8. কোয়ালিফাই হওয়া দল ৪ (আয়ারল্যান্ড)

টি ২০ বিশ্বকাপ ২০২২ গ্রুপ

আইসিসি টি২০ বিশ্বকাপ ১২ দলের মধ্য অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর ২০২২ হতে। এই ১২ টি দলকে সুপার ১২ (Super 12) বলা হয়। তবে এই ১২ দলের মধ্যে ৮ টি দল ইতিমধ্যে নির্বাচিত হয়েছে আইসিসি টি২০ র‍্যাংকিং এর ভিত্তিতে। আর বাকি চারটি দল নির্বাচিত হবে টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড বা প্রাথমিক বাছাই পর্ব থেকে।

প্রথম পর্বের গ্রুপ (First Round Group)

প্রথমে পর্বে মোট ৮ দিল দল রয়েছে। এই ৮ টি দলকে গ্রুপ এ (Group A) ও গ্রুপ বি (Group B) তে ভাগ করা হয়ে হয়েছে।

গ্রুপ এ (Group A) এর দলসমূহঃ

  1. শ্রীলঙ্কা
  2. নামেবিয়া
  3. কোয়ালিফাইয়ের ২য় দল (আরব আমিরত)
  4. কোয়ালিফাইয়ের ৩য় দল (নেদারল্যান্ডস)

গ্রুপ বি (Group B) এ দলসমূহঃ

  1. ওয়েস্ট ইন্ডিজ
  2. স্কটল্যান্ড
  3. কোয়ালিফাই হওয়া ১ম দল (জিম্বাবুয়ে)
  4. কোয়ালিফাই হওয়া ৪র্থ দল (আয়ারল্যান্ড)

সুপার ১২ গ্রুপ (Super 12 Group)

সুপার ১২ তে থাকা ১২ টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৬ টি করে দল রয়েছে। গ্রুপ ১ (Group 1) ও গ্রুপ ২ (Group 2) নাম দেওয়া হয়েছে প্রতিটি গ্রুপ দুটিকে। এই দুইটি গ্রুপে কোন কোন দল রয়েছে তা চলুন দেখে নেই।

গ্রুপ ১ (Group 1) এর দলসমূহঃ

  1. ইংল্যান্ড
  2. নিউজিল্যন্ড
  3. অস্ট্রেলিয়া
  4. আফগানিস্তগান
  5. গ্রুপ এ এর বিজয়ী দল (শ্রীলঙ্কা)
  6. গ্রুপ বি এর রানার্সআপ দল (নেদারল্যান্ডস)

গ্রুপ ২ (Group 2) এর দলসমূহঃ

  1. ভারত
  2. পাকিস্তান
  3. সাউথ আফ্রিকা
  4. বাংলাদেশ
  5. গ্রুপ বি এর বিজয়ী দল (জিম্বাবুয়ে)
  6. গ্রুপ এ এর রানার্সআপ দল (আয়ারল্যান্ড)

আরো পড়ুনঃ

টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি

টি ২০ বিশ্বকাপ ২০২২, ১৬ অক্টোবর অস্ট্রলিয়ার Kardinia Park স্টেডিয়ামে অনুষ্টিত হবে। এই ম্যাচ থেকে মূলত টি২০ বিশ্বকাপ শুরু।

ICC Men’s T20 World Cup Date16 October – 13 November

এটি ছিল সংক্ষেপে টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি। এবার চলুন বিস্তারিত ভাবে সময়সূচিটি দেখে নেওয়া যাক। কোন সময়ে কার খেলা, কোন স্টেডিয়ামে খেলা সব কিছু।

প্রথম পর্বের টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি

প্রথমেই চলুন First Round এর টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি দেখে নেই। প্রথম পর্ব বা First Round ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর এর মধ্যে হবে। এই পর্বে মোট ১২টি ম্যাচ রয়েছে। প্রথম রাউন্ডের টি ২০ বিশ্বকাপ সময়সূচী –

T20 World Cup Round 1 Fixture

ম্যাচের তারিখম্যাচের সময়দলস্টেডিয়ামভেনু
১৬ অক্টোবর১০ টায়শ্রীলংকা Vs নামিবিয়াKardinia ParkGeelong
১৬ অক্টোবর২ টায়আরব আমিরত Vs নেদারল্যান্ডসKardinia ParkGeelong
১৭ অক্টোবর১০ টায়ওয়েস্ট ইন্ডিজ Vs স্কটল্যান্ডBellerive OvalHobart
১৭ অক্টোবর২ টায়জিম্বাবুয়ে Vs আয়ারল্যান্ডBellerive OvalHobart
১৮ অক্টোবর১০ টায়নামিবিয়া Vs নেদারল্যান্ডসKardinia ParkGeelong
১৮ অক্টোবর২ টায়শ্রীলঙ্কা Vs আরব আমিরতKardinia ParkGeelong
১৯ অক্টোবর১০ টায়স্কটল্যান্ড Vs আয়ারল্যান্ডBellerive OvalHobart
১৯ অক্টোবর২ টায়ওয়েস্ট ইন্ডিজ Vs জিম্বাবুয়েBellerive OvalHobart
২০ অক্টোবর১০ টায়শ্রীলঙ্কা Vs নেদারল্যান্ডসKardinia ParkGeelong
২০ অক্টোবর২ টায়নামিবিয়া Vs আরব আমিরতKardinia ParkGeelong
২১ অক্টোবর১০ টায়ওয়েস্ট ইন্ডিজ Vs আয়ারল্যান্ডBellerive OvalHobart
২১ অক্টোবর২ টায়স্কটল্যান্ড Vs জিম্বাবুয়েBellerive OvalHobart

সুপার ১২ এর টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি

Supe 12 এ মোট ১২ টি দলের মধ্যে মোট ৩০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২২ পর্যন্ত এই ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। তাহলে চলুন ICC Men’s Super 12 T20 Worldcup Fixture দেখে নেওয়া যাক।

T20 World Cup Super 12 Fixture

ম্যাচের তারিখম্যাচের সময়দলস্টেডিয়ামভেনু
২২ অক্টোবর১ টায়নিউজিল্যান্ড Vs অস্ট্রেলিয়াSydney Cricket GroundSydney
২২ অক্টোবর২ টায়ইংল্যান্ড Vs আফগানিস্তানPerth StadiumPerth
২৩ অক্টোবর১০ টায়আয়ারল্যান্ড Vs শ্রীলঙ্কাBellerive OvalHobart
২৩ অক্টোবর২ টায়ভারত Vs পাকিস্তানMelbourne Cricket GroundMelbourne
২৪ অক্টোবর১০ টায়বাংলাদেশ Vs নেদারল্যান্ডসBellerive OvalHobart
২৪ অক্টোবর২ টায়দক্ষিণ আফ্রিকা Vs জিম্বাবুয়েBellerive OvalHobart
২৫ অক্টোবর২ টায়অস্ট্রেলিয়া Vs শ্রীলঙ্কাPerth StadiumPerth
২৬ অক্টোবর১০ টায়আয়ারল্যান্ড Vs ইংল্যান্ডMelbourne Cricket GroundMelbourne
২৬ অক্টোবর২ টায়নিউজিল্যান্ড Vs আফগানিস্তানMelbourne Cricket GroundMelbourne
২৭ অক্টোবর৯ টায়দক্ষিণ আফ্রিকা Vs বাংলাদেশSydney Cricket GroundSydney
২৭ অক্টোবর১০ টায়নেদারল্যান্ডস Vs ভারতSydney Cricket GroundSydney
২৭ অক্টোবর২ টায়পাকিস্তান Vs জিম্বাবুয়েPerth StadiumPerth
২৮ অক্টোবর১০ টায়আফগানিস্তান Vs আয়ারল্যান্ডMelbourne Cricket GroundMelbourne
২৮ অক্টোবর২ টায়ইংল্যান্ড Vs অস্ট্রেলিয়াMelbourne Cricket GroundMelbourne
২৯ অক্টোবর২ টায়নিউজিল্যান্ড Vs শ্রীলঙ্কাSydney Cricket GroundSydney
৩০ অক্টোবর৮ টায়বাংলাদেশ Vs জিম্বাবুয়েThe GabbaBrisbane
৩০ অক্টোবর১০ টায়নেদারল্যান্ডস Vs পাকিস্তানPerth StadiumPerth
৩০ অক্টোবর২ টায়ভারত Vs দ. আফ্রিকাPerth StadiumPerth
৩১ অক্টোবর১ টায়অস্ট্রেলিয়া Vs আয়ারল্যান্ডThe GabbaBrisbane
১ নভেম্বর৯ টায়আফগানিস্তান Vs শ্রীলঙ্কাThe GabbaBrisbane
১ নভেম্বর১ টায়ইংল্যান্ড Vs নিউজিল্যান্ডThe GabbaBrisbane
২ নভেম্বর৯:৩০ টায়জিম্বাবুয়ে Vs নেদারল্যান্ডসAdelaide OvalAdelaide
২ নভেম্বর১:৩০ টায়বাংলাদেশ Vs ভারতAdelaide OvalAdelaide
৩ নভেম্বর২ টায়পাকিস্তান Vs দ.আফ্রিকাSydney Cricket GroundSydney
৪ নভেম্বর৯:৩০ টায়আয়ারল্যান্ড Vs নিউজিল্যান্ডAdelaide OvalAdelaide
৪ নভেম্বর১:৩০ টায়অস্ট্রেলিয়া Vs আফগানিস্তানAdelaide OvalAdelaide
৫ নভেম্বর২ টায়শ্রীলঙ্কা Vs ইংল্যান্ডSydney Cricket GroundSydney
৬ নভেম্বর৫:৩০ টায়দ. আফ্রিকা Vs নেদারল্যান্ডসAdelaide OvalAdelaide
৬ নভেম্বর৯:৩০ টায়পাকিস্তান Vs বাংলাদেশAdelaide OvalAdelaide
৬ নভেম্বর২ টায়জিম্বাবুয়ে Vs ভারতMelbourne Cricket GroundMelbourne

সেমিফাইনালের টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি

এবার চলুন Semi-Final টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি দেখে নেওয়া যাক। দুইটি সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। মোট ৪ টি দল সেমিফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সুপার ১২ থেকে র‍্যাংকিং এর ভিত্তিতে প্রথম ৪ টি দল সেমইফাইনালে খেলার সুযোগ পাবে। ৯ ও ১০ নভেম্বর এই ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে।

  • সেমিফাইনাল ১ – নিউজিল্যান্ড Vs পাকিস্তান
  • সেমিফাইনাল ২ – ভারত Vs ইংল্যান্ড
ম্যাচের তারিখম্যাচের সময়দলস্টেডিয়ামভেনু
৯ নভেম্বর২ টায়সেমিফাইনাল ১Sydeny Cricket GroundSydney
১০ নভেম্বর১:৩০ টায়সেমিফাইনাল ২Adelaide OvalAdelaide

ফাইনালের টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি

টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি হলো ১৩ নভেম্বর। এই দিনে আইসিসি টি ২০ বিশ্বকাপের সর্বশেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। কোন দলের বিরুদ্ধে কোন দল ও কখন খেলা হবে তা চলুন দেখে নেই।

দলসেমি ফাইনাল চ্যাম্পিয়ন ১ Vs চ্যাম্পিয়ন ২
ম্যাচের তারিখ১৩ নভেম্বর
ম্যাচের সময়২ টায়
স্টেডিয়ামMelbourne Cricket Ground
ভেনুMelbourne

বাংলাদেশের টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি

এই বছরে বাংলাদেশ সরাসরি Super 12 এ অংশগ্রহণ করে বিশ্বকাপ খেলবে। বাংলাদেশের ম্যাচ কোন কোন সময়ে কোন কোন দিন রয়েছে তা চলুন এক নজরে দেখে নেই। টি২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচী বাংলাদেশ তালিকা –

তারিখ ও সময়দলস্টেডিয়াম ও ভেনু
২৪ অক্টোবর, ১০ টায়বাংলাদেশ Vs নেদারল্যান্ডসBellerive Oval, Hobart
২৭ অক্টোবর, ৯ টায়দক্ষিণ আফ্রিকা Vs বাংলাদেশSydney Cricket Ground, Sydney
৩০ অক্টোবর, ৮ টায়বাংলাদেশ Vs জিম্বাবুয়েThe Gabba, Brisbane
২ নভেম্বর ১:৩০ টায়বাংলাদেশ Vs ভারতAdelaide Oval, Adelaide
৬ নভেম্বর, ৯:৩০ টায়বাংলাদেশ Vs পাকিস্তানAdelaide Oval, Adelaide

টি ২০ বিশ্বকাপ ২০২২ ভেনু

এবারের আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ (ICC T20 World CUp 2022) মোট ৭ টি ভেনুতে অনুষ্ঠিত হবে। চলুন এই ভেনু গুলোর নাম, কোন স্টেডিয়ামের খেলা এবং স্টেডিয়ামের ধারণক্ষমতা কেমন সেই সম্পর্কে জেনে নেই।

স্টেডিয়ামশহরধারণক্ষমতা
Sydney Cricket GroundSydney100,024
Perth StadiumPerth60,000
Adelaide OvalAdelaide53,583
Melbourne Cricket GroundMelbourne48,000
The GabbaBrisbane42,000
Kardinia ParkGeelong34,000
Bellerive OvalHobart20,000

টি ২০ বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবিল

আপনি যদি টি ২০ বিশ্বকাপ ২০২২ এর পয়েন্ট টেবিল দেখতে চান তাহলে নিচের টেবিল থেকে দেখে নিতে পারেন।

গ্রুপ ১ এর পয়েন্ট টেবিল

Team NameMatchWinLoseNRRPts
New Zealand531+2.1137
England531+0.4727
Australia531-0.1737
Sri Lanka523-0.4224
Ireland513-1.6153
Afghanistan503-0.5712

গ্রুপ ২ এর পয়েন্ট টেবিল

Team NameMatchWinLoseNRRPts
India541+1.3198
Pakistan532+1.0286
South Africa522+0.8745
Nederland523-0.8944
Bangladesh523-1.1764
Zimbabwe513-1.1383

টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি ডাউনলোড

আপনি যদি টি ২০ বিশ্বকাপ ২০২২ এর সময়সূচি ডাউনলোড করতে চান তাহলে তা এখান থেকে একদম সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। PDF ও Image দুটিই রয়েছে। আপনার যেটি পছন্দ সেটি ডাউনলোড করে নিন।

টি ২০ বিশ্বকাপ ২০২২ – প্রশ্ন ও উত্তর

এবার চলুন টি২০ বিশ্বকাপ ২০২২ নিয়ে কিছু কমন প্রশ্ন ও প্রশ্নগুলোর উত্তর দেখে নেই।

টি ২০ বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?

টি ২০ বিশ্বকাপ ২০২২ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি২০ বিশ্বকাপে কোন গ্রুপে রয়েছে?

বাংলাদেশে এই এবারের T20 Worldcup এ গ্রুপ ২ এ রয়েছে এবং বাংলাদেশ Super 12 এ থেকে সরাসরি বিশ্বকাপ অংশগ্রহণ করবে?

টি ২০ বিশ্বকাপ কত তারিখ থেকে শুরু হবে?

১৬ অক্টোবর থেকে t20 worldcup আনুষ্ঠানিক ভাবে শুরু হবে।

Super 12 এর খেলা কবে থেকে শুরু?

সুপার ১২ এর বিশ্বকাপের খেলা শুরু ২২ অক্টোবর থেকে। এই দিন নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া এর ম্যাচ হবে।

T20 World Cup Final কত তারিখে?

T20 World Cup এর ফাইনাল ১৩ নভেম্বরে। Melbourne Cricket Ground এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শেষ কথা

এই ছিল টি ২০ বিশ্বকাপ ২০২২ নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। টি ২০ বিশ্বকাপ ২০২২ সময়সূচি, দল, ভেনু, স্টেডিয়াম, পয়েন্ট টেবিল, প্রশ্ন উত্তর ইত্যাদি সকল তথ্য আর্টিকেলটিতে রয়েছে। আশা করছি আর্টিকেলে থাকা তথ্যগুলো আপনার উপকারে আসবে।

এই আর্টিকেলে চোখ রাখুন র‍্যাংকিং এর তথ্যর আপডেট পাওয়ার জন্য। এর পাশাপাশি বিশ্বকাপ সময়সূচি/ Time Table ডাউনলোড করে নিন যদি আপনার প্রয়োজন পড়ে।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.