Freelancing

ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন? [সম্পূর্ণ গাইডলাইন সহ বিস্তারিত টিউন]

What is Digital Marketing? How to become a Digital Marketer?

ডিজিটাল মার্কেটিং কি? কিভাব একজন ডিজিটাল মার্কেটার হবেনঃ আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। অনেকেরই ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং করার। কিন্তু, সঠিক গাইডলাইন না থাকার কারণে হয়তো এই ফিল্ডে আসতে পারে না। চিন্তা করবেন না আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পূর্ণাঙ্গ টিউন নিয়ে।

এই টিউনে আমরা জানব ডিজিটাল মার্কেটিং কি (What is Digital Marketing)? কেনো আপনি ডিজিটাল মার্কেটিং করবেন ও কীভাবে তা শিখবেন? ইত্যাদি ইত্যাদি বিষয়।

আপনি কি অনলাইনে আয় করতে চান? তাহলে অবশ্যই পড়ুন –

আমি আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেস্টা করব। এজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ টিউনটি মনযোগ সহকারে পড়তে হবে। কেননা এই টিউনে আপনি পাবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু প্রিমিয়াম কোর্স একদম বিনামূল্যে। এছাড়াও কেমন করে এই কাজ শুরু করবেন সেটিও জানবেন।

তো চলেন শুরু করা যাক। শুরু করার আগে আবারো বলছি সম্পূর্ণ টিউনটি মনযোগ সহকারে পড়বেন।

ডিজিটাল মার্কেটিং কি?

এক কথায় ডিজিটাল মার্কেটিং হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে পণ্য বা সেবা সমূহকে গ্রাহক পর্যায়ে পৌঁছানো।

আগেকার দিনে কোন কোম্পানি তাদের পণ্য সমূহকে বিক্রি করার জন্য বিভিন্ন মার্কেটারদের কে নিয়োগ দিতেন। তারা গ্রাহক পর্যায়ে গিয়ে উক্ত পণ্যের গুনাগুনগুলো সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং গ্রাহকদেরকে তা কেনার জন্য আকৃষ্ট করতেন। বর্তমানে সেই কাজটিই তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেটের কল্যাণে অনলাইনেই করা হয় যেটাকে ডিজিটাল মার্কেটিং বলে।

সহজ কথায় বললে আগে দেখতেন পরিক্ষা শেষে আপনার কাছে মানুষ লিফলেট বিক্রি করতো অমুক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য, আর বর্তমানে সবাই যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যাবহার করে, হাতে হাতে স্মার্টফোন তাই সব কোম্পানি তাদের মার্কেটিং গুলো অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে করে। যেমন আগের লিফলেট গুলোর মেসেজ এখন আপনাকে মেইল করে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছে। এখন ঐ আপনার মেইল যারা সংগ্রহ করে তারা ও কাইন্ড অফ ডিজিটাল মার্কেটার। কীভাবে মেইল সংগ্রহ করে সেটি পড়ে বলতেছি। তার আগে জানি কেনো আপনি ডিজিটাল মার্কেটার হবেন?

বিশ্বে যেখানে বর্তমানে ৪০০ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং তার মধ্যে ৩০০ কোটির বেশি মানুষ বিভিন্ন সোশাল মিডিয়া ব্যবহার করে থাকে। এবং এই মানুষ গুলো কোন না কোন ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত। যদি আপনি ডিজিটাল মার্কেটার হয়ে যান তাহলে চিন্তা করুন আপনার কাজের পরিমাণ কত হবে? আশা করছি আপনি ইতিমিধ্যে বুঝতে পেরেছে ডিজিটাল মার্কেটিং কি!

কীভাবে আপনি ডিজিটাল মার্কেটার হবেন?

চাইলেই আপনি ডিজিটাল মার্কেটার হতে পারবেন না! ডিজিটাল মার্কেটার আপনাকে হতে হলে অব্যশই অনেক পরিশ্রম করতে হবে। কারণ ডিজিটাল মার্কেটিং সেকশনের অনেক ক্যাটাগরি আছে। আপনি যদি মনে করেন সবই শিখে যাবেন তাহলে আপনি ভুল! আপনাকে যে কোন একটি বা দুইটি টপিক পছন্দ করতে হবে। এবং যেই ক্যাটাগরি পছন্দ করবেন সেটি নিয়ে যদি কাজ করেন তাহলে লাখ টাকা ইনকাম কোন ব্যাপার না।

চলুন এইবার জানি,

ডিজিটাল মার্কেটিং এর কিছু সেকশনের নাম

আমি এখন ডিজিটাল মার্কেটিং এর সেকশন গুলোর নাম বলবো সেই সাথে জানাবো ঐ গুলো আপনি কীভাবে কোথা থেকে শিখতে পারেন।

নোটঃ সব শিখার চেষ্টা না করে একটি টপিকে অভিজ্ঞ হওয়ার চেষ্টা করবেন। কারণ একটি টপিকে প্রোফেশনাল হয়ে গেলে বাকীগুলো নিয়ে এমনিতেই ধারনা পেয়ে যাবেন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কে শর্টকাটে SEO বলে। SEO কী? SEO মূলত আপনার ওয়েবসাইট গুগল, ইয়াহু বিং বা অন্য কোন সার্চ ইঞ্জিন অনুসন্ধান ফলাফলগুলি পর্যালোচনা করে থাকে। যেমন দৈনিক আমরা কত কিছু গুগলে সার্চ করি। ধরেন আমি এখন সার্চ করলাম best mobile phone in 2020 এখন সার্চ করার পর আমি যে কত ফলাফল দেখলাম সেইগুলো এমনি এমনি আমার সামনে চলে আসে? নাহ! এইগুলো এমনি এমনি আমাদের সামনে আসে না। যার বা যাদের ওয়েবসাইটের ফলাফল আমরা প্রথম পেইজে দেখতে পাই তারা সার্চ ইঞ্জিন অপটাইজেশন করেই আমাদের সামনে প্রথম পাতায় নিয়ে আসে। যদি আপনি SEO শিখতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার অনেক উজ্জ্বল।

এখন কথা হলো কিভাবে শিখবেন। তাই তো? চিন্তার কোন কারণই নেই। নিচে SEO শেখার জন্য দুইটি কোর্সের লিংক দিলাম। লিংকে ভিজিট করে বিগেনার কোর্সটি বিনামূল্যে করে ফেলুন।

ClickMinded Free SEO Mini Course Yoast Seo Course free for Beginners

সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)

সার্চ ইঞ্জিন মার্কেটিং

সার্চ ইঞ্জিন মার্কেটিং বা SEM করে মানুষ তার ওয়েবসাইট বা প্রোডাক্টে ভিবিন্ন টার্গেটবেইজড ভিজিটর মানুষ নিয়ে আসে। SEM কে আবার পেইড সার্চ মার্কেটিং বলা হয়ে থাকে। আপনি যদি গুগলে কিছু সার্চ করে থাকেন তাহলে অনেক সময় দেখবেন প্রথম পেইজে ads নামে একটা বা দুইটা সাইট থাকে। এই মার্কেটিং গুলোই আপনাকে করতে হবে বা করে SEM করে। SEM যদি শিখতে চান তাহলে এই লিংকে https://www.emarketinginstitute.org/free-courses/search-engine-marketing-certification-course/ গিয়ে ফ্রি কোর্সটি করে ফেলুন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)

ডিজিটাল মার্কেটিং এর অন্যতম জনপ্রিয় এই সেকশনটি। নাম শুনেই বুঝতে পেরেছেন এটার কাজ কী কিংবা কীভাবে এই গুলো করে। হ্যা আপনি ঠিকই ধরেছেন আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে যান বা হতে চান তাহলে আপনাকে ভিবিন্ন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেমন ফেসবুক/লিংকদিন/টুইটার/ইন্সটাগ্রাম ইত্যাদি নিয়ে ভালোভাবে জানতে হবে। এদের কাজ কীভাবে করে জানতে হবে।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে এই https://alison.com/courses/diploma-in-social-media-strategy/content?event=login কোর্সটি অথবা https://www.emarketinginstitute.org/free-courses/social-media-marketing-certification-course/ এই কোর্সটি না হয় https://www.skillshare.com/classes/Introduction-to-Social-Media-Strategy-Learn-with-Buffer/1934895986 করতে পারেন।

আরো পড়ুনঃ

অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliated Marketing)

সহজ ভাবে বলতে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি অনলাইনে বিভিন্ন বড় বড় কোম্পানির জিনিস গুলো আপনি “বিক্রি করে” দিবেন । বিনিময়ে সেটির কমিশন পাবেন। আরো সহজ করে যদি বলি “ ধরেন আপনার মুখের ভাষা অনেক কিউট, আপনি সহজেই মানুষ পটাতে পারে” এখন আপনার এলাকার বড় কোন দোকান থেকে এক কেজি তেল নিয়ে একটি ভালো রিভিউ দিয়ে আপনার পরিচিত কারো কাছে বিক্রি করে দিলেন” এখন ঐ যে আপনি বড় দোকানের তেল আপনার কারো কাছে রিভিউ দিয়ে বিক্রি করিয়ে দিয়েছেন তার বিনিময়ে বড় দোকানদার আপনাকে ১০% বা বেশী কমিশন দিলো। ঐ কমিশন জিনিষটাই হলো এফিলিয়েট।

এখন এই অফলাইনের অ্যাফিলিয়েট সিস্টেমটাকে যদি আমরা অনলাইনে তুলনা করি তাহলে কাহিনী এমন হয়!! আমি একটি ওয়েবসাইট তৈরি করলাম, সেখানে আমি কম্পিউটার নিয়ে ভালো ভালো টিপস দিলাম, টিপসের পাশে অনলাইনের কোন বড় শপ (আমাজন) এর কম্পিউটার এর লিংক এড করে দিলাম, সেখানে লিখে দিলাম এই কম্পিউটারটি যদি কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন। যখন আপনার ওয়েবসাইটে এসে কেও ভিজিট করে এবং সে যদি ইম্প্রেস হয়ে আপনার দেওয়া লিংক হতে কম্পিউটারটি কিনে ফেলে তাহলেই আমাজন থেকে আপনাকে কমিশন দিবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং যে শুধু যে ওয়েবসাইট করে আমাজনের করবেন এমন নয় কিন্তু, আপনি যে কোন প্রোডাক্টের প্রমোশন করে দিতে পারেন। সেটিই বিক্রি করাতে পারলেই কমিশন পাবেন। যদি এফিলিয়েট মার্কেটিং শিখতে চান তাহলে এই কোর্সটি ডাউনলোড করতে পারেন।

Download Affiliate Marketing Course

ইমেইল মার্কেটিং (Email Marketing)

ডিজিটাল মার্কেটিং’র আরেকটি জনপ্রিয় মাধ্যম হলো ইমেইল মার্কেটিং। যদি আপনি একজন ইমেইল মার্কেটার হতে চান তাহলে এই কোর্সটি দেখতে পারেনঃ https://www.hubspot.com/resources/courses/email-marketing

ভাইরাল মার্কেটিং (Viral Marketing)

ভাইরাল মার্কেটিং শিখতে হলে আপনাকে ট্রেন্ড বুঝতে হবে, অর্থাৎ দুনিয়াতে এখন কোন টপিক চলে সেটি জানতে হবে। যদি ট্রেন্ড বুঝে যান আপনি আপনার কনটেন্ট ভাইরাল করাতে পারবেন।
ফ্রি এই https://www.classcentral.com/course/wharton-contagious-viral-marketing-5034 কোর্সটি করতে পারেন।

তাছাড়া ও ডিজিটাল মার্কেটিং এর আরো অনেক সেকশন আছে। সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো। আবাতত উপরের যে কোন একটি টপিক থেকে শুরু করে দিন আপনার ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার।

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর অন্যতম বড় একটি অংশ। মার্কেটিং ছাড়া কোন পণ্য সহজে বিক্রি করা সম্ভব না। আর মার্কেটিং এর অনেক অংশ জুড়ে ডিজিটাল মার্কেটিং রয়েছে। আপনি যদি একজন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ডিজিটাল মার্কেটিংকে বেছে নিতে চান তাহলে নিতে পারেন। বর্তমানে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং ভবিষ্যতে এর চাহিদা আরো বাড়বে বলে ধারণা করা যায়।

Digital Marketing অনেক বড় একটি শাখা এই শাখার মধ্যে অনেক কিছু অন্তভুক্ত রয়েছে যেমনঃ Social Network Marketing, SEO, Email Marketing ইত্যাদি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনাকে এক এক করে সব কিছু শিখে নিতে হবে।

ডিজিটাল মার্কেটিং শেখার পর আপনি টাকা ইনকাম করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের শরণাপন্ন হতে পারেন। যেমনঃ ফাইভার, গুরু, ফ্রিল্যান্সার ডট কম ইত্যাদি।

টিপস

আপনি তখনি সফল ডিজিটাল মার্কেটার হবেন যখন মানুষ এর মাইন্ড বুঝতে পারবেন। সব সময় রিসার্চ করার চেষ্টা করবেন। কারণ রিসার্চ করা না জানলে ডিজিটাল মার্কেটারের ভাত নাই।

যদি আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটার হবেন তাহলে কখনো চিন্তা করে যাবে না “সোশ্যাল মিডিয়া মানেই ফেসবুক” মনে রাখবেন ফেসবুক ছাড়া আরো শত শত সোশ্যাল মিডিয়া আছে। আপনাকে আপনার ক্লাইন্ট বা টার্গেট ভিজিটরের কাছে সঠিক পণ্যটি পৌছাতে হবে। এ ক্ষেত্রে সে যদি ফেসবুক ব্যাবহার করে তাহলে ফেসবুক না হলে টুইটার।

তাড়াহুড়া করা যাবে না। আপনি হয়তো ফেসবুক এডের কাজ শিখে নিজেকে অনেক বড় ডিজিটাল মার্কেটার ভেবে ফেলেন বা ফেলবেন, এই জিনিষ করা যাবে না। সময় নিবেন একটি জিনিষ শিখা হয়ে গেলে আরেকটি নতুন জিনিষ শিখবেন। প্রতিদিন নতুন কিছু শিখে নিজের স্কিল বাড়াবেন। কখনো এখানেই সব শেষ বা আমি বস হয়ে গেছি চিন্তা করা যাবে না।

টাকা ইনকামের জন্য হর্নি হবেন না, আগে নিজের স্কিল আপগ্রেড করবেন, এই জিনিসটা করে ফেললে টাকা আপনার বাসায় আসবে। তাই এই লাইনে আসার আগে কিছু ইনভেস্ট নিয়ে আসুন। টাকার জন্য হার্নি হয়েছেন আর ধরে নিয়েন এখানেই ক্যারিয়ার শেষ।

ডিজিটাল মার্কেটিং শেখার কিছু ওয়েবসাইট

এবার কিছু ওয়েবসাইট লিস্ট দিচ্ছি যেইগুলো থেকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন এবং একজন সফল ডিজিটাল মার্কেটার হয়ে উঠতে পারবেন।

  1. https://www.tunebn.co/
  2. https://moz.com/blog/
  3. http://www.seobook.com/blog/
  4. https://www.searchenginewatch.com/
  5. https://cognitiveseo.com/blog/
  6. https://www.wordtracker.com/blog
  7. https://yoast.com/seo-blog/
  8. https://www.crazyegg.com/blog/
  9. https://backlinko.com/blog
  10. https://buffer.com/resources/
  11. https://www.socialmediaexaminer.com/
  12. https://sendsocialmedia.com/blog/
  13. https://neilpatel.com/

প্রতিদিন সকালে উঠে বা ঘুমানর আগে চেষ্টা করে দেখবেন এই সাইট গুলো কী করে? কী লিখে? এই সাইটের ফাউন্ডার গুলোর লাইফস্টাইল গুলো কেমন! কথায় আছে গুণীজনের সাথে থাকলে ভালো না হলে ও খারাপ হওয়া যায় না। তাই এদের অনুসরণ করলে নিজের লাইফস্টাইল বা নিজের মার্কেটিং স্টাজি পরিবর্তন করতে পারবেন।

আরো পড়ুনঃ ব্লগারে তৈরি করুন ফেসবুক ফিশিং সাইট [টেমপ্লেট + ফুল সেটআপ]

ডিজিটাল মার্কেটিং এর জন্য কিছু টুলস

এবার ডিজিটাল মার্কেটিং এর কিছু টুলস শেয়ার করবো যেগুলো আপনার অনেক কাজে লাগবে।

  1. ওয়েবসাইটের পারফামেন্স মনিটরিং এর জন্যঃ https://www.smylelytics.com/
  2. প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং কোলাবেরশনের জন্যঃ https://trello.com/
  3. কাস্টোমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট জন্যঃ https://www.hubspot.com/products/crm
  4. ইমেইল মার্কেটিং এর জন্যঃ https://mailchimp.com/ অথবা https://www.mailgenius.com/
  5. ব্লগ বা বিভিন্ন টপিক রিসার্চের জন্যঃ https://answerthepublic.com/
  6. লোকাল সার্চ ম্যানেজ করার জন্যঃ https://moz.com/checkout/local/check
  7. সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্যঃ
    1. https://hootsuite.com/
    2. https://barometer.agorapulse.com/home/
    3. https://tagboard.com/
    4. https://www.easel.ly/
  8. SEO এর জন্যঃ
    1. https://chrome.google.com/webstore/detail/seo-analysis-website-revi/hlngmmdolgbdnnimbmblfhhndibdipaf?hl=en
    2. https://revive.animalz.co/
    3. https://www.canirank.com/
    4. https://www.smallseotools.com/
    5. https://www.seedkeywords.com/
    6. https://www.seobility.net/en/
    7. https://varvy.com

ডিজিটাল মার্কেটিং এর কোর্স

অনেক কিছুই তো দিলাম। কিন্তু কিছু কোর্স না দিলে কেমন হয়ে যায় না। তবে কখনোই কোর্স নির্ভর থাকবেন না। কোন কিছু করতে গিয়ে কোথাও আটকে গেলে গুগলে সার্চ করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন অথবা Quora এর মতোন সাইটগুলোতে আপনার সমস্যার কথা জানাবেন। অবশ্যই আপনি আপনার সমস্যার সমাধান পাবেন।

  • https://learndigital.withgoogle.com/digitalgarage/course/digital-marketing/ ( গুগলের এই অসাধারন কোর্সটি করতে ভুলবেন না)
  • https://blogs.constantcontact.com/social-media-quickstarter/

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এবার চলুন ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কমন প্রশ্ন ও প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।

ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখব?

কিভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন তা এই আর্টিকেলটিতে ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ দিয়ে পড়লে এই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং কেন করবেন?

আপনি যদি অনলাইনের মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। Digital Marketing এর ব্যাপক চাহিদা রয়েছে সারা বিশ্বে এবং এর চাহিদা দিনে দিনে বাড়ছে।

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসাবে কেমন?

শুরুর দিকে যেকোন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে স্ট্যাবল থাকা অনেক কঠিন। ঠিক তেমনি প্রথম দিকে Digital Marketing কে ক্যারিয়ার হিসাবে সহজে বেছে নিতে পারবেন না। তবে সব কিছুর বিবেচনায় আপনার কাছে যদি মনে হয় এটি ক্যারিয়ার হিসাবে একদম ঠিক-ঠাক আছে তাহলে এটিকে বেছে নিতে পারেন। অনেকেই আছেন যারা ডিজিটাল মার্কেটিংকে তাদের ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছে।

উপসংহার

আশা করি এই রিসোর্স গুলো কাজে লাগালে অনেক কিছু করতে পারেন। আর যাই হক শুরু তো করতে পারবেন। এরপর আবার আরেকটি পর্বে দেখা হবে এডভান্স আরো কিছু নিয়ে। কেমন লাগলো জানাতে ভুলবেন না! অনেক লম্বা লেখা তাই বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আর পোস্টটি অবশ্যই আপনার টাইমলাইনে গিয়ে শেয়ার করবেন। কারণ শেয়ার করলে দরকারের সময় সব রিসোর্স গুলো সামনে থাকবে সবসময় আপনার। আর, আপনার বন্ধু-বান্ধবরাও এই সম্পর্কে জানতে পারবে।

আজ এই পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএন এর সাথেই থাকুন। টিউনটি কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করবেন। কেননা আপনার একটি মন্তব্য আমাকে নতুন আরেকটি টিউন লিখতে উৎসাহ করবে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

15 Comments

  1. আপনার মূল্যবান তথ্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটা প্রত্যেকের জন্য অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। আশা করি ভবিষ্যতে আমাদের আরো মূল্যবান ব্লগ দিবেন।

  2. আপনার তথ্যবহুল লেখাটি পড়ে খুবই ভালো লাগলো আর উপকারে আসবে বলে আমার বিশ্বাস। আমি একজন আইটি এক্সপার্ট হিসেবে কাজ করছি এবং নিজের পরিচয় একজন অনলাইন ব্যবসায়ী দিতে বেশি পছন্দ করি। ধন্যবাদ

    1. ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আর্টিকেলটি পড়ার জন্য। আমাদের সাথেই যুক্ত থাকুন।

    1. ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমাদের সাথেই থাকুন।

  3. আমি একজন ডিজিটাল মার্কেটার হতে চাই। তবে আমার শিক্ষাগত যোগ্যতা কি রকম লাগবে। দয়া করে আমার উত্তরটি দ্রুত দিন।

    1. একজন ডিজিটাল মার্কেটার হতে গেলে কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না। কেউ আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখবে না। তবে, আপনাকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে অনেক ভালো জ্ঞান অর্জন করতে হবে এবং স্কিলফুল থাকতে হবে। আর, ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। যতে করে ক্লায়েন্ট এর সাথে ইংরেজি কথপোকথন এ সমস্যা না হয়।

  4. ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক ধারণা পাওয়া গেল ধন্যবাদ আপনাকে

    1. আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

    1. ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.