
ডোমেইন কি ও কত প্রকার? ডোমেইন নিয়ে বিস্তারিত
আসসালামু ওয়ালাইকুম। স্বাগতম আপনাকে টিউনবিএনের নতুন আরেকটি আর্টিকেলে। এই আর্টিকেলে আমরা আলোচনা করব ডোমেইন নিয়ে। জানব ডোমেইন কি? ডোমেইন কত প্রকার? কি কাজে লাগে ডোমেইন ইত্যাদি। এক কথায় ডোমেইন সম্পর্কে বিস্তারিত জানতে চলেছি এই আর্টিকেলটিতে।
আপনি যদি ডোমেইন সম্পর্কে জানতে চান এবং এ বিষয়ে আগ্রহী হন তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ুন।
ডোমেইন সম্পর্কে জানার আগে আপনার জেনে নেওয়া উচিত ওয়েবসাইট কি? কিভাবে কাজ করে। যদি এ সম্পর্কে ভালোভাবে জেনে থাকেন তাহলে ডোমেইন সম্পর্কে সহজেই বুঝতে পারবেন। ওয়েবসাইট নিয়ে বিস্তারিত একটি আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা আছে। আপনি চাইলে এটি পড়ে নিতে পারেন। আর্টিকেলের লিংক – ওয়েবসাইট কি? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
Table of Contents
ডোমেইন কি?
যদি সহজ ভাষায় বলি, তবে ডোমেইন হচ্ছে একটি ইউনিক নাম। যেইটা আপনার ওয়েবসাইট এর আইপি এর পরিবর্তে সহজে মনে রাখার স্বার্থে ইউজ করা হয়।
আমরা প্রায় সকলেই জানি সকল ওয়েবসাইট কোন না কোন সার্ভারে হোস্ট করা আছে। আর সেই সার্ভারকে আইপি দিয়ে অ্যাক্সেস করতে হয়। যেহেতু সার্ভারকে আইপি দিয়ে অ্যাক্সেস করা যাই তাই সেই সার্ভারে থাকা ওয়েবসাইটকেও আইপি এর মাধ্যমে অ্যাক্সেস করা সম্ভব।
আইপি সাধারণত 1.1.1.1 বা 8.8.8.8 এমন হয়ে থাকে। অর্থাৎ সংখ্যায়। কিন্তু এভাবে সংখ্যা দিয়ে কোন ওয়েবসাইটের ঠিকানা সঠিকভাবে মনে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। তো এর সমাধান কি? এর একমাত্র সমাধান হলো ডোমেইন। ডোমেইন নেমগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারি। আমরা যখন কোন ডোমেইন নেম লিখে ব্রাউজারে ইন্টার করি ব্রাউজার তখন সেই ডোমেইনের DND Resolve করে ওই সার্ভারে থাকা ওয়েবসাইটিকে আমাদেরকে দেখায়। আশা করছি বুঝতে পেরেছেন ডোমেইন কি।
আরো পড়ুনঃ
- অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার নিয়ম
- প্লে স্টোর অ্যাপস ডাউনলোড কিভাবে করবো | Play Store Apps Download
- গেরিনা ফ্রি ফায়ার রেডিম কোড ২০২২ – ১০০% কার্যকর | Free Fire Redeem Code 2022
ডোমেইন কত প্রকার?
সব কিছুর বিবেচনায় আমরা মূলত ডোমেইনকে চার ভাগে ভাগ করতে পারি। যথাঃ
- Tld
- gTld
- SLD
- ccTld
শুধুমাত্র এই চারভাগে নয়। এই চার ভাগ ছাড়া ডোমেইনের আরো অনেক প্রকারভেদ রয়েছে। এই আর্টিকেলটিতে ডোমেইনের এই চারটি প্রকারভেদ সহ অন্যান্য প্রকারভেদগুলো নিয়েও আলোচনা করব।
ডোমেইনের প্রকারভেদ
এবার চলুন ডোমেইনের বিভিন্ন প্রকারভেদ গুলোকে নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই জেনে নেওয়া যাক TLD সম্পর্কে। যা ডোমেইনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ।
TLD – Top Level Domain
পৃথিবীর সকল ডোমেইন এই এই অংশ বিদ্যমান, যেমন tunebn.co এইখানে .co হচ্ছে TLD। এছাড়াও Registry.com.bd এইখানেও এটি বিদ্যমান। এখানে .bd টা TLD যদি ক্যাটাগরি। আরেকটু ডিপ এ যাওয়া হয় তবে এইটা ccTLD। আর তাই বলতে পারেন পৃথিবীর সকল ডোমেইন এর মধ্যেই TLD বিদ্যমান।
বিভিন্ন Tld ডোমেইন সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে এই আর্টিকেলটি পড়ুন – জেনে নিন জনপ্রিয় কিছু (TLD) টপ লেভেল ডোমেইন সম্পর্কে || .TK, .COM, .NET, .XYZ
gTLD – Generic Top Level Domain
ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন, সরকারী প্রতিষ্ঠান, ইনফরমেশন ও নেটওয়ার্কিং ইত্যাদি ওয়েবসাইট এর জন্য Top Level Domain ব্যবহৃত হয়।
যেমনঃ .com, .co, .org, .edu, .gov, .info, .net, ইত্যাদি। এছাড়াও আরো অনেক আপনার আমার জানা অজানা gTLD রয়েছে। আমার Portfolio ওয়েবসাইট https://imran.cyou। এখানে .cyou একটি gTLD।
SLD – Sub Level Domain
সাব ডোমেইন বলতে বোঝায় এমন একটি ডোমেইন যা অন্য একটি ডোমেইন এর অংশ। যেমনঃ ask.tunebn.co একটা সাবডোমেইন এবং tunebn.co একটি ডোমেইন। এখানে ask. হচ্ছে Sub Level Domain। একটা ডোমেইন এর একের অধিক Sub Level Domain থাকতে পারে। আবার সাব ডোমেইন এর ও সাব ডোমেইন হতে পরে।
ccTLD – Country Code Top Level Domain
ccTLD বলতে বোঝায় কোন দেশের নিজস্ব ডোমেইন। যেটা দ্বারা কোন দেশ, সার্বভৌম রাষ্ট্র বা একটি দেশের কোডের সাথে চিহ্নিত অঞ্চল হিসাবে ব্যবহৃত হয়।
যেমন, .bd (Bangladesh), .us (America), .au (Australia), .is (Iceland) ইত্যাদি।
IDN – Internationalised Domain Name
এটি মূলত আঞ্চলিক ভাষায় ডোমেইন, যেগুলো একটি দেশের নিজের ভাষায় অনুমোদিত TLD। যেমন: .বাংলা
grTLD – Generic Restricted Top-Level Domains
এগুলি মূলত gTLD এর মতই তবে কিছুটা পার্থক্য আছে, এগুলি একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছেই টার্গেট করা হয়, যেমন: .biz শুধু মাত্র বিজনেস, .name ইন্ডিভিজুয়াল পার্সন ইত্যাদি।
এসব ছাড়াও আরো অনেক sTLD ও Test Domain রয়েছে।
কিভাবে ডোমেইন কিনবেন?
ডোমেইন কেনার জন্য দেশী বিদেশী অনেক Domain & Hosting কোম্পানি আছে। এসব কোম্পানি থেকে আপনি খুব সহজে ডোমেইন কিনতে পারবেন। তবে কোন কোম্পানি থেকে ডোমেইন কেনার আগে চেক করে নিবেন সেই কোম্পানিটি বিশ্বস্ত কি না। নিচে কিছু বিশ্বাস ডোমেইন (Domain) কেনার কোম্পানি নাম লিস্ট করে দিলাম।
ডোমেইন কেনার বিদেশী কোম্পানি
নিচের লিস্টে থাকা কোম্পানিগুলো অনেক জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে তাদের ক্লায়েন্টকে অনেক ভালো মানের সেবা দিয়ে আসছে। তবে এই বিদেশী কোম্পানিগুলো থেকে ডোমেইন কেনার জন্য অবশ্যই আপনার মাস্টারকার্ড বা পেপাল অ্যাকাউন্ট থাকতে হবে। ডোমেইন কেনার বিদেশী কোম্পানিগুলোর নামের তালিকা –
- Godaddy
- Namecheap
- Google Domain
- Namesilo
- Epik
- Domain.com
- Hoatgator
- Hostinger
- Cloudflare
- Bluehost
ডোমেইন কেনার দেশী কোম্পানি
বর্তমানে বাংলাদেশেও অনেক ভালো ভালো Domain & Hosting কোম্পানি রয়েছে যারা সুনামের সাথে দেশে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এসব দেশী কোম্পানি থেকে মোবাইল ব্যাংকিং যেমনঃ বিকাশ, নগদ, উপায় এছাড়া ব্যাংক, কার্ড কিংবা নগদ টাকা পরিশোধের মাধ্যমে সহজে ডোমেইন কিনতে পারবেন। ডোমেইন কেনার দেশী কোম্পানির তালিকা –
- Hostever
- Exonhost
- Xeonbd
- Itnuthosting
- Cyberdeveloperbd
- Putulhost
- Hostseba
ডোমেইনের দাম
Tld ভেদে একেক ডোমেইনের দাম একেক রকম হয়ে থাকে। ডোমেইন কেনার দাম ছাড়াও ডোমেইন রিনিউ করার প্রাইসও ভিন্ন হয়ে থাকে। এছাড়াও কোম্পানি ভেদে ডোমেইন কেনার দামও ভিন্ন হয়ে পারে।
নিচের টেবিলে জনপ্রিয় সব Tld এর নতুন কেনার ও তা নবায়ন করার গড় দাম দিয়ে দিলাম। এর দামের আশেপাশে Tld গুলো কিমতে পারবেন।
Tld Name | Price | Renew |
---|---|---|
.com | 700 Taka | 900 Taka |
.org | 800 Taka | 900 Taka |
.net | 800 Taka | 900 Taka |
.xyz | 100 Taka | 1000 Taka |
.co | 1900 Taka | 2000 Taka |
.me | 900 Taka | 2000 Taka |
.us | 800 Taka | 1000 Taka |
.info | 500 Taka | 1500 Taka |
.mobi | 500 Taka | 1500 Taka |
.in | 800 Taka | 1000 Taka |
এই ছিল Domain নিয়ে আমাদের আজকের আর্টিকেল। এই আর্টিকেলটি পড়ে আপনার মনে ডোমেইন নিয়ে বিভিন্ন প্রশ্ন হয়তো আসতে পারে চলুন এসকল কিছু প্রশ্ন ও উত্তর জেনে নেওয়া যাক।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ডোমেইন নিয়ে আপনার মনে থাকা কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর। আপনার যদি আরো অন্য কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।
সবচেয়ে জনপ্রিয় ডোমেইন/ TLD গুলো কি কি?
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ডোমেইন হচ্ছে .com। এটি অনেক আগে থেকেই জনপ্রিয়। প্রায় সকল ওয়েবসাইটকে আমরা .com ডোমেইনে দেখতে পারি। .com ছাড়াও আরো কিছু ডোমেইন অর্থাৎ TLD রয়েছে যেগুলোও অনেক জনপ্রিয়। এসব TLD গুলো হচ্ছে .net, .org, .co, uk, .in এছাড়াও ২০২০ সাল থেকে .xyz ডোমেইন অনেক জনপ্রিয়তা লাভ করেছে।
ডোমেইনগুলো কে নিয়ন্ত্রণ করে?
ICANN নামক একটি আমেরিকান কোম্পানি পৃথিবীর সব ডোমেইনের নিয়ন্ত্রণ করে। কোন ডোমেইন ট্রেডলাইসেন্স ভঙ্গ করলে বা স্ক্যাম রিলেডেট কোন কাজ করলে সেগউলো তারা ব্লক করে দেয়।
মোট কতটি ডোমেইন অর্থাৎ TLD রয়েছে?
Daynadot এর তথ্যসূত্র ২০২০ অনুযায়ী সর্বমোট ১৫১৪ টি TLD বা Top Level Domain রয়েছে।
ফ্রি তে কিভাবে ডোমেইন পাওয়া যায়?
শুধুমাত্র Freenom থেকে .tk, .ml, .cf, .gq এর মতোন ডোমেইন ফ্রিতে নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন কোম্পানি প্রমোশনের উদ্দেশ্যে ডোমেইন ফ্রিতে নেওয়ার অফার দেয়। আপনি চাইলে সেই সব কোম্পানি থেকে ফ্রিতে ডোমেইন নিতে পারবে।
ডোমেইন কি রিনিউ করা লাগে এবং করা লাগলে কত দিন পর?
আপনি যদি একটি ডোমেইন কেনেন তাহলে সেটিকে সচল রাখতে প্রতিবছর সেটিকে রিনিউ করতে হবে।
ডোমেইন কি অন্য কোম্পানিতে ট্রান্সফার করা যায়?
হ্যাঁ অবশ্যই। আপনি চাইলে আপনার কেনা একটি ডোমেইন অন্য কোন কোম্পানিতে ট্রান্সফার করতে পারবে এজন্য EPP কোডের প্রয়োজন হবে। যেটি ডোমেইনের কন্ট্রোল প্যানেলে পাবেন।
ডোমেইনকে কিভাবে ওয়েব হোস্টিং এর সাথে কানেক্ট করতে হয়?
DNS/ Nameserver পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার ডোমেইকে যেকোন ওয়েব সার্ভারের সাথে কানেক্ট করে নিতে পারবেন।
উপসংহার
এই ছিল ডোমেইন নিয়ে আমাদের আজকের আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি ডোমেইন সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি কোন ডোমেইন কিনতে চান তাহলে অবশ্যই ট্রাস্টেড কোন কোম্পানি থেকে ডোমেইন কিনবেন। আর নিশ্চিত করে নিবেন আপনার কেনা ডোমেইনের কন্ট্রোল প্যানেল আপনার কাছে রয়েছে।
ধন্যবাদ টিউনবিএন এ ভিজিট করে সময় দিয়ে এই আর্টিকেলটি পড়ার জন্য। এধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।