ধাঁধা | ধাঁধা প্রশ্ন ও উত্তর | ২০০+ সেরা ধাঁধা উত্তর সহ ও ধাঁধা উত্তর সহ ছবি
অনেক মজার মজার চমৎকার ধাঁধাঁ উত্তর সহ পাবেন এই আর্টিকেলটিতে
স্বাগতম আপনাকে ধাঁধা নিয়ে লেখা টিউনবিএনের নতুন আরেকটি আর্টিকেলে। আর্টিকেলটিতে আপনি সেরা কিছু ধাঁধাঁ উত্তর সহ ও ধাঁধাঁ উত্তর সহ ছবি পাবেন। এই সকল ধাঁধা আপনি আপনার বন্ধু মহলে কিংবা যে কাউকে ধরে তার সাথে মজা নিতে পারবেন।
আর্টিকেলে যে সকল ধাঁধাঁ রয়েছে সে সবগুলোই অনেক চমৎকার। এছাড়াও এই সকল ধাঁধা উত্তর সহ রয়েছে। কিছু কিছু ধাঁধা উত্তর ছবি সহ রয়েছে যেগুলি আপনি চাইলে ফেসবুক স্ট্যাটাস, কাউকে মেসেজ কিংবা অন্য কোন সোসাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন।
- কষ্টের স্ট্যাটাস (Koster Status)
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন
- ফেসবুক ক্যাপশন
- নতুন নতুন বোরকা ডিজাইন
আর্টিকেলের বিষয় | ধাঁধা, ধাঁধা প্রশ্ন ও উত্তর, ধাঁধা উত্তর সহ ছবি |
আর্টিকেলের ক্যাটেগরি | ধাঁধা |
আর্টিকেলে মোট ধাঁধা রয়েছে | ২০০+ |
তাহলে চলুন এই ধরনের কিছু ধাঁধা প্রথমে দেখে নেওয়া যাক।
Table of Contents
নতুন কিছু ধাঁধা
প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি নতুন কিছু ধাঁধা। ধাঁধা উত্তর সহ আছে। ধাঁধা গুলো পড়ে দেখেন আপনি কয়টির উত্তর দিতে পারে। না পড়লে ধাঁধা উত্তর তো আছেই।
- কোন গুণ পুড়িয়ে খায়?
উত্তরঃ বেগুন - কোন ব্যাংকে টাকা রাখে না?
উত্তরঃ ব্লাডব্যাংক - কোন আম খায় না?
উত্তরঃ বেয়াম - কোন জামা গায়ে দেয় না?
উত্তরঃ পায়জামা - কোন ডিম দেখা যায় না?
উত্তরঃ ঘোড়ার ডিম - কোন লেট ভাল লাগে?
উত্তরঃ চকলেট - কোন নুন গরম হয়
উত্তরঃ উনুন - কোন ধান পড়তে লাগে?
উত্তরঃ অভিধান - কোন বরের গায়ে গন্ধ?
উত্তরঃ গোবর - কোন পান খায় না?
উত্তরঃ জাপান - কোন গজ লিখতে লাগে?
উত্তরঃ কাগজ - কোন কোলে বসে না?
উত্তরঃ নারকোল - কোন মা থাকে নাকের পরে?
উত্তরঃ চশমা - কোন ছানা খায় না?
উত্তরঃ বিছানা - কোন শহর কে খুলা মানা?
উত্তরঃ খুলনা - কোন বর কে সবাই কে চায়?
উত্তরঃ খবর - কোন চা খায় না?
উত্তরঃ খাঁচা - কোন চা বসতে লাগে?
উত্তরঃ মাচা - গানের কোনটা গাছে ধরে?
উত্তরঃ তাল - কোন ভাত সকালে দেখে?
উত্তরঃ প্রভাত - কোন রাণী পুরুষও হয়?
উত্তরঃ কেরানী - কোন দেশে মাটি নেই?
উত্তরঃ সন্দেশ - কোন টিয়া ডাকে না?
উত্তরঃ খাটিয়া - কোন চিল উরে না?
উত্তরঃ পাঁচিল - কোন মাছি উড়ে না?
উত্তরঃ ঘামাচি - কোন উল বোনে না?
উত্তরঃ বাউল - কোন গান গাওয়া যায় না?
উত্তরঃ বাগান - কোন টেবিলে পা নেই?
উত্তরঃ টাইম টেবিল - চটপট বলে ফেল, ঝাল কোন দেশ?
উত্তরঃ শ্রীলঙ্কা - কোন বিলে জল নেই?
উত্তরঃ টেবিল - কোন বাসে মৌমাছি আসে?
উত্তরঃ সুবাসে - কোন পথে যেতে নেই?
উত্তরঃ বিপথে - কোন তাসা বাজে না?
উত্তরঃ বাতাসা - কোন হাঁস ডিম পারে না?
উত্তরঃ ইতিহাস - কোন চোর চুরি করে না?
উত্তরঃ এঁচোড় - কোন চুড়ি খেতে ভাল?
উত্তরঃ খিচুড়ী - কোন জিনিস টানলে কমে?
উত্তরঃ সিগারেট - কোন জিনিস দিলে বাড়ে?
উত্তরঃ বিদ্যা - কোন জিনিস কাটলে বাড়ে?
উত্তরঃ পুকুর - কোন গ্রামে মানুষ নেই?
উত্তরঃ টেলিগ্রাম - কোন রাজধানী পাট ছাড়া?
উত্তরঃ পাটনা - চোর নয় ডাকাত নয় তবু কয়েদ ঘরে সময় মতো ঘাড় ধরে তার মুখ ঘষে খুব করে?
উত্তরঃ দিয়াশালাই - বোর মধ্যে লাগিয়ে ‘ক’ স্বর্ণ নিয়ে ওর কাছে চ।
উত্তরঃ সেকরা - দীক্ষা দেন না এমন গুরু মন্ত্র দেন কানে তবু তাকে গুরু বলেই অনেক লোকে যানে।
উত্তরঃ কবি গুরু - বলতে পারো কোন সে কবি বাংলা গজল গায় নলের ভিতর বউকে রেখে নামটি জানা যায়।
উত্তরঃ কাজী নজরুল ইসলাম - বাতের স্বামী তিনি আছেন বিভোর হয়ে কোন কবি গানের ডালায় ভক্তি আনে বয়ে?
উত্তরঃ রজনীকান্ত সেন - প্রাণী এবং কৃ্ষ্ণ-পিতার পেটের মাঝে ‘না’ পাঁচ অক্ষরে কোন সে কবি বলতে পারো তা।
উত্তরঃ জীবনানন্দ দাশ - বাপের দেওয়া নামে তেমন নেই কো পরিচিতি গুরুর দেওয়া নামে তাঁহার বিশ্বজোড়া খ্যাতি ভিখারি বেশ, কিন্তু পায়ে রাজারা লুটায়, তাঁর প্রসাদে বিশ্ব ভারত শ্রেষ্ঠ আসন পায়।
উত্তরঃ স্বামী বিবেকানন্দ - ইংরেজিতে নতুন লিখে পাশে ওজন মান বিখ্যাত এক বিজ্ঞানীকে অমনি খুজে পান।
উত্তরঃ নিউটন - বনের সঙ্গে গ্রাম, বল স্টেশনের নাম?
উত্তরঃ বনগাঁ
ধাঁধা উত্তর সহ
চলুন আরো কিছু ধাঁধা উত্তর সহ দেখে নেওয়া যাক। ধাঁধাগুলো নিচের টেবিলে ক্রমিক আকারে দিয়ে দিলাম। চেস্টা করে দেখুন ধাঁধা এর উত্তর দিতে পারেন কি না। না পরলে উত্তর তো আছেই।
ক্রমিক নং | ধাঁধা প্রশ্ন | ধাঁধা উত্তর |
---|---|---|
১ | হাল আমলের কম্প্যুটারের জন্মদাতা তিনি বলো দেখি কোন নামেতে আমরা তাকে চিনি? | চার্লস ব্যাবেজ |
২ | যুক্তি দেওয়া অঙ্ক প্রথার আবিস্কারক কে? পারিস যদি চট করে তার নামটা বলে দে? | জর্জ বুল |
৩ | কোন সে বাঙ্গালি, খৃষ্টান হলো হতে ইংরেজি কবি, বাঙলা ভাষায় অবশেষে হলো যুগান্তর এক কবি। | মাইকেল মধুসূদন দত্ত |
৪ | চারটি আখরে যত দাও নাও যাবে না মাপা কী গোনা একে তিনে হেথা বিজ্ঞানী করে পরমানু গবেষনা। | ভালোবাসা |
৫ | দেশ থেকে যাও দেশান্তরে নেই খরচের ভয় যতই ঘোরো নেইকো মানা খেললে খেলা নয়। | গ্লোব দেখা |
৬ | সদাই বাড়ায় চাঁদ পানে হাত কেটে মাথা দেয় মন পেট পড়ে গেলে আর এক বিপদ ঘটতে পারে প্লাবন | বামন |
৭ | মুন্ডু কেটে খায় পেট গেলে প্রাণ পায় দেশটা এমন উন্নত সকলে জয় গায় কত। | জাপান |
৮ | ব্যবহার একেই কয় মাথা গেলে পা রয় | আচরণ |
৯ | মাথা কাটলে মূল্য পাবে এবং একে শেষ তিন অক্ষরে কাকু জানায় ভাইপোর উদ্দেশে। | আদর |
১০ | শেষ দিয়ে শুরু কর দুটি অক্ষরে, একে তিনে ‘এটি’ বল সাধু ভাষা ধরে, একে চারে আফসোস স্বর তুলে গলে অতীতের কথা চারি অক্ষরে বলে। | ইতিহাস |
১১ | মাথা ছোঁটে ‘ছিল’ তার পেট কাটা ‘মিল’ গোটা নিয়ে হেঁটে হেঁটে খোলে পায়ের খিল। | মিছিল |
১২ | পেটটা ফেলে অল্প পেলে পা গেলে পাও যন্ত্র তিন অক্ষরে সবটা লেখায় এমন ষড়যন্ত্র। | কলম |
১৩ | শুরুতে বারণ কর মাথা ছাড়া চলতে বল দু’অক্ষরে সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বল। | নাচ |
১৪ | মাথা কাটলে যেটুকু পেলে পেট কাটলেও তাই তিন অক্ষরে রাতের বেলা পাহাড়া দিয়ে যাই। | কুকুর |
১৫ | রান্না করতে লাগে এটা পেট কাটলে অন্য কাটলে মাথা নেই দোষ, তিন অক্ষরে গণ্য। | আগুন |
১৬ | ওড়ে তবু পাখি নয় নামখানি কী তার চোখ নেই তাই কানে শুনেই খোঁজে বাহির-দ্বার। | – |
১৭ | কচুরও হয়, কানেরও হয় কোন সে জিনিসটি উলটে পাবে শষ্যদানা নামটি বল কী? | লতি |
১৮ | বলেনতো একজন নারী কি করে ৩০ দিন না ঘুমিয়ে কাটাতে পারে? | রাতে ঘুমিয়ে |
১৯ | বলেনতো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গিয়েছিল। | তার জীবনের শেষ যুদ্ধে |
২০ | বলেনতো বিশ্বের সমস্ত দেশের স্বাধীনতার সাক্ষর কোথায় হয়েছিল? | চুক্তি পত্রের শেষ পাতার নিচের অংশে |
২১ | ১০ জন মানুষ ১০ ঘন্টায় ইট দিয়ে একটি দেয়াল তৈরি করল, ঐ দেয়ালটি চার জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? | কোন সময়ই লাগবে না, কারণ দেয়ালটি অলরেডি তৈরি আছে |
২২ | How Can you lift an elephant with one hand? | You can never find an elephant that has one hand. |
২৩ | একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মত? | ঠিক একেবারে আপেলের বাকি অর্ধেকের মত |
২৪ | ব্রেকফাস্টে আপনি কি কখনো খেতে পারবেন না? | লাঞ্চ এবং ডিনার |
২৫ | যদি আপনার এক হাতে তিনটি আপেল ও চারটি কমলা এবং অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে? | বুঝতে হবে আপনার হাত অনেক বড় |
২৬ | কি করে একটি কাচা ডিমকে না ভেংগে কংক্রিটের ফ্লোরে ফেলতে পারবেন? | আপনি যে ভাবে ইচ্ছে ফেলতে পারেন, কেননা ডিম যেভাবেই পরুক কংক্রিটের ফ্লোর কখনো ভাংবে না। |
২৭ | সুপারম্যান খ্যাত অভিনেতা ক্রিস্টোফার রীভকে একবার প্রশ্ন করা হয়েছিল – সুপারম্যান আর জেন্টেলম্যান এর মধ্যে পার্থক্য কি? | তিনি গম্ভীর মুখে উত্তর দিলেন- সহজ পার্থক্য। জেন্টেলম্যানরা আন্ডারঅয়্যার পরে প্যান্টের নিচে আর সুপারম্যান পরে ওপরে। |
২৮ | কোন প্রানীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে? | জিরাফ |
২৯ | অষ্ট্রেলিয়া আবিষ্কারের আগে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি ছিল? | অস্ট্রেলিয়া |
৩০ | মানুষ রাতে কেন বিছানায় যায়? | কারন রাতে বিছানা তার কাছে আসে না। |
৩১ | একটি পরিবারে মা-বাবা ও তাদর ৭জন ছেলে আছে। প্রত্যেক ছেলের একটি করে বোন আছে। ওই পরিবারে মোট সদস্য সংখ্যা কত?? | ১০ জন |
৩২ | গরমও নয়, ঠান্ডাও নয়, তবুও সেটা ফু দিয়ে খাই। বলুন তো এটার উত্তর কি? | বাদাম। |
৩৩ | শেষ পাতে জবাব নেই, উৎসবে মনে পড়বেই। শুভ কাজের শুরুতে হবে, তোমার মুখের প্রশংসায় ও পাবে? | মিষ্টি |
৩৪ | হাত আছে পা নাই, বুক তার কাটা। আস্ত মানুষ গিলে খায়, মাথা তার কাটা। | সার্ট |
৩৫ | হাঁস, মুরগি, কবুতর ডিম দেয় আর গরু, ছাগল, মহিষ দুধ দেয়। বলতে হবে এমনকে আছে যে দুধ ও ডিম দুটোয় দিতে পারে? | দোকানদ্বার |
৩৬ | কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা, নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা। | আঠার হাজার পাতা |
৩৭ | শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কালিদাস পন্ডিত কয় যাহা বুঝেছ তাহা নয়। | দরজার খিল |
৩৮ | চক থেকে এল সাহেব কোর্ট প্যান্ট পরে, কোর্ট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। | পেঁয়াজ |
৩৯ | পোলা কালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ, বৃদ্বকালে জটাধারী মাঝখানে সুড়ঙ্গ। | বাঁশ। |
৪০ | বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে। | ব্যাঙ |
৪১ | হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে, যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে। | মেয়েদের হাতের চুঁড়ি |
৪২ | আমি তুমি একজন দেখিতে এক রুপ, আমি কত কথা কই তুমি কেন থাক চুপ। | নিজের ছবি |
৪৩ | কালিদাস পন্ডিতের ফাঁকি, আড়াইশ থেকে পাঁচ পঞ্চাশ গেলে আর কত থাকে বাকী। | কিছুই না, শূন্য |
৪৪ | শোন ভাই কালিদাসের হেয়ালীর ছন্দ, দরজা আছে হাজারটা তবু কেন বন্ধ। | মশারী |
৪৫ | শুভ্রবাসান দেহ তার, করে মানুষের অপকার। চিতায় তারে পুড়িয়া মারে, তবু সে উহ আহ না করে। | সিগারেট |
৪৬ | জলেতে জন্ম যার, জলে ঘর বাড়ী ফকির নহে, ওঝা নহে, মুখেতে দাড়ী। | কচুরি পানা |
৪৭ | দিন রাত ছলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাস যায়, যায় চলে বছর। | ঘড়ি |
৪৮ | চার পায়ে বসি, আট পায়ে চলি বাঘ নয়, ভালুক নয়, আস্ত মানুষ গিলি। | পালকি। |
৪৯ | আম নয়, জাম নয়, গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে। | পরীক্ষার ফল। |
৫০ | হাত নাই, পা নাই, এ কেমন রসিক নাগরআনায়েসে পার হয় নদী কিংবা সাগর। | নৌকা/জাহাজ |
আরো কিছু ধাঁধা উত্তর সহ
চলুন আরো কিছু ধাঁধা উত্তর সহ দেখে নেওয়া যাক। চেস্টা করে দেখুন এ ধাঁধাগুলোর উত্তর দিতে পারেন কি না।
ধাঁধা ১ঃ হাত-পা নেই তার বুক পেতে চলে, নিজেকে গোপন করে কারো পরশ পেলে।
উত্তরঃ শামুক
ধাঁধা ২ঃ হাত দিয়ে সাজিয়ে কাছে দেই থালায়, বরযাত্রী বুড়াবুড়ি মজা করে খায়।
উত্তরঃ পান
ধাঁধা ৩ঃ প্রাণীর দেহে থাকলে যা শেষ অক্ষর বাদ দিলেও তা মাথা কাটলে প্রাণহীন। কি এ জিনিসটা?
উত্তরঃ চামড়া
ধাঁধা ৪ঃ হাতুড়ি বাটালি বাইশটা, চোরে নিল বাইশটা। বাকি থাকে কয়টা?
উত্তরঃ দুইটা
ধাঁধা ৫ঃ তিন বর্ণে নাম আমার বিদ্যানের সাথি, মাথাটা কেটে ফেললে হই মাপকাঠি।
উত্তরঃ কাগজ
ধাঁধা ৬ঃ তিন বর্ণে নাম মোর নাচতে পারি ভালো, শেষের বর্ণ বাদ দিলে মারতেও পারি ভালো।
উত্তরঃ লাটিম
ধাঁধা ৭ঃ প্রথমে পাখি পরে ফল, মধ্যখানে ‘পা’ রাখি, আমি সেবায় রত থাকি।
উত্তরঃ হাসপাতাল
ধাঁধা ৮ঃ ফল আছে তার গাছ নাই, সে ফলের খোসা ও বোটা নাই।
উত্তরঃ শিলা বা শিল
ধাঁধা ৯ঃ মাটির বুকে জন্ম তার পরে সাদা শাড়ি, তরকারির স্বাদ বাড়ানো তার বাহাদুরি।
উত্তরঃ রসুন
ধাঁধা ১০ঃ শুভ্র বসন দেহ তার, করে মানুষের অপকার। আস্তে আস্তে পুড়িয়ে মারে, তবু মানুষ বুঝতে না পারে।
উত্তরঃ সিগারেট
ধাঁধা ১১ঃ পিঠ আছে পেট নাই পা আছে মাথা নাই ধাঁধা
উত্তরঃ শার্ট
ধাঁধা ১২ঃ ফুটোর মধ্যে খুটা দিয়ে নিশ্চিন্তে ঘুমায় মানুষ।
উত্তরঃ দরজার খিল
ধাঁধা ১৩ঃ ফল হয় আমার ফুল হয়, এমন জিনিস কারে কয়?
উত্তরঃ বেল
ধাঁধা ১৪ঃ কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জিনিসটা জীবিত নয়।
উত্তরঃ দস্তানা/ হাতমোজা
ধাঁধা ১৫ঃ থাকে না চোখে, রয় না আকাশে। ফুল বাগানে ফুল হয়ে মিটি মিটি হাসে।
উত্তরঃ নয়নতারা
- ব্যাংক লোন পাওয়ার উপায় [সহজ ও ১০০% কার্যকারী]
- ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন?
- চিঠি লেখার নিয়ম ছবি সহ
- ছেলেদের ইসলামিক নাম অর্থসহ
- কোরআন থেকে ছেলেদের নামের তালিকা বাংলা অর্থসহ
ধাঁধা উত্তর সহ ছবি
চলুন এবার ধাঁধা উত্তর সহ ছবি দেখে নেই। আপনি চাইলে এই ছবি গুলো ডাউনলোড করে ফেসবুকে পোস্ট দিতে পারেন। এছাড়া কাউকে মেসেজ আকারেও পাঠাতে পারেন।
বাংলা ধাঁধা
চলুন আরো কিছু বাংলা ধাঁধা দেখে নেওয়া যাক উত্তরসহ।
- হাত আছে পা নেই, বুক তার ফাটা। মানুষ গিলে খায়, নাই তার মাথা। উত্তরঃ শার্ট
- হাত নেই পা নেই আমি রসিক নাগর, আনায়াসে পার হই অকূল সাগর। উত্তরঃ সাপ
- সব কিছু পাড়ি দিয়ে যায়, নদীর কাছে গেলে থেমে যায়। উত্তরঃ রাস্তা
- রাঙা বিবি জামা গায়, কাটলে দুই খান হয়। উত্তরঃ মসুরির ডাল
- লাল গাভি বন খায়, জল খেলেই মরে যায়। উত্তরঃ আগুন
- এখানে আছে সেখানে আছে, শরীর আছে মুখ আছে। মুখ দিয়ে কাগজ ফুটাই, তারপর কাগজে থেকে যাই। উত্তরঃ আলপিন
- রাত্রিকালে আঁধারেতে যায় যার ঘরে, সকালে সেই ঘরে কান্নাকাটি করে। উত্তরঃ চোর
- রাজার ছেলে হাটে যায়, একশ একটা জামা গায়। উত্তরঃ বাঁধাকপি
- কোন সে সরস ফল বলো দেখি ভাই, ফেলি তার অর্ধভাগ, অর্ধাংশ খাই। টক মিষ্টি স্বাদ তার চোখ অগণন, দেশের সস্তা ফল নাম বল এখন। উত্তরঃ আনারস
- লাল দেখতে জিনিসটি, ‘ল’ কাটলে ফলটি। উত্তরঃ আলতা
- উল্টো সোজা একই কথা, প্রাণি যেথা সেও তথা। তিন অক্ষরে সবটা, বল দেখি উত্তরটা। উত্তরঃ নয়ন
- কাঁচাতে মানিক ফল সর্বলোকে খায়, পাকিলে মানিক ফল কিন্তু গড়াগড়ি যায়। উত্তরঃ ডুমুর
- আগা ঝন ঝন গোড়া মোটা, যে না পারিবে সে যে বোকা। উত্তরঃ ঝাড়ু
- অজগরের মত এঁকেবেঁকে চলে, চুরমার করে পথে কিছু পেলে। উত্তরঃ নদী
- দিন-রাত পড়ে থাকি লাথি মারলে চলে, গ্রামের মধ্যে থাকে সে কথা নাহি বলে। উত্তরঃ ঢেঁকি
- দুই পায়ে আসে, চার পায়ে বসে, দুই পায়ে ঘষে, সবখানে বসে। উত্তরঃ মাছি
- দুই বর্ণের নাম যার নদীতে দেখা যায়, নাড়ীর টান থাকে বর্ণ বিচ্ছিন্ন হওয়ায়। উত্তরঃ মাঝি
- নড়ে চড়ে পড়ে না, সরে সরে সরে না। উত্তরঃ চোখ
- নয়নে নয়নে থাকে, নয়নের কেউ নয়। উত্তরঃ কাজল
- মুখ নাই কথা বলে, পা নাই হেঁটে চলে। উত্তরঃ ঘড়ি
- চার কলসি দুধে ভরা, ঢাকনা ছাড়া উপুড় করা। উত্তরঃ গাভি
- কোন সে নারী যার নামে নদী, যে নারীকে কৃষ্ণ করেছিল সাদি। উত্তরঃ কালিন্দী
- উপরে তিতা ভিতরে মিঠা, লেবুর দলে বাস। এই কথাটি বলতে গেলে লাগে তিন মাস। উত্তরঃ জাম্বুরা
- আশি টাকার খাসি, নব্বই টাকার পোস্ত। এক পিঠ দেখা যায়, আর পিঠ কই দোস্ত? উত্তরঃ আকাশ
- একটা ছোট ঘরে, অনেক মাথা ধরে। উত্তরঃ দেশলাই
- কোন ফলের ফুল ফোটে কি ফোটে না, সকালে-বিকালে কেউ তো দেখে না। উত্তরঃ ডুমুর
- মাসে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়। উত্তরঃ রোজা
- মাথার মাঝে আকাশ, শেষটা ছেড়ে জাতি। প্রথম ছেড়ে প্রবল, সবটা উঁচু অতি। উত্তরঃ শিখর
- মাঠে বাড়ি পরে লাল শাড়ি, বেড়ায় লোকের বাড়ি বাড়ি। উত্তরঃ পেঁয়াজ
- সবুজ হাড়ি হাটে যায়, হাটে গিয়ে চিমটি খায়। বুড়ো হলে কেটেকুটে ডুগডুগি বাজায়। উত্তরঃ লাউ
- কথা ও ছবি হাওয়ায় ভাসে দেখে যে সবাই ঘরে বসে। উত্তরঃ টেলিভিশন
- আশি টাকার খাসি, নব্বই টাকার পোস্ত। এক পিঠ দেখা যায়, আর পিঠ কই দোস্ত? উত্তরঃ আকাশ
- প্রেমের প্রতীক এক পাঁচ অক্ষরের নাম। শেষের তিন ছেড়ে দিলে, অনেক তার দাম। উত্তরঃ তাজমহল
- সবার ঘরে সবার কাছে, আমার যে থাকা। ছয় মাস সঙ্গে থাকি, ছয় মাস একা। উত্তরঃ হাতপাখা
- সবাই তারে বলে পাখি, চার বর্ণে নাম তার। শেষের দুটো ছেড়ে দিলে মরুভূমিতে রাখি। উত্তরঃ উটপাখি
- সবাই থাকে আমার নিচে, মানুষ বাড়ি ধরা। রাতে আমি কাজের মানুষ দিনে আমি মরা। উত্তরঃ আলো ও বাতি
- সবকিছুকে নিয়ে যখন সম্মান যা পেলি, মাঝখানটা খুইয়ে শেষে খাজনা দিলে মলি। উত্তরঃ কচর
- সবকিছু সে পাড়ি দিয়ে যায়, নদীর পাশে গেলে থেমে যায়। উত্তরঃ রাস্তা
- উপরে তিতা ভিতরে মিঠা, লেবুর দলে বাস। এই কথাটি বলতে গেলে লাগে তিন মাস। উত্তরঃ জাম্বুরা
- সাগরে থাকি বাজারে থাকি থাকি রান্নাঘরে, রান্নায় কম পড়লে সবাই রাগটি করে। উত্তরঃ লবণ
- একটুখানি গাছে তিল ঝুরঝুর করে। একটুখানি টোকা দিলে ঝরঝরিয়ে পড়ে। উত্তরঃ শিশির
- দাঁত আছ তবু পারে না খেতে, তাকে দিয়ে কাজ হয় দিনে বা রাতে। উত্তরঃ চিরুনি
- অন্ধ দিয়ে শুরু তার, সত্য দুই পিছে। সবটা মিলে খুঁজে বেড়াই মায়া জালের নিচে। উত্তরঃ কলুক
- একটি শিক্ষকে আছে, পণ্ডিতে নেই। আবার কাননে আছে, বাগানে নেই। উত্তরঃ ক
- তিন অক্ষরে নাম তার চোখের প্রদর্শনী, প্রথম অক্ষর কেটে দিলে তৃষ্ণা পায় বুঝি। মাঝের অক্ষর কেটে দিলে রং হয় জানি, শেষের অক্ষর কেটে দিলে কঠোর পরিশ্রমী। উত্তরঃ কাজল (জল, কালো, কাজ)
- শুঁড় দিয়া কাজ করি, নহি আমি হাতি। পরহিতে খাঁটি সদা, তবু খাই লাথি। উত্তরঃ ঢেঁকি
- আকাশ থেকে পড়ল ফল, ফলের মধ্যে শুধুই জল। উত্তরঃ শিলা
- কোন জিনিসের একটা মুখ আছে, দু’টো হাত আছে কিন্তু কোনো পা নেই? উত্তরঃ ঘড়ি
- ফল আছে তার গাছ নাই, সে ফলের খোসা ও বোটা নাই। উত্তরঃ শিলা বা শিল
- আমি তুমি একজন দেখতে একই রূপ। আমি কত কথা বলি তুমি কেন চুপ? উত্তরঃ ছবি
আরো কিছু বাংলা ধাঁধা উত্তর সহ
চলুন আরো কিছু বাংলা ধাঁধা উত্তর সহ দেখে নেওয়া যাল। এখান থেকে যেকোন একটি ধাঁধা আপনার বন্ধু-বান্ধব বা যে কাউকে ধরতে পারেন।
- চার কোলে চার খুঁটি মাঝখানেতে ভিটা, টানলে দেখবে সাদা খাইতে কিন্তু মিঠা। উত্তরঃ গাভীর দুধ
- বাঘের মত লাফ দেয়, কুকুরের মত বসে, হাঁসের মত ভাসে। উত্তরঃ ব্যাঙ
- বলতে পারো নাকি, কার লেজ কেটে দিলে প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে? উত্তরঃ কলেজ
- কারো সঙ্গে এলে যায় না ফেলে রাখা, একলা দেখে তাকে তুচ্ছ মনে রাখা। উত্তরঃ শূন্য
- মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে। উত্তরঃ বদনা
- রয় না আকাশে, যাবে না চোখেও। বাগানে চেয়ে দেখ, তবুও সে হাসে। উত্তরঃ নয়নতারা
- রাস্তাঘাটে অনিচ্ছায় সদাই করি ভক্ষণ, বড়োর চেয়ে ছোটরাই খায় বেশি সারাক্ষণ। উত্তরঃ সিগারেট
- আমার মার ফেলে আমের ফেল আ, রাখালের খাল ফেলে লবণ দিয়ে খা। উত্তরঃ আমড়া
- শুভ্র বসন দেহ তার, করে মানুষের অপকার। আস্তে আস্তে পুড়িয়ে মারে, তবু মানুষ বুঝতে পারে না। উত্তরঃ সিগারেট
- এক হাত গাছটা ফল ধরে পাঁচটা। উত্তরঃ হাতের আঙুল
- আগা গোড়া বেশি নয়, মাঝে বেশি জল। গাছে গাছে ফলে থাকে, সে কি দেশি ফল। উত্তরঃ কদম
- হাত আছে পা নাই মাথা তার কাটা, আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা। উত্তরঃ শার্ট
- অল্পে লাগে না ভালো, বেশি দিলে বিষ। শাশুড়ি বলে বউকে, ঠিক মতন দিস। উত্তরঃ লবণ
- আঘাত নয় দেশের নাম, বলতে পারলে সম্মান। উত্তরঃ ঘানা
- একটা মাথা তিনটা পা, চললে বলি আগে আগে। থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা দায়। উত্তরঃ সিলিং ফ্যান
- তেরো মাস বয়সেতে হয় ছেলের মা, ছেলে হয় গণ্ডায় গণ্ডায় এক আজব মা। উত্তরঃ কলাগাছ
- উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবেচিন্তে বলে ফেলো তা। উত্তরঃ তাল
- আগা গোড়া বেশি নয়, মাঝে বেশি জল। গাছে গাছে ফলে থাকে, সে কি দেশি ফল। উত্তরঃ কদম
- কালিদাস পণ্ডিতে কয় বাল্যকালের কথা, নয় হাজার তেতুল গাছে কয় হাজার পাতা? উত্তরঃ ১৮ হাজার
- তিন অক্ষরে গড়া তার বুকে মেঘ ভাসে, প্রথম অক্ষর বাদ দিলে নদীকূলে হাসে। উত্তরঃ আকাশ
- ত্রিফলার একটি ফল এবার বলতো ভাই, বলতে কিন্তু হবেই নামটি কিবা তাই। উত্তরঃ আমলকি
- তুমি আমার মনের মানুষ সবকিছু দিতে পারি, তবু কিন্তু তোমায় দেখে ওইটা দিতে নারি। উত্তরঃ ঘোমটা
- আকাশ ধুমধুম পাতালে কড়া, ভাঙল হাঁড়ি লাগল জোড়া। উত্তরঃ মেঘের ডাক ও বিজলি
- উড়লেও পাখি নয় বলো দেখি কারে কয়? উত্তরঃ চামচিকা/বাদুড়
- আত্মীয়রা বসাতে পারে না ভাগ, চোরে করতে পারে না চুরি। দান করলে হয় না ক্ষয়। উত্তরঃ জ্ঞান
- লক্ষ বছর ধরে থাকলেও একে একটানা এক মাসের বেশি দেখি যায় না। উত্তরঃ চাঁদ
- জামাই এলো কাজে- বলতে পারিনি লাজে, আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। উত্তরঃ গাভীর দুধ দোহন করা
- জ্বলে চলে ছোঁয় না পানি, তারে আমরা সবাই চিনি। উত্তরঃ জোনাকি
- চারিদিকে কাজ তার, মুখ তৈরি চর্মে। সহায়তা করে সে, গান বাজনার কর্মে। উত্তরঃ ঢোল
- গায়ে ভরা রস তার, সব লোকে চুষে খায়। চুষে খাওয়া জিনিসটি রাস্তায় ফেলে দেয়। উত্তরঃ আখ
- তিন অক্ষরে নাম তার চোখের প্রদর্শনী, প্রথম অক্ষর কেটে দিলে তৃষ্ণা পায় বুঝি? উত্তরঃ কাজল
- অর্ধেক শরীর সোনার হলো, কে সে লোক ভেবে বলো। উত্তরঃ আনারস
- উপর থেকে পড়ল ছুরি, ছুরি বলে কেবল ঘুরি। উত্তরঃ বাঁশপাতা
- তিন বর্ণে নাম তার জলে বাস করে, মাঝের বর্ণ বাদ দিলে আকাশেতে ওড়ে। উত্তরঃ চিতল
- মাসে আসে মাসে যায়, দিনে খায় না রাতে খায়। উত্তরঃ রোজা
- চার বর্ণের নাম মোর বিছানাতে রই, প্রথম দুটি ছেড়ে দিলে যেথা সেথা রই। উত্তরঃ ছাড়পোকা
- নড়ে চড়ে পড়ে না, সরে সরে সরে না। উত্তরঃ চোখ
- শিশুকালে কাপড় পরে যৌবনে উলঙ্গ, লম্বা কিন্তু দেহ তার হবে ঢের সুরঙ্গ। উত্তরঃ কয়লা
- লেজের দিকে চাপ দিলে মাথা উঁচু করে। যতবার ছেড়ে দাও, মাথা কুটে মরে। উত্তরঃ ঢেঁকি
- হাড্ডি কুড়মুড় মাথা খাই; চামড়া নিয়ে হাঁটে যাই! উত্তরঃ পাটগাছ
- তুমি আমার পুত্র কিন্তু আমি তোমার বাবা নই। উত্তরঃ মা
- এতটুকু ঘর চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভেঙে আবার গড়া। উত্তরঃ ঝিনুক
- বাগান থেকে আসল বুড়ি, থালায় দিল প্রসাব করি! উত্তরঃ লেবু
- উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবেচিন্তে বলে ফেলো তা। উত্তরঃ তাল
- পাহাড়েতে জন্ম আমার সাগরে নাশ, চলার পথে মানুষের মিটাই মনের আশ। উত্তরঃ নদী
- সাদা একটি গোলাঘর নয় লোকালয়। ঘরের মধ্যে আছে একটা সোনালি বলয়। উত্তরঃ ডিম
- গাছের কোনো অঙ্গ হলেও ঘটনা বলা চলে। উত্তরঃ কাণ্ড
- গঙ্গার উপরে কাঠের পুল, তার উপর লক্ষার বাসা। কেউ খায়- কেউ নেয়, কেউ করে আশা। উত্তরঃ হুঁকো
- স্কুলের এক পাশের দেয়ালটা ভেঙে গেছে। দেয়ালটা মেরামত করতে ৬ জন শ্রমিকের ৩ ঘণ্টা সময় লাগল। ৪ জন শ্রমিকের দেয়ালটা মেরামত করতে কতক্ষণ সময় লাগবে? উত্তরঃ কোনো সময়ই লাগবে না। কারণ ৬ জন শ্রমিক ইতিমধ্যেই দেয়াল মেরামত করে ফেলেছেন।
- একজন ট্রাকচালক একটা ওয়ান ওয়ে রাস্তায় উল্টো দিক দিয়ে যাচ্ছিলেন। তিনি ১৫ জন ট্রাফিক পুলিশকে পেরিয়ে গেলেন, তবু কেউ তাঁকে বাধা দিল না। কেন? উত্তরঃ কারণ তিনি হেঁটে যাচ্ছিলেন!
আপনাদের জন্য কিছু ধাঁধা
অনেকগুলো ধাঁধা উত্তর সহ তো দেখলেনই এবার আপনাকে আমি কিছু ধাঁধা দেই। দেখি আপনি পারেন কি না। যদি পারেন তাহলে অবশ্যই ধাঁধার উত্তর কমেন্টের মাধ্যমে জানাবেন।
- হিমালয় আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল কোনটি?
- একটা বর্গাকৃতি কেককে সমান ৮ ভাগে ভাগ করতে হবে। শর্ত হলো, তুমি ছুরি চালাতে পারবে মোট ৩ বার। কীভাবে সম্ভব?
- এই মুহূর্তে তুমি যে ধাঁধাটা সমাধান করছ, সেই ধাঁধাটার চেয়ে যদি এর আগের ধাঁধাটা সহজ হয়, তাহলে এই মুহূর্তে তুমি যে ধাঁধাটার সমাধান করছ সেটা কি এর আগের ধাঁধাটার চেয়ে কঠিন হবে?
- হাসপাতালের চিকিৎসক বললেন, রোগি তার আপন ভাই। কিন্তু রোগি বললেন, চিকিৎসক তার ভাই নন। কে মিথ্যা কথা বলছে?
- নই আমি গাছে তবু শাখা আছে মোর। সবসময় থাকি আমি, প্রাণির মাথার উপর।
- নয়া জামাই গোসল করে কোন বাপের ছাও? শত কলসি পানি দিলেও ভেজে না তার গাও।
- নিত্য আসে নিত্য যায়, কালো-নিরব নিত্য হায়। উত্তর কি?
- মায়ের গর্ভে থেকে মায়ের মাংস খায়, মাটিতে পড়ে সে আট পায়ে দাঁড়ায়।
- মানুষ বলি তাকে, অথচ হাসে না কে?
- চলতে চলতে চলে না আর, মাথাটি কাটলে চলবে আবার।
ধাঁধা প্রশ্ন ও উত্তর
আরো কিছু ধাঁধা প্রশ্ন ও উত্তর চলুন দেখে নেই।
ধাঁধা প্রশ্ন ১ঃ কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জিনিসটা জীবিত নয়।
ধাঁধা উত্তর ১ঃ দস্তানা/হাতমোজা
ধাঁধা প্রশ্ন ২ঃ থাকে না চোখে, রয় না আকাশে। ফুল বাগানে ফুল হয়ে মিটি মিটি হাসে।
ধাঁধা উত্তর ২ঃ নয়নতারা
ধাঁধা প্রশ্ন ৩ঃ চার কোলে চার খুঁটি মাঝখানেতে ভিটা, টানলে দেখবে সাদা খাইতে কিন্তু মিঠা।
ধাঁধা উত্তর ৩ঃ গাভীর দুধ
ধাঁধা প্রশ্ন ৪ঃ বলতে পারো নাকি, কার লেজ কেটে দিলে প্রথম ব্যঞ্জন বর্ণ থাকে?
ধাঁধা উত্তর ৪ঃ কলেজ
ধাঁধা প্রশ্ন ৫ঃ মুখ দিয়ে খায়, পেট দিয়ে ফেলে?
ধাঁধা উত্তর ৫ঃ বদনা
দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ
কিছু দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ –
- রয় না আকাশে, যাবে না চোখেও। বাগানে চেয়ে দেখ, তবুও সে হাসে। উত্তরঃ নয়নতারা
- রাস্তাঘাটে অনিচ্ছায় সদাই করি ভক্ষণ, বড়োর চেয়ে ছোটরাই খায় বেশি সারাক্ষণ। উত্তরঃ সিগারেট
- আমার মার ফেলে আমের ফেল আ, রাখালের খাল ফেলে লবণ দিয়ে খা। উত্তরঃ আমড়া
- কারো সঙ্গে এলে যায় না ফেলে রাখা, একলা দেখে তাকে তুচ্ছ মনে রাখা। উত্তরঃ শূন্য
- শুভ্র বসন দেহ তার, করে মানুষের অপকার। আস্তে আস্তে পুড়িয়ে মারে, তবু মানুষ বুঝতে পারে না। উত্তরঃ সিগারেট
- এক হাত গাছটা ফল ধরে পাঁচটা। উত্তরঃ হাতের আঙুল
- বাঘের মত লাফ দেয়, কুকুরের মত বসে, হাঁসের মত ভাসে। উত্তরঃ ব্যাঙ
- অল্পে লাগে না ভালো, বেশি দিলে বিষ। শাশুড়ি বলে বউকে, ঠিক মতন দিস। উত্তরঃ লবণ
- আঘাত নয় দেশের নাম, বলতে পারলে সম্মান। উত্তরঃ ঘানা
- একটা মাথা তিনটা পা, চললে বলি আগে আগে। থামলে বলি হায় হায়, প্রাণটা বুঝি রাখা দায়। উত্তরঃ সিলিং ফ্যান
- এখান থেকে মারলাম থাল, থাল গেল বরিশাল। গাড়ি চড়ে লোকের কাঁধে, ঝোলা পুড়ে গেল বিষ খাল। উত্তরঃ চিঠি
- উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা, কে আমি ভেবেচিন্তে বলে ফেলো তা। উত্তরঃ তাল
- আগা গোড়া বেশি নয়, মাঝে বেশি জল। গাছে গাছে ফলে থাকে, সে কি দেশি ফল। উত্তরঃ কদম
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ধাঁধা নিয়ে লেখা এই আর্টিকেলটি সম্পর্কে চলুন কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।
ধাঁধা কি কাজে লাগে?
মস্তিষ্ককে খাটানোর জন্য ধাঁধার জুড়ি নেই। এর মাধ্যমে আমরা মস্তিষ্ককে চর্চা করতে পারি।
ধাঁধার মাধ্যমে কি আইকিউ বাড়ানো যায়?
ধাঁধা আইকিউ বাড়াতে কিছুটা হলেও সহায়তা করে। কেননা কঠিন সমস্যা সমাধান করলে মানুষের আইকিউ বাড়ে। ধাঁধার পাশাপাশি গণিত চর্চার মাধ্যমে আইকিউ বাড়ানো যায়।
মজার মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর কিভাবে পাব?
এই আর্টিকেলটি থেকে আপনি অনেক মজার মজার ধাঁধা প্রশ্ন ও উত্তর সহকারে পেয়ে যাবেন।
ধাঁধার প্রশ্নের উত্তর কিভাবে পাব?
আপনি যদি কোন ধাঁধার প্রশ্নের উত্তর না জানেন এবং সেটির উত্তর জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার প্রশ্নটি কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়া জন্য।
শেষ কথা
এই ছিল ধাঁধা নিয়ে লেখা আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি থেকে আপনি পছন্দমতো অনেক ধাঁধা উত্তর সহ খুঁজে পেয়েছেন। আপনি চাইলে আমাকে একটি ধাঁধা জিজ্ঞাসা করতে পারেন এই পোস্টের কমেন্ট সেকশনে। আমি যথাসাধ্য চেস্টা করব ধাঁধাটির উত্তর দেওয়া জন্য।
ধাঁধা উত্তর সহ, ধাঁধা উত্তর সহ ছবি এই আর্টিকেলটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে পারেন। সম্ভব হলে আর্টিকেলটি আপনার বান্ধব বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক না করে থাকলে এখনি লাইক করে নিন – টিউনবিএন ফেসবুক পেজ।