Status

নতুন বছর নিয়ে ক্যাপশন

এসেছে/ আসতে চলেছে নতুন এক বছর। আর এই নতুন বছর নিয়ে ক্যাপশন খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে একদম চিন্তা করবেন না। এই আর্টিকেলে পেয়ে যাবে সেরা সকল নতুন বছর নিয়ে ক্যাপশন। যা আপনি সোশ্যাল মিডিয়ায় ছবির ক্যাপশন, স্ট্যাটাস অথবা কাউকে মেসেজ পাঠানো কাজে ব্যবহার করতে পারবেন।

নতুন বছরকে নিয়ে একটি সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নতুন বছর নিয়ে ক্যাপশন লিখে না দিলে মনেই হয় না যে নতুন বছর এসেছে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এভাবেই নতুন বছরকে স্বাগতম করে। যারা এমনটি করে থাকেন বা করার জন্য ক্যাপশন খুঁজছেন তারা এই আর্টিকেলে থাকা নতুন বছর নিয়ে ক্যাপশনগুলো একে একে দেখুন এবং আপনার পছন্দের ক্যাপশনটি বেছে নিন।

নতুন বছর নিয়ে ক্যাপশন

সেরা সকল নতুন বছর নিয়ে ক্যাপশন সমূহ তালিকা আকারে নিম্নে দিয়ে দিলাম। যে ক্যাপশনটি আপনার ভালো লাগে সেটি করে নিয়ে ক্যাপশন হিসাবে ব্যবহার করতে পারেন। নতুন বছরের দিন এইরকম আরও অনেক ক্যাপশনের আপডেট পেতে আর্টিকেলটি সেভ করে রাখতে পারেন।

নতুন বছর নিয়ে ক্যাপশন ছবি ১

নতুন বছর নিয়ে ক্যাপশন ছবি ২

  • ঘড়ির কাটা ১২ টা, মন যে আর মানে না। তুমি বন্ধু ঘুমাও নাকি? নতুন বছরের নতুন তারা, দেখ করছে ঝলমল। দিচ্ছে নতুন এর সাড়া। তোমার জীবনের বাকি দিন গুলো হোক সুখ সমৃদ্ধিময়, এই কামনায় তোমায় জানাই Happy NEW Year!!
  • কপি করে নয়। ৭, ৮, ৯ হাজার হাজার বছর যেন নববর্ষের এরকম উল্লাস রয়।
  • তোরাই আমার বন্ধু যে, তোরাই আমার ডিয়ার, তাইতো আমি ভালোবেসে বলছি শুভ নববর্ষ Yar! Bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা, নতুন বছরের নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা!!
  • জাগুক হৃদয়েতে নব আনন্দ, সঙ্গীতে দাও নতুন ছন্দ, দূর করে দিয়ে সকল দুঃখ, আস হে নতুন আস।
  • বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে।
  • নতুন বছরের নতুন দিনে আপনাদের জানাই সুস্বাগতম। শুভ নববর্ষ
  • ১, ২, ৩ নতুন বছরের শুভেচ্ছা নিন। ৪, ৫, ৬, কারও এস এম এস
  • ফুল ফুটেছে বনে বনে… ভাবছি তোমায় মনে মনে… বলছি তোমায় কানে কানে… Happy New Year
  • কথার শেষে নতুন বেশে আসছে কোন ভেলা আনন্দে ভেসে। নতুন বছর আসছে প্রকৃতির মাঝে, তাই তো মন সেজেছে রঙিন বেশে।
  • আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই।
  • তুমি সুন্দর, সুন্দর তোমার মন, তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন, পাশে থাকুক তোমার সকল আপনজন। শুভ নববর্ষ।
  • তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধা, তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা। তোমার জন্য সব সুর তোমার জন্য ছন্দ। নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ।
  • বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেলো হওয়ার সাথে ভেসে,
  • মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত! স্বপ্ন হোক জীবন্ত। আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত! শুভ নববর্ষ 2024
  • যেটুকু ভুল ছিল সুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব, সবারে বাসবো ভাল, এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
  • শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেন
  • যা হয়না যেন শেষ, নতুন বছরের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই SMS।
  • নতুন সকাল নতুন দিন নতুন করে শুরু,
  • আবার আসলো জানুয়ারি মাস, গরমের অবসানে, নতুন বছরের নতুন হাওয়া উষ্ণতা দিলো প্রাণে। মনের সকল গ্লানি ভুলে জীবন গড় নতুন ভাবে, নতুন নতুন স্বপ্ন দেখো নতুন বছরের টানে।
  • উদীত রবির প্রথম আলো দূর করবে সকল কালো। মেটবে মন আনন্দ ধারায় সবাই হবে বাধন হারা। দিনটি হক তোমার তরে মন ভরে উঠুক খুশির ঝড়ে।
  • নিউ ইয়ার দিচ্ছে উঁকি,আর মাত্র কিছুক্ষণ বাকি। গাছে গাছে উড়ছে পাখি, বন্ধু তোমাকে বলে রাখি। অগ্রীম হ্যাপি নিউ ইয়ার।
  • স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চল মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জাগাও প্রানে, খুঁজে নাও বাচার মানে। সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
  • রং বে রঙে সাজছে জাতি ডাক ঢোলের ছড়াছড়ি। জীবনে আসুক নতুন প্রিতি সুখে গড় জীবনটি।
  • তোমার সুখে কাটে.. হ্যাপি নিউ ইয়ার
  • সুখের স্মৃতি রেখ মনে, দুঃখের স্মৃতি যেও ভুলে, মিশে থেকো আপনজনে, মান অভিমান সব ভুলে, আশার প্রদীপ রেখো জেলে, হাজার সূর্য তোমার চোখে, সবাই মিলে থেকো সুখে। হ্যাপি নিউ ইয়ার।
  • নতুন বছরের আগমনে যাক ক্লান্তি দূর হয়ে। জীবন হোক সুন্দর, অতীত যাও ভুলে। নতুন বছর সাজাও তুমি নিজের মত করে।
  • নতুন বছর নতুন দিন, সবার জীবনটা হোক রঙিন। পুরনোকে ভুলে যাও আসবে নতুন কিছু আরও, পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও। শুধু ভালবাসা গুলো থেকে যাক সব হৃদয়ে যেমনি ছিল যার, সবাই কে জানাই আমি হ্যাপি নিউ ইয়ার।
  • সকলের মন থকে হিংসা-দ্বেষ পালিয়ে যাক বহুদুরে! তার জায়গা নিক সততা, বিশ্বাস ও ভালবাসা। পৃথিবীতে আজ ভালবাসার সত্যিই খুব প্রয়োজন।
  • নতুন বছর আসছে তাকে যত্ন করে রেখো, স্বপ্ন গুলো সত্যি করে ভীষণ ভালো থেকো।
  • সাফল্য ও আনন্দে ভরা আর একটা বছর অতিক্রান্ত হলো প্রত্যেক নতুন বছর নিয়ে আসে নতুন নতুন বাঁধা ও নতুন অনেক চ্যালেঞ্জ। এই নতুন বছর যেন তোমায় নতুন সব বাঁধা অতিক্রম করার সাহস ও ক্ষমতা দেয়। Happy New Year 2024
  • নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি।
  • বসন্তের আগমনে কোকিলের সুর! গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর! বর্ষার আগমনে সাদা কাশফুল! তাই তোমায় Wish করতে মন হলো বেকুল!
  • আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর।
  • ‘নতুন পোশাক নতুন সাজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি, শুভেচ্ছা জানাই রাশি রাশি।
  • কালকে করিনা ম্যাসেজ ছিলনা ফোনে পয়সা.. আমি জানি আজ পাঠাবো রেখেছি মনে ভরসা! নতুন বছরে ফোন করবে আমাকে করবে কেয়ার.. ভালবেসে বলছি তোমায় Happy NEW Year।
  • আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সীমাহীন। তার একটিই কারণ। আজ বছরের প্রথম দিন।

শেষ কথা

নতুন বছরে প্রথম দিন অত্যন্ত আবেগময় একটি দিন। এ দিনে একটি বছর আমাদের জীবন থেকে বিদায় নিয়ে নেয়। কতই না আনন্দ, কষ্ট, দুঃখ জড়িত থাকে সেই বিগত বছরের বিভিন্ন সময়গুলির সাথে। সেই সকল কথা ভুলে নতুন বছরকে হাসিমুখে আনন্দ উল্লাসের সাথে বরণ করে নেই।

পুরনো বছরের কিছু স্মৃতি স্মরণীয় করে রাখতে এবং নতুন বছরকে গ্রহণ করার জন্য নতুন বছর নিয়ে ক্যাপশন দেওয়া কোন জুড়ি নেই। আর্টিকেলে থাকা এ নিয়ে ক্যাপশনগুলো আপনার কাছে অনেক ভালো লাগবে বলে আমি আশা করছি। নতুন বছর নিয়ে ক্যাপশনগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করতে পারেন।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.