পডকাস্ট বা পডকাস্টিং করে আয় করার উপায় এই আর্টিকেলে আমরা আলোচনা করব। পডকাস্ট বর্তমান সময়ে অনেক জনপ্রিয়তা পাচ্ছে। জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটর পডকাস্ট করার জন্য যুক্ত হচ্ছে বিভিন্ন পডকাস্ট প্লাটফর্মে।
যেহেতু পডকাস্ট বা পডকাস্টিং একটি নতুন টপিক। বিশেষ করে বাংলাদেশের লোকদের জন্য। তাই অনেকেই হয়তো জানেন না পডকাস্টিং করে আয় করার উপায়। এমনকি, পডকাস্ট কি এ বিষয়েও অনেকের ধারণাও অনেক কম। পডকাস্ট কি এই নিয়ে আমরা একটি আর্টিকেল ইতিমিধ্যে প্রকাশ করেছি এবং সেখানে পডকাস্ট নিয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছি।
আপনি যদি পডকাস্ট সম্পর্কে ভালোভাবে না জানেন তাহলে সেই আর্টিকেলটি পড়ে নিতে পারেন। অনেক কিছু জানতে পারবেন আর্টিকেলটি হতে।
সাজেশনঃ
- পডকাস্ট কি? পডকাস্ট নিয়ে বিস্তারিত
- ওয়েবসাইট থেকে আয় করার উপায়
- পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
এবার চলুন আর্টিকেলটির মূল আলোচ্য বিষয়ের দিকে যাওয়া যাক।
Table of Contents
পডকাস্ট বা পডকাস্টিং করে আয়
ইন্টারনেটে ধীরে ধীরে অনেক মানুষ সংযুক্ত হচ্ছে। এর ফলে নতুন নতুন নতুন কিছু টপিক তৈরি হচ্ছে। এসবের কিছু কিছু টপিক/ বিষয়ের উপর মানুষের আগ্রহ বাড়ছে। অনেক কিছু নতুন জিনিসের সূচনা ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে যা আগে মানুষ কল্পনা করতে পারত না। অনেকেই তাদের আয়ের উৎস হিসাবে ইন্টারনেটকে বেছে নিচ্ছে। যাকে আমরা ফ্রিল্যান্সিং বলে থাকি। ঠিক তেমনি ইন্টারনেট থেকে আয়ের অন্যতম একটি মধ্যম পডকাস্টিং (Podcasting)। পডকাস্টিং করে আয় করার নতুন একটি মাধ্যম অনেক জনপ্রিয়তা পাচ্ছে দিনে দিনে। কেন এত জনপ্রিয়তা পাচ্ছে তা আমরা পডকাস্ট কি টিউনে আলোচনা করেছি। উপরে টিউনের লিংক দেওয়া আছে আপনি চাইলে তা পড়ে নিতে পারেন।
পডকাস্টিং করে আয় করার সবচেয়ে সহজ উপায় হলো বিভিন্ন পডকাস্ট প্লাটফর্মের পার্টনার প্রোগ্রাম যুক্ত হওয়া।
পডকাস্ট প্লাটফর্মের পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে তার আপনাকে আপনার আপলোড করা পডকাস্ট ডাউনলোড, পডকাস্টের ভিতর বিজ্ঞাপন শুনিয়ে আপনাকে টাকা দিবে। এছাড়াও পডকাস্ট বা পডকাস্টিং করে আয় (Earn Money From Podcast) করার আরো কিছু উপায় আছে। সেগুলো হলোঃ
- ডাউনলোড করার মাধ্যম
- স্পন্সরশীপ
- পেইড সাবস্ক্রিপশন
- প্রোমোশনাল পডকাস্ট
- ভিডিও তৈরি
এগুলোই পডকাস্ট থেকে আয় করার জন্য অনেক সহজ উপায়। এখন চলুন পডকাস্ট থেকে আয় করার এসব উপায় সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই।
অনলাইনে ইনকাম করতে চান? অনলাইনে আয় করা সম্পর্কিত এই টিউনগুলো পড়তে পারেন –
- ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
- ওয়েবসাইট কি? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
- ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন?
ডাউনলোড করার মাধ্যমে
কিছু কিছু প্লাটফর্ম রয়েছে যারা পডকাস্ট ডাউনলোড করার মাধ্যমে অর্থ প্রদান করে থাকে। আপনি সেসব প্লাটফর্মে পডকাস্ট আপলোড করার মাধ্যমে ডাউনলোডের ভিত্তিতে আয় করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার তৈরি করা পডকাস্টটি আপনার ওয়েবসাটে আপলোড করতে পারেন এবং যদি কেউ এটি ডাউনলোড করতে যায় তাহলে ডাউনলোড করার পেজে বিজ্ঞাপন বসিয়ে আয় করতে পারবেন।
স্পন্সরশীপ
স্পন্সরশীপের মাধ্যমে পডকাস্ট থেকে আয় করতে পারেন অনেক সহজে। পডকাস্ট চলাকালীন সময়ে কোন প্রোডাক্ট সম্পর্কে কথা বলে আয় করতে পারবেন। এজন্য আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্পন্সরশীপ পেতে হবে।
পেইড সবস্ক্রিপশন
যখন আপনি কোন প্লাটফর্মে পডকাস্ট করবেন তখন আপনি চাইলে আপনার পডকাস্টগুলো শোনার জন্য সবস্ক্রিপশন সিস্টেম করতে পারবেন। অথবা প্রিমিয়াম পডকাস্ট করে নিতে পারবেন। এভাবেও অনেক ভালো পরিমাণ আয় আপনি করতে পারবেন।
প্রোমোশনাল পডকাস্ট
প্রোমোশনাল পডকাস্ট স্পন্সরশীপের মতোন। তবে পার্থক্য হলো প্রোমোশনাল পডকাস্টে সম্পূর্ণ পডকাস্টটি কোন প্রোডাক্টকে ঘিরে হবে। আপনার ভালো পরিমাণ অডিয়েন্স থাকলে তাহলে নিয়মিত প্রোমোশনাল পডকাস্ট করার অফার পেতে পারেন।
ভিডিও বানিয়ে
পডকাস্টিং করে আয় করার পাশাপাশি সেই অডিও ক্লিপের সাথে ভিডিও যুক্ত করে পডকাস্টের মাধ্যমে আয় করতে পারেন অনেক সহজে। সিম্পল কিছু ছবির স্লাইড শো করলেই হবে। বেশী খাটাখাটিরও দরকার পড়বে না এখানে।
এছাড়াও অনেক সহজে ইডিটিং ও করতে পারবেন। সহজে এডিটিং করার জন্য Camtasia বা Filmora সফটওয়্যার পিসির জন্য ও Kinemaster App ফোনের জন্য ব্যবহার করতে পারেন।
শেষ কথা
পডকাস্টিং ধীরে ধীরে অনেক জনপ্রিয়তা লাভ করছে। আর পডকাস্টিং করে আয় করার নতুন একটি মাধ্যম প্রসারিত হচ্ছে। আপনি যদি অনলাইনে আয় করতে চান তাহলে পডকাস্টকে বেছে নিতে পারেন।
পডকাস্টিং ভালো সফলতা পেতে আপনার পডকাস্টগুলোকে ভিডিও আকারেও তৈরি করে সেগুলোকে ইউটিউবে আপলোড করতে পারেন।
ভালো কথা বলার স্কিল থাকলে পডকাস্টিং এ সফলতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশী। আপনার যে বিষয়ে জ্ঞান অনেক বেশী সেই বিষয়ে পডকাস্ট তৈরি করতে পারবে। এছাড়াও আপনার পডকাস্টকে প্রফেশনাল রাখার চেস্টা করবেন। কথার উচ্চারণ সুমিষ্ট ও সাধু ভাষায় বলবেন।
আর্টিকেলটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। সম্ভব হলে আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবের সাথে। যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে।