Podcast

পডকাস্ট কি? পডকাস্ট নিয়ে বিস্তারিত

পডকাস্ট, পডকাস্ট কি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই টিউনে। এই টিউন হতে আপনি বিষদ ভাবে জানতে পরবেন পডকাস্ট সম্পর্কে। এছাড়াও বিভিন্ন পডকাস্ট প্লাটফর্ম, পডকাস্টার হবেন কিভাবে ও এ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানবেন।

বর্তমানে ইন্টারনেটের এই দুনিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু প্লাটফর্ম তৈরি হচ্ছে। যার মধ্যে কিছু আবার অনেক জনপ্রিয়তা পাচ্ছে। তেমনি পডকাস্ট ও পডকাস্টের প্লাটফর্মগুলোও।

পডকাস্ট বর্তমানে নতুন নতুন আলোচনায় আসলেও এটি কিন্তু নতুন কোন টপিক নয়। অনেক আগে থেকে পডকাস্ট হয়ে আসছে। তবে বর্তমান সময়ে তা অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং ধীরে ধীরে পডকাস্টের জনপ্রিয়তা বাড়ছে।

ইউটিউবে ভিডিও দেখা, বিভিন্ন ব্লগ পড়া ছাড়াও মানুষ এখন পডকাস্টে অনেক আগ্রহ দেখাচ্ছে। কেননা পডকাস্ট শুধু শুনতে হয়। যে কোন কাজের সময় কানে এয়ারফোন বা হোডফোন গুজিয়ে সহজেই নির্দিষ্ট টপিকের বা নিশের বিষয়ে পডকাস্ট শোনা যায়। এজন্য বাড়তি কোন মনযোগের প্রয়োজন হয় না।

অনলাইনে আয় করতে চান? অনলাইনে আয় করা সম্পর্কিত এই টিউনগুলো পড়তে পারেন –

এশিয়ার বাইয়ে অন্যান্য সব দেশে পডকাস্ট অনেক জনপ্রিয়তা পেয়েছে। ইতিমিধ্যে ভারতেও অনেকেই পডকাস্টিং শুরু করেছে। বাংলাদেশেও হয়তো অতি শিঘ্রই অনেকেই প্রফেশনাল ভাবে পডকাস্টিং শুরু করবে। তবে হ্যাঁ, প্রফেশনাল ভাবে অনেকেই পডকাস্টিং করছেন কিন্তু তা খুব একটা আলোচনায় আসছে না। খুব শিঘ্রই হয়তো আরো অনেক মানুষ ইউটিউবিং, ব্লগিং এর মত পডকাস্টকে বেছে নিবে। এটা শুধু আমার মতামত না। বেশিরভাগ বিশেষজ্ঞরা এটাই মনে করছে। ইতিমধ্যে পডকাস্ট ভালো পরিমাণ মার্কেট শেয়ার দখল করে ফেলেছে।

কিভাবে পডকাস্টিং করে আয় করবেন তা জানতে এই টিউনটি পড়ুন – পডকাস্ট/ পডকাস্টিং করে আয় করার উপায়

পডকাস্ট কি?

সহজ ভাষায় পডকাস্ট হলো কোন কনটেন্ট অডিও ফরমেটের মাধ্যমে শোনা।

এবার আসুন পডকাস্ট কি তা বিস্তারিত ভাবে জানা যাক। পডকাস্ট (Podcast) যা একটি ইংরেজি শব্দ। আমরা অনেক সময় অনেক ধরনের কনটেন্ট দেখে থাকি বা পড়ে থাকি।

যেসব কনটেন্ট শোনার পাশাপাশি দেখাও যায় সে সব কনটেন্টগুলোকে ভিডিও বলা হয়। যেমন ইউটিবের সকল কনটেন্টই ভিডিও। কেননা এসব কনটেন্ট দেখার পাশাপাশি শোনার প্রয়োজন পড়ে।

আবার, যে সকল কনটেন্ট শোনার কোন প্রয়োজন হয় না শুধু দেখেই বোঝা যায় সে সকল কনটেন্টগুলোকে ছবি বলা হয়। আপনাকে যদি কোন কিছুর ছবি দেখানো হয় তবে আপনি না শুনে, না পড়ে বলে দিতে পারবেন এটি কিসের ছবি। অবশ্যই দেখনো ছবিটি জানা কোন বিষয়ের উপর হতে হবে।

অন্যদিকে এমন কিছু কনটেন্ট আছে যেগুলো দেখতে ও পড়তে হয়। এসকল কনটেন্ট গুলোকে ব্লগ কনটেন্ট বলা হয়। যেমন আপনি এই কনটেন্টটি পড়ছে। এই কনটেন্টটি পড়ার জন্য শোনার কোন প্রয়োজন পড়বে না। অর্থাৎ ব্লগ কনটেন্ট গুলো টেক্সট ফরমেটে থাকে।

তেমনি, যদি কোন কনটেন্ট দেখা, কিংবা পড়ার প্রয়োজন পরে না তাহলে সেই কনটেন্ট কে আমরা পডকাস্ট বলতে পারি। পডকাস্ট কনটেন্টগুলো অডিও আকারে থাকে। যদি এই ব্লগ কনটেন্টিকে আমি টেক্সট আকারে না দিয়ে অডিও আকারে দিতাম তাহলে এই কনটেন্টটি একটি পডকাস্ট কনটেন্ট হতো।

আশা করছি আপনি বুঝতে পারেছেন পডকাস্ট কি। পডকাস্ট কি তা আমরা এভাবেও বলতে পারি, পডকাস্ট হলো ডিজিটাল অডিও ফাইলের একটি শো, সিরিজ বা এপিসোড যা ব্যবহারকারী তার নিজস্ব ডিভাইসের সাহায্যে শুনতে ও ডাউনলোড করতে পারবে।

কিভাবে পডকাস্ট/ পডকাস্টিং করবেন?

একজন পুরুষ ল্যাপটপ সামনে নিয়ে পডকাস্ট করতেছে

এখন আপনার মনে পডকাস্টিং করার ইচ্ছা জাগতে পারে। কিন্তু কিভাবে পডকাস্টিং করবেন তাই তো। চিন্তা করবেন না আমি আছি এই বিষয়ে আপনাকে সহায়তা করার জন্য। পডকাস্ট করাকে পডকাস্টিং বলে। পডকাস্টিং করা খুব একটা আহামরি বিষয় না। এটি ইউটিউবিং ও ব্লগিং এর চেয়ে তুলনামূলক ভাবে অনেক সহজ। আপনি যদি অনেক গুছিয়ে ও ভালোভাবে কথা বলতে পারেন তবে এটি আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। পডকাস্টকে তুলনামূলক অনেক সহজ বলার কারণ এখানে পরিশ্রম একটু কম। যেমন ইউটিউবে ভিডিও বানাতে গেলে ভিডিও + শব্দ/ কথা বলা + ইডিটিং ইত্যাদি ও ব্লগিং এ ব্লগ লিখতে গেল লেখালেখি + ছবি যুক্তকরণ ইত্যাদি করতে হয়। তবে, পডকাস্টে এসবের ঝামেলা নেই। এখানে শুধুমাত্র কথা বললেই হবে।

পডকাস্ট কি সেকশনে জানতে পেরেছে পডকাস্ট করতে হলে কনটেন্টকে অবশ্যই অডিও (.mp3) ফরমেটে রাখতে হবে। তা অডিও কনটেন্টটি তৈরির জন্য আপনি কম্পিউটার/ ল্যাপটপ বা মোবাইল ফোনের প্রয়োজনের হবে। এসবের যে কোন একটি ডিভাইসের সাহায্যে আপনি সহজে পডকাস্ট কনটেন্ট বানাতে পারবেন। তবে, কম্পিউটার বা ল্যাপটপ থাকলে বেশী সুবিধা পাবে।

আপনি চাইলে পডকাস্টিং দুই ভাবে করতে পারবেন।

 1. লাইভ পডকাস্ট স্ট্রিমিং করে
 2. পডকাস্ট অডিও ফাইল আপলোড করে

আপনার জন্য যেটি সুবিধাজনক সেই ভাবে পডকাস্টিং করুন। এখানে কোন বাধ্য বাধ্যতামূলক কিছু নেই।

আপনাকে একট তথ্য দিয়ে রাখি। আমরা যে রেডিও লাইভ শুনে থাকে সেটিও কিন্তু এক ধরনের পডকাস্ট শো। তথ্যটি কেমন লাগল? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

পডকাস্ট করার প্লাটফর্ম

আপনি হয়তো ইতিমিধ্যে জেনে ফেলেছেম পডকাস্টিং/ পডকাস্ট কিভাবে করবেন। কিন্তু, সেই পডকাস্টটি কিভাবে সকলের নিকট পৌছে দিবেন সেটি এখন জানব। অনেক কয়েকটি পডকাস্টটিং করার প্লাটফর্ম রয়েছে। যাদের নিজস্ব ওয়েবসাইট ও স্মার্টফোনের জন্য আলাদা করে অ্যাপ রয়েছে। এসব প্লাটফর্ম থেকে পডকাস্ট শোনা, পডকাস্ট আপলোড করা ও ইনকাম করার সুযোগ রয়েছে। জনপ্রিয় কিছু পডকাস্ট করার প্লাটফর্মের ওয়েবসাইট লিস্ট –

লিস্টে উল্লেখ করা সব কয়টিই জনপ্রিয় পডকাস্ট শো করার প্লাটফর্ম। এছাড়াও আরো অনেক পডকাস্ট করার প্লাটফর্ম রয়েছে।

পডকাস্ট কেন এত জনপ্রিয় হচ্ছে?

পডকাস্ট বর্তমানে ধীরে ধীরে অনেক জনপ্রিয়তা লাভ করছে। তো এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কেন এটি অনেক অনপ্রিয়তা লাভ করছে।

যখন আমরা কোন ভিডিও দেখি তখন আমাদের দুই দিকে মনযোগ থাকে একটি হলো ভিডিও এর দিকে ও শব্দ এর দিকে। দুটিকেই অনেক মনযোগ সহকারে দেখতে ও শুনতে হয়। ব্লগ পড়ার ক্ষেত্রে প্রায় একই রকম।

তবে আমরা যখন কোন কিছু শুনি তখন আমাদের মনযোগ শুধুমাত্র শোনার ক্ষেত্রে থাকে। শোনার সময় কি দেখছি এটা শোনাতে খুব বেশী প্রভাব ফেলে না। তাই কোন কাজ করতে করতে যদি কিছু শুনি তবে তা সেই কাজ করার খুব বেশী প্রভাব ফেলে না। এজন্য, পডকাস্ট শোনার সাথে সাথে কিছু কাজ করলে আমাদের সময় অনেক বেঁচে যায়। এই কারণটি পডকাস্টের জনপ্রিয়তা হওয়ার অন্যতম একটি কারণ।

এছাড়াও আরো অনেক কারণ আছে। যেমনঃ

 • খুব সহজে বক্তা কি বলতে চায় তা শ্রোতা বুঝতে পারে।
 • অনেক কম সময়ে অনেক কিছু বুঝিয়ে বলা সম্ভব।
 • কোন কাজ করার সময় পডকাস্ট শোনা যায়।
 • পডকাস্টারা অনেক সহজে পডকাস্ট তৈরি করতে পারেন।
 • কম কষ্টে ভালো মুনাফা আয় করা যায়।

ইত্যাদি ইত্যাদি। আপনার যদি আরো কোন কারণ জানা থাকে কমেন্টে জানান। আমরা লিস্টে যুক্ত করার চেস্টা করব।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এবার চলুন এসমস্ত কিছু প্রশ্নের উত্তর জেনে নেই।

যারা পডকাস্ট/ পডকাস্টিং করে তাদেরকে কি বলে?

যারা পডকাস্ট/ পডকাস্টিং করে তাদেরকে পডকাস্টার (Podcaster) বলা হয়।

পডকাস্ট করে কি টাকা আয় করা যায়?

হ্যাঁ। পডকাস্ট থেকে টাকা আয় করা যায়।

পডকাস্ট করে কিভাবে টাকা আয় করা যায়?

মনিটাইজেশন, প্রিমিয়াম শো হোস্ট, কোন ব্রান্ডের প্রমোশন ইত্যাদির মাধ্যমে পডকাস্ট করে টাকা আয় করা যায়।

রেডিও শো কে কি পডকাস্ট বলা যায়?

রেডিও শো কে পডকাস্ট বলা যায়।

পডকাস্ট কি ভিডিও এর বিকল্প হতে পারে?

পডকাস্ট কি ভিডিও এর বিকল্প হতে পারে?

উপসংহার

আপনি যদি কথা বলায় পারদর্শী হয়ে থাকেন ও অনলাইনে আয় করার উপায় খুঁজে থাকেন তাহলে আমি আপনাকে পডকাস্ট করার পরামর্শ দিব। আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে একজন পডকাস্টার হয়ে উঠতে পারেন। বর্তমানে অনেক কম লোকই পডকাস্ট করে থাকে। তাই পডকাস্টে সফলতা হওয়ার সম্ভাবনা বেশী। যদিও বাংলাদেশের এর অডিয়েন্স একটি কম। কিন্তু পডকাস্ট ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে।

তাই এখন থেকেই আপনি ছোট খাটো পডকাস্ট শো নিজে থেকে করতে পারেন ও ভালো পরিমাণ ইনকামও করতে পারেন।

এই ছিল পডকাস্ট, পডকাস্ট কি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা একটি টিউন। আশা করছি টিউনটি আপনার ভালো লেগেছে। টিউনট নিয়ে আপনি আপনার যেকোন মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সম্ভব হলে টিউনটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবদের সাথে। যাতে তারাও পডকাস্ট সম্পর্কে জানতে পারে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

4 Comments

 1. তথ্যবহুল ও প্রয়োজনীয় আর্টিকেলের জন্য আপনাকে ধন্যবাদ। এরকম আরো আর্টিকেল চাই।

  1. ধন্যবাদ আমাদের সথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

   1. আসসালামুয়ালাইকুম,,,, কেমন আছেন আশা করি ভাল আছেন,,, আমি একটু সমস্যায় পরেছি আর্থিক সমস্যার জন্য জাইতে পারতাছি না আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন যদি পারেন তো 0178304**** এই নাম্বারে একটু দয়া করে কল দিবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.