Bangla Fonts

ফ্রি 100+ পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড

আপনি যদি পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড করতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কেননা এই আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ১০০+ পিক্সেলাব বাংলা ফন্ট। যেগুলো আপনারা এই আর্টিকেলটি থেকে একদম বিনামূল্যে/ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।

পিক্সেলাব অনেক জনপ্রিয় একটি এন্ড্রয়েড অ্যাপ ছবি এডিট, ব্যানার ও পোস্টার ডিজাইনে জন্য। তবে ছবিতে লেখা যুক্ত করার জন্য ও বিভিন্ন ধরনের আকর্ষনীয় ব্যানার বা পোস্টার তৈরির জন্য ফন্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলা বেশীরভাগ ভালো দেখতে ফন্ট প্রিমিয়াম হয়ে থাকে। কেমন হয় যদি আপনি এসকল ফন্ট একদম ফ্রিতে পেয়ে যায়?

যদি আপনি এসব ফন্ট ফ্রিতে পেতে চান তাহলে পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড নিয়ে লেখা এই আর্টিকেলটি পড়তে থাকুন এসব এসব ফন্ট ডাউনলোড করার লিংক থেকে ফন্টগুলো ডাউনলোড করে নিন এবং তা ব্যবহার করা শুরু করে দিন।

পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড

প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সেরা ২০ টি ফন্ট। যে ফন্টগুলো জিপ আকারে নিচে দেওয়া ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তাহলে চলুন প্রথমে ফন্টগুলোর নামের তালিকা দেখে নেওয়া যাক। আর এই ২০ টি ফন্টের ডাউনলোড লিংক তালিকার নিচে পেয়ে যাবেন।

SerialFont Name
1Ekushey Bangla.ttf
2Amar Desh.ttf
3Charu Chandan.ttf
4BenSen Handwriting.ttf
5Ekushey Shimanto.ttf
6Ekushey Godhuli.ttf
7Ekushey Saraswatti
8Ekushey Durga.ttf
9AdorshoLipi.ttf
10Ekushey Sumit.ttf
11Ekushey Puja.ttf
12ShaldaOMJ.ttf
13Ekushey Sharifa.ttf
14SugondhaOMJ.ttf
15MohanondaOMJ.ttf
16Ekushey PunarBhaba.ttf
17Ekushey Mohua.ttf
18Ekushey Mohua.ttf
19KumarKhaliOMJ.ttf
20RatoolOMJ.ttf
21[Bonus] HogglyOMJ.ttf

ফন্টগুলোর নাম তো দেখেই নিলেন এবার এই ২০টি + বোনাস ১টি পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড করে নিন নিচে থাকা ডাউনলোড লিংক থেকে। সবগুলো ফন্ট একটি জিপের মধ্যে রয়েছে। জিপটি আপনাকে আনজিপ করতে হবে ফন্টগুলো ব্যবহার করার জন্য।

জিপ ফাইলটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। ফাইলটি আনজিপ করার পাসওয়ার্ড হলোঃ TuneBN

২১ টি পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড

আরো ১০টি পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড

এবার চলুন আরো ১০ টি বাংলা ফন্ট ডাউনলোড করে নেওয়া যাক Pixellab এর জন্য। এই ফন্টগুলোও জিপ আকারে রয়েছে। যে ফন্টগুলো এই জিপের মধ্যে রয়েছে সেই ফন্টের তালিকা নিম্নে দিয়ে দেওয়া হলো।

SerialFont Name
1AtraiMJ Bold.ttf
2AtraiMJ BoldItalic.ttf
3AtraiMJ Italic.ttf
4AtraiMJ.ttf
5ATRAIOMJ.ttf
6BA1.ttf
7BAB1.ttf
8BABC.ttf
9BABC1.ttf
10BABE.ttf

এই ১০টি ফন্ট কোন প্রকার পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড নয়। এই ফন্টগুলো জিপ আকারে ডাউনলোড করতে ভিজিট করুন – বাংলা ফন্ট ডাউনলোড জিপ | Free 10 Bangla Fonts Download Zip

ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড ফর পিক্সেলাব

ইতিমধ্য আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি সর্বমোট ৩০টি বাংলা ফন্ট। আরো ৭০ টি বাংলা ফন্ট আপনাদের সাথে শেয়ার করা বাকী। আর এই বাকী সকল ফন্ট কিন্তু ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে শেয়ার করা আছে। এই সকল ফন্টগুলো পেতে নিচে দেওয়া আর্টিকেলে ভিজিট করুন, আর্টিকেলগুলো পড়ুন এবং সাথে বাংলা ফন্ট একদম ফ্রিতে ডাউনলোড করে নিন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড সম্পর্কিত চলুন কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর জেনে নেই।

পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড করব কিভাবে?

এই আর্টিকেলে থাকা পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাকে ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড লিংকটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নিলে ফন্ট ফাইল ডাউনলোড হওয়া শুররু হয়ে যাবে।

ফন্টগুলো কিভাবে পিক্সেলাবে যুক্ত করব?

পিক্সেলাবে ফন্টগুলো যুক্ত করার জন্য প্রথমে আপনাকে এই আর্টিকেল থেকে ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে এবং ফন্টগুলো জিপ আকারে থাকলে তা Extract করে নিতে হবে। ফন্ট ইম্পোর্ট করার অপশন থেকে কাস্টম ফন্টগুলো সিলেক্ট করে Pixellab এ ইম্পোর্ট করে নিতে হবে।

এই পিক্সেলাব বাংলা ফন্ট কি অন্য কোথাও ব্যবহার করা যাবে?

হ্যাঁ আপনি চাইলে এই ফন্টগুলো অন্য কোন অ্যাপে কিংবা কম্পিউটারে ব্যবহার করতে পারবেন।

উপসংহার

এই ছিল পিক্সেলাব বাংলা ফন্ট ডাউনলোড নিয়ে আমাদের এই আর্টিকেল। আর্টিকেলে থাকা ফন্ট ফাইলগুলো ডাউনলোড করুন এবং ব্যবহার করা শুরু করে দিন। ফন্টগুলো ডাউনলোড করতে গিয়ে আপনি যদি কোন প্রকার সম্মুখীন হন তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি চেস্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য।

ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএনের সাথেই থাকুন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.