১০১+ প্রেমের ছন্দ [রোমান্টিক, ব্যার্থ, মিষ্টি] | Premer Chondo
প্রেমের ছন্দ নিয়ে লেখা এই আর্টিকেলটিতে আপনাকে স্বাগতম। আপনি যদি প্রেমের ছন্দ খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। আমাদের এই আর্টিকেল থেকে আপনি অসাধারণ সকল সুন্দর সুন্দর প্রেমের ছন্দ পেয়ে যাবেন। যেগুলো আপনি কপি করে আপনার প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।
আমাদের মনে প্রেম বা ভালোবাসা বিভিন্ন কারণে অনুভত হতে পারে। প্রেম বা ভালোবাসা অনুভত হলে আমাদের মন অনেক খুশি থাকে। সে সময় প্রেমের ছন্দ বা ভালোবাসার ছন্দ পড়লে মনকে আরো খুশি করা যায়। এছাড়া ভালোবাসার কাউকে যেমনঃ স্বামী বা স্ত্রীকে প্রেমের ছন্দ পাঠিয়ে তাকে অনেক খুশি করা যায়। তছাড়া ছন্দগুলো স্ট্যাটাস, ছবির ক্যাপশন হিসাবেও ব্যবহার করা যেতে পারে। তাহলে চলুন আমাদের প্রেমের ছন্দগুলো দেখে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
Table of Contents
প্রেমের ছন্দ
সেরা সকল প্রেমের ছন্দগুলো নিম্নে তালিকা আকারে দিয়ে দেওয়া হলো এসকল ছন্দগুলোর মধ্যে থেকে আপনার যে ছন্দটি ভালো লাগে সেটি কপি করে নিন।
জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর, তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর, আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা, সারা দেয় কোনে কোনে শিহরন জাগে মনে, তোমাকে পাওয়ার আশায়।
দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে. কেউ কাঁদে কেউ হাঁসে, তাতে কি যায় আসে… খুঁজে দেখো আশে পাশে, কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে…
সব কিছুই কষ্ট প্রকাশ করার মাধ্যম আছে। শুধু মাত্র মন টার কষ্ট প্রকাশের কোনো মাধ্যম নেই। বুকের ভেতর ই চুপ করে বসে থাকে নীরব হয়ে। না পারে বেরিয়ে আসতে না পারে নিজেকে শেষ করতে।
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো… স্বপ্ন গুলো দিলাম তাতে আরও দিলাম আশা, মনের মতো সাজিয়ে নিও আমার ভালবাসা।
চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়, মন যে আমার সব সময় তোমার কথা কয়, মনকে যদি প্রশ্ন কর
- তোমার আপন কে? মন বলে এখন তোমার লেখা পড়ছে যে!!!
- তুমি আমর নদীর মাঝে একটি মাত্র কূল, তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল…
- বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার পক্ষ থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে দেখতে কি আমায়?
- টাপুর টুপুর বৃষ্টি লাগছে দারুন মিষ্টি, কী অপরুপ সৃষ্টি দেয় জুড়িয়ে দৃষ্টি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তাজা ফুলের গন্ধয়ে, মনটা নাচে ছন্দে উতলা আনন্দে, জানু তোমার জন্য…
- যদি পৃথিবীর সব গোলাপ প্রতিদিন একটা করে তোমাকে দিয়ে বলি আমি তোমাকে ভালবাসি, সব গোলাপ শেষ হয়ে যাবে… তবুও আমার ভালবাসা শেষ হবে না… হয়তো আজও আমার ভালবাসার গভীরতা বুঝতে পারো নি…
- জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি… জানতাম না কাকে বলে ভালো ভালবাসা শিখিয়েছ তুমি…
- কটি প্রকৃত ভালবাসা হতে পারে দৈহিক অথবা ঐশ্বরিক… সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা শাশ্বত ও অধিক শান্তিপূর্ন…
- ভালোবেসে কাছে টেনে, জল দিলে আঁখি ভরে! চলে গেছ দুঃক্ষ নাই, আজো তোমায় ভুলি নাই!
- প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, ২টি পাখির ১টি নীড়, ১টি নদীর ২টি তীর, ২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা…
- শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে,শিশিরের শীতল স্পর্শে যদি,শিহরিত হয় মন।বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
- তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই! ভালবাসি শুধু তোমায় আমি, জনম, জনম ভালবাসতে চাই!
- যা পেয়েছ তা হারিয়েও না.. যা হারিয়েছ তা র ফেরে পেতে চেওনা, যা পাওনি তা কখনো তোমার ছিল না।
- হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে! ভালবাসি বলতে গিয়ে ফিরে, ফিরে আসি! কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি!!
- তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙ্গে ছবি. তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি..
- পাষান পৃথিবীর পাষান মানুষ, স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ, ধুরে গেলে অভিমান কাছে এলে অভিনয়, মানুষ যে নিষ্টুর এটাই তার পরিচয়।
- জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে… মন চায় হারিয়ে যাই… কোনো এক দুর অজানায়… যেখানে আকাশ মিশে হবে একাকার।। আর তুমি “রাজকুমারী” হবে শুধু আমার।
- মেহেদী পাতা যদি নিজের জীবন বিহর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে, তাহলে একটা মানুষ কেন পারেনা কাওকে মন থেকে ভালোবেসে একটা জীবনকে রাঙাতে…
- কটা আকাশ হেরে গেলো… হারিয়ে তার মন… অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন… তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়… নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়…
- চোখে আছে কাজল কানে আছে দুল, ঠোট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।
- তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর, জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর । তার মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা, তার জীবনে পেতাম জীবন মিটত প্রাণের তৃষা।
আরো পড়ুনঃ
- ছন্দ | বিভিন্ন ধরনের ছন্দ [ভালোবাসার, কষ্টের, হাসির, প্রেমের, সুন্দর]
- কষ্টের ছন্দ ভালোবাসার, মেয়েদের, ইসলামিক ছবি সহ | Koster Sondo
- বসন্তের স্ট্যাটাস, বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্তের শুভেচ্ছা ছন্দ
মিষ্টি প্রেমের ছন্দ
আপনি কি মিষ্টি প্রেমের ছন্দ খুঁজছেন? চিন্তা করবেন না। আমি আসি তো। আপনার জন্য এ ধরনের কিছু মিষ্টি প্রেমের ছন্দ নিম্নে দেওয়া হলো আশা করছি ছন্দগুলো আপনার ভালো লাগেব।
পৃথিবীতে সব থেকে
নির্লজ্জ হলো মানুষের মন।
ফিরবেনা জেনেও তার
অপেক্ষায় বসে থাকে…
সেই সময়টা তেমন কঠিন নয়!!
যখন চোখ দিয়েপানি পড়ে
কিন্তু ঐ সময়টা খুব কঠিন!!
যখন চোখের পানি
লুকিয়ে রেখে হাসতে হয়।
কষ্ট বুকে চেপে একলা থাকি
কান্নার নোনাজল অধরে মাখি
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে
আয় না ফিরে তুই আমারি বুকে!!
মানুষ তার সাথেই রাগ
অভিমান বেশি করে, যাকে সে ভালোবাসে।
যে তোমাকে ছেড়ে চলে গেছে
তাকে মণে না করে
তার অপেক্ষাই না থেকে
যে তোমার অতীত জেনেও
তোমাকে ভালোবাসে
তুমি তাকেই ভালোবাসো।
যে যাবার সে যাবেই,
মাঝখানে আপনার জীবনটা
এলোমেলো করে দিয়ে যাবে।
একমত?
তুমি আমার জন্যে
দু ফোটা চোখের জল ফেলেছ
তার প্রতিদানে আমি
জনম জনম কাঁদিব।
- ভালবাসা মানে আবেগের পাগলামি… ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা… ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা।
- পাতায় পাতায় কাব্য গাথা পাতায় লেখা গান, শিরায় শিরায় স্বপ্ন আমার ভিষণ অভিমান।
- ভালোবাসার শুরু হয় শেষ হয় না! হয়তো এক সময় ভালোবাসার! মানুষটা হারিয়ে যায়, তবে ভালোবাসা হারায় না! বরং মনের গভীরেই থেকে যায়!!
- বিধি তুমি সবই জানো, জানো মনের কথা, আজো তো পেলাম না আমার বাম পাজরের দেখা, যে আমায় ভালোবেসে পাশে থাকবে সারাটি ক্ষন, যে আমায় ভালোবেসে রাংগীয়ে দিবে আমার ভূবন, বলো না বিধি তার দেখা পেতে আর কতক্ষন…
- ভালোবাসা ১ অদ্ভুত অনুভূতি!! যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না!! যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না!! আর যখন উভয়ই বুঝে তখন- দুনিয়া বোঝে না।
- আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া…
- যে তোমাকে প্রকৃত ভালবাসে,সে তোমাকে কখনো ভুলে যাবেনা, যদি তোমাকে ভুলে যাবার জন্য ১০০টা কারণও থাকে, তারপর ও তার থেকে সে ১টা কারণ খুঁজে বের করবে শুধু তোমাকে পাবার জন্য। coz true love never end…
- হৃদয়ের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
- যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষে ধুয়ে দিতাম। মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে, কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে…
- এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে, যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে…
- তোমার জন্য হয়ত আমি পৃথিবীর সব সুখে এনে দিতে পারব না, কিন্তু এইটা পারব যে তোমায় সারা জীবন ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খোঁজে ও পাবে না।
প্রেমের ছন্দ পিক
রোমান্টিক প্রেমের ছন্দ
রোমান্টিক প্রেমের ছন্দ খুঁজে থাকলে নিচে থাকা ছন্দগুলো দেখতে পারেন। এমনি কিছু ছন্দ নিম্নের তালিকায় আপনাদের সাথে শেয়ার করা হয়েছে।
- বিচিত্র বিধির রীতি,, কি করিব হায় যারে যত ভালবাসি সে তত কাদাঁয়।
- আমার ভালোবাসা নিয়ে কোথায় হারালি? তোর কোমল স্পর্শে সব কষ্ট ভুলে ছিলাম। আবার আয় তো এই বুকে-মমতার মহা সমুদ্র নিয়ে বসে আছি, তুই ডুব সাঁতার না দিলে সাগরও শুঁকিয়ে যাবে যে…
- বাতাসে উড়াইয়া চুল গুন গুনাইয়া গাও, বাঁকা চোখে কন্না তুমি আমার দিকে চাও।
- আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সিমা হিন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”
- ভালো যদি বাসো গো কান্না আরো কাছে আসো, ভালবাসার গান শোনাবো আমার পাশে বসো।
- লাল গোলাপী ঠোঁট তোমার, নেশা ভরা চোখ, কাজল কালো কেশ গো কন্না মায়া ভরা মুখ।
- ভালোবেসে কাছে টেনে, জল দিলে আঁখি ভরে… চলে গেছ দুঃক্ষ নাই, আজো তোমায় ভুলি নাই… কেমন আছ জানতে চাই…
- বন্ধুত্ব হলো, হাত এবং চোখের মধ্যে সম্পর্কের মতন… যখন হাতে কোনো আঘাত লাগে, তখন চোখের অশ্রু ঝড়ে… আবার, যখন চোখের অশ্রু ঝরে, তখন হাত টা মুছে দেয়…
- আমার শোকে ছড়িয়ে দিও, জবা ফুলের লাল, বন্ধু আমি তোমার নিশী, জাগবো চির কাল…
- কখনো যদি দেখা হয়ে যায় দুজনার পথ চলার পথে, সে দিন ও দেখবে তুমি, আমি আছি বসে তোমারি পথো চেয়ে…..
- আবার যদি বৃষ্টি নামে, আমিই তোমার প্রথম হবো… লেপ্টে যাওয়া শাড়ির মতো, অঙ্গে তোমার জড়িয়ে রবো।
- হাতে হাত রেখে আমি দেব তোমায় কথা, ভালবেসে কোনদিন দেব না গো ব্যথা। ভালবেসে আমায় তুমি করে নেও আপন, তোমায় আমি রাখব বুকে করিয়া যতন।
- আজকের এই দিন গুলো কাল স্মৃতি হয়ে যাবে, মনের খাতায় কোনো পাতায় লেখা হয়ে রবে, কালকে এই পাতা গুলো একটু উল্টে দেখো, আবছা সব সৃতির মাঝে আমায় খুঁজে পাবে…
- ফুল কে ভালোবাসো পাবে সুঘ্রান। ইসলাম কে ভালোবাসো পাবে সকল সমাধান। রাসুল (সাঃ) কে ভালোবাসো হবে আদর্শবান। আল্লাহ কে ভালোবাসো হবে মহান…
- আমি মেঘের মতো চেয়ে থাকি। চাঁদের মতো হাঁসি। তারার মতো জলে থাকি, বৃষ্টির মতো কাঁদি। দূর থেকে বন্ধু তোমার কথা’ই শুধু ভাবি…
- তুমি তার জন্য হাঁসো, যে তোমার জন্য কাঁদে। তুমি তার জন্য হারো, যে তোমার জন্য যেতে। আজীবন তুমি তাকেই ভালোবেসো, যে তোমাকে তোমার থেকেও বেশি ভালবাসে…
- ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
- বন্ধু বলে ডাক যারে, সে কি তোমায় ভুলতে পারে. যেমন ছিলাম তোমার পাশে, আজ আছি ভালোবেসে. থাকব আমি তেমনি করে, বন্ধু হয়ে চিরতরে…
- মন বলে কিছু কথা, হৃদয়ে আছে গাঁথা, মনের মাঝে লুকিয়ে আছে না বলা অনেক বেথা, যদি সময় থাকে শুনে নিও আমার কিছু কথা.. আমি এখন বড্ড একা……
- নরম হাতের মিষ্টি লেখা। বন্ধু আমি বড় একা। চাঁদের গায়ে জোসনা মাখা। মনটা আমার ভীষণ ফাঁকা। ফাঁকা মনটা পূরণ কর। বন্ধু আমায় Kiss, থুক্কু! Miss কর…
- যতো দুরে যাও না কেন আছি তোমার পাশে, তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে, কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই, যদি না পাও জানবে সেদিন আমি যে আর নেই…
- সোনাবরন কন্না তুমি হাঁটু লম্বা চুল, চিকন চাকন রুপের ঘটন হাসলে গালে পরে টুল।
- সারা শহর খুঁজে বেড়াই, তোমার যদি দেখা পাই, চোখ বুজলেই তোমায় দেখি, খুললে দেখি তুমি নাই…
- রাতে চাঁদ, দিনে আলো… কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো সবার চেয়ে তুমি ভালো… আকাশ নীল, মেঘ সাদা, গোয়াল ঘরে, তুমি…
- সবুজ বনের ছোট্ট পাখি, অবুঝ তার মন। কেউ জানেনা জগৎ জুড়ে কে তার আপনজন. আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে। তাইতো নিজে দুখী হয়েও, সুখী সবার চোখে…
- আমি বোকা , আমি ছাগল, আমি গরু, আমি পাগল, আমি জানোয়ার, আমি রাক্ষস, আমি স্টুপিড (আসতে পড় তোর এতগুলো নাম সবাই জেনে ফেলবে…………..)
- রাতের আকাশে তাকালে দেখি লক্ষ্য তারার মেলা, এক চাঁদকে ঘিরেই যেন তাদের যত খেলা… বন্ধু অনেক পাওয়া যায় বাড়ালেই হাত, আমার কাছে তুই যে বন্ধু… ওই আকাশের চাঁদ…
- রোজ সকালে রোদ পোহাতে, তোমার বাড়ি যাই। ধর বন্ধু আমার ঘরে, শীতের কাঁথা নাই…
- আবার যদি রৌদ্র উঠে, মেঘ কেটে যায় মনের… আমি তোমার সঙ্গী হবো, বন ফুলো বনের…
- গরমে শীতল পাটি শীতে হব কাঁথা, রুদ্রে হব ছায়াপথ বৃষ্টিতে হব ছাতা।
- তোমার অসুখ হোক, তোমার ঘরে মশা আসুক, তোমার মাথা খারাপ হোক, তোমার সপ্নে ভুত আসুক, সারা রাত শীত লাগুক – তা আমি চাই না… কারণ তুমি আমার ফ্রেন্ড…..
- আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে — জানুয়ারী মাসে তার হাটু জল থাকে…. পার হয়ে যায় গরু পার হয় গাধা — তোর কথা মনে পড়ে ওরে হারামজাদা…….
- বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ। বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ। বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।
- চাঁদের গভীরে আছে রাত! রাতের গভীরে আছে ঘুম! ঘুমের গভীরে আছে স্বপ্ন! স্বপ্নের গভীরে আসো তুমি! আর, তোমার গভীরে আছে শুধু তুম চাঁদ নেহি, চাঁদ কি রশ্মি হো। তুম ফুল নেহি, হার ফুলো কি খুশবু হো। তুম ইনসান নেহি, ইনসান কি রূপ মে বান্দর হো…
- সূর্য গেছে মেঘের বাড়ী, ডুবে গেছে বেলা. একটু খবর নিলেনা যে, আমায় ভুলে গেলা…
- হারিয়ে গেছে অনেক কিছু – সকাল থেকে রাত, হারিয়ে গেছে পাশা পাশি আঁকড়ে ধরা হাত… হারিয়ে গেছে প্রথম প্রেমে টুকরো হওয়া মন, চলতে চলতে হারিয়ে গেছে বন্ধু কতোজন কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়, কিছু উত্তর আজো মেলেনা, কিছু কথা আজো মনে পড়ে, কিছু স্মৃতি চোখে জল আনে, মরেও মরে না কিছু আশা, এরই নাম ভালবাসা…….
- মৃতুতেই সে অস্ত যায়… অল্প অল্প কথা থেকে কথামালার বৃষ্টি… ছোট ছোট গল্প থেকে ভালোলাগার সৃষ্টি, মাঝে মাঝে SMS পাঠালে ভালবাসা হয় মিষ্টি…
- চোখের কোনে জমে আছে একটু খানি পানি, মুছে দিতে আসবেনা কেউ এ কথাও জানি… অনেক আপন ছিলে তুমি হঠাৎ হলে পর, আমার খবর নাইবা নিলে, তোমার কি খবর?????
- জীবনের প্রদীপকে ভালবাসার তেল দিয়ে জালিয়ে রাখো। কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিমে অস্ত যায়। কিন্তু ভালবাসার উদয় হৃদয়ে হয়…
- মন খোঁজে সারাক্ষণ মনের মত মন। মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন। শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা. তার মধ্যে উন্নতম তোমার ভালবাসা কেউ করবে লাভ, কেউ করবে পাপ, কেউ খাবে ছেকা, কেউ হবে একা, কেউ করবে গান, কেউ দিবে জান, আর কেউ করবে অভিমান! সো লাভ ইজ ফান
- আকাশের ওই নিরবতার কোনো জুড়ি নাই, মনে রেক আমি তোমায় আজো ভুলি নাই…………..
- আকাশের শুবার জন্য তাঁরা সারি সারি পুরুষের শুবার জন্য দরকার একজন নারী।
- বৃষ্টি ভেজা আমার আকাশ – মনটা তাই উদাস উদাস, মেঘের সাথে মিষ্টি কথন – দুই নয়নে অঝর শ্রাবণ, আমি আছি যেমন তেমন – বল তুমি আছ কেমন??
- আমি এখন অন্ধকারে মেঘ লেগেছে ছাঁদে, তবু আমার বাসরী মন তোমার জন্য কাঁদে…
- তোকে ভালোবাসি বলেই তো-এতো কাছে কাছে থাকি; ঝগড়া ঝাঁটি, খুনসুটি, সব কিছুই ভালো লাগে…
- বিপদে বন্ধু হব, কষ্টে ভাগীদার জ্যোৎস্না হয়ে থাকব পাশে নামবে না আধার।
- হাসের মত হেলে ধুলে নদীর ঘাঁটে যাও, মুচকি মুচকি হাসি দিয়ে আমার পানে চাও।
ব্যর্থ প্রেমের ছন্দ
আপনি জন্য কিছু ব্যর্থ প্রেমের ছন্দ নিম্নে দিলাম। এখান থেকে পছন্দের ছন্দটি বেছে নিন।
পৃথিবীতে সবচেয়ে মূল্যবান
সম্পদটির নাম হচ্ছে সুখ।
যার ক্রেতা সবাই কিন্তু
বিক্রেতা শুধু একজন…
জীবন টা যদি পেন্সিল দিয়ে লিখা হতো!
তবেই, কষ্ট আর দুঃখগুলো
রাবার দিয়ে মুছে ফেলে,
নতুন করে আবার লিখতাম।
একজন লজ্জাশীল নারী
তার মা বাবার জন্য গর্ব॥
তার ভাইয়ের জন্য সম্মান॥
স্বামীর জন্য সম্পদ॥
তার সন্তানদের জন্য আদর্শ মা…
ভালাবাসা এমন একটা সম্পর্ক
যা সুখ হয়ে চলে আসে
আর দুঃখ দিয়ে চলে যায়
ভালবাসার সুখটা হয় ক্ষনিকের
আর দুঃখ টা হয় সারা জীবনের।
একটা সময় হারিয়ে যায়
অনেক সময়ের মাঝে
একটি সম্পর্ক শেষ হয়ে যায়
একটি কথার ভুলে
একটি মন ভেঙ্গে যায়,
ক্ষুদ্র অপমানে
একটা জীবন শেষ হয়ে।
কাউকে যদি ভালবাসো,
ভালবেসো চিরদিন।
আর যদি না বাসো,
বেসনা কোন দিন।
অবুজ মন নিয়ে খেলা খেলনা,
কোন নিষ্পাপ হৃদয়ে বেথা দিয়না।
বেদনার রং যদি নীল হয়
তাহলে ভালোবাসার রং কী??
ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।
আমি জানি আমি
তোমাকে খুব বিরক্ত করি
কিন্তু, যেদিন আমি তোমাকে
বিরক্ত করবো না
সেদিন তুমি আরও
বেশী বিরক্ত হবে!!
কাউকে না পেলে জীবন
কখনো শেষ হয় না
কিন্তু কাউকে পেয়ে
তাকে আবার হারালে
জীবনের আর কিছু
বাকি থাকে না।
কান্নার জল সবাই দেখে
হৃদয়ের কষ্ট কেও দেখেনা
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে
কিন্তূ না পাওয়ার বেদনা
সারা জীবনে ও ভুলা যায়না!!!
মানুষ কখনো তার প্রিয়জনের
উপর রাগ করতে পারে না
যা করে তা শুধুই অভিমান !
আর অভিমান কখনো
রাগ থেকে হয় না
হয় কষ্ট থেকে!!!
কিছু কিছু প্রিয় মানুষ
হঠাৎ করেই বদলে যায়।
কিছু কিছু সুখের মুহূর্ত
হঠাৎই নাগালের বাইরে
চলে যায়।
রিলেশন টা অল্প দিনের হলেও
কষ্টটা কিন্তু সারাজীবনের…
মানুষের মনটা বড়ই অদ্ভুত
কেউ কাঁদে একটুখানি
সুখের আশায়!!!
আর কেউ এক আকাশ
সুখ পেয়েও হারিয়ে
ফেলে সব অবহেলায়।
প্রতি মানুষের জীবনে কষ্ট আছে,
শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন,
নির্বোধরা প্রকাশ করে
চোখের পানি দিয়ে,
আর বুদ্ধিমানরা প্রকাশ করে
মৃদু হাঁসি দিয়ে।
পৃথিবীর সব কিছু বিসর্জন দেয়া যায়।
কিন্তু ভালবাসা বিষর্জন দেয়াটা খুব কঠিন।
কারণ একজন মানুষের কাছে
ভালবাসার মানুষটাই হলো তার পৃথিবী।
প্রেম অনেকটা রাবার ব্যান্ডের মতো
দুদিক দিয়ে ধরে রাখতে হয়।
কিন্তু একজনও যদি
ছেড়ে দেয় এটা ব্যথা দেয়!!
প্রেম অনেকটা বরফের টুকরোর মত
যত শক্ত করে চাপবে
তত দ্রুত মিলিয়ে যাবে
তারপর শুধুই ভেঙে যাওয়া
প্রেমের জন্য কিছুটা
অশ্রুজল পড়ে থাকবে।
উপসংহার
আর্টিকেলটিতে অনেক সুন্দর সুন্দর ও সেরা সকল প্রেমের ছন্দ আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। আশা করছি আর্টিকেলে থাকা প্রেমের ছন্দগুলো আপনার ভালো লেগেছে। আর্টিকেলে থাকা প্রেমের ছন্দগুলো আপনার কাছে কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
পরিশেষে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এধরনের আরো অনেক আর্টিকেলের জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পাওয়ার জন্য।