
আপনি কি ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের সেরা সকল ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন যা আপনি আপনার ছবির সাথে দিতে করে। এতে করে আপনার পোস্টটি অনেক আকর্ষনীয় হয়ে উঠবে। ফেসবুকে ছবির সাথে ক্যাপশন দিলে সেই ক্যাপশন দিয়ে অনেক কথা বোঝানো যায়। এটি ছবির বর্ণনা হিসাবে কাজ করে।
ছবি অনুযায়ী আপনার মনের মতোন করে একটি ক্যাপশন দিতে পারেন। সেটি হতে পারে রোমান্টিক, কষ্টের, ইসলামিক ইত্যাদি। ফেসবুকে স্ট্যাটাস ক্যাপশন দেওয়ার জন্য সুন্দর অনেকগুলো ক্যাপশন এই আর্টিকেলটি পাবেন। চলুন দেরী না করে আর্টিকেলটিতে থাকা ক্যাপশনগুলো দেখে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
- ক্যাপশন ফর ফেইসবুক বাংলা | Caption for Facebook Bangla
- ফেসবুক ক্যাপশন | 150+ Best Facebook Caption Bangla & English
- প্রোফাইল পিকচার ক্যাপশন বাংলা
আর্টিকেলের বিষয় | ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন |
আর্টিকেলের ধরণ | স্ট্যাটাস/ ক্যাপশন |
সর্বমোট স্ট্যাটাস/ ক্যাপশন | ১১০+ |
আর্টিকেল সর্বশেষ আপডেট | ৫ আগষ্ট ২০২৩ |
Table of Contents
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন
ধারাবাহিকভাবে তালিকা আকারে নিম্নে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন গুলো দিয়ে দিলাম। এখান থেকে আপনার যে স্ট্যাটাস ক্যাপশনটি ভালো লাগে সেটি কপি করে নিয়ে ফেসবুকে ক্যাপশন হিসাবে দিন।
প্রতিদিন এভাবে নিজেকে মিথ্যে বলে নিজের সঙ্গে সেলফি তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে গেছি।
কোন একদিন যদি হাতে লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে যায় তোমার পাশে তবে কি ভালোবাসি বলবে? নাকি পাগল বলে তাড়িয়ে দেবে।
- তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছিলাম। যতটা ভালোবাসে ক্যান্সারে আক্রান্ত রোগী তার শেষ প্রতিটা দিনকে।
- একগাদা সেলফি তুলতে তুলতে কবে যে ডান হাতটা বা হাতের চেয়ে লম্বা হয়ে গেছে বুঝতেই পারিনি।
- তোমার এই সেলফিই বলে দিচ্ছে তুমি কত একা। সময় থাকতে বন্ধু আর প্রিয়জনদের মর্যাদা দিতে শেখ।
- আজকের দিনে বিশ্বস্ত থাকাটা অতটা প্রয়োজনীয় নয় বরং লোকের সামনে মিথ্যে অভিনয় করাটাই স্টাইল হয়ে গেছে।
- অসুখ হলে প্রিয় কাউকে খুব মনে পড়ে। কারণ, অসুস্থ হয়ে গেলে সেই মানুষটা প্রায়ই মাথায় হাত দিয়ে বলতো ইশ! জ্বরে তো তোমার সমস্ত শরীর পুড়ে যাচ্ছে
- সত্য প্রেমে রাগারাগি বেশি হয় কারণ তারা একজন আরেকজনকে ভীষণভাবে পাশে পেতে চায়! আর মিথ্যা প্রেমে হয় তার বিপরীত।
- আমার নাকি অনে-এ-এ-ক বন্ধু, তাহলে আমার সেলফিতে মাত্র দুটো লাইক কেন?
- আগে সবাই বলত ভালো কাজ করো আর ভুলে যাও আর এখন সবাই বলে ভালো, খারাপ যাই করো ফেসবুকে দাও।
- কারও সাথে এমনভাবে গায়ে গা লাগিয়ে সেলফি তুলবে না, যাতে আড়ি হয়ে গেলে তাকে ক্রপ করে ছেঁটে ফেলা না যায়।
- জানো এখন আর অপেক্ষা করি না অপেক্ষার প্রহর শেষ করেছি অনেক আগে! এখন শুধু প্রতীক্ষা ঠিক আমার মত তোমাকেও অপেক্ষা করতে দেখার।
- হয়তো আমি তোমার কিছুই না কিন্তু তুমি আমার হৃদয়ের আয়না! যেখানে আমি আমাকে দেখতে পাই,আমার মৃত্যু অবধি দেখতে পায়।
- হাত ধরো আমার প্রিয়তম, এসো তোমায় বাঁচতে শিখিয়ে দিই।
- রাত বাড়ছে, অনেক বছরের পুরনো সেই রাত, নেশায় কাতর হচ্ছে নিথর দেহ।
- প্রতিদিন এভাবে নিজেকে মিথ্যে বলে নিজের সঙ্গে সেলফি তুলতে তুলতে আমি ক্লান্ত হয়ে গেছি।
- আইনের হাতের থেকেও যারা সেলফি তোলে তাদের হাত অনেক লম্বা হয়।
- বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
- বইয়ের ভাঁজে টুকরো চিঠি,ধূসর গুটিকয়েক অক্ষর কিছু পুরোনো গল্প মনোনীত হয়নি, উপরওয়ালা করেননি স্বাক্ষর।
- লম্বা নিঃশ্বাস নিয়ে বলো আজকের দিনটা খারাপ গেছে, কাল নিশ্চয়ই ভালো যাবে।
- যদি হঠাৎ কোনদিন দেখা হয় কোন এক পুরনো রাস্তার মোড়ে! তাহলে কি ভালোবাসি বলবে? নাকি পাগল বলে চালিয়ে দেবে?
- জীবন খুব ছোট, কেঁদে কেঁদে নষ্ট করব কেন?
- জীর্ণ শরীর আর ক্ষতবিক্ষত ফুসফুস, তবুও একটু কমতি নেই ভালোবাসার।
- অন্যকে দেখে নিজেকে বদলাবে কেন? তুমি এমনিতেই সুন্দর।
- তোমার এই সেলফিই বলে দিচ্ছে তুমি কত একা। সময় থাকতে বন্ধু আর প্রিয়জনদের মর্যাদা দিতে শেখ।
- ভালোবাসার খামে তোমায় দিলাম আমার চিঠি।
- সেলফি তোলার সময় পেটটা টেনে ভিতরে ঢোকানোটা একটা শিল্পকলা।
- যদি সত্যি করে একবার ভালোবেসে ফেলতে,তাহলে কখনো ছেড়ে যেতে পারতে না!
- অতীত আঁকড়ে থাকলে ভবিষ্যৎ তৈরি হবে কীভাবে?
- এই মুখে মুখোশ পরি সেলফির জন্য। আমার আসল আমি শুধু যে তোমার জন্য রাখা।
- তুমি আমার কাছে কি জানো? মেঘলা আকাশে হঠাৎ উঁকি দেওয়া এক ফালি উজ্জল রোদ।
- মাঝে মাঝে নিজেই নিজের সেলফি দেখে এত খুশি হয়ে যাই মনে হয় নিজেই নিজেকে একটা চুমু খেয়ে ফেলি!
- তোমাকে আটকে রাখার কোনো সাধ্য হয়তো আমার নেই, তবুও দু চোখ ভরে ভালোবাসা মুহূর্ত নামানোর অপেক্ষা করে যাই।
- সম্মান তাদের প্রাপ্য, যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারচ্ছন্ন এবং বেদনাদায়ক।
- মন নয় এখন মুখের দাম বেশি, তাই বাজারে সেলফি ফোনের দাম অনেক বেড়ে গেছে।
- যে মেয়ে আজ পর্যন্ত একটাও সেলফি তোলেনি তাকেই আসল ভারত রত্ন দেওয়া উচিৎ।
- তুমি বললে হয়তো আকাশটাকে এনে দিতে পারব না তবে আকাশের ওই আধার কে সরিয়ে তোমাকে ভালবাসতে পারব ঠিকই!
- ভাবিনি কোনওদিন একদিন এইভাবে কংক্রিট জঙ্গলে হারিয়ে যাব আমি। সেলফিতে থাকবে শুধু একদিনের হাসি।
- সে ভাবল টেরা চোখে তাকাই আমি তার দিকে/ সেলফি নিচ্ছি বুঝতে পেরে হল একটু ফিকে।
- তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকেনা! সব কেমন এলোমেলো লাগে! মানুষটা অভ্যাস হয়ে গেলেও, একসময় মানুষটাকে আর আপন লাগেনা!
- টিপ পরলে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিও খেয়াল করেনা! আমরা বেড়িয়ে আসতে শুরু করি, একটা ফ্যান্টাসির জগত থেকে!
- আমি যেমন ঠিক তেমনভাবেই আমায় ভালবেসো।
- যদি সত্যি জানতে চাও তবে আমি তোমাকে চাই! যদি আরো বেশি জানতে চাও তবুও তোমাকে চাই।
- যোগাযোগহীন তুমি আমি, গল্প সব তরতাজা মাঝরাতে ঘুমের মেয়াদ ময়নাতদন্তে ছন্নছাড়া…
- চিঠির ভাঁজে অশ্রু দিও, দিও বুকের ক্ষত, ডাকপিয়নকে বলে দিও ভীষণ ব্যাক্তিগত।
- কখনও কখনও ছাদের কার্নিসে দাড়িয়ে মৃত্যুকে মনে হয়,সমুদ্রের মতো উদ্দাম হাওয়ায় উড়তে থাকা তোমার চুল।
- একটা পারফেক্ট সেলফির পিছনে থাকে অনেকগুলো ডিলিট করে দেওয়া বিচ্ছিরি সেলফি।
- কোন একদিন হয়তো বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচবো না- দেখো আজ তুমি নেই তবুও কতটা নির্লজ্জের মতো বেঁচে আছি এই ক্ষতবিক্ষত হৃদয়টাকে নিয়ে।
- আমরা কতটা একা হয়ে গেছি তাই না? একসময় একে অন্যের ছবি তুলতাম। এখন নিজের সেলফি নিজেকেই তুলে খুশি থাকতে হয়।
- অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও। কারণ, সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে।
- তারপর কথা ছিল সারা জীবন একসাথে থাকার প্রিয়তমা তুমি কথাটি রাখতে পারোনি, তবে আমি বোকার মত এখনো অপেক্ষা করি।
- সব প্রতিজ্ঞা প্রতিজ্ঞাই থেকে যায়। কাউকে ভালোবাসবেনা বলে বাজি ধরে যে মানুষটা ঘুম থেকে উঠতো! সেই মানুষটা ও একদিন লুকিয়ে কাঁদে না পাওয়ার যন্ত্রণায়।
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন কষ্টের
কিছু কষ্টের ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন নিম্নে দিলাম। আপনি যদি কষ্টের ক্যাপশন দিতে চান তাহলে এখান থেকে আপনার পছন্দের ক্যাপশনটি বেছে নিতে পারেন।
প্রয়োজন ফুড়িয়ে গেলে বলে দিও তবু অভিনয় করিও না…
প্রথম প্রেম বেশি কিছু দিন না দিলেও লুকিয়ে কান্না করা টা শিখিয়ে দেয়।
প্রেমে পড়ো না ভালোবাসতে শেখো। কারণ, প্রেম টা শরীরের কিন্তু ভালবাসা টা হৃদয়ের।
এমন অভিমান করো না যে অভিমান শেষে আমায় খুঁজে পাবেনা।
স্বপ্নটা তুমি আর, বাস্তবটা চোখের জল।
- জীবনটা তখনই সুন্দর ছিল, যখন ছুটতাম না সুখের পিছু, বুঝতাম না আসলে বাস্তবতা কি??
- হাজারো রং এর প্রয়োজন কিন্তু, সেই মনের আকাশে কালো মেঘ জমানোর জন্য একটি ছোট দুঃখই যথেষ্ট।
- প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।
- তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আজ বড় ক্লান্ত আমি।
- যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষ গুলো যতেষ্ট!
- অতি প্রেমে মধুও বিষ স্বল্প প্রেমে তক্তাও বালিশ।
- প্রার্থনা করবো যেন কোনদিন নিজের ভুলটা বুঝতে না পারিস। সহ্য করতে পারবি না।
- পুরুষ কাঁদে তখন যখন কষ্টের সীমা থাকে মৃত্যুর কাছাকাছি। নারী কাঁদে তখন যখন তেলাপোকা থাকে কাছাকাছি!
- রাতটা কেবলই ঘুমিয়ে যায় ঘুমায় সারা শহর, আমার চোখই অস্থির হয়ে গুনতে থাকে প্রহর!
- দুজনেই বদলে গেছি তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হয়ে।
- যদি খুব দেরী হয়ে যায় ভাববো এটুকুই ছিল পাওয়ার।
- কষ্ট গুলো লুকানোর জন্য সামান্য মিথ্যে হাসি আর ভালোই আছি বলাটাই যথেষ্ট।
- স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফোরালে!!
- মধ্যরাতের কষ্ট গুলো বড় বেহায়া। না দেয় ঘুমাতে, না দেয় জেগে থাকতে। পারে শুধু অশান্তির মধ্যে রাখতে।
- জীবনটা শাবানা আর আলমগীর এর বাংলা ছায়াছবির মত হয়ে গেছে। খালি কষ্ট আর কষ্ট।
- জানি সে আমার নয় তবু তাকে হারানোর ভয়।
- আগুনের দেখেছো কি আগুন হয়ে জ্বলছি আমি তুমি যাকে আগুন বল আমি তাকে বলি পানি।
- আজো স্বপ্নে এলি, আজো হৃদয় পোড়ালি, আজো কাঁদালি অঝর, আজো বুক ভেঙে দিলি!
- যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জুটে না। শুধু জুটে পুরো পৃথিবীর সমান অবহেলা..
- দূরে থাকাটা কঠিন নয় কঠিন হলো তার দেওয়া স্মৃতিগুলো থেকে দূরে থাকা।
- নেশা কেটে গেছে, তবু তুমি রয়ে গেছো!
- একদিন বুঝবে তোমার হৃদয়ে আমার অভাবটা ঠিক কতটা জুড়ে?
- স্মৃতির জোনাকী ছাড়া আর কিছু নেই বুকের বা পাশে।
- বিধ্বস্ত নগরী পুর্নঃগঠিত হয় বিধ্বস্ত হৃদয় কখনোই নয়।
- মানুষ কখনোই একা নয়। কারণ, যখন সবাই দূরে থাকে তখনও অতীত ঠিকই আপনাকে সঙ্গ দেয়।
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন Attitude
Attitude নিয়ে কিছু ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন নিম্নে দিয়ে দিলাম। Attitude স্ট্যাটাস ক্যাপশন খুঁজে থাকলে এসকল স্ট্যাটাস দেখতে পারেন। আশা করছি আপনার পছন্দ হবে।
- যেসব মেয়েরা সেলফি তুলতে ওস্তাদ তারা গোল রুটি তৈরি করতে না পারলেও ঠোঁটটা ঠিক গোল করে ক্লিক করতে পারে।
- একলা হতে হতে দেওয়ালে পিঠ ঠেকেছে তাই/ নিজেই নিজের সেলফি তুলে লাইক দিয়ে যাই!
- হয়তো একদিন বৃষ্টির মধ্যে আমরা দুজনে ভিজবো, তুমি ভিজবে অন্য একজনের সাথে, আমি ভিজবো কোন এক কবরস্থানে।
- অপূর্ণতায় ঘেরা পরিপূর্ণ মানুষগুলো, সময়ের হিসেবে কখন যে পরিপূর্ণ হয়ে ওঠে তা মানুষেরা বুঝে উঠতে পারে না!
- তার দুষ্টু মিষ্টি মুখটা আজও চোখের সামনে ভাসে/ ফোন খুললেই সেলফিতে সে একটু একটু হাসে।
- তোমার মাথায় আত্মসম্মানের মুকুট, মাথা নিচু করলে সেটা পড়ে যাবে।
- মেয়েদের পাউট আর বাবা মায়েদের ডাউট কখনও কমে না।
- সেলফি তুলতে তুলতে আমরা ভুলেই গেছি খুশি থাকাটা খুশি দেখানোর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
- স্বামী বানানোর কথা দিয়ে গাজাখোর বানিয়ে দেয়ার নামই এ যুগের ভালোবাসা।
- ইশ, আমি কত সুন্দর, তাও কেউ সিনেমায় নেয় না!
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন ইসলামিক
যদি ইসলামিক ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন খুঁজে থাকেন তাহলে এই স্ট্যাটাস ক্যাপশনগুলো দেখতে পারেন। আশা করছি এ সকল ক্যাপশনের মধ্য থেকে আপনার পছন্দের ক্যাপশনটি খুঁজে পেয়ে যাবেন।
- আল্লাহ সুন্দর! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। [সহীহ মুসলিম]
- সালাত হলো ‘নূর’। [সহীহ মুসলিম]
- কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না, যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। [তাগরীব]
- পবিত্রতা ঈমানের অর্ধেক। [সহীহ মুসলিম]
- যে পরিশুদ্ধ হয়না, তার সালাত হয়না। [মিশকাত]
- সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় কতে আদেশ করো। [আবু দাউদ]
- কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের। [তাবরানি]
- আল্লাহর অনুগত দাস আর কুফরীর মাঝে মিলন সেতু হলো সালাত ত্যাগ করা। [সহীহ মুসলিম]
- পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। [সহীহ মুসলিম]
- আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। [সহীহ বুখারী]
- অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। [তিরমিযী]
- রাত্রে ঘন্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে (ইবাদতে নিরত) থাকার চেয়ে উত্তম। [দারমী]
- যে জ্ঞানের সন্ধানে বের হয়, সে আল্লাহর পথে বের হয়। [তিরমিযী]
- শ্রেষ্ঠ আমল হলো, আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা। [আবু দাউদ]
- সে ব্যক্তি দোযখে প্রবেশ করবেনা, যে আল্লাহর ভয়ে কাঁদে। [তিরমিযী]
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন বন্ধু নিয়ে
বন্ধু নিয়ে ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে এই স্ট্যাটাস ক্যাপশনগুলো দেখতে পারেন।
- আৱসি, কোলা, লেমন- বন্ধু তুমি কেমন? চিড়া, মুড়ি, খই- বন্ধু তুমি কই?
- পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হলো খাঁটি বন্ধুত্ব, যদি বন্ধু ভালো হয় তাহলে সেখানে, অশ্রুর কোনো ঠাই নেই।।
- বুকের ভিতর মন আছে মনের ভিতর তুমি বন্ধু হয়ে তোমার হৃদয়ে থাকতে চাই আমি…
- বন্ধু তুমি আপন হয়ে,, বাঁধলে বুকে ঘর.. কষ্ট পাব আমায় যদি,, করে দাও পর.. সুখের নদী হয়না যেন,, দুঃখের বালু চর.. সব সময় নিও বন্ধু আমার খবর..!!
- তুমি কখনও বন্ধুত্বকে কিনতে পারবে না, তুমি এটা উপার্জন করে নাও। কেউ যদি সাহায্যের জন্য আসে, তখন তুমি সত্যিকার বন্ধু হয়ে যেও।
- বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
- আমি ১টা দিন চাই আলয় আলয় ভরা। আমি ১টা রাত চাই, অন্ধকার ছারা। আমি ১টা ফুল চাই, সুন্দর সুবাস ভরা। আর ১টা ভাল বন্ধু চাই সবার চেয়ে সেরা…
- সবাই আমার বুন্ধু নয়। আবার, আমার বুন্ধু সবার মত নয়। সে আমার কথা মনে রাখে শত কাজের ভিরে। ফ্রী হলে ডাকি ও আমায়, আছি আমি তুমার দুয়ারে..
- সেই প্রকৃত বন্ধু যে বন্ধুর চোখের প্রথম ফোটা পানি দেখে দ্বিতীয় ফোটা পরার আগে ধরে ফেলে আর ৩য় ফোটা পরার আগে তা হাঁসিতে পরিনত করে …
- আমি মেঘের মতো চেয়ে থাকি, চাঁদের মতো হাসি, তারার মতো জ্বলে থাকি, বৃস্টির মতো কাঁদি, দূর থেকে বন্ধু আমি শুধু তোমার কথা ভাবি।
- বন্ধু মানে অবহেলা নয়, বন্ধুকে আপন করে নিতে হয়, বন্ধু হল সুখ-দুঃখের সাথী, এমন বন্ধু রেখো না যে তোমার করে ক্ষতি!!
শেষ কথা
আশা করছি আর্টিকেলটিতে থাকা ফেসবুক স্ট্যাটাস ক্যাপশনগুলো আপনার ভালো লেগেছে। ফেসবুক স্ট্যাটাস ক্যাপশনগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন।
ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে। সম্ভব হলে ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজে পৌছে যায় আপনার নিকট।