ফ্রি ফায়ার রেডিম কোড (FF Redeem Code) নিয়ে লেখা টিউনে আপনাকে স্বাগতম। ফ্রি ফায়ারের সকল কোড আপনারা এই টিউনের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও পরবর্তিতে যে সকল রেডিম কোড গেরিনা থেকে দেওয়া হবে তারও আপডেট আপনি এই টিউন থেকে সহজে পাবেন। তাই ফ্রি ফায়ার রেডিম কোড (Free Fire Redeem Code) এর আপডেট মিস না করতে চাইলে আপনি এই টিউনটিকে বুকমার্ক করে রাখতে পারেন এবং নিয়মিত ওয়েবসাইটে ভিজিট করে চেক করে নিতে পারেন।
ফ্রি ফায়ার বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়েল গেম। ফ্রি ফায়ার তাদের জনপ্রিয়তা ধরে রাখতে বিভিন্ন সময়ে কিছু টুর্নামেন্ট, কিছু কিছু মাইলস্টোন এর আয়োজন করে থাকে। আর এসব মাইলস্টোন কমপ্লিট করলে রিওয়ার্ড দিয়ে থাকে। এসব রিওয়ার্ড রেডিম কোডের মাধ্যমে দিয়ে থাকে। যাকে আমরা ফ্রি ফায়ার রেডিম কোড (FF Redeem Code) বলে থাকে। ফ্রি ফায়ার রেডিম কোড অফিশিয়াল ভাবে বেশিরভাগ সময় দেওয়া হতে থাকে। তবে, মাঝে মধ্যে যারা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামের মধ্যে থাকে তারাও রেডিম কোডের গিভওয়ে করে থাকে। যদিও এসব কোড তাদেরকে অফিশিয়ালি দেওয়া হয়ে থাকে।
আরো পড়ুনঃ
- ফ্রি ফায়ার গেম খেলার নিয়ম ও ফ্রি ফায়ার সম্পর্কে
- ফ্রি ফায়ার সার্ভার লিস্ট ২০২৩ | Free Fire Server List 2023
- কম্পিউটারের জন্য মোস্তফা গেম ডাউনলোড করুন ফ্রিতে | Mustofa Game Software Free Download
ফ্রি ফায়ার রেডিম কোডে যেসব রিওয়ার্ড থাকে তার বেশীরভাগ অনেক আকর্ষণীয় নয়। রেডিম কোডের মাধ্যেমে রিওয়ার্ড হিসাবে বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে যেমনঃ পেট, পেট স্কিন, গান স্কিন, গান বক্স, গ্লো-ওয়ালের স্কিন, বিভিন্ন আইটেমের ক্রেট ইত্যাদি ইত্যাদি। তবে যাই থাক না কেন বেশীরভাগ রিওয়ার্ডই অনেক ভালো মানের থাকে।
Table of Contents
ফ্রি ফায়ার রেডিম কোড কি?
ফ্রি ফায়ার রেডিম কোড (Free Fire Redeem Code) হচ্ছে এমন একটি/ একাধিক কোড যার মাধ্যমে ফ্রি ফায়ার গেমের জন্য বিভিন্ন রিওয়ার্ড ফ্রিতে ক্লেইম করে নেওয়া সম্ভব।
আর অবশ্যই কোডটি ভ্যালিড হতে হবে এবং তা নির্দিষ্ট একটি ওয়েবসাইট থেকে রেডিম করা সম্ভব। একটি রেডিম কোড দিয়ে একজন ফ্রি ফায়ার গেমার একবারই ক্লেইম করতে পারবে। দ্বিতীয়বার করতে পারবে না। আর রেডিম করার সময় সাধারণত ১২-২৪ ঘন্টা থাকে। সময় শেষ হয়ে যাওয়ার পর আর রেডিম করা সম্ভব না। কারণ, নির্দিষ্ট সময় পর কোড এক্সপায়ার্ড হয়ে যায়।
আপনি কি অনলাইনে আয় করতে চান? অনলাইনে আয় করা শিখতে চাইলে এই টিউনগুলো পড়তে পারেন –
- ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
- ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন? [সম্পূর্ণ গাইডলাইন সহ বিস্তারিত টিউন]
- অনলাইনে আয় করার উপায় ৫টি 2023
- ওয়েবসাইট থেকে আয় করার উপায়
ফ্রি ফায়ার রেডিম কোড লিস্ট
নিচে আমি কিছু ফ্রি ফায়ার রেডিম কোড লিস্ট (FF Redeem Code List) দিয়ে দিলাম। এসব রেডিম কোড থেকে আপনার সহজে ফ্রিতে রিওয়ার্ড ক্লেইম করে নিতে পারবেন। বেশিরভাগ রেডিম কোড অনেক আগের বা এক্সপায়ার্ড হয়ে যেতে পারে। এজন্য আপনার আজকের রেডিম কোড সেকশন থেকে আজকের জন্য রেডিম কোড আছে কি না তার আপডেট জেনে নিতে পারেন এবং সেখান থেকে রেডিম কোড কপি করে নিতে পারেন। সকল ফ্রি ফায়ার রেডিম কোডের লিস্ট দেখে নিন –
- FFBCHYIOMOPL
- FFDJIOPGE7GS
- FFWCARTIXCAC
- FFWCUAGAYAJA
- FFWCAHAOAGWK
- FFINGAJAGALA
- FFWCAEAQRAD
- MHOP8YTRZACD
- FKJHBNJKOPOL
- F0KMJNBVCXSD
- EDXXDSZSSDFG
- FU816OUYTRDVB
- WEYVGQC3CT8Q
- FFBC55BI8MPP
- BHPOU81616NHDF
- YTAANAGS6FA1
- FSBSLEGR72WE
- HSHDP3NRONEL
- DDFRTY1616POUYT
- NHKJU88TREQW
উল্লেখিতে রেডিম কোড দ্বারা রিওয়ার্ড ক্লেইম নাও হতে পারে। কেননা এসব রেডিম এর মেয়াদ ষেষ হয়ে যেতে পারে। এজন্য সর্বশেষ প্রকাশিত রেডিম কোড দ্বারা আইটেম রেডিম করে নিন।
ফ্রি ফায়ার রেডিম কোড টুডে নিউ
আপনাদের জন্য আজকের জন্য কিছু রেডিম কোড লিস্ট নিচে দিয়ে দিলাম। কোডগুলো চেক করে দেখতে পারেন। আশা করছি কোডগুলো কাজ করবে।
- D37BFBE82644
- 1081F3144F1A
- 9B846AB0F401
- 6C1B0FCE3DA1
- 9B8274D830D7
- EE404A33B595
- 03A480ECCF08
- 45D249506DEB
- 2CE836D53BBA
- 523AF2760874
আজকের ফ্রি ফায়ার রেডিম কোড (Today FF Redeem Code)
Today FF Redeem Code Bangladesh Server & India Server – HAYAWEQ92CNU & HAYATOAVU76V (Hayato Event)
এই সেকশনে আপনার আজকে কোন রেডিম কোড প্রকাশিত হয়েছে কি না তার আপডেট জানতে পারবেন। এর পাশাপাশি রেডিম কোডও সহজে কপি করে নিতে পারবেন। এছাড়া আগে কোন কোন রেডিম কোড দেওয়া হয়েছিল তারও আপডেট পেয়ে যাবেন এবং তা তারিখ সহ উল্লেখ থাকবে।
এখানে দেওয়া সব রেডিম কোড শুধু বাংলাদেশ সার্ভারে কাজ করবে। বাংলাদেশ সার্ভার ছাড়া অন্য সার্ভারে এসব কোড কাজ করবে না। তা কোড রেডিম করার আগে বাংলাদেশ সার্ভারের আইডিতে লগিন করে নিবেন।
ফ্রী ফায়ার এর আজকের রেডিম কোড HAYA WEQ9 2CNU এবং HAYA TOAV U76V – হায়াতো ইভেন্ট (Hayato Event) এর। বাংলাদেশে ফ্রি ফায়ার ব্যান তাই রিডিম কোড রিডিম করার ওয়েবসাইটে ভিজিট করার আগে অবশ্যই VPN কানেক্ট করে নিবেন। তা না হলে ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন না।
গেরিনা ফ্রি ফায়ার রিডিম কোড ওয়েবসাইট – https://reward.ff.garena.com
Redeem Date | Free Redeem Code | Free Item |
---|---|---|
10th Oct 2021 | 8NAR H5K2 T6SP | UMP Gun Crate |
4th Nov 2021 | AHK6 7QFB FB3R | Gun Box |
18 Jan 2022 | 385D 4A88 4F35 | Magic Cube |
3 Feb 2022 | 893E 949A 8788 | 100 Diamond |
5 Feb 2022 | 43F7 3CAF 7356 | 5x Gun Crate |
14 Feb 2022 | KJKL DGDK GDF4 | Gloo Wall Skin |
18 Feb 2022 | 40CC 1133 2209 | Pet Skin |
1 March 2022 | D055 FC10 2D0A | Parachute Skin |
9 April 2022 | JGJF JK9J KGD9 | Gun Skin |
15 April 2022 | HAYA TOAV U76V | Hayato Event (1x Diamond Royal) |
21 April 2022 | HAYA WEQ9 2CNU | Hayato Event |
29 April 2022 | JLOL 04BV JASK | Gun Box |
21 May 2022 | FFWC Reward | Claim items from game |
1 June 2022 | JKLO 5PAL I01L | Unknown |
19 June 2022 | JIHL OP47 XL2E | Gun Box |
28 July 2022 | In Game Redeem | Unknown |
28 August 2022 | JGBF JKBH 9GFK | Gun Skin |
6 November 2022 | In Game Redeem | Car Skin |
2 January 2023 | In Game Redeem | Gun Skin |
15 January 2023 | HNJS OIJ7 4JSO | Parachute Skin |
গাড়েন ফ্রি ফায়ার রেডিম কোড
গাড়েন ফ্রি ফায়ার রেডিম কোড বা গেরিনা ফ্রি ফায়ার রিডিম কোড একই বিষয়। কেউ Garena কে বাংলায় গাড়েন বলে থাকে আবার কেউ একে গেরিনা বলে থাকে। উপরের টেবিলে দেওয়া রিডিম কোডগুলো থেকে আপনি বর্তমান সময়ের সর্বশেষ রিডিম কোডটি কপি করে নিন এবং গাড়েন ফ্রি ফায়ার রেডিম কোড ওয়েবসাইট থেকে রিডিম কোড ক্লেইম করে নিন। যে তারিখের রিডিম কোড দেওয়া আছে সেই তারিখ পার হলে রিডিম কোডের সময় এক্সপায়ার্ড হয়ে যাবে।
ফ্রি ফায়ার রেডিম কোড রেডিম করার নিয়ম
শুধুমাত্র রেডিম কোড পেলেই হবে না। রেডিম কোড দিয়ে রিওয়ার্ড ক্লেইম করার সঠিক নিয়ম জানতে হবে। তা না হলে রিওয়ার্ড ক্লেইম করতে পারবেন না। তাহলে চলুন রিওয়ার্ড ক্লেইম করার সঠিক নিয়ম জেনে নেওয়া যাক।
ধাপ ১ঃ প্রথমে আপনি Valid একটি ফ্রি ফায়ার রেডিম কোড কপি করে নিন। Valid রেডিম কোড এই টিউনের মধ্যেই দেওয়া আছে এবং নিয়মিত তা আপডেট করা হয়ে থাকে।
ধাপ ২ঃ এবার রেডিম কোড রেডিম করা ওয়েবসাইটে যান। ওয়েবসাইটের লিংক – https://reward.ff.garena.com। অবশ্যই এই লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন। খেয়াল রাখবেন যাতে ফিশিং ওয়েবসাইটে গিয়ে না পড়েন। কেননা, এতে করে আপনার ফ্রি ফায়ার আইডি হ্যাক হয়ে যেতে পারে।
অফিশিয়াল ওয়েবসাইটি দেখতে যেমন হবে –
ধাপ ৩ঃ এখন আপনাকে লগিন করতে হবে। আপনার ফ্রি ফায়ার গেম অ্যাকাউন্টটি যার দ্বারা তৈরি করেছেন সেটি দিয়ে লগিন করুন। ফেসবুক হলে ফেসবুক, জি-মেইল হলে গুগল।
ধাপ ৪ঃ এটি সর্বশেষ ধাপ। এই ধাপে আপনি ফ্রি ফায়ার রেডিম কোড ইনপুট বক্সে পেস্ট করে দিন অথবা টাইপ করুন। টাইপ করা হয়ে গেলে সাবমিট করে দিন।
রেডিম করার পর কিছুক্ষণের মধ্যে রেডিম কোড এর রিওয়ার্ড ক্লেইম হয়ে যাবে। যদি রেডিম কোড সঠিক না হয় অথবা রেডিম কোডের মেয়াদ এক্সপায়ার্ড হয়ে যায় তবে ইরর দেখাবে। কোড রেডিম করা সফল হলে তা আপনার গেম অ্যাকাউন্টে মেইলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে সহজে তা (রেডিম কোডের রিওয়ার্ড) ক্লেইম করতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
এবার এই টিউনিটি সম্পর্কিত কিছু কমন প্রশ্নের উত্তর দিই। যেগুলোকে FAQ বলা হয়ে থাকে।
রেডিম কোডের মেয়াদ কত দিন?
রেডিম কোডের মেয়াদ সাধারণত ১২-২৪ ঘন্টা হয়ে থাকে। তবে ক্ষেত্র বিশেষে সময়ের তারতম্য হতে পারে।
একটি রেডিম কোড দিয়ে কতবার রিওয়ার্ড নেওয়া যাবে?
একটি রেডিম কোড দিয়ে একটি আইডিতে মাত্র একবারই রিওয়ার্ড নেওয়া যাবে। এক বারের বেশী একটি আইডিতে রিওয়ার্ড নেওয়া যাবে না। কিছু কিছু রেডিম কোড আছে যেগুলো শুধু একবারই ব্যবহার করা যায়। এই ধরনের রেডিম কোড সাধারণত গিভওয়েতে ব্যবহার করা হয়ে থাকে।
রেডিম কোড কি হ্যাক করা যায়?
না রেডিম কোড হ্যাক করা সম্ভব না।
রেডিম কোডের রিওয়ার্ড কিভাবে পাব?
রেডিম কোডের রিওয়ার্ড গেম অ্যাকাউন্টে মেইলের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। সেখান থেকে ১৪ দিনের মধ্যে ক্লেইম করে নিতে হয়।
রেডিম কোডে কি কি রিওয়ার্ড থাকে?
রেডিম কোডে বিভিন্ন ধরণের রিওয়ার্ড থাকতে পারে। যেমনঃ পেট, গ্লো-ওয়াল স্কিন, গান স্কিন, ক্যারেক্টার, গান ক্রেট, প্যান্ট, জার্সি ইত্যাদি ইত্যাদি। এক কথায় গেমের যে কোন আইটেম রেডিম কোডের রিওয়ার্ডে থাকতে পারে।
উপসংহার
এই ছিল আমাদের আজকের টিউন ফ্রি ফায়ার রেডিম কোড নিয়ে। আমি চেস্টা করব সবসময় এই টিউনটি আপডেট করে লেটেস্ট রিডিম কোড দেওয়ার। রেডিম কোডের স্থায়িত্ব বেশী সময় থাকে না তা তাই যত তাড়াতাড়ি সম্ভব রিওয়ার্ড ক্লেইম করে নিবেন।
রেডিম কোডের আপডেট যেন আপনার বন্ধু-বান্ধবরাও সহজে পায় এজন্য টিউনের লিংকটি তাদের নিকট শেয়ার করুন। আর অবশ্যই রেডিম কোড ক্লেইম করার আগে খেয়াল রাখবেন যে ওয়েবসাইটে রেডিম করার জন্য প্রবেশ করেছেন সেটি আসল ওয়েবসাইট কি না। অনেকেই ফিশিং ওয়েবসাইট বানিয়ে লোভ দেখিয়ে ফেক রেডিম কোড দিয়ে থাকে। ওই সব লিংকে ক্লিক করে যদি লগিন করেন তাহলে আপনার আইডি হ্যাক হয়ে যাবে। ফেসবুকের কমেন্ট সেকশনে এসব স্প্যামিং অনেক বেশী হয়ে থাকে। অনেকে তো ইনবক্সেও দিয়ে দেয়। তাই রেডিম কোডের ওয়েবসাইটে ভিজিট করার আগে ব্রাউজরের সার্চ বারে ক্লিক করে লিংক চেক করে নিন। সম্ভব হলে এই টিউনে এসে চেক করে নিন আসলে রেডিম কোড দিয়েছে কি না!!
এতক্ষণ সাথে থেকে টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এ ধরনের আরো অনেক আর্টিকেল/ টিউন পেতে নিয়মিত টিউনবিএন এ ভিজিট করুন। টিউনটি নিয়ে যে কোন মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
নাইস পোস্ট
আমার হেল্প লাগবে
MdAlamin
I am free fair lover
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।
Uzzal
HAL
Hi sar I am very happy to see your saeet and sar a saet is very nice 🙂 and sar please give me a shot gun ishlken my uid 7662585986
Hi sar the saet is very nice and sar please give me a shot gun isken my uid 7662585986