Free FireGaming

ফ্রি ফায়ার সার্ভার লিস্ট ২০২১ | Free Fire Server List 2021

ফ্রি ফায়ার গেমটির কি কি সার্ভার রয়েছে তার তালিকা এবং সার্ভারগুলোকে নিয়ে আলোচনা

ফ্রি ফায়ার সার্ভার লিস্ট আপনার এই টিউন হতে পেয়ে যাবেন। এছাড়াও ফ্রি ফায়ার সার্ভার সম্পর্কে অনেক তথ্য জানতেও পারবেন। যা আপনাকে চমকে দিতে পারে।

ফ্রি ফায়ার বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটি মোবাইল গেম। প্লে-স্টোর থেকে গেরিনা ফ্রি ফায়ারের ডাউনলোড সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়েছে। এর সাথে ফ্রি ফায়ার গেমে জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। পাবজি গেমকে ফ্রি ফায়ার গেমের একমাত্র কম্পিটিটর ধরা হয়ে থাকে। ব্যবহারীর দিক থেকে ফ্রি ফায়ার পাবজি মোবাইলের চেয়ে অনেক এগিয়ে

ফ্রি ফায়ার গেমের ব্যবহারকারী সংখ্যা অনেক বেশী হওয়ায় সার্ভার লোড তুলনামূলকভাবে অনেক বেশী হয়। তাই এই সমস্যা এড়ানোর জন্য অনেকগুলো সার্ভার লঞ্চ করেছে গেরিনা ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার সার্ভার অন্যান্য গেমের তুলনায় অনেক বেশী। এতে করে খুব সহজে গেমকে Maintenance করা সম্ভব হয়। সহজে গ্লিস সমূহ সমাধান করা যায়। এছাড়াও ব্যবহারকারীরা অনেক ভালোভাবে গেমকে উপভোগ করতে পারে।

ফ্রি ফায়ার সার্ভার শুধু একটি দেশের জন্য দেওয়া হয় না। কয়েকটি দেশকে মিলে একটি সার্ভার দেওয়া হয়ে থাকে। যে দেশের ব্যবহারিক বেশী সার্ভার সেই নামে পরিচিতি পায়। উদাহরণ সরূপ ফ্রি ফায়ার ইন্ডিয়া সার্ভারে শুধু ইন্ডিয়ান ব্যবহারকারীরা খেলে না। এখানে নেপালের প্লেয়ারেরা খেলে। কিন্তু, ইন্ডিয়ানদের সংখ্যা বেশী হওয়ার এটি ইন্ডিয়া সার্ভার নামে পরিচিত।

Table of Contents

ফ্রি ফায়ার সার্ভার কি?

প্রতিটি অনলাইন গেম কিংবা কোন অনলাইন প্লাটফর্ম কোন ইন্টারনেট সচল রাখতে তাকে কোন না কোন কম্পিউটার সিস্টেমের মধ্যে সংযোগ থাকতে হবে। যাতে করে ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেটের আওতায় এসে সেই কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারে। তেমনি ফ্রি ফায়ার গেমটিকে কোন না কোন কম্পিউটার সিস্টেমে হোস্ট করা হয়েছে যাতে করে ব্যবহারকারীরা ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে সার্ভারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। একেই ফ্রি ফায়ার সার্ভার বলে।

সহজ ভাষায়, ফ্রি ফায়ার গেমের যাবতীয় সকল ডেটা কোন না কোন কম্পিউটার সিস্টেমের মধ্যে রয়েছে। যে কম্পিউটার সিস্টেমের মধ্যে ফ্রি ফায়ারের সকল ডেটা রয়েছে সেটিই ফ্রি ফায়ার সার্ভার

ফ্রি ফায়ারে যে সকল সার্ভার রয়েছে সে সকল সার্ভারকে প্রধাণত দেশ, ভাষা ও সংস্কৃতি এর ভিত্তিতে ভাগ করা হয়ে থাকে। কেননা, ফ্রি ফায়ার গেমে স্কোড বা ডুও মোডে প্রয়োজনে কথা বলার প্রয়োজন পরে। যদি একেক জন একেক ভাষা কথা বলে তাহলে বুঝতে সমস্যা হবে। এছাড়া, গেমের মধ্যে বিভিন্ন রকমের ইভেন্ট আসে। যেমনঃ রমাদান ইভেন্ট, হলি ইভেন্ট, র‍্যামপেজ ইভেন্ট ইত্যাদি ইত্যাদি। এসকল ইভেন্ট কোন দেশের সংস্কৃতি এর উপর নির্ভর করে আসে। যাই হোক এবার চলেন ফ্রি ফায়ার সার্ভার লিস্ট দেখে নেওয়া যাক।

ফ্রি ফায়ার সার্ভার লিস্ট

ফ্রি ফায়ার ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশী হওয়ায় maintenance এর সুবিধা করার জন্য ফ্রি ফায়ারে অনেকগুলো সার্ভার রয়েছে। এসব সার্ভারে কিছুটা ভিন্নতা রয়েছে অন্যসব সার্ভারের থেকে। একে সার্ভারে আইটেমের দাম, ইভেন্ট একেক রকম। কিছু কিছু জিনিস আলাদা হলেও বেশীরভাগের মিল পাওয়া যায়। কোন সার্ভারে কোন ইভেন্ট আসলে অনেক ক্ষেত্রে সেই ইভেন্ট অন্য সার্ভারে আসতে অনেক দেরী হয় আবার অনেক সময় সেই ইভেন্ট মাঝে মধ্যে আসে না। এসকল ভিন্নতা তো জানবই তবে এর আগে ফ্রি ফায়ার সার্ভার লিস্ট দেখে নেওয়া যাক।

ফ্রি ফায়ারে বর্তমানে প্রায় ১৪ টি সার্ভার রয়েছে এবং এর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এগুলো হলো –

 1. ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার
 2. ফ্রি ফায়ার ইন্ডিয়া সার্ভার
 3. ফ্রি ফায়ার পাকিস্তান সার্ভার
 4. ফ্রি ফায়ার ব্রাজিল সার্ভার
 5. ফ্রি ফায়ার থাইল্যান্ড সার্ভার
 6. ফ্রি ফায়ার মিডিল ইস্ট সার্ভার (মিনা সার্ভার)
 7. ফ্রি ফায়ার মেক্সিকো সার্ভার (ল্যাথাম সার্ভার)
 8. ফ্রি ফায়ার তাইওয়ান সার্ভার
 9. ফ্রি ফায়ার রাশিয়া সার্ভার
 10. ফ্রি ফায়ার ইউরোপ সার্ভার
 11. ফ্রি ফায়ার ইন্দোনেশীয়া সার্ভার
 12. ফ্রি ফায়ার মালোয়শিয়া সার্ভার
 13. ফ্রি ফায়ার ভিয়েতনাম সার্ভার
 14. ফ্রি ফায়ার সিংগাপুর সার্ভার

এসকল সার্ভার ছাড়াও ফ্রি ফায়ারে নতুন কিছু সার্ভার আসার সম্ভাবনা আছে এবং তার মধ্যে কিছু কিছু সার্ভার এসে গেছে তবে তা অফিশিয়াল ভাবে আসেনি বা Announcement করা হয়নি।

ফ্রি ফায়ার আপডেট বা আপকামিং সার্ভার লিস্ট

ফ্রি ফায়ারে ডিফল্ট সার্ভার হিসাবে সিংগাপুর সার্ভার থাকে। যদি সিংগাপুর সার্ভার তার লোড নিতে পারে না তবে নতুন সার্ভার তৈরি করে অথবা সার্ভারকে আপডেট করে। সর্বশেষ ফ্রি ফায়ার আপডেট সার্ভার লিস্ট বা আপকামিং সার্ভার লিস্ট –

 • ইন্ডিয়া সার্ভার আপডেট
 • জাপান সার্ভার
 • আফ্রিকান সার্ভার
 • অস্ট্রেলিয়া সার্ভার
 • আমেরিকা ও সাউর্থ আমেরিক সার্ভার

নোটঃ এই তথ্যটি অফিশিয়াল ভাবে প্রমাণিত নয়।

ফ্রি ফায়ারের সার্ভারগুলোকে নিয়ে কিছু তথ্য

ফ্রি ফায়ারে যে সকল সার্ভার রয়েছে সেই সকল সার্ভারগুলোকে নিয়ে কিছু তথ্য জেনে নেওয়া যাক।

ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার

এই সার্ভারে শুধুমাত্র বাংলাদেশীরা রয়েছে। বাংলাদেশীরা ছাড়া অন্য কোন দেশের কেউ এই সার্ভারে নেই। পরবর্তীতে অন্য কিছু দেশও এই সার্ভারে যুক্ত হতে পারে। ইন্ডিয়া সার্ভারের সাথে বাংলাদেশ সার্ভারের অনেক মিল রয়েছে।

ফ্রি ফায়ার ইন্ডিয়া সার্ভার

এই সার্ভারে ইন্ডিয়া ও নেপাল দেশ রয়েছে। ইন্ডিয়া সার্ভারকে ফ্রি ফায়ারের সবচেয়ে বড় সার্ভার বলা যায়। এই সার্ভারে অন্যান্য সার্ভারের তুলনায় অনেক বেশী ব্যবহারকারী রয়েছে। বাংলাদেশী ফ্রি ফায়ার প্লেয়ারেরা আগে ইন্ডিয়া সার্ভারে ফ্রি ফায়ার গেম খেলত।

ফ্রি ফায়ার পাকিস্তান সার্ভার

শুধুমাত্র পাকিস্তানীদেরকে নিয়ে এই ফ্রি ফায়ার সার্ভার। এটিও নতুন একটি সার্ভার। বাংলাদেশ সার্ভার দেওয়ার আগে পাকিস্তানীদের এই সার্ভার দেওয়া হয়। পাকিস্তান সার্ভারকে অনেকে লাকি সার্ভার বলে। এই সার্ভারে এমন কিছু আইটেম বা রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হয় যা অন্য সার্ভারে ফ্রিতে দিবে তাও কল্পনা করা যায় না।

ফ্রি ফায়ার ব্রাজিল সার্ভার

এই সার্ভারটি অন্য সকল সার্ভারের থেকে একটি ভিন্ন। ব্রাজিল সার্ভারে সবচেয়ে ভিন্নতর জিনিস হচ্ছে এই সার্ভারে কোন গান স্কিনের এট্রিবিউট (Attribute) থাকে না। তাছাড়া ই-স্পোর্টস এর দিক থেকে ব্রাজিল সার্ভার অনেকখানি এগিয়ে।

ফ্রি ফায়ার থাইল্যান্ড সার্ভার

এই সার্ভারটি থাইল্যান্ড ও থাইল্যান্ড এর আশেপাশের কিছু দেশ নিয়ে তৈরি। এই সার্ভার সাধারণ সব সার্ভারের মতোনই।

ফ্রি ফায়ার মিডিল ইস্ট বা মিনা সার্ভার

মিডিল ইস্ট সার্ভার মিনা সার্ভার নামে পরিচিত। এই সার্ভার অনেক জনপ্রিয় সকল ফ্রি ফায়ার গেমারদের জন্য। কেননা বেশীরভাগ লেজেন্ড ফ্রি ফায়ার গেমার এই সার্ভারেই গেম খেলে। যেমনঃ B2K, ROCK FF, WHITE444 ইত্যাদি।

ফ্রি ফায়ার মেক্সিকো সার্ভার

এই সার্ভার অন্য সব সাধারণ ফ্রি ফায়ার সার্ভারের মতোন। এই সার্ভার নিয়ে তেমন কোন তথ্য আমাদের কাছে নেই।

ফ্রি ফায়ার তাইওয়ান সার্ভার

তুরস্কদেরকে এই ফ্রি ফায়ার সার্ভার। এই সার্ভারে ডায়মন্ডের দাম তুলনামূলক একটু কম। নতুন নতুন ও দারুন সকল ইভেন্ট এই সার্ভারে প্রায়শই আসে।

ফ্রি ফায়ার রাশিয়া সার্ভার

রাশিয়ানদেকে নিয়ে এই সার্ভারটি। শুধুমাত্র রাশিয়ান সকল ফ্রি ফায়ার গেমার এর সার্ভারে রয়েছে। এটি সাধারণ সকল সার্ভারের মধ্যে একটি।

ফ্রি ফায়ার ইউরোপ সার্ভার

ইউরোপিয়ানদেরকে নিয়ে ফ্রি ফায়ার ইউরোপ সার্ভার। এই সার্ভারে ডায়মন্ডের দাম তুলনামূলক ভাবে একটু বেশী। দারুন দারুন সব ইভেন্ট এই সার্ভারেও আসে।

ফ্রি ফায়ার ইন্দোনেশীয়া সার্ভার

সকলের কাছে অনেক জনপ্রিয় একটি সার্ভার হলো ইন্দোনেশিয়া সার্ভার। এই সার্ভার অনেক জনপ্রিয় হওয়ার কারণ হলো, এই সার্ভারে এমন সব ইভেন্ট আসে ও এমন কিছু আইটেম ফ্রিতে দেওয়া হয় যা অন্য কোন সার্ভারে কল্পনা করা যায় না। বাংলাদেশী অনেকেই এই সার্ভারে অ্যাকাউন্ট তৈরি করে সেখানে গেম খেলতিছে।

ফ্রি ফায়ার মালোয়শিয়া সার্ভার

খুব বেশী জনপ্রিয় সার্ভার নয় এটি। অন্য সকল সার্ভারের মতোন এই সার্ভারটি। ভিয়েতনাম ও সিংগাপুর সার্ভারের সাথে এই সার্ভারের মিল পাওয়া যায়।

ফ্রি ফায়ার ভিয়েতনাম সার্ভার

এই সার্ভারটি সাথে মালোয়শিয়া ও সিংগাপুরের অনেক মিল রয়েছে। অন্য সকল সার্ভারের মতোনই একটি সার্ভার এটি।

ফ্রি ফায়ার সিংগাপুর সার্ভার

ফ্রি ফায়ার সার্ভার লিস্ট এ থাকা এই সার্ভারটিকে পুরাতন একটি সার্ভার ধরা হয়। এটি ফ্রি ফায়ার গেমের হোম গ্রাউন্ড। যদি কোন দেশ কোন সার্ভারে অন্তভুক্ত না থাকে তবে ডিফল্ট সার্ভার হিসাবে সিংগাপুর সার্ভারে আইডি তৈরি হয়ে যায়। সিংগাপুর সার্ভার অনে জনপ্রিয় একটি সার্ভার। অনেক ভালো ভালো সকল ইভেন্ট এই সার্ভারে প্রায়শই আসে।

এই ছিল ফ্রি ফায়ার সার্ভার লিস্টফ্রি ফায়ার সার্ভার সম্পর্কে কিছু তথ্য।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এবার চলুন টিউনটির FAQ এর উত্তরসমূহ জেনে নেওয়া যাক।

ফ্রি ফায়ারের ডিফল্ট সার্ভার কোনটি?

সিংগাপুর সার্ভারকে ফ্রি ফায়ারে ডিফল্ট সার্ভার হিসাবে ধরা হয়ে থাকে।

ফ্রি ফায়ারে সর্বমোট কতটি সার্ভার রয়েছে?

ফ্রি ফায়ারে প্রায় সর্বমোট ১৪ টি সার্ভার রয়েছে এবং সার্ভার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

ফ্রি ফায়ারের সবচেয়ে বড় সার্ভার কোনটি?

ফ্রি ফায়ারের সবচেয়ে বড় সার্ভার হলো ইন্ডিয়া সার্ভার। এই সার্ভারে অন্য সকল সার্ভারের চেয়ে অনেক বেশী খেলোয়াড় রয়েছে।

অন্য সার্ভারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায়?

ভিপিএন এর সাহায্যে অন্য সার্ভারে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তৈরি করা যায়।

ফ্রি ফায়ারে সেরা সার্ভার কোনটি?

ইন্দোনেশীয়া সার্ভার ফ্রি ফায়ারে সেরা সার্ভার।

অন্য সার্ভারে কি ফ্রি ফায়ার আইডি ট্রান্সফার করা যায়?

না। সাধারণ কোন ইউজার অন্য সার্ভারে আইডি ট্রান্সফার করতে পারে না।

উপসংহার

এই ছিল আমাদের আজকের টিউন। আশা করছি ফ্রি ফায়ার সার্ভার লিস্ট নিয়ে লেখা এই টিউনটি আপনি উপভোগ করেছে। ফ্রি ফায়ার সার্ভার নিয়ে আরো কিছু জানতে ভিজিট করতে পারেন ফ্রি ফায়ার অফিশিয়াল ওয়েসাইটে

টিউনটি নিয়ে যেকোন মতামত জানাতে কমেন্ট করুন এবং সম্ভব হলে টিউনটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন।

ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে টিউনটি পড়ার জন্য।

Imran Hossan

Everyone wants Happiness, Nobody wants Pain, But you can't make a Rainbow without a little Rain.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.