HostingDomainWordpress

আজীবনের জন্য ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইন নিয়ে নিন

Lifetime Free Hosting and Domain Bangla Tutorial

আসসালামু ওয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আপনি যদি ফ্রি হোস্টিং ও ফ্রি ডোমেইনের সন্ধান করে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই পোস্টে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আজীবনের জন্য ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইন নিবেন। আজীবনের জন্য ফ্রি হোস্টিং ও ডোমেইন নেওয়ার জন্য এই পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন এবং পোস্টে দেখানো প্রতিটি স্টেপ সঠিক ভাবে সম্পন্ন করবেন। তবে, ফ্রি হোস্টিং ও ডোমেইন নেওয়ার আগে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেই।

Free Hosting and Domain Proof

Free Domain and Hosting Proof

উপরের স্ক্রিনশটে আপনার দেখতেই পারতিছেন আমার লাইফটাইমের জন্য ফ্রী হোস্টিং এবং ডোমেইন একটিভ রয়েছে। লাইভ প্রুফ – https://imran.cyou/

আরো পড়ুনঃ

এবার চলেন দেখে নেওয়া যাক এই ফ্রী হোস্টিং এর আপনি কী কী পাচ্ছেন –

Free Hosting Details

  1. No Credit Card Required
  2. Free Domain
  3. 1000 MB storage
  4. Direct Admin Panel
  5. Unlimited bandwidth
  6. 2 Email Addresses
  7. 2 FTP Account
  8. Website Builder (TRIAL)
  9. Auto Installer
  10. SEO Tools
  11. CDN (Cloud Flare)
  12. Self Backup
  13. Knowledge Base, Email Support
  14. Cloud Linux Limited
  15. No Lite Speed
  16. Standard Drive
  17. 1 Data Center
  18. 100 MBPS Shared Uplink
  19. 99.95% Uptime

ফ্রী হোস্টিং এর ফিচারগুলোন দেখে নেওয়া হলে চলে ফ্রিতে হোস্টিং নেওয়ার কাজে নেমে পড়ি। আবারো বলছি, আমি যেভাবে বলবো সেভাবে প্রতিটি স্টেপ সম্পূর্ণ করবেন।

যেভাবে ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেইন নিবেন

স্টেপ ১ঃ প্রথমে এই লিংকে ভিজিট করুন এরপর ড্রপ-ডাউন মেনু থেকে ফ্রী হোস্টিং এ ক্লিক করুন।

Free Hosting and domain Signup

আরো পড়ুনঃ

স্টেপ ২ঃ এবার, Get for Free তে ক্লিক করুন।

Free Hosting and domain Pack Select

স্টেপ ৩ঃ এখন ফ্রিতে একটি ডোমেইন নেওয়ার জন্য সবার শেষের আপশনটি সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মতোন একটি ডোমেইন নেম দিয়ে চেক করুন। (এটি মূলত একটি সাব ডোমেইন যেটি শুধু ওই হোস্টিং এ পার্ক করা থাকবে। অন্য কোন হোস্টে এটি ব্যবহার করতে পারবেন না।)

Free Domain Availability Check

স্টেপ ৪ঃ আপনার পছন্দ করা ডোমেইন নামটি যদি Available থাকে তাহলে রিডাইরেক্ট করে আপনাকে অন্য একটি পেইজে নিয়ে যাবে। এবার সেই পেইজের সব চেকবক্স মার্ক করে দিন। ইনপুট বক্সে কিছু লিখার প্রয়োজন নেই। ওগুলো যেমন আছে তেমনি রেখে দিন।

Free Hosting Configuration Settings

সব চেকবক্স মার্ক করার পর স্ক্রল করে নিচে আসুন। নিচে আসার পর আপনি একটি প্রশ্ন পাবেন। এটির উত্তর আপনাকে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য ওই প্রশ্নের কিছু উত্তর নিচে দিয়ে দিলাম। আপনি এই উত্তরগুলো অথবা আপনার পছন্দমতোন একটি উত্তর এই প্রশ্নের জন্য দিতে পারেন।

Free Hosting And Domain Question Answer

Que: Why you need this account?
Ans 1: I want to test my project.
Ans 2: I want to check your hosting server.
Ans 3: I don’t have enough money to buy premium hosting.

সবকিছু ঠিক-ঠাক মতোন করার পর স্ক্রল করে নিচে আসুন এবং Continue এ ক্লিক করুন।

Free Domain and Hosting Checkout

স্টেপ ৫ঃ Continue এ ক্লিক করার পর আপনাকে রেজিস্ট্রেশন পেইজে নিয়ে যাবে। এবার, Registration পেইজটি সঠিক তথ্য দিয়ে পূরন করুন।

Free Domain and Hosting Signup and Billing Address

এবার স্ক্রল করে নিচে আসুন। তারপর নিচের স্ক্রিনশটের মতোন সব কিছু করে দিয়ে Complete Order এ ক্লিক করুন।

Free Domain and Hosting Order Complete

স্টেপ ৬ঃ সব ইনফরমেশন ঠিক-ঠাক থাকলে কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর আপনাকে Client Area তে নিয়ে যাবে। এবার আপনি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিন। ভেরিফিকেশন লিংক আপনি আপনার ইমেইলের স্প্যাম বক্সে পাবেন।

ব্যাস আপনার ফ্রি হোস্টিং এর অর্ডার শেষ। এখন আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার ফ্রী হোস্টিং একটিভ হতে সর্বোচ্চ ২৪-৭২ ঘন্টা সময় লাগবে। আমি অর্ডার করার পর ২৪ ঘন্টার মধ্যে হোস্টিং একটিভ হয়ে গেছে। আপনার হোস্টিং যদি একটিভ হয় তাহলে আপনি আপনার ইমেইল একটি মেইল পাবেন। সেখানে আপনি আপনার হোস্টিং এর যাবতিয় সব তথ্য পেয়ে যাবেন। মেইলটা অনেক গুরুত্বপূর্ণ তাই মেইল এর সব তথ্য অন্য কোথাও সংরক্ষণ করে রাখুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ফ্রি হোস্টিং ও ফ্রি ডোমেইন নিয়ে লেখা এই আর্টিকেলটি নিয়ে চলুন কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর জেনে নেই।

ফ্রি হোস্টিং ও ফ্রি ডোমেইন কি নিরাপদ?

ফ্রি হোস্টিং ও ফ্রি ডোমেইন কখনোই ১০০% নিরাপদ নয়। কেননা হোস্টিং কোম্পানি যেকোন সময়ে আপনার হোস্টিং/ ডোমেইন সাসপেন্ড করে দিতে পারে। এছাড়াও Free Hosting এ ব্যাক আপএর মতোন অনেক সুযোগ সুবিধা থাকে না।

কিভাবে সারাজীবনের জন্য ফ্রিতে হোস্টিং ও ডোমেইন পাওয়া যেতে পারে?

এই আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি আজীবনের জন্য Free Hosting & Domain পেতে পারেন।

গুগল এর কি ফ্রি হোস্টিং সেবা আছে?

গুগলের সরাসরি কোন Free Hosting সেবা নেই। তবে ফ্রিতে পেতে চাইলে আপনি Google Cloud এর ট্রাইল ব্যবহার করতে পারেন। এছাড়া Blogger, Google Sites ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করার সুযোগ দেয়। তবে এখানে আপনি সব কিছু নিজের মতোন করে করতে পারবেন না। আর সব এক্সেস গুগলের কাছে থাকবে।

পরামর্শ

যেহেতু এটি ফ্রি হোস্টিং ও ডোমেইন তাই হোস্টিং সাসপেন্ড হওয়ার ভয় থাকে। হোস্টিং সাসপেন্ড হওয়া এড়াতে ফিশিং সাইট, এডাল্ট সাইট, ক্রাক সাইট ইত্যাদি ধরণের অবৈধ সাইট বানানো থেকে বিরত থাকুন। আপনি আপনার প্রজেক্ট টেস্টের জন্য এই হোস্ট ব্যবহার করুন। তবে কোন সাইট বানালে সেই সাইটের ডেইলি অথবা উইলি ব্যাকআপ রাখবেন।

এই ছিল আজকের টিউন। আশা করছি টিউনটি আপনার ভালো লেগেছে। টিউনটি কেমন লেগেছে তা জানাতে এবং কোথাও কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন টিউনবিএন এর সাথেই থাকুন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

One Comment

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.