অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার নিয়ম
অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার নিয়ম বা ক্রয় করা নিয়ে আর্টিকেলে আপনাকে স্বাগতম। আপনি যদি অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটতে চান কিন্তু জানেন না কিভাবে কাটতে হবে তা এই আর্টিকেল থেকে সহজেই শিখে নিতে পারবেন এবং এর পাশাপাশি জেনে নিতে পারবেন টিকিটের দাম/ মূল্য। প্রতি ধাপে ধাপে স্কিনশটের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম সহজ ভাষায় বুঝিয়ে লেখা হয়েছে এই আর্টিকেলটিতে।
আমাদের বর্তমান এই সময়টা ইন্টারনেট বা অনলাইন নির্ভর। প্রায় সকল কাজ ইন্টারনেটের সাহায্যে অনলাইনে করা সম্ভব। এমন কোনটা কাজ নেই যা অনলাইনে করা যায় না। এই অনলাইন/ ইন্টারনেট নির্ভর যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশও এগিয়ে যাচ্ছে।
ডিজিটাল বাংলাদেশ হওয়ার লক্ষে ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইন্টারনেট/ অনলাইনে অনেক সুযোগ সুবিধা চালু করেছে। তার মধ্যে অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটা অন্যতম। এই সুবিধাটির মাধ্যমে যে কেউ ঘরে বসে অনেক সহজে যে কোন রুটের টিকিট কেটে নিতে পারবে। এজন্য রেলওয়ে স্টেশনে আসতে হবে তা এর পাশাপাশি টিকিটের পেমেন্টও মোবাইল ব্যাংকিং যেমনঃ বিকাশ, নগদ, উপায় এর সাহায্যে করতে পারবে।
আরো পড়ুনঃ
- দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ছবি ও ভিডিও সহ ২০২২
- জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড Pdf 2022
- নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে 2022
- অনলাইনে আয় করার উপায় ৫টি 2022
- ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন? [সম্পূর্ণ গাইডলাইন সহ বিস্তারিত টিউন]
এতে করে ব্যবহারকারী সময় অপচয় অনেকখানি কম হবে ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের টিকিট ম্যানেজমেন্ট অনেক সুবিধা হবে। তো চলুন অনলাইনে ট্রেনের অর্থাৎ রেলওয়ে টিকিট কাটার সঠিক নিয়ম জেনে নেওয়া যাক।
Table of Contents
অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার নিয়ম
তিন ধাপ আমরা অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট বা অনলাইনে ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়া সম্পন্ন করব। প্রথমটি হলো রেজিস্ট্রেশন বা রেজিস্টার। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই শুধু সরাসরি লগিন করে নিলে হবে। দ্বিতীয়টি হলো ইউজার প্রোফাইল আপডেট (User Profile Update) এবং সর্বশেষ প্রক্রিয়াটি হলো টিকিট কাটা। চলুন প্রক্রিয়া তিনটি সম্পন্ন করার মাধ্যমে অনলাইনে ট্রেন/ রেলওয়ে টিকিট কাটার নিয়ম জেনে নেই।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
টিকিট কাটার আগে আপনাকে প্রথমে টিকিট কাটার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই কাজটি শুধু আপনাকে একবারই করতে হবে। একবার রেজিস্ট্রেশন করে নেওয়ার পর পরবর্তীতে টিকিট কাটার প্রয়োজন পড়লে রেজিস্ট্রেশন না করে লগিন করতে হবে। আর আপনার যদি ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট করা থাকে তাহলে রেজিস্টেশন না করে সরাসরি লগিন করুন। আর রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় তা জানার জন্য ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ঃ প্রথমে https://www.esheba.cnsbd.com/ ওয়েবসাটে ভিজিট করুন। এটি রেলওয়ে টিকিট কাটার জন্য অফিশিয়াল ওয়েবসাইট। ওয়েবসাটে ভিজিট করার পর রেজিস্ট্রারে (Register) ক্লিক করুন।
ধাপ ২ঃ
রেজিস্টার (Register) এ ক্লিক করার উপরের/ পাশের স্কিনশটের মতোন একটি ফর্ম পাবেন। এই ফর্মটি আপনাকে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
রেজিস্ট্রেশনের শুরুতে আপনার নাম চাইবে। নামের জায়গার জন্ম নিবন্ধন সনদ বা ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে নাম দিবেন। অবশ্যই আপনার সম্পূর্ণ নাম দিতে হবে।
নামের পর আপনাকে আপনার ই-মেইল ঠিকানা দিতে হবে। যে ই-মেইলটি আপনি বর্তমানে ব্যবহার করেন এবং একটিভ আছে সেই ই-মেইল ঠিকানাটি দিবেন। কেননা আপনি যদি টিকিট অর্ডার করেন তাহলে টিকিটের কপি পিডিএফ আকারে আপনার মেইলে যাবে।
এর পর মোবাইল নাম্বার দিতে হবে। আপনার দেওয়া মোবাইল নাম্বারটিকে অবশ্যই ভেরিফিকেশন করে নিতে হবে। তাই অবশ্যই সঠিক মোবাইল নাম্বার দিবেন।
মোবাইল নাম্বার দেওয়ার পর সবশেষে অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিতে হবে। এজন্য শক্তিশালী একটি পাসওয়ার্ড দিয়ে দিন।
ধাপ ৩ঃ ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর পুনারায় একবার চেক করে নিন এবং চেক করার পর Signup এ ক্লিক করুন। Signup ক্লিক করার পর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য কোড চাইবে। আপনি রেজিস্ট্রেশন ফর্মে যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কোড আসবে। সেটি সেখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিতে হবে। ব্যাস আপনার রেজিস্টেশন কমপ্লিট। এবার আপনি আপনার ই-মেইল ও অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিন।
প্রোফাইল আপডেট প্রক্রিয়া
রেজিস্ট্রেশন/ রেজিস্টার প্রক্রিয়া সম্পন্ন করার পর আমাদেরকে অবশ্যই প্রোফাইল আপডেট করে নিতে হবে। তা না হলে আমরা অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটতে পারব না। প্রোফাইল আপডেট শুধুমাত্র একবারই করে নিতে হবে। একবার প্রোফাইল আপডেট করে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আর আপডেট করার প্রয়োজন পড়বে না। তবে আপনি চাইলে তথ্য সম্পাদন করতে পারবেন। প্রোফাইল আপডেট কিভাবে করবেন চলুন তা জেনে নেওয়া যাক।
ধাপ ১ঃ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার পরপরই আপনি লগিন করার ফর্ম পাবেন। Email Or Phone এবং সঠিক Password দিয়ে Login বাটনে ক্লিক করলে লগিন হয়ে যাবে।
ধাপ ২ঃ
লগিন করার পর Update User Profile নামের একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আপনার সম্পর্কে যাবতীয় কিছু তথ্য চাইবে। সঠিক সঠিক তথ্য দিয়ে পেজে থাকা ফর্মটি পূরণ করে ফেলুন। (যদি আপনার আগে থেকে তথ্য দেওয়া থাকে তাহলে সরাসরি টিকিট কাটার পেজে নিয়ে যাবে।)
ধাপ ৩ঃ User Profile তথ্য পূরণ করা শেষ হলে Update user profile বাটনে ক্লিক করে তথ্যগুলো সেভ করুন।
টিকিট কাটার প্রক্রিয়া
আমাদের রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট প্রক্রিয়ার কাজ শেষ। এখন অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার পালা। তো চলুন রেলওয়ে/ ট্রেনের টিকিট অনলাইনে কিভাবে কাটতে হয় তা জেনে নেই। আর একটি কথা পরবর্তীতে যখন আপনি আবার অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটবে তখন আর রেজিস্ট্রেশন করে নেওয়া লাগবে না। সরাসরি গিয়ে লগিন করে টিকিট কাটতে পারবেন।
ধাপ ১ঃ অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট জন্য আবারো বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট – https://www.esheba.cnsbd.com/ এ ভিজিট করুন।
ধাপ ২ঃ
ভিজিট করার পর উপরের স্কিনশটের মতোন দেখতে পারবেন। এখান থেকে আপনি প্রথমে Route সিলেক্ট করুন। Route সিলেক্ট করার পর Date সিলেক্ট করুন। Date সিলেক্ট করার পর আপনি আরো দুইটি অপশন পাবেন। একটি Class এবং অপরটি Passenger। আপনার ট্রেনের সিটের মান কেমন হবে তা Class থেকে সিলেক্ট করে দিবেন এবং কতজন ট্রেনে যাবেন তা Passenger থেকে সিলেক্ট করবেন। সব কিছু সিলেক্ট করার পর Find এ ক্লিক করুন।
ধাপ ৩ঃ Find এ ক্লিক করার পর আপনার দেওয়া গন্তব্য ও সময় অনুযায়ী যদি কোন ট্রেন থাকে তাহলে ওই ট্রেনের যাবতীয় তথ্য দেখতে পারবে। এবার Details এ ক্লিক করুন।
ধাপ ৪ঃ Details এ ক্লিক করার পর টিকিটি Available কি না তা জানতে পারবেন। যদি Available থাকে তাহলে Purchase করার অপশন পাবেন। আপনার রুটের টিকিট Available থাকলে Purchase এ ক্লিক করুন।
ধাপ ৫ঃ Purchase এ ক্লিক করার পর যদি আপনাকে লগিন করতে বলে তাহলে লগিন করে নিন। লগিন করার পর আপনাকে সরাসরি পেমেন্ট করার পেজে নিয়ে যাবে। (যদি লগিন করার কোন ফর্ম না আসে তাহলে কগিন করতে হবে না।)
ধাপ ৬ঃ পেমেন্ট পেজ থেকে পেমেন্ট করার মেথড সিলেক্ট করুন। পেমেন্ট মেথড হিসাবে কার্ড, মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি দিয়ে পেমেন্ট করতে পারবে। পেমেন্টটি সম্পন্ন করে ফেলুন।
ধাপ ৭ঃ পেমেন্ট করে দেওয়ার পর আপনার টিকিট কাটা সম্পন্ন হবে এবং টিকিট কাটার ইনভয়েস আপনি আপনার ই-মেইল ঠিকানায় পাবেন।
ধাপ ৮ঃ এবার সর্বশেষে আপনার ই-মেইল ঠিকানায় প্রেরিত টিকিটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকিট সংগ্রহ করুন।
এভাবে আপনি খুব সহজে ঘরে বসে অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হবে।
অ্যাপের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার নিয়ম
উপরের দেখানো পদ্বতিটি ছিল ওয়েবসাইটের মাধ্যমে। শুধুমাত্র ওয়েবসাইট না। আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও বাংলাদেশ রেলওয়ে টিকিট বা ট্রেনের টিকিট কাটতে পারবেন। অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট কাটার নিয়ম একদম একই। কোন ভিন্ন নেই। তবে অ্যাপের ক্ষেত্রে আপনাকে প্লে স্টোর থেকে টিকিট কাটার অ্যাপটি আগে ডাউনলোড করে মোবাইল ফোনে ইনস্টল করে নিতে হবে। অ্যাপের লিংক – Rail Sheba App Download Link
বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য
রেলওয়ে টিকিট কাটার আগে আমাদের এটিও দেখে নেওয়া প্রয়োজন টিকিটের দাম কেমন। একেক রুটের ট্রেনের টিকিটের দাম একেক রকম হয় থাকে। তো চলুন এসবের দাম জেনে নেওয়া যাক।
- পূর্বাঞ্চল ট্রেনের ভাড়ার তালিকা – Click Here
- পশ্চিমাঞ্চল ট্রেনের ভাড়ার তালিকা – Click Here
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার নিয়ম সম্পর্কিত প্রায়শই জিজ্ঞাসিত হওয়া কিছু প্রশ্ন এবং প্রশ্নগুলো উত্তর জেনে নেওয়া যাক।
কত দিন আগে অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটা যাবে?
যেকোন রুটের টিকিট আপনি সর্বোচ্চ ৫ দিন আগে কেটে রাখতে পারবেন। ৫ দিনের আগে কোন টিকিট আগ্রীম কাটতে পারবেন না।
রেলওয়ে টিকিট ফেরত দেওয়া যাবে?
হ্যাঁ অবশ্যই। কোন কারণে আপনার ট্রেনের করে যাওয়ার ভ্রমণ বাতিল হয় তাহলে আপনি ট্রেনের টিকিটও ফেরত দিয়ে টাকা রিফার্ন্ড নিতে পারবেন। এজন্য অবশ্যই ২-৩ দিন আগে তা বাতিল করতে হবে।
রেলওয়ে ভ্রমণ কেমন হয়ে থাকে?
আপনি যদি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান তাহলে আমি আপনাকে অবশ্যই ট্রেনে/ রেলপথ দিয়ে ভ্রমণ করতে বলব। অনেক শান্ত পরিবেশে আপনি রেলওয়ে ভ্রমণ করতে পারবেন।
মেট্রো ট্রেনের টিকিট কিভাবে কাটব?
এই আর্টিকেলে দেখানো পদ্বতি এর মাধ্যমে আপনি মেট্রো ট্রেনের টিকিট কাটতে পারবেন। সব রুটে মেট্রো টেনের সুবিধা নেই। যে রুটে মেট্রো ট্রেনের সুবিধা আছে সেই রুটের মেট্রো ট্রেনের টিকিট সহজেই কাটতে পারবেন?
অনলাইনে কাটা টিকিটটি কি প্রিন্ট করে নিতে হবে?
অনলাইনে কাটা টিকিট টি আপনাকে প্রিন্ট করে নিতে হবে না। তবে টিকিটের পিডিএফ মোবাইলে রাখবেন। যখন আপনার নিকট টিকিট দেখতে আসবে তখন এই ই-টিকিট দেখালেই হবে।
শেষ কথা
আশা করছি এই আর্টিকেলটি থেকে অনলাইনে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার সঠিক নিয়ম আপনি শিখতে পেরেছেন। আর্টিকেলটি অনুসরণ করে আপনার প্রয়োজনীয় রুটের টিকিট কেটে নিন। ওয়েবসাইটে টিকিট কাটতে অসুবিধা হলে মোবাইল অ্যাপ ব্যবহার করুন। তারপরেও যদি কোন রূপ সমস্যায় পড়েন তাহলে আপনার সমস্যার কথা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেস্টা করব আপনার সমস্যার যথাযথ সমাধান দেওয়া জন্য।
ধন্যবাদ টিউনবিএনে ভিজিট করে এই আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেলটি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাখুন যাতে করে ভবিষ্যতে খুব সহজে খুঁজে পান। ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত টিউনবিএনে ভিজিট করুন এ ধরনের আরো অনেক আর্টিকেল পড়ার জন্য।