বাংলালিংক এমবি চেক করার নিয়ম ২০২৪
বাংলালিংক এমবি চেক করার নিয়ম অর্থাৎ কিভাবে বাংলালিংক এমবি চেক করবেন এই সম্পর্কে বিস্তারিত জানব এই আর্টিকেলটি থেকে। আর্টিকেলটিতে বাংলালিংক সিমে এমবি চেক করার দুইটি নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। দুইটি নিয়মের মধ্য থেকে যেকোন একটি নিয়ম অনুসরণ করে সহজে এমবি চেক করে ফেলতে পারবেন।
বাংলালিংক অনেক জনপ্রিয় সিম অপারেটর কোম্পানি। দীর্ঘ দিন ধরে তারা বাংলাদেশে টেলিকম সেবা দিয়ে যাচ্ছে। যেমনঃ মিনিট, ইন্টারনেট, এসএমএস ইত্যাদি। সিমে এসব কোন কিছু কেনার পর তা চেক করার জন্য নির্দিষ্ট কোড ডায়াল করতে হয়। নির্দিষ্ট কোড ডায়াল না করলে কত এমবি বা কত টাকা অবশিষ্ট আছে তা জানা যাবে না।
- বাংলালিংক ১ জিবি অফার ২০২৪ কোড সহ | সাথে ফ্রি এমবি
- জিপি ইন্টারনেট অফার ২০২৪ সাথে ফ্রি ১ জিবি কোড | GP Internet Offer 2024
- রবি মিনিট অফার ২০২৪ | Best Robi Minute Offer Code, Recharge 2024
মিনিট, এমবি, টাকা, এসএমএস চেক করার আলাদা আলাদা কোড রয়েছে। আবার এসব কেনারও আলাদা আলাদা কোড আছে। এসকল কোড গ্রাহকদের মনে রাখা একটু কষ্ট সাধ্য ব্যাপার। তাই অনেকেই কোডগুলো ভুলে যান। আবার অনেকেই অন্য কোন সিম অপারেটর থেকে বাংলালিংকে মাইগ্রেট করলে তাদের বাংলালিংক এর এসব কোড তাদের জানা থাকে না। তবে কোড ডায়াল করে এসব চেক করার পাশাপাশি বর্তমানে অ্যাপের মাধ্যমেও চেক করা যায়।
তো যাই হোক। আর দেরি না করে চলুন বাংলালিংক এমবি চেক কিভাবে করবেন বা বাংলালিংক এমবি চেক করার কোড কি তা জেনে নেই।
Table of Contents
বাংলালিংক এমবি চেক করার নিয়ম
দুই পদ্বতিতে আপনি বাংলালিংক সিমে এমবি চেক করতে পারবেন। এগুলো হলোঃ
- USSD কোড ডায়াল করে
- অ্যাপের মাধ্যমে
এখন চলুন এই দুই উপায় সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
1. USSD কোড ডায়াল করে বাংলালিংক এমবি চেক
বাংলালিংক সহ যেকোন সিমে USSD কোড ডায়াল করে এমবি চেক করা অনেক জনপ্রিয় একটি উপায়। বাংলালিংক সিমে এমবি চেক করার কোড *5000*500#। অর্থাৎ, *5000*500# ডায়াল করে আপনি বাংলালিংক এমবি চেক করে নিতে পারবেন। এই কোডটি ছাড়াও আরো একটি কোড আছে বাংলালিংক সিমের জন্য। এই কোডটি হলো *121*1*4#।
তো, বাংলালিংক এমবি চেক করার জন্য প্রথমে আপনি ফোনের ডায়াল অপশনে যান। যেখান গিয়ে *5000*500# অথবা *121*1*4# ডায়াল করুন। ডায়াল করার কিছুক্ষণের মধ্যে আপনার কত এমবি আছে তা দেখতে পারবেন।
2. অ্যাপের মাধ্যমে বাংলালিংক এমবি চেক
বর্তমান সময়ে অ্যাপের মাধ্যমেও বাংলালিংকে এমবি চেক করা যায়। আপনাদের যাদের কাছে এন্ড্রয়েড বা আইওএস স্মার্টফোন রয়েছে তারা সহজেই এই সুবিধা ভোগ করতে পারবে। অ্যাপের মাধ্যমে বাংলালিংক সিমে এমবি চেক করার জন্য আপনাকে প্রথমে MyBL (My Banglalink) অ্যাপ ডাউনলোড করতে হবে।
এন্ড্রয়েড ব্যবহারকারী হলে প্লে স্টোর থেকে এবং আইফোন ব্যবহারকারী হলে অ্যাপ স্টোর থেকে সহজেই ডাউনলোড করে ইন্সটল করে ফেলতে পারবেন।
অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে নিয়ে ওপেন করুন। ওপেন করার পর আপনাকে আপনার বাংলালিংক নাম্বার দিয়ে লগিন করতে হবে। লগিন করা হয়ে আপনাকে অ্যাপের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখান থেকে আপনি সহজেই বাংলালিংক সিমের এমবি চেক করে নিতে পারবেন। অ্যাপে শুধু মাত্র এমবি নয় টাকা, মিনিট, এসএমএস ইত্যাদি সকল কিছু চেক করতে পারবেন।
যাদের কোড মনে রাখতে অসুবিধা হয় বা কোড ডায়াল করার ঝামেলায় জড়াতে চান না তাদের জন্য অ্যাপের মাধ্যমে এমবি চেক করা অনেক সহজতর একটি উপায়। অ্যাপে এসব চেক করতে অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
বাংলালিংকে এমবি চেক করার সবচেয়ে সহজ উপায় কোনটি?
আমার কাছে মনে হয়েছে বাংলালিংকে এমবি চেক করার সবচেয়ে সহজ উপায় হলো অ্যাপের মাধ্যমে চেক করা। কেননা এই পদ্বতিতে কোন কোন এমবি প্যাকেজ কেনা হয়েছে, প্যাকেজের মেয়াদ কত দিন রয়েছে, কত এমবি অবশিষ্ট রয়েছে এসকল কিছু সহজেই চেক করে নেওয়া যায় এবং অ্যাপ থেকে চেক করলে বুঝতেও সুবিধা হয়।
বাংলালিংক এমবি চেক করার কোড কি?
বাংলালিংক সিমে এমবি চেক করার দুইটি কোড রয়েছে। কোড দুইটি হলো – *৫০০০*৫০০# ও *১২১*১*৪#। এই দুইটি কোডের মধ্য থেকে যেকোন একটি কোড ডায়াল করে এমবি চেক করে নিতে পারবেন।
বাংলালিংকে ডেটা কিভাবে চেক করব?
এমবি ও ডেটা চেক দুইটি একই বিষয়। আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি সহজেই বাংলালিংক ডেটা চেক করতে পারবেন।
উপসংহার
আর্টিকেলে বাংলালিংক এমবি চেক করার যে দুইটি নিয়ম বা পদ্ধতি রয়েছে সেই দুইটি নিয়ম/ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। নিয়ম দুইটির মধ্যে আপনার কাছে যেটি সুবিধাজনক মনে হয় সেই নিয়মটি অনুসরণ করে এমবি চেক করুন।
ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। এই ধরনের আরো অনেক আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।