BanglalinkSim Offer

বাংলালিংক ১ জিবি অফার ২০২৩ কোড সহ | সাথে ফ্রি এমবি

আপনি কি বাংলালিংক সিমে ১ জিবি ইন্টারনেট কেনার জন্য বাংলালিংক ১ জিবি অফার খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলালিংক ১ জিবি অফারের বিভিন্ন কোড। বিভিন্ন মেয়াদের ও কম টাকায় যাতে আপনার ১ জিবি কিনতে পারেন সেই সকল কোডই পাবেন এই আর্টিকেলটি থেকে।

বাংলালিংক অনেক জনপ্রিয় একটি সিম অপারেটর কোম্পানী। তারা তাদের গ্রাহকের জন্য বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ নিয়ে আসে। অসংখ্য ইন্টারনেট প্যাকেজ রয়েছে বাংলালিংক সিমের। এসব প্যাকেজের মধ্য থেকে গ্রাহকদের যে প্যাকজটি প্রয়োজন সেই প্যাকেজ ক্রয় করে ব্যবহার করে।

আরো পড়ুনঃ

অনেক গ্রাহক আছে যারা সাধারণত অনেক কম এমবি/ ইন্টারনেট প্যাকেজ ক্রয় করে। ১ থেকে ৫ বা ১০ জিবির মতো। এছাড়াও আরো অনেক গ্রাহক আছে যারা ১ জিবি ইন্টারনেট কেনার আগে বাংলালিংক ১ জিবি অফার আছে কি না তা জেনে নেয়। বাংলালিংকের ১ জিবি ও ১ জিবির আশেপাশে অনেক কয়েকটি ইন্টারনেট প্যাকেজ রয়েছে। তো চলুন এই সকল প্যাকেজগুলো ক্রয় করার কোড দেখে নেওয়া যাক। এর পাশাপাশি কিভাবে ফ্রি এমবি পাবেন তাও জানব।

বাংলালিংক ১ জিবি অফার

বাংলালিংক সিমে অনেক কয়েকটি ১ জিবি অফার রয়েছে। তো চলুন একে এক এই অফারগুলো সম্পর্কে জেনে নেই।

১ জিবি ১৪ টাকা

১৪ টাকায় ১ জিবি অফারটি অনেক জনপ্রিয় একটি অফার। কিন্তু আপনি চাইলেই এই অফারটি ক্রয় করতে পারবেন না। শুধুমাত্র নির্দিষ্ট কিছু গ্রাহক এই অফারটি ক্রয় করতে পারবে। অফারটি আপনার জন্য উপলব্ধ হলে বাংলালিংক থেকে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর সেই মেসেজে অফারটি ক্রয় করার কোড থাকবে। সেই কোড ডায়াল করে তখন ১৪ টাকায় ১ জিবি অফারে কিনতে পারবেন। এই প্যাকেজের মেয়াদ সাধারণত ৩ দিন হয়ে থাকে।

১ জিবি ১৯ টাকা

১৪ টাকায় ১ জিবির পাশাপাশি ১৯ টাকায় ১ জিবিও অনেক জনপ্রিয় একটি অফার। তবে ১৯ টাকায় ১ জিবি কেনার অফারটি বেশীরভাগ সময় MyBL (My Banglalink) অ্যাপে দেখা যায়। আপনি এই অফারটি পেতে চাইলে মাই বাংলালিংক অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন আপনি এই অফারের জন্য উপলব্ধ কি না। ১৯ টাকায় ১ জিবি অফারের মেয়াদ ৩ দিন হয়ে থাকে।

১ জিবি ৩০ টাকা

১ জিবি ৩০ টাকা প্যাকেজটির মেয়াদ ৩০ দিন। *121*500*7*2# কোডটি ডায়াল করে এই প্যাকেজটি আপনি ক্রয় করতে পারবেন। এই প্যাকেজটি দিয়ে আপনি শুধুমাত্র ফেসবুক চালাতে পারবেন।

১ জিবি ৩৬ টাকা

৩৬ টাকায় ১ জিবি কেনার কোড হলো *121*36#। এই প্যাকেজটির মেয়াদ মাত্র ৩ দিন। সকল প্রকার ইন্টারনেট এই প্যাকেজটি মাধ্যমে চালাতে পারবেন।

১ জিবি ৯১ টাকা

৯১ টাকায় যদি আপনি ১ জিবি ইন্টারনেট প্যাকে ক্রয় করতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *121*91#। প্যাকেজটির মেয়াদ ১৫ দিন।

বাংলালিংক ১ জিবি অফার তালিকা

এবার চলুন বাংলালিংক ১ জিবি অফার তালিকা দেখে নেওয়া যাক। নিচের টেবিলে প্যাকেজের দাম, মেয়াদ, কেনার কোড সহ দিয়ে দেওয়া হলো।

QuantityAmountValidityCode
1 GB (FB)30 Taka30 Days*121*500*7*2#
1 GB36 Taka3 Days*121*36#
1 GB216 Taka30 Days*121*216#
1 GB116 Taka15 Days*121*116#
1 GB91 Taka15 Days*121*91#

১ জিবির আশেপাশে অফারের তালিকা

বাংলালিংক ১ জিবি অফার তো দেখলেনই। ১ জিবির আশেপাশে অনেক দারুন দারুন কিছু ইন্টারনেট অফার রয়েছে চলুন সেগুলো দেখে নেই। এই অফারগুলো আপনার কাছে ভালো লাগতে পারে।

QuantityAmountValidityCode
500 MB (IMO)19 Taka7 Days*121*5000*1#
400 MB23 Taka3 Days*121*23#
1.2 GB41 Taka3 Days*121*41#
1.5 GB49 Taka3 Days*121*49#
3 GB54 Taka3 Days*121*54#
4 GB68 Taka3 Days*121*68#
4 GB22 Taka2 Hours*121*22#
5 GB73 Taka3 Days*121*73#

বাংলালিংক ফ্রি এমবি পাওয়ার উপায়

বাংলালিংক ১ জিবি অফার কি কি রয়েছে তা তো এই আর্টিকেলটি থেকে ইতিমধ্যে দেখে নিয়েছেন। এবার আপনার জন্য বাংলালিংক ফ্রি এমবি পাওয়ার একটি উপায় শেয়ার করি।

বাংলালিংক সিমে ফ্রি এমবি পাওয়ার জন্য মাই বাংলালিংক অ্যাপ ডাউনলোড করে ওপেন করে এবং ফোন নাম্বার দিয়ে লগিন করুন। প্রথমবার এই অ্যাপে লগিন করার জন্য আপনি ১০০ থেকে ৫০০ এমবি ফ্রিতে পেয়ে যাবেন। এর পাশাপাশি প্রথম ৩০ অ্যাপে লগিন করলে ২৫ এমবি করে বোনাস পাবেন। এর পাশাপাশি মাই বাংলালিংক অ্যাপ রেফার করেও আপনি ফ্রিতে এমবি নিতে পারবেন। ফ্রি ১ জিবি ইন্টারনেট পেতে এই আর্টিকেলটি পড়তে পারেন – বাংলালিংক ফ্রি ১ জিবি কোড | Banglalink Free 1 GB Code

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।

কিভাবে আমি বাংলালিংকে ১ জিবি পাব?

১ জিবি ইন্টারনেট প্যাকেজ/ এমবি কেনার কোড ডায়াল করার মাধ্যমে আপনি ১ জিবি পাবেন। আর অবশ্যই ১ জিবি ক্রয় করার জন্য নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে।

কিভাবে বাংলালিংকে ফ্রি এমবি পাব?

MyBL অ্যাপ ডাউনলোড করে আপনি সর্বচ্চো ১ জিবি এমবি/ ইন্টারনেট ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেক ফ্রি এমবির অফার MyBL অ্যাপের অফার সেকশনে পেয়ে যাবেন।

কিভাবে বাংলালিংকে বোনাস এমবি চেক করব?

*5000*500# কোডটি ডায়াল করে অথবা MyBL অ্যাপে লগিন করে আপনি সহজেই বাংলালিংক বোনাস এম্বি চেক করতে পারবেন।

উপসংহার

বাংলালিংক ১ জিবি অফার যতগুলো রয়েছে তার প্রায় সবগুলো আর্টিকেলে তুলে ধরার চেস্টা করছি। এগুলো ছাড়াও আরো অনেক বাংলালিংক ১ জিবি অফার থাকতে পারে। অফারগুলো জানার জন্য MyBL অ্যাপে লগিন করে My Offer সেকশনটি চেক করে নিবেন।

আর্টিকেলটি নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে ও মতামত জানাতে কমেন্ট করুন। সম্ভব হলে এই আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবের সাথে যাতে করে তারাও এই অফারগুলো সম্পর্কে জানতে পারেন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

One Comment

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.