বাংলা ইউনিকোড ফন্ট || Best 10 Bangla Unicode Fonts Pack Free Download
বাংলা ইউনিকোড ফন্ট (Bangla Unicode Font) প্যাক একদম বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন এই টিউনটি থেকে। ১০ টি ইউনিকোড ফন্ট আপনি জিপ আকারে পেয়ে যাবেন।
কোন লেখাকে আর্কষণীয় করে তুলে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন ফন্ট ব্যবহার করে থাকি। বিভিন্ন স্মার্টফোন কিংবা কম্পিউটারে ডিফল্ট ভাবে অনেক গুলোন ইংরেজি ফন্ট ইন্সটাল করা থাকলেও বাংলা ফন্ট থাকে হাতে গোন কয়েকটা। এর ফলে আমরা বাংলায় কোন কিছু লিখতে গেলে লেখাকে তেমন একটা আর্কষণীয় করে তুলে পারি না। আর, আজকের এই টিউনে আমি আপনাদের সাথে শেয়ার করব ১০ টি অসাধারণ বাংলা ইউনিকোড ফন্ট (10 Best Bangla Unicode Font)। যেগুলো আপনি লেখালেখির কাজে যেমন ব্যবহার করতে পারবেন তেমনি লোগো, ব্যানার ডিজাইনের কাজেও ব্যবহার করতে পারবেন।
অনেকেই হয়তো ইউনিকোড শব্দটি প্রথম শুনলেন। যদি আগে থেকে জানেন ইউনিকোড কি তাহলে তো ভালোই। আর, যদি না জেনে থাকে থাকি তাহলে জেনে নিতে ক্ষতি কি!!
বাংলা স্টাইলিশ ফন্ট লাগবে? তাহলে এখনি ডাউনলোড করে নিন বাংলা স্টাইলিশ ফন্ট – Awesome 5 Bangla Stylish Fonts | অসাধারণ ৫ টি বাংলা স্টাইলিশ ফন্ট ফ্রিতে ডাউনলোড করে নিন
Table of Contents
ইউনিকোড কি?
ইউনিকোড হলো একটি আন্তর্জাতিক বর্ণ সংকেত নির্ধারণি ব্যবস্থা। সকল ভাষাকে একটি সার্বজনীন মানদন্ডে নিয়ে আসা ছিল ইউনিকোডের মূল লক্ষ্য। ইউনিকোড বিশ্বের প্রতিটি ভাষার প্রতিটি বর্ণের জন্য একটি করে নম্বর প্রদান করে ফলে কম্পিউটারে একটি ভাষা অন্য একটি ভাষার সাথে সংঘর্ষ হয় না।
যেহেতু কম্পিউটার শুধু বোঝে সংখ্যা দিয়ে এবং ইউনিকোডের সাহায্যে ভাষাকে সংখ্যায় রূপান্তর দেয়া হয়, তাই কম্পিউটারের সাথে আমরা যে কোন ভাষায় কথা বলতে পারি।
আশা করছি ইউনিকোড নিয়ে একটু হলেও বুঝতে পেরেছেন। আরো, বিস্তারিত জানতে গুগোল, ইউটিউব কিংবা উইকিপিডিয়া তে অনুসন্ধান করতে পারেন। এবার চলেন এই ফন্টগুলো ডাউনলোড করে নেওয়া যাক।
ওয়ার্ডপ্রেস সাইটে বাংলা ফন্ট ইন্সটল করতে চান? দেখুন কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে বাংলা ফন্ট ইন্সটল করবেন – কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে Custom বাংলা ফন্ট যুক্ত করবেন।
ডাউনলোড বাংলা ইউনিকোড ফন্ট
সব ফন্টগুলোন একটি জিপ ফাইলের মধ্যে রাখা হয়েছে তাই খুব সহজেই সব ফন্ট একসাথে ডাউনলোড করে নিতে পারবেন। তবে, ডাউনলোড করার আগে জেনে নেওয়া যাক এই প্যাকের মধ্যে কি কি ফন্ট রয়েছে।
- Amar Bangla
- Apina Lohit
- Atrai OMJ
- Bensen Handwriting
- Ekushey Sumit
- Mitra Mono
- Rupali
- Siyam Rupali
- Sornaly
- Vrindab
File Name | Best 10 Bangla Unicode Font |
File Size | 1.3MB |
File Type | .zip |
File Password | UF-WIKIBN |
Download Link | Click Here |
শেষ কথা
আশা করছি পোস্টটি আপনার ভালো লেগেছে এবং পোস্টটি আপনার উপকারে আসবে। পোস্ট কেমন লাগল তা জানতে এবং কোথাও কোন সমস্যায় পড়লে কমেন্টের মাধ্যমে জানান।