Status

110+ বাংলা ছন্দ স্ট্যাটাস | Bangla Chondo [নতুন কালেকশন]

আপনি যদি বাংলা ছন্দ স্ট্যাটাস খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে আপনি বিভিন্ন ধরনের সেরা মানের বাংলা ছন্দ পেয়ে যাবেন। বাংলা ছন্দগুলো বিভিন্ন প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারবেন। যেমনঃ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ছবির ক্যাপশনে ব্যবহার করা, কাউকে মেসেজে পাঠানো ইত্যাদি।

ছন্দ পড়তে ও শুনতে অনেক ভালো লাগে তাই অনেকেই হয়তো ছন্দ পড়ার জন্য বাংলা ছন্দ খুঁজছেন। তো আপনি যে প্রয়োজনেই খুঁজে থাকেন না কেন চলুন আর দেরী না করে ছন্দগুলো দেখে নেই। বাংলা ছন্দের পাশাপাশি আমাদের ওয়েবসাইটে আরো বিভিন্ন রকমের ছন্দ, স্ট্যাটাস, ক্যাপশন প্রকাশিত রয়েছে। আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন।

আর্টিকেলের বিষয়বাংলা ছন্দ স্ট্যাটাস
মোট ছন্দ১০০ +

বাংলা ছন্দ স্ট্যাটাস

আপনার জন্য সেরা সকল বাংলা ছন্দ স্ট্যাটাস তালিকা আকারে নিম্নে দিয়ে দিলাম। বাংলা ছন্দগুলো পড়ে দেখুন আশা করছি আপনার ভালো লাগবে।

  • দিন ফুরাবে রাত ফুরাবে, ফুরাবে ফুলের ঘ্রাণ, সমায় ফুরাবে, জীবন ফুরাবে, ফুরিয়ে যাবে জান, But তোমার জন্য ফুরাবে না, আমার ভালোবাসার টান।
  • দূরে গেলে তুমি, হারিয়ে যাবো আমি। ভালোবাসি তোমায়, বোজনা কেন তুমি। ছোট্ট এই জীবনে, একটাই শুধু চাওয়া। তোমাকে আপন করে, আমার শুধু পাওয়া।
  • মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো। মিষ্টি মিষ্টি তারার মেলা, দেখবো তোমায় সারা বেলা। নিশি রাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারা জীবন।
  • প্রাণের বন্ধুরে তুই, কাছে কেন আসলে না, ভালোবাসি এই কথাটি, কেন আমায় বললি না। তুই কারে পাইয়া, ভুলে গেছিস এই আমারে, আমার অন্তরের ভিতর গেথে, রেখেছি আমি শুধু তুরে…।
  • ফুলে ফুলে সাজিয়ে রেখেছি আমার এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।
  • ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।
  • আমি হলাম সাগর তুমি হলে ঢেউ, চুপি চুপি প্রেম করবো জানবে নাতো কেউ।
  • ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন, তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা তুমি আসলেই ডাউনলোডে দিবো আনলিমিটেড ভালোবাসা।
  • রাতের আকাশে অনেক তারা। একলা লাগে তোমাকে ছাড়া। শুধু ভাবি তোমারি কথা। কেমন আছো আমাকে ছাড়া।
  • ভালোবাসা হতো যদি পাহাড়ের মত উঁচু, আর সেখান থেকে, যদি তুমি আমাকে, তা জয় করে আনতে বলতে, তবুও আমি সেখান থেকে তা জয় করে আনতাম, তোমায় ছাড়া বাচঁবনা সোনা। প্লিজ ফিরিয়ে দিও না আমার দুটি হাত।
  • স্কুল লাইফে তোমায় দেখি কলেজ লাইফে প্রেম, হাতের মাঝে উল্কি এঁকে লিখেছি তোমার NAAM..
  • আজ ছন্দ মহলে মিলছে দুটি মন, মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন, কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা, ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা!
  • চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো আমিও ঠিক তেমনি করে একজনকে ভালোবাসি। তোমার ভালোবাসা যেমন করে কেউ বুঝে না ঠিক তেমনই করে সে আমার ভালোবাসা বুঝে না।
  • কিছু স্বপ্ন চিরকাল থেকে যায়, কিছু উত্তর আজো মেলেনা কিছু কথা আজো মনে পড়ে, কিছু স্মৃতি চোখে জল আনে মরেও মরে না কিছু আশা এরই নাম ভালবাসা।
  • কাউকে পাওয়ার আসা করোনা, কারণ তাকে পেতে গিয়ে তুমি নিজে ধংস হয়ে যেতে পার নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ তোমাকে পাওয়ার আসা করে।
  • যা পেয়েছ তা হারিয়েও না যা হারিয়েছ তার ফেরে পেতে চেওনা, যা পাওনি তা কখনো তোমার ছিল না।
  • একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল, একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল।
  • মন নেই ভালো, জানিনা কি হলো পাশে নেই তুমি, কি করি আমি পাখি যদিও হতাম আমি এই জীবনে তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে।
  • আমি প্রেম কি জানি না, আমি প্রেম কি বুঝি না, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে! কে জানে হায় কোন আগুনে মরিব আমি এই ফাগুনে।
  • আমার ভালোবাসা সেদিন সার্থক হবে, যে দিন ভালোবাসার মানুষটি ১ ফোটা চোখের জল ফেলে বলবে আমি শুধু তোমাকেই ভালোবাসি।
  • একটা আকাশ বাতাসের জন্য, একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য আর আমি শুধু তোমার।
  • মাটির বন্ধু মেঘ. মেঘের বন্ধু বৃষ্টি. বৃষ্টির বন্ধু শ্রাবন. যে বাঁচিয়ে রাখে সৃষ্টি. এই সৃষ্টির মাঝে তুমি আর তোমার মাঝে আমি।
  • হাসাতে না পারলে, কাঁদাবে না। আনন্দ দিতে না পারলে, কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে, ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?
  • আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে। কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে!
  • জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি, জানতাম না কাকে বলে ভালো ভালোবাসা, শিখিয়েছ তুমি।
  • প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান, ২টি পাখির ১টি নীর ১টি নদীর ২টি তীর, ২টি মনের ১টি আশা তার নাম ভালোবাসা।
  • কিছু স্বপ্ন সুধু স্বপ্নই রয়ে যায়, কিছু কথা না বলাই রয়ে যায়, কিছু ভালবাসা শুদু ভালবাসায় রয়ে যায়।
  • তুমি সেই কবিতা! যা প্রতিদিন ভাবি লেখতে পারি না। তুমি সেই ছবি! যা কল্পনা করি… আঁকতে পারি না। তুমি সেই ভালোবাসা! যা প্রতিদিন চাই কিন্তু তা কখনোই পাই না।
  • জানাতে চাই তোমায় আমার এই হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ স্বপ্নের জাল বুনে যাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালোবাসতে চাই।
  • সুখে থাকো দুঃখে থাকো খবর তো আর রাখো না। এখন তো আমায় তুমি ভালো আর বাসো না। যতো ভালোবাসা ছিলো দিয়ে ছিলাম তোমাকে। তবু তুমি কিছুতেই বুঝলেনা আমাকে।
  • তুই যে আমার বুকের ভিতর হঠাৎ পাওয়া সুখ, তোকে হারানোর ভয়ে নিত্য কাঁপে বুক!! তুই যে আমার আঁধার রাতে হাজার তারার মেলা, তুই যে আমার ভালবাসার স্বর্গে যাওয়ার ভেলা…
  • যেখানে যতন করে রেখেছো এই মন, সেখানে রেখো আমায় সারাটি জীবন, তোমাকে ছাড়া যেখানে থাকি, সারাক্ষন মনে থাকে শুধু ভয়, তোমারি বুকের মাঝে যেন, আমার নিরাপধ আশ্রয়।
  • তোমাকে দেখার পরে এই জানলাম, যাকে মন চেয়ে ছিল তাকেই পেলাম। চোঁখে স্বপ্ন ছিল শুধু যাকে ঘিরে, অনেক খোঁজার পর তাকেই পেলাম।
  • হয়তো ভালবাসতে জানি না আমি, তোমার মতো করে। কিন্তু তোমার মনটা রেখেছি, আমার হৃদয়ে খুব যত্নো করে। হয়তো তুমি এখনো পুরোপুরি, বুঝতে পারনি আমাকে। কিন্তু হাজার কষ্টের মাঝেও, শুধু ভালবাসি তোমাকে।
  • জীবনটা ধর সাগর, আর হৃদয় তার তীর। বন্ধু হলো সাগরের ঢেউ। তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে তবে ব্যাপার হল সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে?
  • উপকার করতে না পার তাহলে ক্ষতি করো না ভালবাসতে না পার তাহলে প্রতারনা করো না, মন দিতে না পার তাহলে মন ভেঙ্গনা।
  • ভালোবাসা হল এমন একটি শ্বাস যাতে শুধু খাটে দুজনার বিশ্বাস এটি হল ছোট্ট সুখের বাসা তাইতো এর নাম রাখা হয়েছে ভালোবাসা।
  • অনেক ঝড়ের পরে, নীড়হারা, বিপর্যস্ত, কোন রকমে বেঁচে যাওয়া পাখির ন্যায় বলি- আমি ভালো আছি, বেশ ভালো !!!
  • জানাতে চাই তোমায় আমার এই হৃদয়ে রয়েছ তুমি। তোমায় নিয়ে সারাক্ষণ, স্বপ্নের জাল বুনে যাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই।
  • এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসবো তোমাকে।
  • কিছু কিছু কথা আছে বলতে পারিনা এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা এমন কিছু ফুল আছে তুলতে পারি না আর এমন একটা মনের মানুষ আছে ভুলতে পারিনা ।
  • এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোঁটা শুধু তোমার কথা বলে মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই ।
  • স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকেনা পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা ।
  • কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল জলকে বলিলাম তুই হটাৎ কেন বাইরে এলি বল ? জল বলল চোখটি তোমার সুখের নীড় কি করে সইবো বল এত দুঃখের ভীড় ।
  • মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না!
  • প্রচন্ড অপমান নিয়ে যারা হারিয়ে যায়!! তারা শত অনুরোধেও আর ফিরে আসে না!
  • ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আর আমার তো ভাগ্য নেই সব দুর্ভাগ্য!
  • যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায়, সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুচোখের জল লুকায়।
  • ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বিশ্বাসের কাছে!
  • তাকেই বেশি মনে পরে যে সারাদিন একবার ও আমার খোঁজ নেয় না!!
  • গুরুত্ব বেশি দিলে একসময় নিজেকেই গুরুত্বহীন হয়ে যেতে হয়!
  • পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট!
  • শুরুতে সবই ভালো লেগে যায়, মনে হয় সে একই নয়। কালের নিয়মে ভুলও ভেঙে যায়, পড়ে থাকে শুধু অভিনয়..
  • ব্যাথা সবসময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না, কিছু কিছু সময় সেটা হাসি দিয়ে প্রকাশ করতে হয়।
  • ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে। অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে।

নতুন বাংলা ছন্দ

আপনার আরো বাংলা ছন্দ স্ট্যাটাস প্রয়োজন? চিন্তা করবেন না। আমি আছি তো। আপনার জন্য নতুন কিছু বাংলা ছন্দ নিম্নে দিয়ে দিলাম। ছন্দগুলো দেখুন আশা করছি আপনার ভালো লাগবে। ফেসবুক স্ট্যাটাস হিসাবেও এসক ছন্দ ব্যবহার করতে পারবেন।

  • কাউকে পাওয়ার আশা করো না, কারণ তাকে পেতে গিয়ে তুমি নিজে ধংস হয়ে যেতে পার নিজেকে এমনভাবে তৈরি কর যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে।
  • পৃথিবী খুব সুন্দর, অনেক মানুষ কে ভাল লাগতে পারে তাই বলে কি সবার সাথে প্রেম করা যায়? মনে রেখ ভাল লাগার মানুষ অনেক BUT মনের মানুষ ১জন।
  • খুঁজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায় সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায়।
  • আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি শখ।
  • গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর। এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
  • গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা। তোমার কথা মনে পরলে মনে লাগে ব্যাথা।
  • মুখটি তোমার ফুলের মতোন, চাঁদের মতোন হাঁসি। সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি…
  • আমি যে পাগল, প্রিয় তোমার আশায়, এসো প্রাণসখী মোর আঙিনায়। প্রেমের প্রদীপ জ্বেলে করিব আরতি, এসো প্রাণ প্রিয় শুধু একটাই মিনতি।
  • শুধু তুমি আছো তাই, আমি কথা খুঁজে পাই। দূর হতে আমি তাই, তোমায় দেখে যাই। তুমি একটু হাসো তাই, আমি চাঁদের মিষ্টি আলো পাই।
  • তুমি আমার রঙিন স্বপ্ন, আমার চাঁদের আলো, তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কূল, তুমি আমার ভালবাসার শিউলি বকুল ফুল…
  • হৃদয় জুড়ে আছো তুমি সারা জীবন রেখো, আমায় শুধু আপন করে, বুকের মাঝে রেখো তোমায় ছেড়ে যাবো নাতো, আমি খুব দূরে ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে।
  • মন চাই তোমায় ভালোবাসি। মন চাই তোমার কাছে আসি। মন চাই তোমার মুখের হাঁসি। মন চাই শুধু থাকতে তোমার কাছাকাছি!
  • ভালোবেসে এই মন, তোকে শুধু চায় সারাক্ষন। আছিস তুই আমার মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ।
  • আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি, হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি, শরতের ফুল তুমি, হৃদয়ের হাঁসি, মন চায় তোমাকে আরো ভালোবাসি।
  • তুমি সাথী হয়ে এলে। আমি নয়ন ভরে, জীবন ভরে, রাখবো তোমায় আপন করে। সুখে দুঃখে দেখবো তোমায়, প্রেমের প্রদীপ জ্বেলে।
  • কৃষ্ণচূড়া রাধাচূড়া আমি অনেক দেখেছি। সব ভুলেছি যেদিন তোমার প্রেমে মজেছি।
  • তুমি যদি হও নীলকণ্ঠ পাখি, আমি হবো ডানা, অচিন দেশে পাড়ি দেবো। শুনব না কারো মানা।
  • কিছু ইচ্ছা, কিছু আশা, তোর সাথে ভালোবাসা। কিছু স্বপ্ন,কিছু গল্প, এখনো লেখা বাকি অল্প।
  • কি জানি কেমন করে, বাঁধা পরে গেছি আমি পুরোটাই। চুপি চুপি মন বলে, সারাক্ষণই আমি তোমাকে চাই।
  • হঠাৎ বৃষ্টি নামলে, জানলায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত… আমি বৃষ্টি হয়ে খুঁজবো, তোমায় ছোঁয়ার অজুহাত।
  • অনুভবে তুমিই থেকো, হোক গ্রীষ্ম বর্ষা বা শীত, আমি প্রেম দিয়ে ভুলিয়ে দেবো তোমার কষ্টের অতীত…
  • বেশি কিছু চাই না আমি অল্প হলেই চলবে! রোজ সকালে নিয়ম করে, ভালোবাসি বলবে।
  • সাথী হারা মন শোনেনা বারণ, শুধু কাছে চাই তোমাকে। কে সেই তুমি, তুমিই কি সেই, যার মন চাই আমাকে।
  • তোমার মুখের হাঁসি টুকু লাগে আমার ভালো, তুমি আমার ভালবাসা, বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে, আমার আছ তুমি, তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভুমি।
  • শীতের চাদর জড়িযে, কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন। বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
  • ভালোবাসি যত টুকু ভালোবাসা যায়। ভালোবাসি ভিসন ভাবনায়। ভালোবাসি সয়নে, সপনে, জাগরনে, জানা, অজানায়।
  • ফুলের বুকে মধু থাকে, নদীর বুকে ঢেউ, তুমি ছাড়া এ জীবনে নেই যে আর কেউ । আকাশের বুকে চাঁদ থাকে, চাঁদের বুকে আলো, তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো।
  • ভাবি তোমায় সারাক্ষণ, দিলাম তোমায় আমার মন। যদি আসো কাছে, থাকবো তোমার পাশে। যদি না দাও ব্যাথা, দিলাম তোমায় কথা। হারাবো না কোনো দিন, পাশে থাকবো চিরদিন।
  • তুমি আমার ছন্দের প্রেরণা, তুমিই রাতের ভাবনা! আসুক শত তুফান ভারী মূল্যেও হারাবো না! স্বপ্ন দেখি তোমায় ঘিরে, রাখবো তোমার মান, হৃদয়ে থেকো সাত জনম ধরে, থাকতে আমার প্রাণ!!
  • আটটার দিকে ভাত রান্না করি, দশটার দিকে খাই। তোমার কথা মনে পড়লে, রাস্তার দিকে যাই।
  • নাই বা হলো প্রতিদিন দেখা, নাই বা হলো প্রতিদিন কথা, এই মনের মাঝে শুধু তুমি ছিলে, আছো আর সারাজীবন থাকবে।
  • চোখ খুলি বা বন্ধ করি.. তুমি ই ভেসে আসো! বন্ধু তুমি আমায় কি… এমনি ভালোবাসো?
  • বলবো না ভালোবাসি, করবো না জোর.. ইচ্ছে হলে ফিরে আসিস, জায়গাটা শুধু তোর।
  • এসে গেলো রাসের মেলা মোরা যাবো দুজনাতে। একটি কোণে বসবো দুজন বাদাম নিয়ে হাতে।
  • কেমন করে জানলে তুমি আমার মনের কথা? নামলে সন্ধ্যা আসব আবার তোমার সাথে হেথা।
  • মন চেয়েছে আজকে আমি হারিয়ে যাবো তোমার সাথে। অঙ্গীকারের রাখী, পরিয়ে দিলাম তোমার হাতে।
  • আজ ছন্দ মহলে মিলছে দুটি মন, মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন, কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা, ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের ব্যাকুলতা।
  • এই পারে যদিও মোদের, নাই বা হয় দেখা! ঐ পারে সঙ্গী হবো, ভেবো না তুমি একা! ভালবেসে তোমায় আমি, জীবন ও দিতে পারি! তোমায় পেলে সুখের সাথেও দেবো আমি আড়ি!
  • সত্যিকারের ভালোবাসার আলাদা কোনো দিন হয়না, প্রতিটা দিনই আমি তোমাকে নতুন নতুন ভাবে ভালোবাসতে চাই।
  • জাপটে রাখো নিজের করে হাতটা ছাড়া বারণ, সব অভিমান কাটিয়ে দিতে ভালোবাসাই কারণ।
  • তোমায় পাবার ইচ্ছেগুলো, দিলো মনে উঁকি। তোমার জন্য নিতে পারি, শত শত ঝুঁকি। তোমায় ঘিরে এখন আমার অনেক অনেক আবেগ। তোমায় ভেবে উড়ছে মনের স্বপ্ন ভেজা মেঘ।
  • তুমি যদি পাখি হও আমি হবো খর। দুই জন মিলে এক সাথে থাকবো জীবন ভর। তুমি যদি চাঁদ হও আমি আমি হবো তারা। তোমায় দেখে দেখে আমি হবো দিশাহারা। তুমি যদি বাতাস হও আমি হবো ধুলো, দুইজন মিলে সব সময় এক সাথে পথ চলবো।
  • তোমায় পেয়ে পূর্ণ হলো এলোমেলো সব কবিতা, ভাবনারা সব তোমায় নিয়ে আদরে আছে সেই স্মৃতিটা।
  • দুটি পাখির দুটি মন, যদি হয় এক, দুটি মনের একটি আশা, লোকে বলে তার নাম ভালবাসা, ফুল ফুটে বাগানে, প্রেম হয় গোপনে, বাড়ির আসে পাশে প্রেম করলে সুখ হয় সবার জীবনে।
  • মন ছুঁটে যায় মনের টানে, ভালোবাসা তারই যে মানে, তুমি এসো না আমার প্রানে, ভালোবাসি বলবো গানে গানে।
  • কি বাঁধনে বেঁধেছো তুমি… প্রেম ,প্রীতি আর আশায়..! তারার মতো জ্বলছি তাই মিষ্টি মধুর ভালবাসায়…
  • ভালবাসা মানেই, এক নতুন স্বপ্ন দেখা। ভালবাসা মানেই, অচেনা তোমাকে চিনতে পারা। ভালবাসা মানেই, আঁধার ছেড়ে আলোতে আসা। ভালবাসা মানেই, এক সুন্দর সকালবেলা। ভালবাসা মানেই, তোমার অপেক্ষায় থাকা।
  • আমি তোমার প্রেমে পড়েছি হয়নি কখনো বলা, দেবীতূল্য তোমার ঐ রূপে হয়েছি মাতাল মুক্তি মেলেনি আজো, আমার যতো প্রেমের কবিতা লিখেছি তোমায় নিয়ে, যতো আমার ভালোবাসার গান তুমি আছো সুর হয়ে।
  • মন যে আমার চাইছে তোমায় এই বাদলভরা ঝোড়ো বাতাসে, ক্ষণিকের জন্য মেঘ হয়ে আসো যদি আমার আকাশে।
  • বাতাসের মধ্যেই জড়িয়ে থেকো মিশিয়ে নেব প্রশ্বাসে, আমি ভাবতে চাই তুমি চুপিসারে আছো আমারই পাশে।

বাংলা ছন্দ ছবি

কিছু বাংলা ছন্দ ছবি নিম্নে দিয়ে দিলাম। ছবিগুলো ভালো লাগলে ডাউনলোড করে নিতে পারেন।

বাংলা ছন্দ ছবি ১

বাংলা ছন্দ ছবি ২

বাংলা ছন্দ ছবি ৩

বাংলা ছন্দ ক্যাপশন

আপনার জন্য কিছু বাংলা ছন্দ ক্যাপশন নিম্নে দিয়ে দিলাম। যদি আপনি বাংলা ছন্দ ক্যাপশন (Bangla Chondo Caption) খুঁজে থাকেন তাহলে এসকল ছন্দ দেখতে পারেন। আশা করছি আপনার ভালো লাগবে।

  • আকাশের তারা, মনেতে সাড়া।
  • জীবনের রঙ, ভালোবাসার ঢং।
  • দুরে থাকো বা কাছে, ভালোবাসা থাকবে পাছে।
  • নদীর ধারা, মনকে নাড়া।
  • তোমার হাসি, আমার ভাসি।
  • চাঁদের আলো, মনকে ভালো।
  • প্রেমের গান, হৃদয়ের প্রাণ।
  • সূর্যের রশ্মি, মনের সুখ।
  • বৃষ্টির ধারা, হৃদয়ে সারা।
  • তুমি আমি মিলে, স্বপ্নের শহরে।
  • রাতের তারা, ভালোলাগার সাড়া।
  • প্রকৃতির রঙ, মনেতে ঢং।
  • কবিতার ছন্দ, মনের বন্দ।
  • রোদের হাসি, সুখের আভাসি।
  • স্বপ্নের পথে, জীবন হোক মোহে।

শেষ কথা

আর্টিকেলটিতে সেরা সকল বাংলা ছন্দ স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। আশা করছি আর্টিকেলে থাকা বাংলা ছন্দগুলো আপনার ভালো লেগেছে। ছন্দগুলো কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আরো নতুন নতুন সকল ছন্দ, স্ট্যাটাস, ক্যাপশন পেতে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ টিউনবিএনের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.