Windows Computer

কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি

Bangla font install method for computer

কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করার নিয়ম/ পদ্বতি নিয়ে এই আর্টিকেলটি। আপনি যদি না জানেন কিভাবে বাংলা ফন্ট কম্পিউটারে ইন্সটল করতে হয় তবে তা এই আর্টিকেলটি পড়ে জেনে নিতে পারবেন। সম্পূর্ণ বিস্তারিত ও পর্যাপ্ত স্কিনশট যুক্ত করে আর্টিকেলটি লেখা হয়েছে।

কম্পিউটারে বাংলা লেখালেখির কাজে আমরা বাংলা ফন্ট ব্যবহার করে থাকি। বাংলা  লেখাগুলোকে আরো আকর্ষনীয় করে তুলতে বিভিন্ন স্টাইলিশ ফন্ট ব্যবহার করার প্রয়োজনও পড়ে।

গুগল এ সার্চ করে কিংবা আমাদের ওয়েবসাইট থেকে এসব ফন্ট ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তবে এসব ফন্ট ডাউনলোড করার পর কম্পিউটারে ইন্সটল করাও প্রয়োজন। বাংলা ফন্ট ডাউনলোড করার পর যদি আমরা তা ইন্সটল না করি তাহলে তা ব্যবহার করতে পারব না।

কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করার নিয়ম

তো চলেন জেনে নেওয়া যাক কিভাবে কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করবেন। অনেক সহজ কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করা।

ধাপ ১ঃ বাংলা ফন্ট ইন্সটল করার আগে আপনাকে বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে তাই না? তো প্রথমে বাংলা ফন্ট ডাউনলোড করে নিন। আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন।

বাংলা ফন্ট ডাউনলোড
বাংলা ফন্ট ডাউনলোড

ধাপ ২ঃ বাংলা ফন্ট ডাউনলোড করার পর অথবা আপনার কম্পিউটারে যদি আগে থেকে বাংলা ফন্ট ডাউনলোড করা থাকে তাহলে ফন্টটিকে ডাবল ক্লিক করে ওপেন  করুন। কিছু কিছু ফন্ট জিপ/ রার (Zip/ Rar) ফাইলের ভিতরে থাকে। যদি আপনার ডাউনলোড করা ফন্ট এমন অবস্থায় থাকে তাহলে Zip/ Rar File টি এক্সট্রাক্ট করে নিতে হবে।

এজন্য Winzip সফটওয়্যার ব্যবহার করতে পারেন। গুগলে সার্চের মাধ্যমে সহজে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। Zip/ Rar ফাইল এক্সট্রাক্ট করার পর ফন্টের উপর ডাবল ক্লিক করে ওপেন করুন। ফন্টের ফাইল টাইপ সাধারণত .ttf এ হয়ে থাকে।

ধাপ ৩ঃ ফন্ট ফাইলের উপর ডাবল ক্লিক করার পর নিচের স্কিনশটের মতোন একটি ইন্টারফেইজ পাবেন। এবার Install বাটনে কিল্ক করুন। ইন্সটল বাটনে কিল্ক করার পর ফন্টটি ইন্সটল হতে শুরু হবে। ইন্সটল হতে বেশী সময় লাগবে না। কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে।

কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল
কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল

ব্যাস আপনার কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল সম্পন্ন। এভাবে খুব সহজে কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করে নিতে পারবেন খুব সহজে। ফন্ট ইন্সটল সম্পন্ন হলে একবার চেক করে নিতে পারেন ফন্টটি সফল ভাবে ইন্সটল হয়েছে কি না।

আমি আপনাদেরকে দেখানো উদ্দেশ্যে যে ফন্টটি ইন্সটল করেছি সেই ফন্টটির নাম হলো নিকষ (Nikosh)। একবার চেক করে নেওয়া যাক ফন্টটি ইন্সটল হয়েছে কি না।

নিকষ বাংলা ফন্ট ইন্সটল চেক
নিকষ বাংলা ফন্ট ইন্সটল চেক

স্কিনশটে দেখতেই পাচ্ছেন ফন্টটি ইন্সটল হয়েছে। আপনি চেক করা জন্য প্রথমে Notepad ওপেন করুন তারপর Format এ ক্লিক করুন। এবার, Font এ ক্লিক করুন। Font এ ক্লিক করার পর আপনার কম্পিউটারে যত ফন্ট ইন্সটল আছে তার লিস্ট পাবেন। আপনি যে ফন্টটি ইন্সটল করেছেন সেই ফন্টটি খুঁজে দেখুন। যদি থাকে তাহলে আপনার ফন্ট ইন্সটল করা সফল হয়েছে।

এই ধরনের আরো আর্টিকেল এবং বিভিন্ন ধরনের বাংলা ফন্ট পেতে আমাদের সাথেই থাকুন।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

One Comment

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.