বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড for Windows 10
উইন্ডোজ ৭, ৮, ১০ ও ১১ এর জন্য বাংলা ফন্ট ডাউনলোড করা নিয়ে বিস্তারিত পোস্ট
বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড for windows 10 নিয়ে আজকের এই পোস্টটি। কিভাবে আপনি সহজে আপনার উইন্ডোজ ১০ কম্পিউটারে বা উইন্ডোজ ১১ কম্পিউটারের জন্য বাংলা ফন্ট ডাউনলোড করবেন তা এই পোস্ট পোস্টটি সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন।
Windows 10, Windows 11 ইত্যাদি উইন্ডোজের কো ভার্সনে বাংলা ফন্ট ডিফল্ট ভাবে ইন্সটল করা থাকে না। এর ফলে আপনি বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করার সুযোগ পাবেন না। কিন্তু, বাংলা ফন্ট ইন্সটল করার পর বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন।
উইন্ডোজে যেহেতু বাংলা ফন্ট ইন্সটল করা থাকে না তাই বাংলা লেখারো সুযোগ আপনি পাবেন না। এজন্য আপনাকে অবশ্যই বাংলা লেখার জন্য বাংলা কি-বোর্ড ডাউনলোড করে নিতে হবে। বাংলা কি-বোর্ড ডাউনলোড করার পর বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। বাংলা লেখালেখির জন্য অত্যন্ত জনপ্রিয় একটি কি-বোর্ড হলো অভ্র কি-বোর্ড। এই অভ্র কি-বোর্ড ডাউনলোড করার জন্য এই পোস্টটি পড়তে পারেন – অভ্র কিবোর্ড ডাউনলোড PC | Avro Keyboard Download for Windows
এই অভ্র কি-বোর্ড ডাউনলোড করার পর আপনি চাইলে বাংলা লিখতে পারবেন কিন্তু, সেটার মধ্যে কিছু লিমেটেশন থাকবে। আর যদি বাংলা ফন্ট ইন্সটল করা থাকে তাহলে সেই ফন্ট ব্যবহার করার মাধ্যমে আর কোন লিমেটেশন থাকবে না।
এখন এই লিমেটেশন নিয়ে একটু সংক্ষেপে কিছু কথা বলে নেই। যেমন ধরুন আপনি ব্রাউজারে মাধ্যমে বাংলা লিখে কাউকে ইমেইল করবেন। এক্ষত্রে কোন ফন্টের প্রয়োজন পড়বে না। যদি আপনি লেখালেখির কোন সফটওয়্যারে বাংলা লিখতে চান যেমন ধরুন মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখবেন। এক্ষেত্রে, শুধু বাংলা কি-বোর্ডের প্রয়োজন পড়বে না। এর পাশাপাশি প্রয়োজন পড়বে বাংলা ফন্টের। বাংলা ফন্ট দুই ধরনের হয়ে থাকে –
ANSI ও ইউনিকোড ফন্ট কি এ নিয়ে পরিবর্তন কোন পোস্টে আলোচনা করার চেস্টা করব। মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া অন্য কোন প্রকার লেখালেখির সফটওয়্যারে বাংলা লিখতে পারবেন না বাংলা ফন্ট উইন্ডোজে ইন্সটল করা ছাড়া। এজন্য, বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও আরো কিছু সমস্যা যেমন বাংলা লেখা না দেখা যাওয়া (বক্স আকারে থাকা) এর মতো সমস্যার মুখোমুখি হতে পারেন।
Table of Contents
বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড for Windows 10
“বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড for Windows 10” এই পোস্ট থেকে চলেন জেনে নেই যে কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড।
বাংলা ফন্ট আপনি খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তাও একদম ফ্রি। বিভিন্ন প্রিমিয়াম মানের ফন্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে।
মোবাইলের জন্য যেসব ফন্ট রয়েছে সেগুলোও আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এজন্য ফন্ট ডাউনলোড করার পর আপনাকে তা ইন্সটল করতে হবে। কিভাবে উইন্ডোজে বাংলা ফন্ট ইন্সটল করবেন তা জানতে এই পোস্টটি পড়তে পারেন – কম্পিউটারে বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি
আমাদের ওয়েবসাইটে যে সব ফন্ট শেয়ার করা হয়েছে সেগুলোকে আপনি তিনটি ক্যাটেগরির মধ্যে পেয়ে যাবেন।
- ইউনিকোড ফন্টঃ ইউনিলোড টাইপের ফন্টগুলো আপনার ইউনিকোড বাংলা ফন্ট ক্যাটেগরিতে পাবেন।
- ANSI ফন্টঃ ANSI টাইপের ফন্টগুলো Ansi ফন্ট ক্যাটেগরিতে পাবেন।
- স্টাইলিশ ফন্টঃ যে সব বাংলা ফন্ট গুলো স্টাইলিস দেখতে এবং যেসব ফন্ট গুলো গ্রাফিক্সের কাজে বেশি ব্যবহৃত হয় সেসব ফন্টগুলোকে বাংলা স্টাইলিস ফন্ট ক্যাটেগরিতে রাখা হয়েছে।
পিক্সেলল্যাব মোবাইল অ্যাপের জন্য ৫০টি বাংলা ফন্ট পাবলিশ করা হয়েছিল আপনি চাইলে সেই ফন্টগুলো আপনার উইন্ডোজের জন্য ব্যবহার করতে পারেন। বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড for Windows 10!!
এছাড়াও সার্টিফিকেট ফন্ট, নিকষ বাংলা ফন্ট, বাংলা ফন্ট ডাউনলোডে জিপ সহ অসংখ্য ফন্ট রয়েছে।
Windows 10 এর জন্য বহুল ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি?
উইন্ডোজ ১০ এর জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত বাংলা ফন্টগুলো হচ্ছে –
- Sutonnymj
- Nikosh Bangla Font
- Kalpurush
ইত্যাদি ফন্টগুলো বহুল ব্যবহৃত হয় উইন্ডোজ ১০, ১১ এ।
শেষ কথা
এই ছিল আমাদের আজকের পোস্ট। আশা করছি আপনি পোস্টটি উপভোগ করেছেন। পোস্টটি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। কনেন্ট করার জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
আপনার যদি আরো অন্য কোন ফন্টে প্রয়োজন পড়ে তবে তাও কমেন্ট করে জানাতে পারেন। আমাদের টিম এসব ফন্ট সংগ্রহ করার চেস্টা করবে। বাংলা ফন্ট ফ্রি ডাউনলোড for Windows 10 সম্পর্কিত সর্বশেষ সকল আপডেট পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।