TuneBN NoticeFeatured

বাংলা ব্লগ | সেরা বাংলা ব্লগিং সাইট | Best Bangla Blogging Site 2023

টিউনবিএন বাংলাদেশের সেরা বাংলা ব্লগ/ বাংলা ব্লগিং সাইট। টেকনোলজি, স্ট্যাটাস, সরকারি সেবা, হোস্টিং ইত্যাদি নিয়ে আর্টিকেল প্রকাশ করে থাকে।

বাংলা ব্লগিং সাইটগুলোর মধ্যে টিউনবিএন জনপ্রিয়তা মধ্যে অন্যতম একটি বাংলা ব্লগ সাইট। ২০১৯ সাথে টিউনবিএন উইকিবিএন নামে যাত্রা শুরু করে। পরবর্তী ব্রান্ড নাম পরিবর্তন করে টিউনবিএন করা হয়।

২০১৯ থেকে ২০২৩, প্রায় ৪ বছর ধরে আমরা নিয়মিত বাংলায় আর্টিকেল প্রকাশ করে আসছি। যদিও প্রায় ১ বছর ২০২০ থেকে ২০২১ এর মাঝামাঝি সময় আমাদের কার্যক্রম বন্ধ ছিল। কিন্তু আমরা ২০২১ এর শেষের দিকে আবার সবার মাঝে ফিরে আসি।

বর্তমানে টিউনবিএন নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকে। সব ধরনের আর্টিকেল আমরা টিউনবিএনে প্রকাশ করে থাকি।

বাংলা ব্লগ/ বাংলা ব্লগিং সাইট টিউনবিএন

বাংলা ব্লগ সাইট হিসাবে টিউনবিএন ২০২১ সাথে ডোমেইন নেম রেজস্ট্রেশন করে (পুরাতন ডোমেইন wikibn ২০১৯ সালে রেজিস্ট্রেশন করা হয়)। বর্তমানে টিউনবিএনের অধিনে দুইটি ডোমেইন রেজিস্ট্রশন করা আছে।

যেকোন একটি ডোমেইন দিয়ে আপনি আমাদের ওয়েবসাইটকে এক্সেস করতে পারবেন।

অনলাইনে আয় নিয়ে আর্টিকেল

আমরা আমাদের এই বাংলা ব্লগিং সাইটে অনলাইনে আয় নিয়ে নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। অনলাইন আয় ক্যাটেগরিতে এই সকল পোস্টগুলো পেয়ে যাবেন। অনলাইনে আয় নিয়ে কিছু সেরা আর্টিকেল –

ব্লগিং, হোস্টিং, ওয়েবসাইট, এডসেন্স নিয়ে আর্টিকেল

আমাদের ভিজিটরদের বাংলা ব্লগিন শেখানো উদ্দেশ্যে এই বাংলা ব্লগ/ বাংলা ব্লগিং সাইটে অনেক আর্টিকেল প্রকাশ করেছি এবং নিয়মিত এই ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে। এই সকল আর্টিকেল থেকে ব্লগিং সম্পর্কে জ্ঞান লাভ করা সম্ভব।

ফ্রিল্যান্সিং নিয়ে আর্টিকেল

ফ্রিল্যান্সিং নিয়েও অনেক আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করেছি। এছাড়াও নিয়মিত এই ধরনের আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকা।

প্রিমিয়াম রিসোর্স নিয়ে আর্টিকেল

আমরা আমাদের ওয়েবসাইটের সূচনা লগ্নের বিভিন্ন ধরনের প্রিমিয়াম রিসোর্স যেমনঃ মোড অ্যাপ, প্রিমিয়াম অ্যাপ, ব্লগার টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেড় নিয়ে আর্টিকেল প্রকাশ করতাম। এখনো এই ধরনের আর্টিকেলে টিউনবিএনে প্রকাশ করা হয়ে থাকে। প্রিমিয়াম রিসোর্স নিয়ে কিছু আর্টিকেল –

সরকারী তথ্য নিয়ে আর্টিকেল

সাম্প্রতি আমরা সরকারী বিভিন্ন ধরনে সেবা নিয়ে আর্টিকেল প্রকাশ করা শুরু করেছি এবং আপনাদের কাছ থেকে অনেক ভালোই রেসপন্স পাছি। নিয়মতি সরকারী বিভিন্ন সেবা নিয়ে আর্টিকেল প্রকাশ করে টিউনবিএন। যে সকল সেবা নিয়ে আমাদের আলাদা আলাদা ক্যাটেগরি আছে সেগুলো হলো –

  1. জন্ম নিবন্ধন
  2. জাতীয় পরিচয় পত্র
  3. পাসপোর্ট

সরকারী তথ্য নিয়ে সকল আর্টিকেল আপনার Government Info ক্যাটেগরিতে পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে সরকারী সেবা নিয়ে প্রকাশিত হওয়া জনপ্রিয় কিছু আর্টিকেল –

স্ট্যাটাস নিয়ে আর্টিকেল

একটি সেরা বাংলা ব্লগ/ বাংলা ব্লগিং সাইট হিসাবে আমরা আমাদের বাংলা ব্লগিং সাইটে স্ট্যাটাস নিয়েও আর্টিকেল প্রকাশ করা শুরু করেছি। কিছু স্ট্যাটাস –

লাইফস্টাইল নিয়ে আর্টিকেল

আমরা এই বাংলা ব্লগিং সাইটিতে লাইফস্টাইল নিয়ে নিয়মিত আর্টিকেল প্রকাশ করে আসছি। এ ধরনের কিছু আর্টিকেল –

উপসংহার

একটি সেরা বাংলা ব্লগ/ সেরা বাংলা ব্লগিং সাইট হতে হলে কি কি গুণ থাকা দরকার তা টিউনবিএনের আছে বলে আমি মনে করি। নিয়মিত আমরা আমাদের ভিজিটরদের হাই কোয়ালিটি কনটেন্ট দেওয়া চেস্টা করে থাকি।

আমাদের কার্যক্রম নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ আপনাকে বাংলা ব্লগ/ বাংলা ব্লগিং সাইট এর সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। ফেসবুক পেজ – TuneBN.Official

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.