Bangla Fonts

বাংলা হাতের লেখা ফন্ট ডাউনলোড

বাংলা হাতের লেখা ফন্ট বিভিন্ন সময়ে আমাদের অনেকেরই প্রয়োজন হয়। বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজানের কাজ করেন তাদের। ইন্টারনেটে সার্চ করে আপনি সহজে বাংলা হাতের লেখা ফন্ট পাবেন না। কেননা আলাদা করে এমন কোং ফন্ট নেই যেটিকে হাতের লেখা ফন্ট বলা যায়।

তবে এমন কিছু বাংলা ফন্ট রয়েছে যা হাতের লেখার মতোন দেখতে। এসকল ফন্টকে হাতের লেখা ফন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। এই আর্টিকেলটিতে এমনি একটি ফন্ট আপনাদের নিকট শেয়ার করব যেটি হাতের লেখা বাংলা ফন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুনঃ

আপনি যদি হাতের লেখা বাংলা ফন্ট খুঁজে থাকেন তবে এই আর্টিকেলটি থেকে সহজেই ফন্টটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। ফন্টটি GPL হওয়ায় যেকোন প্রয়োজনে কোন প্রকার কপিরাইট ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবেন। এছাড়াও হাতের লেখা এই ফন্টটিকে কাস্টমাইজ করে নিজের নামে ব্যবহার করতে পারবেন।

তাহলে চলুন আর কথা না ফন্টটি দেখতে কেমন হবে সেটি, ফন্টটির বিবরণ ও ফন্টটি ডাউনলোড করে নেওয়া যাক।

বাংলা হাতের লেখা ফন্ট

বাংলা হাতের লেখা ফন্টের মধ্যে Ekushey Sharifa অনেক জনপ্রিয় একটি ফন্ট। ফন্টটি স্টাইলিশ কোন লেখা লেখার কাজেও ব্যবহার করা যেতে পারে। ফন্টটি দেখতে কেমন হবে তার একটি নমুনা নিম্নে দিয়ে দেওয়া হলো। আশা করছি নমুনাটি দেখে ফন্টটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তবে হাতের লেখা এই ফন্টটি ডাউনলোড করে নিন।

Ekushey Sharifa বাংলা হাতের লেখা ফন্ট ডেমো

Font NameEkushey Sharifa
Font TypeHandwriting
Font FamilyEkushey
Font SubfamilyNormal
Font IdentifierEkushey Sharifa
Version0.0.2
Postscript NameEkusheySharifa
Font DesignerContributors Ekushey
CopyrightGPL
Font Download LinkClick Here

ফন্টের লাইসেন্স

আর্টিকেলে থাকা হাতের লেখা ফন্ট সম্পূর্ণ ফ্রি। ফন্টগুলো পার্সোনাল বা ব্যবসায়ীক উভয় কাজে ব্যবহার করতে পারবেন কোন প্রকার লাইসেন্সের ঝামেলা ছাড়া। এছাড়াও ফন্টকে নিজের মতোন করে কাস্টমাইজ/ মোডিফাই করে পুনারায় বিতরণ করতে পারবেন।

শেষ কথা

এই ছিল বাংলা হাতের লেখা ফন্ট নিয়ে আমাদের আর্টিকেল। আর্টিকেলটি থেকে ফন্টটি ডাউনলোড করে নিন এবং ব্যবহার করা শুরু করে দিন। হাতে লেখা ফন্টটি আপনার কেমন লেগেছে এই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.