[100+] বাচ্চাদের ধাঁধা উত্তর সহ | ছোট বাচ্চাদের ধাঁধা
আপনি কি বাচ্চাদের ধাঁধা উত্তর সহ খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। আমাদের এই আর্টিকেলটি থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ছোট বাচ্চাদের ধাঁধা উত্তর সহ পেয়ে পাবেন। যা আপনি আপনার চেনা পরিচিত কোন বাচ্চাকে ধরে তার সাথে খেলা করতে পারবেন।
বাচ্চাকে ধাঁধা ধরার মতোন অনেক সুন্দর সুন্দর ধাঁধা আমাদের আর্টিকেলটিতে পেয়ে যাবেন সাথে উত্তর তো থাকছেই। তাহলে চলুন দেরী না করে বাচ্চাদের ধাঁধা উত্তর সহ দেখে নেওয়া যাক।
- ধাঁধা | ধাঁধা প্রশ্ন ও উত্তর | ২০০+ সেরা ধাঁধা উত্তর সহ ও ধাঁধা উত্তর সহ ছবি
- ফেসবুক ক্যাপশন
- ফেসবুক স্ট্যাটাস স্মার্ট কালেকশন
Table of Contents
বাচ্চাদের ধাঁধা উত্তর সহ
নিম্নে তালিকা আকারে ধাঁধাগুলো দিয়ে দিলাম। প্রশ্নের পাশেই ধাধার উত্তর পেয়ে যাবেন। অনেক মজার ধাঁধা এগুলো। যেহেতু বাচ্চাদেরকে ধরার জন্য তাই ধাঁধাগুলো একটু সহজ আছে।
- উঠান টন টন, ঘন্টায় বাড়ি। কোন ছাগলের মুখে দাঁড়ি। উত্তরঃ রসুন।
- আচার্য মহাশয় বলেন, কিন আশ্চর্য কথা! কোল কালে কে শুনেছে, ফলের আগায় পাতা। উত্তরঃ আনারস।
- আসবে তারা যাদের স্বভাব, ভাত ছড়ালে হবে না অভাব। উত্তরঃ কাক।
- উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম দালান বাড়ি কোঠা। ভাত শালিকে বলে গেলো, ফলের আগায় পাতা। উত্তরঃ আনারস।
- এমন রক প্রাণি বের করো তো খুঁজে, সর্বদাই সে হেটে বেড়ায় চোখ না ছুঁজে। উত্তরঃ মাছি।
- এক সাথে সাতটা রঙ, কোথায় থাকে বলো। না পারলে বুঝবো, তুমি বিজ্ঞানে নও ভাল। উত্তরঃ রংধনু।
- এক বৃক্ষে ফুটেছে, এক জোড়া ফুল। হীরা মানিক কভু নয়, তার সমতুল। উত্তরঃ চোখ।
- আকাশে উড়ি আমি, পাখির আকারে। মাছ ধরে যাই আমি দৈত্যের রূপ ধরে। উত্তরঃ বক।
- আঘাত নয়, দেশের নাম, বলতে পারলে সম্মান। উত্তরঃ ঘানা।
- এ কোন ব্যাটা শয়তান, থাকে বসে ধরে কান। উত্তরঃ চশমা।
- আট চালা ঘর তার, একটিই খুঁটি ঘর বন্ধ করতে হলে তার টিপতে হয় টুটি। উত্তরঃ ছাতা।
- আমি যারে আনতে গেলাম, তারে দেখে ফিরে এলাম সে যখন চলে গেলো তখন তারে নিয়ে এলাম। উত্তরঃ বৃষ্টিও পানি।
- উপর হতে পড়লো বুড়ি, কাথা কম্বল লয়ে। ভাসতে ভাসতে যায় বুড়ি কানাই নগর দিয়ে। উত্তরঃ তাল।
- উপরে চাপ নীচে চাপ, মধ্যেখানে চেরোয় সাপ। উত্তরঃ জিহ্বা।
- এপার ঝাটি, ওপার ঝাটি। ঝাটিতে করে, পিটা পিটি। উত্তরঃ চোখের পাতা।
- আকাশে নাতাসে আছি, পৃথিবীতে নেই। চাঁদ আর তারায় আছি সূর্যতে নেই। উত্তরঃ আকার।
- আট পায়ে চলি আমি, চার পায়ে বসি। কুমির নই, বাঘ তো নই আস্ত মানুষ কিন্তু গিলি। উত্তরঃ পালকি।
- উপর থেকে এলো পাখি, শন শন করে। মরা পাখী কিন্তু, ধান খায় কড়মড় করে। উত্তরঃ ঢেকি।
- এমন একটি দেশের নাম বলো, যার প্রথম দুটি অক্ষরে মানুষ হলে, শেষের দুটিতে রাস্তা বোঝায়। উত্তরঃ নরওয়ে।
- আসলে নকল দেখি, মাথা কেটে সিক্ত নাকি। শেষ জোড়া দু নম্বরটা, তাই নিয়ে যায় শিকারী। উত্তরঃ ভেজাল।
- এমন একটি কাপের নাম বলো দেখি ভাই, যে কাপেতে চা চিনি, দুধ পানি একটুও নেই। উত্তরঃ হিরো কাপ।
- এমন একটি শহরের নাম বলো, যা খোলা নয়। কিন্তু সত্যি তা নয়, না বলতে পারলে সবে বোকা কয়। উত্তরঃ ঢাকা।
- এমন একটা গাই আছে, যা দেই তাই খায়, পানি দিলে মরে যায়। উত্তরঃ আগুন।
- উপর থেকে এলে পাখি সাদা কাপড় পরে। ভোজনে বসলে পাখি মাছ ধরে মারে। উত্তরঃ বক।
- উপর থেকে পড়ল বুড়ি রঙ্গিন জামা গায়, যে পায় সে ঘরে নিয়ে রস তার খায়। উত্তরঃ তাল।
- এক ঘরে এক থাম। বল কি তার নাম। উত্তরঃ ছাতা।
- আদি স্থানে একুশ দিয়ে পাঁচ অংকের সংখ্যা ভাই। চার দিয়ে করলে গুণ উল্টে যায় সংখ্যাটাই। উত্তরঃ ২১৯৭৮।
- এমন আশ্চর্যের কথা শুনেছো কি ভবে, কাউকে দিলে পরে, রাখতে তোমায় হবে? উত্তরঃ কথা।
- এমন কি বস্তু ভাই তিন অক্ষরে হয়, যা দ্বারা পৃথিবী সদা পূর্ণ রয়। প্রথম অক্ষর বাদ দিলে খেলার বস্তু হয়, শেষ অক্ষরে আকার দিলে সবাই মিষ্টি কয়। উত্তরঃ বাতাস।
- আকাশ থেকে পড়ল ফল, ফলের মধ্যে শুধুই পানি। উত্তরঃ শিলা।
- ইংরেজিতে বাদ্য, বাংলায় খাদ্য কিবা সেই ফল, চট করে বল। উত্তরঃ বেল।
- আমি যাকে মামা বলি, বাবাও বলে তাই, ছেলেও মামা বলে, মাও বলে তাই। উত্তরঃ চাঁদ
- আকাশে আছি, বাতাসে আছি, নাই পৃথিবীতে। চাঁদ আর তারায় আছি, নাই কিন্তু সূর্যতে। উত্তরঃ আঁধার।
- এক গাছে বহু ফল, গায়ে কাটা কাঁটা। পাকলে ছাড়াও যদি, হাতে লাগে আঠা। উত্তরঃ কাঠাঁল।
- আগা গোড়া কাটা, চুলের জন্য সৃষ্টি। উত্তরঃ চিরুনী।
- আগ কেটে বাগ কেটে রূপিলাম চারা, ফল নেই, ফুল নেই, শুধু লতায় ভরা। উত্তরঃ পান।
- ইড়িং বিড়িং তিড়িং ভাই, চোখ দুটি তার মাথা নাই। আছে দুটি বাঁকা হাত, পানিতে বসে খায় ভাত। উত্তরঃ কাঁকড়া।
- আকাশ হতে পড়ল কল, তার মধ্যে রক্ত। বলতে হবে, কি নাম তার? উত্তরঃ কালোজাম।
- এমন কি কথা আছে, শুনলে রাগ হয়। কোথাও কেউ খুঁজে পায়নি কেহ কোনদিন, তবু শোনা যায়। উত্তরঃ ঘোড়ার ডিম।
- আমি তুমি একজন দেখবে একই রূপ। আমি কতো কথা কই, তুমি কেন চুপ। উত্তরঃ ছবি।
- এমন এক প্রাণী আছে, ধান চাল খায়। মাইল মাইল দৌড়ে, যুদ্ধ করতে যায়। উত্তরঃ ইঁদুর।
- আকাশে মস্তক যার পাতালে আঙ্গুল, মাথার উপর আছে এক ছাতা। প্রশারিয়া সুত যদি ভূমি হয় স্থিতি আনন্দেতে নরগণ ধায় দ্রুত গতি। উত্তরঃ তাল গাছ।
- এরা বাপবেটা ওরা বাপবেটা তালতলা দিয়ে যায়। তিনটি তাল পড়লে তারা, সমান ভাগে পায়। উত্তরঃ বাপ, ছেলে, নাতি।
- এমন কোন স্থান আছে, দেখতে যেখা পাই, মাকেদাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা সোজা, একটু খুঁজলেই পাবে, মাথায় হাত দিয়ে ভাই, কে এতো ভাবে! উত্তরঃ অভিনয় মঞ্চ।
- উড়তে পেখম বীর, ময়ূর সে নয়। মানুষ খায় গরু খায়, বাঘ সে নয়। উত্তরঃ মশা।
- এক বাড়ির দুই দরোজা দিয়া জল গড়িয়ে পড়ে, হাওয়া ছাড়া আর হাওয়া নেয়ার পরে। উত্তরঃ সর্দি।
- আত্মীয়রা বসাতে পারে না ভাগ, চোরে করতে পারে না চুরি। দান করলে হয় না ক্ষয়। বলতো দেখি কোন জিনিষ হয়। উত্তরঃ জ্ঞান।
- উলটালে ধাতু হয়, সোজাতে জননী কী শব্দ হয় তাহা, বল দেখি শুনি। উত্তরঃ মাতা।
- আকাশেতে জম্ম তার, দিবা রাতি থাকে। লোকে কিন্তু রাত্রিতে কেবল দেখে। উত্তরঃ তারা।
- এক শালিকের তিন মাথা, দেহ মুখে আঠা। বাক্সের ভিতর ফেলি তবু, যায় দেশ বিদেশ। উত্তরঃ চিঠি।
- এক বুড়ির আছে বারোটি ছেলে। তার বারো ঘরে থাকে এখন ৩৬৫ টি ছেলে। উত্তরঃ বৎসর।
- এপারে ঢেউ, ওপারে ঢেউ মধ্যিখানে বসে আছে, বুড়া বেটার বউ। উত্তরঃ শাপলা।
- এমন কোন বস্তু আছে যে ধরায়, না চাইতেই তা সর্বলোকে পায়। উত্তরঃ মৃত্যু।
- উপরে তা দিলে অন্ডতে হয় বাচ্চা লেজ বাদ দিলে মাথা বাঁচায় আস্থা। উত্তরঃ ছাতা।
- আট পা, ষোল হাটু, বসে থাকে বীর বাঁটু, শূন্যে পেতে জাল, শিকার ধরে সর্বকাল। উত্তরঃ মাকড়সা।
- আকাশের বড়ো উঠান, ঝাড়ু দেওয়ার নেই। এই যে ফুল ফুটে আছে, ধরবার কেউ নেই। উত্তরঃ তারা।
- উলটা দেশের আজব কথা, সত্য কিন্তু বটে, পেট দিয়ে সে আহার করে, মাথা দিয়ে চাঁটে। উত্তরঃ গর্ভস্থ সন্তান।
- আমি যখন এলাম, কেন তুমি এলে না তুমি যখন এলে, কতো কি খেলে, একবার গেলে, ফের তুমি এলে, কিন্তু হায়! বৃদ্ধাকালে মোরে ছেড়ে গেলে। উত্তরঃ দাঁত।
- এক গোছা দড়ি, গোছাতে না পারি। উত্তরঃ রাস্তা।
- এক গাছে তিন তরকারী, আজব কথা বলি হাড়ি। উত্তরঃ কলাগাছ।
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু, ভাই, বোন ও সবাইকে নিয়ে
- ভালোবাসার স্ট্যাটাস | Love Status
- ভালোবাসার ছন্দ | ১৫০ + সেরা কষ্টের, রোমান্টিক ভালোবাসার ছন্দ SMS ছবি সহ
আরো বাচ্চাদের ধাঁধা উত্তর সহ
আপনাদের জন্য আরো কিছু বাচ্চাদের ধাঁধা উত্তর সহ নিম্নে দিয়ে দিলাম। আরো ধাঁধার প্রয়োজন হলে এই ধাঁধাগুলো আপনি দেখতে পারেন।
ধাঁধাঃ তিন অক্ষরে নামটি তার আছে সবার ঘরে, প্রথম অক্ষর কেটে দিলে খেতে ইচ্ছে করে। মাঝের অক্ষর উড়ে গেলে বাজে সুরে সুরে।
উত্তরঃ বিছানা।
ধাঁধাঃ তিন বর্ণে নাম তার পুস্প কুরে বাস, দুয়ে তিনে হের মোরে ফরেতে প্রকাশ এ তিনে যাহা পাও তারে খেরে সবে, বরো দেখি কোন নামে চলি ভবে।
উত্তরঃ বকুল ফুল।
ধাঁধাঃ তিন অক্ষরে নাম মোর নাচতে পারি ভাল, শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভাল।
উত্তরঃ লাটিম।
ধাঁধাঃ তিন বর্ণে নাম তার কে বলিতে পারে, গৃহ ছাড়া থাকে না সে সবে চিনে তারে। আদি বর্ণ ছেড়ে দিলে পানি যে গড়ায়, মধ্যম ছাড়িতে তাতে পানি রাখা যায়। শেষ বর্ণ ছাড় যদি জ্ঞানের মশাল, ইহা বিনা ধরাতলে সকলি বেতাল।
উত্তরঃ জানালা।
ধাঁধাঃ তিন অক্ষরে নাম ভাই আছে দুনিয়ায়, শেষের অক্ষর বাদ দিলে ভাই, বাংলায় অর্থ তৈরি হতে হয়।
উত্তরঃ রেডিও।
ধাঁধাঃ তিন বর্ণে নাম যার অনেকেই খায়, পেট কেটে দিলে তার তাক হয়ে যায়। শেষ বর্ণ বিহনে সেজে পিতলেতে রয়, বলো নবীন ভাই-বোনেরা কোন সে বস্তু হয়।
উত্তরঃ তামাক।
ধাঁধাঃ রজনীতে জম্ম তার দিবসে মরণ, বিনাশ্রমে শূন্যপথে করে সে ভ্রমণ, ক্ষণে দর্শন হয়ে ক্ষণে অদর্শন, হঠাৎ পড়িলে সবে বলে অলক্ষণ।
উত্তরঃ তা।
ধাঁধাঃ তোমার বৌ তুমি গেলে দেয় না, কিন্তু আমি গেলে দেয়।
উত্তরঃ ঘোমটা।
ধাঁধাঃ রাতের নিঝুম পথে কে চলেছে ছুটে, রয়েছে কাছে অনেক টাকা পাছে বা কেউ লুটে।
উত্তরঃ রানার।
ধাঁধাঃ তোর দেশেতে সূর্য ওঠে সকাল বেলা ভোর বেলাতে বলতো দেহি কোন দেশেতে সূর্য ওঠে মাঝ রাতেতে।
উত্তরঃ নরওয়ে।
ধাঁধাঃ রাঙ্গা বিবি জামা গায়, কাটিলে বিবি দুই খান হয়।
উত্তরঃ মসুরির ডাল।
ধাঁধাঃ অন্ধ নদী পিছল পথ হয়না দিন, সদা রাত, নদীর জন্য সোবেশাম, পায়ে পড়ে মাথার ঘাম।
উত্তরঃ পেট।
ধাঁধাঃ রাত্রিকালে আঁধারেতে যার যার ঘরে, তার বাড়িতে সকল লোকে কান্নাকাটি করে।
উত্তরঃ চোর।
ধাঁধাঃ আকাশ ধুমধুম পাতালে কড়া, ভাঙ্গল হাঁড়ি লাগল জোড়া।
উত্তরঃ মেঘের ডাক ও বিজলী।
ধাঁধাঃ কোন প্রাণী বল দেহি ছয় ছয় পায়ে হাঁটে, ঘুরতে তাকে তোমরা দেখো যেথায় খুশি পথে গাটে।
উত্তরঃ পিঁপড়া।
ধাঁধাঃ আল্লাহর তৈরী পথ, সাত রঙ্গে সৃষ্টি, কভু কভু দেখা যায়, হয় যদি বৃষ্টি।
উত্তরঃ রংধনু।
ধাঁধাঃ আল্লাহর তৈরী রাস্তা, তৈরি মানুষের সাধ্য নেই। হরেক রকম নাম তার বলোতো কি জিনিষ তা?
উত্তরঃ রংধনু।
ধাঁধাঃ আল্লাহর কি কুদরত, লাঠির মধ্যে শরবত।
উত্তরঃ ইক্ষু।
ধাঁধাঃ আকাশে ঝিকিমিকি, চৌতালায় তার বাস। তাকে আবার, মানুষের খাইতে বড় আশা।
উত্তরঃ হুক্কা।
ধাঁধাঃ আকাশে থাকে, অতশে নেই, নাম কী তার বল তো ভাই?
উত্তরঃ ক।
ধাঁধাঃ অল্প দিলে ভাল লাগেনা, বেশি দিলে বিষ শাশুড়ি বলে বৌকে আন্দাজ মত দিস।
উত্তরঃ লবণ।
ধাঁধাঃ ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে, কখনো খুলে থাকে ঘরে।
উত্তরঃ তালাচাবি।
ধাঁধাঃ বিয়ের সময় দাদা দেয় একবার সারাজীবন বৌদি দেয় দেয় বারবার।
উত্তরঃ সিঁদুর।
ধাঁধাঃ ঢোকেনা, তবুও ঢোকাও কেন পরের মেয়ে কাদাও, পারলে উত্তর দাও?
উত্তরঃ হাতের চুড়ি।
ধাঁধাঃ আইছি কাজে, কইনা লাজে, আছে দুই লরা তার মাঝে।
উত্তরঃ গাভির দুধ।
ধাঁধাঃ ঘসা দিলে মিটে আশা নইলে পড়ে সব নিরাশা।
উত্তরঃ ম্যাচ।
ধাঁধাঃ বুড়োদের ন’বার ছ’বার ছোকরাদের একবার।
উত্তরঃ সুই সুতা পরান।
প্রশ্নঃ এক ঘরে জম্ম হয়, দুই সহোদর ভাই। মানুষের শরীর মাঝে, এর দেখা পাই।
উত্তরঃ চোখ।
প্রশ্নঃ এক হাত গাছটা, ফল ধরে পাঁচটা।
উত্তরঃ হাতের পাঁচ আঙ্গুল।
প্রশ্নঃ লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম।
উত্তরঃ মন।
প্রশ্নঃ একই দামের শাড়ি, পরে দুইটি মেয়ে যায়। শাড়ি দুইটির দাম কতো? সম্পর্কটা জানা চাই।
উত্তরঃ দুই সতীন।
প্রশ্নঃ একলা তারে যায় না দেখা, সঙ্গী গেলে বাঁচে। আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে।
উত্তরঃ ছায়া।
প্রশ্নঃ একটুখানি পুস্কনি, পানি টলমল করে। রাজার ছেলের সাধ্য নেই, জাল ফেলতে পারে।
উত্তরঃ চোখ।
ধাঁধাঃ ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়েছরে পড়ে আঠা, বল, কি বুঝেছিস বেটা?
উত্তরঃ দোয়াত, কলম কালি।
ধাঁধাঃ দুই ঠ্যাং ছড়াইয়া, মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া, পড়ে দেয় ছাড়িয়া।
উত্তরঃ যাতি দ্বারা সুপারি কাটা।
ধাঁধাঃ হাত আছে পা আছে মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার ফাটা।
উত্তরঃ শার্ট।
ধাঁধাঃ পাচ বেটায় ধরে, বত্রিশ বেটায় করে এক বেটা ধাক্কিয়ে নেয় ঘরে।
উত্তরঃ ভাত খাওয়া।
ধাঁধাঃ এটার ভিতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া বাইরের লোকে যত ঠেলে , মুখটি মোটে নাহি খোলে।
উত্তরঃ দরজার খিল।
ধাঁধাঃ চিৎ করে ফেলে উপর করে এমন করা করে, গহ্না শুদ্ধ নড়ে।
উত্তরঃ গয়না পড়ে শীল পাটায় মসলা বাটা।
ধাঁধাঃ দৌড়িয়ে গিয়ে জরিয়ে ধরে করছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়েছে পানি।
উত্তরঃ খেজুর গাছ থেকে রস পড়া।
ধাঁধাঃ জামাই এল কাজে বলতে পারিনা লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙয়ের মাঝে।
উত্তরঃ গাই দোহান।
ধাঁধাঃ শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয়।
উত্তরঃ দরজার খিল।
ধাঁধাঃ গলা জরিয়ে আসে রসিক যুবতী কোমরে বসায়ে সমতনে বসতি।
উত্তরঃ কলসি।
ধাঁধাঃ বেটির নাম পার্বতী নাচতে নাচতে গর্ভবতী।
উত্তরঃ নাটাই সুতা।
ধাঁধাঃ মুখেতে খেলে চুমু হাসে খল খল পেটের মাঝে শুধু জল করে ছল ছল।
উত্তরঃ হুক্কা।
উপসংহার
আর্টিকেলটিতে সেরা সকল বাচ্চাদের ধাঁধা উত্তর সহ আপনাদের সাথে শেয়ার করার চেস্টা করেছি। আশা করছি আর্টিকেলে থাকা ছোট বাচ্চাদের ধাঁধাগুলো আপনার ভালো লেগেছে। ধাঁধাগুলো আপনার কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএন এ ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেলের জন্য। ফলো করুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে নতুন সকল আর্টিকেলের আপডেট সহজেই পৌছে যায় আপনার নিকট।