বেতন মওকুফের জন্য আবেদন [ছবি সহ]
আপনি কি বেতন মওকুফের জন্য আবেদন খুঁজেছেন? যদি খুঁজে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটি থেকে আপনি বেতন মওকুফের জন্য আবেদন পাবেন সাথে তা লেখার নিয়মও জানতে পারবেন।
আর্টিকেলে থাকা আবেদন পত্রগুলোর যেকোন একটি নির্বাচন করে সেটির তথ্যগুলো পরিবর্তন করে বিদ্যালয়, কলেজ বা অন্য কোন ক্ষেত্রে বেতন মওকুফের জন্য আবেদন করতে পারবেন। আর আপনি যদি বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের জন্য আবেদন পত্র খুঁজে থাকেন তাহলেও সেক্ষেত্রে আর্টিকেলে থাকা আবেদনগুলো ব্যবহার করতে পারবেন। আর্টিকেলে থাকা আবেদন গুলো সকল শ্রেণির জন্য উপযুক্ত।
আরো পড়ুনঃ
- দরখাস্ত লেখার নিয়ম | আবেদন পত্র লেখার নিয়ম ছবি ও ভিডিও সহ ২০২২
- উপবৃত্তির জন্য আবেদন 2023 | আবেদন ফরম, নিয়ম
- শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন | সকল ক্লাসের জন্য
Table of Contents
বেতন মওকুফের জন্য আবেদন লেখার নিয়ম
বেতন মওকুফের জন্য আবেদন লেখা অনেক সহজ। অন্য যেকোন আবেদন পত্রের মতোন করেই এই আবেদন পত্রটি লেখতে হয়। অন্য যেকোন আবেদন বা দরখাস্ত কিভাবে লিখতে হয় তা বিস্তারিত ভাবে জানার জন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এই আর্টিকেলটি পড়ুন – আবেদন পত্র লেখার নিয়ম।
তবে এই ধরনের আবেদন লেখার সময় সঠিক কারণ আবেদন পত্রে উল্লেখ করতে হবে। উপযুক্ত কারণ আবেদনে উল্লেখ না করলে আবেদন বাতিলও হতে পারে। আবেদন পত্রটি সুন্দর করে লেখার চেস্টা করবেন এবং আবেদন পত্রে অবশ্যই অভিভাবকের সাক্ষর থাকতে হবে।
বেতন মওকুফের জন্য আবেদন পত্রের একটি নমুনা কপি নিচে দিয়ে দিলাম। এ থেকে একটু ধারণা নিতে পারেন। আর, চাইলে আবেদনটি ব্যবহারও করতে পারেন।
তারিখঃ ১৯ নভেম্বর ২০২২
বরাবর
প্রধান শিক্ষক
চৌধুরানী উচ্চ বিদ্যালয়
পীরগাছ, রংপুর
বিষয়ঃ বেতন মওকুফের জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অত্র প্রতিষ্টানের একজন নিয়মিত ছাত্র। আমি গত বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে নবম থেকে দশন শ্রেণিতে উঠেছি। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে। আমাদের পরিবারে একমাত্র আমার বাবাই কর্মক্ষম ব্যক্তি। তার আয়ের দ্বারা আমাদের সংসার চলে। আমরা চার ভাই বোন লেখাপড়া করছি। বর্তমানে তার পক্ষে আমার লেখাপড়ার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এমন্তা অবস্থায় জানাবের কাছে বিনীত নিবেদন আমার বেতন মওকুফ করে দিয়ে বিনা বেতনে আপনার বিদ্যালয়ে পড়ার সুযোগ দিয়ে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ মারুফ আল্লাম
শ্রেণিঃ দশম, রোলঃ ২
শাখাঃ ক, বিভাগঃ বিজ্ঞান
বেতন মওকুফের জন্য আবেদন
আপনার জন্য কিছু আবেদন পত্র নিম্নে দিয়ে দিলাম। আপনি এসকল আবেদন পত্রগুলো ব্যবহার করতে পারেন বেতন মওকুফের জন্য।
তারিখঃ ১৯/১১/২০২২ ইং
বরাবর
প্রধান শিক্ষক
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রংপুর
বিষয়ঃ বেতন মওকুফের জন্য আবেদন
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আআর পিতা একজন কৃষক। আমরা চার ভাই-বোনসহ আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা ৬ জন। আমার পিতাই আমাদের পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তি। বিগত তিন মাস ধরে তিনি খুব অসুস্থ। অনেক কষ্টে তার চিকিৎসার খরচ ও পরিবারের খরচ যোগাতে হয়। এমন্তা অবস্থায় প্রায় ৪ মাসে বকেয়া বেতন আমার পরিশোধ করা হয়নি।
অতএব, হুজুরের নিকট বিনীত নিবেদন আমাদের পরিবারের আর্থিক অবস্থা ভেঙ্গে পড়ায় আমার বেতন মওকুফ ও সম্পূর্ণ বিনা বেতনে পড়ার সুযোগ দানে জনাবের যেন সদয় মার্জি হয়।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ রুহুল আমিন
শ্রেণিঃ ষষ্ট, রোলঃ ১১, শাখাঃ খ
তারিখঃ ২০/১১/২২ ইং
বরাবর
প্রধান শিক্ষক
রংপুর জিলা স্কুল, রংপুর
বিষয়ঃ বেতন মওকুফ ও বিনা বেতনে পড়ার জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার পিতা একজন চাকুরীজীবী। আমারা তিন ভাই ও দুই বোন সহ পরিবারে মোট সদস্য সংখ্যা সাত জন। অনাকাঙ্ক্ষিত কারণে আমার বাবা চাকরি গত তিন মাস থেকে নেই। তাই আমাদের পরিবার চালানো অনেক কষ্টকর হয়ে গেছে।
অতএব, জনাবের নিকট বিনীত প্রার্থনা আমরা পিতা নতুন চাকুরী না পাওয়া পর্যন্ত বকেয়া সকল বেতন মওকুফ করে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ দানে আমাকে বাধিত করবেন।
নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
সানজিদুল ইসলাম
শ্রেণিঃ অষ্টম, রোলঃ ৩, শাখাঃ গ
স্কুলের বেতন মওকুফের জন্য আবেদন পত্র
স্কুলের বেতন মওকুফ করার জন্য আবেদন পত্র খুঁজেছেন। তাহলে আপনি নিচের আবেদন পত্রটি দেখতে পারেন। এছাড়া চাইলে আপনি উপরের আবেদন পত্রগুলোও ব্যবহার করতে পারেন। সেগুলোও স্কুলের জন্যও ব্যবহার করতে পারবেন।
উপসংহার
এই ছিল বেতন মওকুফের জন্য আবেদন নিয়ে আমাদের আর্টিকেল। আশা করছি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে টিউনবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এ ধরনের আরো অনেক আর্টিকেল পেতে।