নতুন নতুন বোরকা ডিজাইন | 30 Best Borka Design 2023
আসসালামু ওয়ালাইকুম প্রিয় পাঠক। স্বাগতম আপনাকে বোরকা ডিজাইন নিয়ে লেখা এই আর্টিকেলে। আপনি যদি বিভিন্ন ধরনের বোরকা ডিজাইন (Borka Design) খুঁজে থাকে তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসাধারণ ডিজাইনের সব বোরকা ডিজাইন ছবি। আর এই সকল ছবি দেখে আপনি আপনার নিজের জন্য (যদি মহিলা হয়ে থাকেন) বোরকা তৈরি করে নিতে পারবেন।
সকল মুসলাম নারীদের পোশাকের মধ্য বোরকা অন্যতম। নিজের শরীরকের ঢেকে রাখার জন্য বোরকার তুলনা হয় না। একমাত্র বোরকার মাধ্যমেই মেয়ে/ মহিলা/ নারীদের সম্পূর্ণ শরীর ঢেকে রাখা সম্ভব। তাই মুসলমান নারীদের কাছে এর চাহিদা অনেক বেশী।
আরো পড়ুনঃ
- দুই অক্ষরের মেয়েদের ইসলামিক নাম অর্থসহ তালিকা
- মেয়েদের ইসলামিক নাম অর্থসহ 2023 | সেরা, নতুন নামের তালিকা
- কোরআন থেকে ছেলেদের নামের তালিকা বাংলা অর্থসহ
- শুভ জন্মদিন মেসেজ, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও বার্তা
- মেহেদি ডিজাইন ২০২৩ ছবি ও বই সহ | 45+ Best Mehndi Design
বোরকার খুব বেশী ডিজাইন পাওয়া যায় না। কেননা কেউ ডিজাইনের জন্য বোরকা ব্যবহার করে না। বেশীরভাগ বোরকার রঙ কালো হয়ে থাকে। তবুও নারীদের কাছে ডিজানের/ নকশার জিনিসগুলো অনেক ভালো লাগে। তাই এখন বিভিন্ন ধরনের বোরকা ডিজাইন পাওয়া যায়। এসব ডিজাইনের বোরকা ব্যবহারে কোন প্রকার সমস্যা নেই। তবে এসব বোরকা ব্যবহারের সময় লক্ষ্য রাখতে হবে যে, শরীরের কোন অংশ যে বোঝা না যায়। অর্থাৎ বোরকা যেন বেশী টাইট না হয়।
তাহলে চলুন বিভিন্ন ধরনের নতুন নতুন বোরকা ডিজাইন (Borka Design) দেখে নেওয়া যাক।
Table of Contents
বোরকা ডিজাইন (Borka Design)
প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন সিম্পল ডিজাইনের বোরকার ছবি। এই ধরনের বোরকাগুলো সকলের কাছে বেশ জনপ্রিয়। এই বোরকা ডিজাইন গুলো দেখুন আশা করছি ভালো লাগবে।
বোরকা ডিজাইন 2023 ছবি
চলুন এবার আরো কিছু বোরকা ডিজাইন 2023 ছবি দেখে নেওয়া যাক। এখান থেকে আপনি আপনার পছন্দের একটি ডিজাইন খুঁজে পান কিনা দেখুন।
খিমার বোরকা
আপনি কি খিমার বোরকা ডিজাইন খুঁজছেন? নিম্নের খিমার বোরকার ছবি দিয়ে দিলাম।
হিজাব পরা বোরকা পড়া পিক
অনেকেই আছেন যারা হিজাব পরা বোরকা পড়া পিক খুঁজতিছেন। তাদের জন্য নিচে এমন কিছু ছবি দিয়ে দিলাম।
কোটি বোরকা ডিজাইন
কিছু কটি/ কোটি বোরকার ডিজাইনের ছবি –
এই সকল বোরকার ডিজাইন (Borka Design) ছাড়াও আরো অনেক রকমের Borka Design রয়েছে। যেমনঃ কুচি বোরকা, গাউন বোরকা, আবায়া বোরকা, ইসলামিক বোরকা, আধুনিক বোরকা ইত্যাদি।
তবে আর্টিকেলটিতে যে সকল বোরকার ছবি দেওয়া হয়েছে তা অনেক জনপ্রিয়। বোরকার ডিজাইনের দিকে না গিয়ে বোরকার সঠিক ব্যবহারের দিকে মনযোগ দেওয়া উচিত সকল মুসলমান বোন দের। তাহলে বোরকার সঠিক ব্যবহারে সার্থকতা পাওয়া যাবে।
বোরকা ডিজাইন ভিডিও
আর্টিকেল যেসকল বোরকা ডিজাইনের ছবি রয়েছে সেই সকল বোরকার ছবি স্লাইডশো আকারে ভিডিও হিসাবে দেখতে নিচের ভিডিওটি প্লে করতে পারেন। আর্টিকেলে থাকা প্রায় সকল ছবি ভিডিওতে পেয়ে যাবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
এবার চলুন এই আর্টিকেলটি নিয়ে কিছু কমন প্রশ্ন ও প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।
অনলাইনে এই ডিজাইনের বোরকাগুলো পাওয়া যাবে?
আর্টিকেলে যে সব বোরকার ছবি দেওয়া হয়েছে এই সকল ডিজাইনের বোরকাগুলো আপনি সহজেই অনলাইনে খুঁজলে পাবেন। এর পাশাপাশি সেগুলো অনলাইন থেকে অর্ডারও করতে পারবেন।
মুসলমান মেয়েদের বোরকা কেমন হওয়া উচিত?
মুসলমান মেয়েদের বোরকা এমন হওয়া উচিত যেন তা পরে শরীরে কোন অঙ্গ বোঝা না যায় এবং শরীরের সব জায়গা যেন ঢেকে থাকে। তাই ঢিলা-ঢালা বোরকা মুসলমান মেয়েদের পড়া উচিত।
অনলাইনে বোরকা অর্ডার করা যায়?
অবশ্যই। অনলাইন বিভিন্ন প্লাটফর্ম থেকে বোরকা অর্ডার করা যায়। এছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ থেকেও বোরকা কেনা যায়।
শেষ কথা
এই ছিল বোরকা ডিজাইন (Borka Design) নিয়ে আমাদের এই আর্টিকেল। আর্টিকেলটিতে অনেকগুলো সেরা, নতুন নতুন বোরকার ছবি দেওয়া আছে। আশা করছি আপনি এখান থেকে আপনার জন্য পছন্দের একটি Borka Design খুঁজে পাবেন।
যদি পেয়ে যান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর যদি না পেয়ে থাকেন তবুও কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেস্টা করব আর্টিকেলটিতে নতুন নতুন সকল Borka Design যুক্ত করার জন্য। আর্টিকেলটি শেয়ার করুন যাতে করে অন্যরাও সহজে Borka Design খুঁজে পায়।
ধন্যবাদ টিউবিএনে ভিজিট করে আমাদের সাথে থেকে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য।