সেরা ৫ টি ব্যবসার আইডিয়া ২০২৩
আপনি কি ব্যবসা করার জন্য ব্যবসার আইডিয়া (Business Idea) খুঁজছেন? যদি আপনি ব্যবসা করার জন্য ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুন ও সেরা ৫ টি ব্যবসার আইডিয়া। যে আইডিয়াগুলো আপনার ব্যবসা শুরু করতে কাজে লাগবে বলে আমি আশা করছি।
বর্তমানে দেশের চাকরির বাজারের যে অবস্থা চাকরি পাওয়া বড় মুশকিল। আর চাকরি পেলেও ভালো স্যালারি চাকরি পাওয়া যায় না। এছাড়াও অনেকেই আছেন যারা চাকরি করতে নারাজ।
আপনার আরো ব্যবসার আইডিয়া লাগলে এই আর্টিকেলটি পড়তে পারেন। আর্টিকেলটিতে বর্তমান সময়ের লাভজনক কিছু ব্যবসারা আইডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে।
আপনার যদি পুঁজি ভালো থাকে এবং ব্যবসা সম্পর্কে অনেক ভালো জ্ঞান থাকে তাহলে আমি আপনাকে অবশ্যই পরামর্শ দিব কোন দ্বিধাগ্রস্থ ছাড়াই ব্যবসা শুরু করার। বাংলাদেশে অনেকেই সঠিক পদ্বতি অনুসরণ করে ব্যবসা করতে পারে না। যারা মোটামুটি জ্ঞান ও সঠিক পদ্বতি অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে তাদের অধিকাংশ লোকেই ব্যবসায় ভালো লাভ করে থাকে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক লাভজনক ও সেরা ৫ টি ব্যবসার আইডিয়া।
Table of Contents
সেরা ৫ টি ব্যবসার আইডিয়া
এই আর্টিকেলটিতে যে ৫ টি ব্যবসার আইডিয়া কথা বলব তাদের মধ্যে সবগুলোর পজিশন মোটামুটি একই অবস্থানে তাদের নিজ নিজ জায়গা থেকে। কোন একটি ব্যবসার নাম আগে থাকলে মনে করবেন না এটি বেশী লাভজনক। আবার শেষের দিকে থাকলে মনে করবেন না যেন এটি কম লাভজনক।
You only have to do a few things right in your life so long as you don’t do too many things wrong.
Warren Buffett
মাছের/ মৎস্য ব্যবসা
কম পুঁজি নিয়ে যদি আপনি কোন প্রকার রিস্ক ছাড়া ব্যবসা করতে চান তাহলে আমি আপনাকে মাছ/ মৎস্য ব্যবসা করার পরামর্শ দিব। এই ব্যবসা বর্তমানে অনেক লাভজনক। অল্প সময়ে ভালো পরিমাণ টাকা আয় করা যাবে। তবে আপনাকে অবশ্যই এই বিষয়ে পারদর্শী হতে হবে। এই ব্যবসায় পারদর্শী না হলে আপনি টিকে থাকতে পারবেন না এবং লাভের পরিবর্তে লোকসান হবে।
মাছের বা মৎস্য ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনাকে পারদর্শী কারো কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জেনে নিতে হবে। আরো ভালো হবে যদি আপনি মাছ বা মৎস্য চাষ নিয়ে কোন প্রশিক্ষণ গ্রহণ করে।
যদি আপনার নিজস্ব পুকুর/ দিঘী থাকে তাহলে ২০-৫০ হাজার টাকার মাছ সেখানে ছেড়ে ব্যবসা শুরু করতে পারেন এবং মাছগুলোর সঠিক যন্ত্র নিতে হবে এবং খাবার দিতে হবে। অর্থাৎ এ ব্যবসায় করতে অনুমানিক সর্বনিম্ন ৫০ হাজার থেকে ১ লাখ টাকার প্রয়োজন পড়বে। তবে এর কমেও মাছে ব্যবসা শুরু করতে পারবেন।
যদি মাছের সঠিক পরিচর্যা করেন তাহলে ৩ থেকে ৬ মাছে মধ্যে আপনার ইনভেস্ট করার টাকার দ্বিগুণ সমতুল্য বা তার বেশী টাকা আয় করতে সক্ষম হবেন।
এই ব্যবসার ব্যবসার আইডিয়াটি কেমন লাগল আপনার? অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।
আপনি কি ঘরে বসে অনলাইনে আয় করতে চান? তাহলে অনলাইনে আয় করা সম্পর্কিত এই আর্টিকেলগুলো পড়ুন –
- অনলাইনে আয় করার উপায় ৫টি 2023
- ওয়েবসাইট থেকে আয় করার উপায়
- ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর
- ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে ডিজিটাল মার্কেটার হবেন? [সম্পূর্ণ গাইডলাইন সহ বিস্তারিত টিউন]
অটো রিকশা/ সিএনজি ভাড়া দেওয়া
যাতায়াতের জন্য অটো রিকশা/ সিএনজি সকলের নিকট অতি পরিচিত একটি যানবাহন। দেশের প্রতিটি অঞ্চলের কোনায় কোনায় এদের দেখা মেলে। তাই যানবাহনের মধ্যে এদের চাহিদা অনেক ব্যাপক।
আপনার যদি ব্যবসা শুরু করার মতোন ভালো পরিমাণ অর্থ থাকে এবং কোন প্রকার কাজ ছাড়াই টাকা ইনকাম করতে চান তাহলে অটো রিকশা/ সিএনজি ভাড়া দেওয়ার ব্যবসা শুরু করতে পারেন। কোন কাজ ছাড়াই এই ব্যবসায় ঘরে বসে থেকে আয় করতে পারবেন।
প্রতিটি আটো বা সিএনজি ভাড়া দেওয়া মাধ্যমে সেখান থেকে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা পাবেন। অঞ্চল ভেদে ভাড়া দেওয়ার দাম ভিন্ন হতে পারে।
প্রতিটি অটো রিকশার দাম কত তা আপনার হয়তো আন্দাজ রয়েছে। কমপক্ষে ৫ টি অটোরিকশা কিনে একসাথে ভাড়া দিতে পারলে সহজেই দৈনিক ঘরে বসে অনেক ইনকাম করতে পারবেন। তাই এজন্য আপনাকে ৫ থেকে ৬ লাখ টাকা হাতে নিয়ে ব্যবসা শুরু করে দিতে হবে। কেমন লাগল আপনার অটো রিকশা/ সিএনজি ভাড়া দেওয়া ব্যবসার আইডিয়া?
পণ্যের পাইকারি ব্যবসা
এই ব্যবসার আইডিয়াটি কারো কাছে ভালো লাগতে পারে আবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। তবে প্রকৃত পক্ষে এট অনেক লাভজনক একটি ব্যবসা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। এই ব্যবসাটি শুরু করতে সর্বনিম্ন হলেও ২ লাখ এর বেশী টাকার প্রয়োজন। তবে কি পণ্যর ব্যবসা করবেন তার উপর এটি নির্ভর করবে কত টাকা লাগতে পারে ব্যবসাটি শুরু করতে।
বিভিন্ন ধরনের পণ্যের পাইকারি ব্যবসা করা সম্ভব। যেমনঃ খাবার জাতীয় দ্রবাদীর পাইকারি ব্যবসা, কসমেটিক পণ্যের পাইকারি ব্যবসা ইত্যাদি। খুচরা বিক্রির চেয়ে পাইকারি ব্যবসায় লাভ তুলনামূলক ভালো।
রেস্টুরেন্টের ব্যবসা
রেস্টুরেন্ট এর ব্যবসা বর্তমানে জাঁকজমক বলা চলে। অনেকেই আছে যারা এই ব্যবসা শুরু করেছে। এই ব্যবসা শুরু করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে প্রথমে। এছাড়াও সঠিক লোকেশনে এই ব্যবসাটি শুরু করতে না পারলে লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হবেন।
যে জায়গায় লোকের সমাগম বেশী সেই জায়গায় রেস্টুরেন্ট এর ব্যবসা ভালো চলবে। কোন এলাকার মোড়ে, কলেজ/ ভার্সিটি এর পাশে, হাসপাতালের পাশে রেস্টুরেন্ট এর ব্যবসা ভালোই চলে। আপনি যদি রেস্টুরেন্ট এর ব্যবসা করতে চান তাহলে বিনা দ্বিধায় শুরু করতে পারেন। তবে শুরু করার আগে সব কিছুর আনুমানিক হিসাব করে নিবেন। যেমনঃ সেখানে রেস্টুরেন্ট দিবেন সেখানকার ভাড়া, কত জন ওয়েটার নিবেন এবং তাদের বেতন, টেবিল চেয়ার কেনার খরচ ইত্যাদি। সঠিক হিসাবে করে রেস্টুরেন্ট এর ব্যবসায় আসলে আশা করি আপনি লাভবান হতে পারবেন।
খেলনার ব্যবসা
বাংলাদেশ জনসংখ্যা বহুল একটি দেশ। প্রতিদিন অসংখ্য শিশু জন্মগ্রহণ করছে। খেলাধুলার ব্যবসা সাধারণত ছোট শিশুদের বা বাচ্চাদের টার্গেট করে করা হয়। জনসংখ্যা বহুল এই দেশে খেলনার ব্যবসা করে লাভবান হওয়ার সম্ভাবনা বেশী। খেলনার ব্যবসা আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। যেমনঃ
- খেলনার তৈরির মেশিন কিনে নিজেই খেলার উৎপাদন করে তা বাজারে বিক্রি করে।
- খেলনা বিক্রির পাইকারি দোকান করে।
- খুচরা খেলনা বিক্রির মাধ্যমে।
যেটাই করেন না কেন সঠিক ভাবে ও সঠিক জায়গায় করতে পারলে এই ব্যবসায় লাভ করতে পারবেন। কেমন লাগল আপনার খেলনা তৈরির ব্যবসার আইডিয়া? অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
এবার চলুন ব্যবসার আইডিয়া নিয়ে কমন কিছু প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া যাক।
সর্বনিম্ন কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা উচিত?
সর্বনিম্ন কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা উচিত এটা নির্ভর করবে আপনার ব্যবসার ধরনের উপর। আপনার ব্যবসার ধরন যেমন হবে ব্যবসার পুঁজি সেই অনুযায়ী হওয়া উচিত। কোন ব্যবসায় পুঁজি কম লাগে আবার কোন ব্যবসায় একটু বেশী লাগে। রিস্ক আসে এমন ব্যবসায় ইনভেস্ট না করাই উচিত।
কোন ব্যবসার আইডিয়া সবচেয়ে ভালো ও লাভজনক?
এই আর্টিকেলটিতে উল্লেখ থাকা প্রতিটি ব্যবসার আইডিয়া অনেক ভালো ও লাভজনক। আপনার পুঁজি ও স্কিল অনুযায়ী যে কোন একটি ব্যবসা শুরু করতে পারেন।
টেকনোলজি রিলেটেড ব্যবসাগুলো কেমন?
বর্তমান সময়টা প্রযুক্তির যুগ। এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আপনি যদি কোন ব্যবসা শুরু করতে পারেন তবে তা অবশ্যই লাভজনক হবে।
উপসংহার
ব্যবসার আইডিয়া বলতে গেলে অনেক বলা যায়। তবে যে বিষয়ে আপনার জ্ঞান রয়েছে সেই বিষয় নিয়ে ব্যবসা শুরু করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশী থাকে। অজ্ঞ কোন বিষয় নিয়ে কখনোই ব্যবসা শুরু করা উচিত নয়। আপনি যেটি নিয়ে ব্যবসা শুরু করতে চান প্রয়োজন হলে সেটি নিয়ে একটি কোর্স করুন অথবা সেই ব্যবসার সাথে কয়েক মাস সম্পৃক্ত থাকুন। বাহির থেকে যেকোন ব্যবসাকে লাভজনক মনে হলে ভিতরে এর চিত্র ভিন্ন। আপনার ব্যবসাকে লাভজনক করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসে না।
আর ব্যবসার মূল মন্ত্র হলো “সততা ও পরিশ্রম”। শুধু ব্যবসা নয় সকল কাজেরই মূল মন্ত্র। সততা ছাড়া ব্যবসা পরিচালনা করলে কখনোই আপনি ব্যবসায় সফল হতে পারবেন না। তাই আমি আপনাকে পরামর্শ দিব অবশ্যই সততার সাথে ব্যবসা পরিচালনা করার। যদি আপনার কিছু টাকা লসও হয় তবুও কম্প্রোমাইজ করে নিন। অসৎ পথ অবলম্বন করার চেয়ে এটিই শ্রেয়।