এই টিউনে আমরা আলোচনা করব ব্যাকলিংক (Backlink) সম্পর্কে। ব্যাকলিংক কি, কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন তা এই টিউনটি পড়লে জানতে পারবেন। এছাড়াও ব্যাকলিংক এর সম্পর্কিত আরো অন্যসব বিষয়ও আলোচনা করা হবে।
আপনি যদি ব্যাকলিংক সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সপূর্ণ আর্টিকেলটি মনযোগ দিয়ে পড়বেন। তাহলে চলুন এই নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
আরো পড়ুনঃ
- নিশ এবং নিশ সিলেকশন নিয়ে কিছু কথা
- ওয়েবসাইট কি? কত প্রকার ও কি কি? বিস্তারিত আলোচনা
- Blogger Site SEO Tutorial in Bangla 2021 Part 1
- প্রোগ্রাম কী? প্রোগ্রামিং কী? প্রোগ্রামার কে? প্রোগ্রামিং ভাষা!! কেন ও কিভাবে প্রোগ্রামিং শিখব? [মেগা টিউন]
Table of Contents
ব্যাকলিংক কি?
Search Engine Optimization (SEO) এর পরিভাষায় Backlinks বলতে বুঝায় অন্যের ব্লগ কিংবা ওয়েবসাইটের সাথে নিজের ব্লগটির Hyperlink তৈরি করা, যার মাধ্যমে উক্ত লিংক থেকে আপনার ব্লগে ভিজিটর আসার সম্ভাবনা তৈরি করে দেয়।
তাছাড়া আরো সহজ ভাষায় বললে বলা যায় যে, আপনি আপনার ডোমেইনটিকে আরো পপুলার করার জন্য অন্য আরেকটি ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটিকে সংযুক্ত করা।
আসলে গুগলের সার্চ ইন্জিনে আপনার ওয়েবসাইটটি র্যাংক করানোর জন্য গুগলের কাছে প্রায় ২০০ টিরও বেশি নিয়ম আছে। যার মধ্যে সবচেয়ে অন্যতম হলো Backlinks। কথায় আছে The more backlink you have that means You well get More rank! যার কারনে আপনাকে অনেক ব্যাকলিংক তৈরি করতে হয়।
তবে ব্যাকলিংক তৈরি করারও অনেক নিয়ম আছে। যেকোন ওয়েবসাইটে Backlink তৈরি করলে হবে না। Backlink অবশ্যই ভালো মানের ওয়েবসাইট থেকে তৈরি করতে হবে। যে সব ওয়েবসাইটের DA অর্থাৎ Domain Authority অনেক বেশী সেই সকল ওয়েবসাইট থেকে Backlink তৈরি করলে অনেক ভালো ফল পাওয়া যাবে।
ব্যাকলিংক তৈরি করার ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো ব্যাকলিংক এর কোয়ালিটি। আপনি যেকোন ওয়েবসাইট এর সাথে আপনার ওয়েবসাইটটি সংযুক্ত করার আছে সেই ওয়েবসাইটের DA ও PA এর দিকে নজর দিতে হবে।
DA, PA আসলে কি?
যেহেতু DA ও PA এর কথা উঠে আসল চলুন এ সম্পর্কে সংক্ষেপে জেনে নেই।
DA এর পূর্ণরূপ হলো Domain Authority। Domain Authority সাধারণত ০ থেকে ১০০ পর্যন্ত হয়ে থাকে। যার মধ্যে ১-২০ Domain Authority খুবই নিম্নের। যেই সাইটগুলোর লিংক ততটা কার্যকরী না। তবে কোন ওয়েবসাইটের শুরুর দিকে এই রেঞ্জে থাকা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে পারেন। যে ওয়েবসাইটের Domain Authority যতো বেশি সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো ততটাই ভালো।
তাই আপনাকে অবশ্যই একটি ভালো Domain Authority সাইট থেকে লিংক তৈরি করতে হবে।
অন্যদিকে, PA এর পূর্ণরূপ হল Page Authority। এটাও সাধারনত ০ থেকে ১০০ পর্যন্ত হয়ে থাকে। আপনাকে অবশ্যই High PA সাইট থেকে লিংক বিল্ডিং তৈরি করতে হবে।
অতঃপর আপনাকে অবশ্যই ভালো DA, PA সাইট থেকে ব্যাকলিংক তৈরি করতে হবে। যাহ আপনাকে ভালো রেংকিং এ সহায়তা করবে।
ব্যাকলিংক কিভাবে পাবেন?
ব্যাকলিংক সম্পর্কে জানলাম, DA, PA সম্পর্কে জানলাম। কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে Backlink পাব বা কিভাবে ব্যাকলিংক তৈরি করব তাই তো? তাহলে চলুন এই সম্পর্কেও জেনে নেওয়া যাক।
উদাহরণ স্বরুপ বলা যায় আপনি যখন কোন ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেন এবং তা এপ্ররোভ হয়ে গেলো তাহলে আপনি একটি ব্যাকলিংক পেয়ে যাবেন।
তাছাড়াও ব্যাকলিংক তৈরি করার কয়েকটি উপায় আছে। যার মধ্যে অন্যতম ২টি উপায় হলোঃ
- Guest Posting
- Comment
এছাড়াও আরো অনেক উপায় আছে ব্যাকলিংক পাওয়ার জন্য। এগুলো হলোঃ
- Profile Bancklink
- Forum Posting
- Paid Backlink
- Testimonial Backlink
- Directory Submission
ব্যাকলিংক তৈরি/ পাওয়ার উপায়
এবার চলুন Backlink তৈরি/ পাওয়ার উপায়গুলো নিয়ে একে একে বিস্তারিত জেনে নেই। এই উপায়গুলো কাজে লাগিয়ে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটের জন্য Backlink তৈরি করে নিতে পারবেন।
Guest Posting
লিংক বিল্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হলো Guest Posting। অর্থাৎ আপনি এরকম অনেক ভালো ভালো ওয়েবসাইট পাবেন যেখানে আপনি আপনার নিজস্ব পোষ্ট করতে পারবেন।
আরো পড়ুনঃ
- ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস | ব্লগিং এর জন্য কোনটি সেরা?
- মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম
- ভিটমেট ডাউনলোড করব কিভাবে | VidMate Free Download 2022
অর্থাৎ আপনি আপনার পোষ্টটি করতে পারবেন। যার দ্বারা আপনি পোষ্টের যেকোন একটি অংশে আপনি আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারেন এবং এর দ্বারা আপনি একটি ব্যাকলিংক পেয়ে যাবেন। এই ব্যাকলিংক হবে অনেকটা কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক।
অতএব আপনি চেষ্টা করবে Guest Post করার। যার দ্বারা আপনি অনেকটা ভালো এবং কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক পাবেন। যা আপনার রেংকিং এ যাদুকরী ভূমিকা পালন করবে।
Comment
ব্যাকলিংক তৈরি করার জন্য এটাও একটি মাধ্যম যার দ্বারা আপনি আপনার ওয়েবসাইটটিকে অন্য আরেকটি ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে পারবেন। এই প্রসেসটা তাদের জন্য যারা খুব ভালো একটা পোষ্ট লিখতে পারছেন না। কিংবা আপনি অনেকটা গেষ্ট পোষ্ট করার পরেও এপ্ররোভাল পাচ্ছেন নাহ। যাদের এরকম হচ্ছে তারা এরকম ভাবে খুব ভালো ওয়েবসাইটের পোষ্টের নিচে গিয়ে কমেন্ট করতে পারেন এবং কমেন্টের যেকোন অংশে আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন।
তবে এটি খুব বেশী করা উচিত নয়। তাহলে কমেন্টের মাধ্যমে আপনার তৈরি করা ব্যাকলিংকগুলো স্প্যাম ব্যাকলিংক হিসাবে কাউন্ট হবে। এতে র্যাংকিং উন্নতি এর চেয়ে অনেক অবনতি ঘটবে।
ব্যাকলিংক গুগলের রেংকিং এ কতটুকু ভূমিকা পালন করে তার একটি উদাহরন দেওয়া যাক। ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে। আপনি নিশ্চয়ই এটা কখনও চাইবেন নাহ যে আপনার ওয়েবসাইটে কোন অযোগ্য ব্যক্তি অথর হোক এবং ঠিক এমনিভাবে গুগলও চায় নাহ যে কোন অযোগ্য ওয়েবসাইটকে তাদের প্রথম পেজে যায়গা দিতে। তারা সবসময় এরকম ওয়েবসাইটকে জায়গা দিবে যার ব্যাকলিংক সবচেয়ে বেশি। তবে, বর্তমান সময়ে এই কথাটি পুরোপুরি সঠিক নয়। বর্তমানে, Content is King আপনি যত ভালো কনটেন্ট লিখবে সেই কনটেন্টটি গুগলের প্রথম পেজে আসার সম্ভাবনা তত বেশী। তবে Off page Seo এর ও প্রয়োজন আছে।
Profile Backlink
প্রোফাইল ব্যাকলিংক এর মাধ্যমে সহজে ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করা যেতে পারে। কিছু কিছু ওয়েবসাইট আছে যেমনঃ Twitter, Linkedin, Pinterest ইত্যাদি। এসব ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার পর ওয়েবসাইটের লিংক প্রোফাইলে দেওয়া যায়। ফলে এসব সাইট থেকে ভালোমানের একটি ব্যাকলিংক পাওয়া যায়।
Forum Posting
Forum posting অনেক ভালো একটি মাধ্যম ভালো মানের ব্যাকলিংক তৈরি ও ভিজিটর নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের ফোরাম সাইট ইন্টারনেটের মধ্যে রয়েছে। Forum posting এর মাধ্যমে Backlink নেওয়ার জন্য এসব সাইট আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর ফোরাম ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর বিভিন্ন ফোরাম তৈরি করে বা ফোরামের উত্তর দেওয়ার সময় সেখানে আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করতে হবে। এভাবে ফোরাম ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাবেন।
Paid Backlink
আপনি যদি এত কষ্ট করে ব্যাকলিংক তৈরি করতে না চান তাহলে Paid Backlink এর সুবিধা নিতে পারেন। এ পদ্বতিতে আপনাকে একজন SEO Expert কে হায়ার করতে হবে। যিনি আপনাকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু সংখ্যক ব্যাকলিংক তৈরি করে দিবে।
এছাড়াও কিছু ওয়েবসাইটের মালিকের সাথে কথা বলে তাকে পে করার মাধ্যমে তার ওয়েবসাটে থাকা কোন আর্টিকেল থেকে ব্যাকলিংক নিতে পারেন।
Testimonial Backlink
Testimonial Backlink কে এক হিসাবে Review ব্যাকলিংক বলা যেতে পারে। একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনি কোন হোস্টিং কোম্পানির কাছ থেকে হোস্টিং কিনলেন। এখন সেই হোস্টিং নিয়ে একটি রিভিউ দিলেন। এখন যদি সেই হোস্টিং কোম্পানির কাছে আপনার রিভিউওটি যদি ভালো লাগে তাহলে তারা সেই রিউউভটাক হোমপেজে ফিচার করাতে পারে।
যদি তারা সেটিকে ফিচার করে এবং আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে তাহলে অনেক ভালো একটি ব্যাকলিংক পাবেন। এটি হলো Testimonial Backlink। এই ধরনের ব্যাকলিংক নেওয়ার জন্য আপনি বিভিন্ন ধরনের কোম্পানির সাথে কথা বলতে পারেন।
Directory Submission
Directory Submission এর মাধ্যমে ব্যাকলিংক নেওয়ার অনেক পুরাতন একটি ফর্মুলা। তবে বর্তমান সময়েও এর ব্যবহার করা আছে। ইন্টারনেটে অনেক Directory Submission ওয়েবসাইট আছে। এসব ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের Url, Name, Description লিখে দিলে সহজেই একটি Backlink পেয়ে যাবেন।
ব্যাকলিংকের ধরন
তাছাড়া Backlink এর মধ্যে আরো দুটি বিষয় আছে। এগুলো হলো
- Do follow Backlink
- No follow backlink
চলুন এই দুইটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক!
Do follow Backlink
এটা হলো আপনারা Backlink যখন তৈরি করবেন তখন লিংকটিকে সরাসরি দেখিয়ে তৈরি করা। (https://www.statusify.xyz/) এই লিঙ্কটি হলো Do follow Link। যদিও এই লিংক আপনার রেংকিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটির যদি আমরা Html কোডটি দেখি তাহলে তা এমন দেখতে পারব –
<a href="https://www.statusify.xyz/" rel="dofollow">https://www.statusify.xyz/</a>
এখানে দেখুন rel=”dofollow” দেওয়া আছে। অর্থাৎ ডুফলো ব্যাকলিংক হতে হলে rel=”dofollow” থাকা চই। যদি rel anchor ব্যবহার না করেন তবুও তা Dofollow Backlink হিসাবে গণনা হবে।
No follow Backlink
এটা হলো আপনার লিঙ্কটিকে কোন একটি টেক্সটের ভিতরে দেওয়া। তবে সাবধান এই ধরনের লিংক খুব বেশি তৈরি করতে যাবেন নাহ। কারণ, এই লিংকগুলো আপনার রেংকিং এ বিরুপ প্রভাব ফেলতে পারে। এইসব লিংক সার্চ ইঞ্জিন বেশীরভাগ সময় ইগনোর করে। অর্থাৎ গুগল মনে করে এগুলা স্প্যাম।
তাই আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। আপনাকে অবশ্যই Do follow link তৈরি করতে হবে। অবশ্য No follow link তৈরি করতে পারেন। তবে তা খুবই স্বল্প পরিমান তৈরি করলে ভালো হবে। Nofollow Backlink এর Html code হবে –
<a href="https://www.statusify.xyz/" rel="nofollow">https://www.statusify.xyz/</a>
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Backlink নিয়ে তো অনেক কিছু জানলেন। তো এই আর্টিকেলটি নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে। এ ধরনের কিছু প্রশ্ন ও প্রশ্নগুলোর উত্তর চলুন জেনে নেই।
ব্যাকলিংক কি এসইওতে সাহায্য করে?
Backlink Off Page SEO এর একটি টেকনিক। এটি কোন ওয়েবসাইটের র্যাংকিং উন্নতিতে অনেকখানি সাহায্যে করে।
কি ধরনের Backlink তৈরি করা উচিত?
আপনার নিশের সাথে মিলে এমন কোন ওয়েবসাইট ও যে ওয়েবসাইটের DA অনেক ভালো সেই সকল ওয়েবসাইট থেকে ব্যাকলিংক তৈরি করা উচিত। চেস্টা করবেন যেন আপনার তৈরি করা ব্যাকলিংক যেন Dofollow হয়।
Backlink তৈরি ছাড়া কি ওয়েবসাইট বা আর্টিকেল র্যাংক করানো সম্ভব?
Backlink হলো ওয়েবসাইট র্যাংক করানো একটি ফর্মুলা। এটি ছাড়াও আরো অনেক ফর্মুলা আছে ওয়েবসাইট র্যাংক করানোর। তাই বলা যায় Backlink ছাড়াও ওয়েবসাইট র্যাংক করানো সম্ভব।
কোয়ালিটি সম্পন্ন ব্যাকলিংক তৈরি করার উপায় কি?
কোয়ালিটি সম্পন্ন Backlink তৈরি করার একমাত্র সহজ উপায় হলো Guest Posting। গেস্ট পোস্ট এর মাধ্যমে সহজেই অনেক ভালো মানে ব্যাক লিংক তৈরি করতে পারবেন।
ফ্রিতে ব্যাকলিংক তৈরি করা সম্ভব?
অবশ্যই ফ্রিতে ব্যাকলিংক তৈরি করা সম্ভব। এ জন্য আপনাকে Backlink তৈরি করার সঠিক স্টেটেজি জানতে হবে। এই আর্টিকেলে যে উপায়গুলো বলা আছে সেই উপায়গুলো ফলো করে ফ্রিতে Backlink তৈরি করতে পারবেন।
শেষ কথা
এই ছিল ব্যাকলিংক নিয়ে আমাদের এই আর্টিকেল। আশা করছি আর্টিকেলে থেকে আপনি Backlink নিয়ে অনেক স্পস্ট ধারণা পেয়েছেন। Backlink তৈরি করার পাশাপাশি আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট এর দিকে ভালো ভাবে নজর দিন। কেননা আপনি যত বেশী Backlink তৈরি করেন না কেন ভালো মানের কনটেন্ট ছাড়া ওয়েবসাইটে র্যাংকে নিয়ে যেতে পারবেন না। যদি নিয়েও যান তবে তা হবে Temporary!!
আর ব্যাংকলিংক তৈরির সময় কোয়ালিটির দিকে নজর দিন। অযথা কমেন্টে স্প্যাম করা থেকে বিরত থাকুন। তো আজ এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি কিছুটা ধারণা দেওয়ার। আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ টিউনবিএনের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য।