BloggerAdsense

ব্লগারে পোষ্টের মাঝে এডসেন্স এর এড বসানোর নিয়ম

Rules for placing AdSense ads in the middle of posts on Blogger

ব্লগিং এর জন্য আমরা অনেকেই Blogger কে বেঁচে নেই আর, উপার্জন করার জন্য বেশিরভাগ ব্লগারা গুগল অ্যাডসেন্স ব্যবহার করে। এই আয়ের পরিমাণ বাড়ানোর জন্য সাইটের সঠিক জায়গায় এড বসানো বাঞ্চনিয়। আর আজকের এই টিউনে আমি আপনাদের দেখাবো যে, কীভাবে আপনি আপনার Blogger সাইটের পোস্টের মধ্যে খুব সহজে Google Adsense এর এড বসাবেন। এজন্য আমরা আলাদা করে টেমপ্লেট এডিট বা বাড়তি কোন কোড বসাব না। যা করব পোস্ট এডিটের মাধ্যমেই করব। এটিই সবচেয়ে সহজ পন্থা পোস্টের মধ্যে এড বসানোর জন্য।

[box type=”shadow” align=”” class=”” width=””]আরো পড়ুনঃ

ব্লগারে পোষ্টের মাঝে এডসেন্স এর এড বসানোর ভিডিও

ব্লগারে পোষ্টের মাঝে এডসেন্স এর এড বসানোর নিয়ম

ব্লগারে পোষ্টের মাঝে এডসেন্স এর এড কিভাবে বসাবেন তা নিম্নে আলোচনা করা হলো। প্রতিটি ধাপ মেনে কাজ করুন। আরো ভালোভাবে জানার জন্য ভিডিও দেখতে পারেন।

এডসেন্স অ্যাকাউন্টে লগিন করে এডস সেকশনে প্রবেশ

Adsense Ads Unit এ প্রবেশ করার স্কিনশট

প্রথমে আপনি আপনার Adsense account এ লগিন করুন। তারপর, মেনু বাটনে ক্লিক করুন এবং Ads নামক Sub Menu ওপেন করে Ad Units এ ক্লিক করুন।

In-article ads unit তৈরি

In article ads unit তৈরি করার স্কিনশট
এবার যে পেজটা আসবে সেখানে আপমি বিভিন্ন ধরনের Ad Units দেখতে পারবেন এখন In-article Ad এ ক্লিক করুন কেননা আমরা পোস্টের মধ্যে এড শো করাব। আর এই Ad Units টা এই জন্য। এখন আমাদেরকে নতুন একটা In-article Ad Create করতে হবে।

Ads code কপি

Ad Unit Name এ আপনি আপনার পছন্দমতোন একটা নাম দিন তারপর এড টাকে ইছামতোন কাস্টমাইজ করে নিন। আর, এডটা দেখতে কেমন হবে এটা আপনি বাম পাশে সরাসরি দেখতে পারবেন। কাজ হয়ে গেলে SAVE AND GET CODE বাটনে ক্লিক করুন।

এডসেন্স এডস কোড কপি করার স্কিনশট

তারপর COPY CODE SINIPPET বাটনে ক্লিক করে কোডটি কপি করে নিন এবং কোডটি div ট্যাগ দ্বারা বন্ধ করে margin দিন কিছু (কিভাবে করবেন এটা ভিডিওতে দেখানো হয়েছে)।

ব্লগারে পোস্টের মাঝে বসানো

ব্লগারে পোস্টের মাঝে এড কোড বসানো

এবার আপনি আপনার ব্লগারে যান তারপর যে পোস্টের মধ্যে এড বসাবেন সেই পোস্টটি edit মোড এ ওপেন করুন। ওপেন করা হয়ে গেলে পোস্টটিকে Compose মোড HTML মোডে আনুন। যদি আগে থেকে HTML মোড থাকে তাহলে আর কিছু করতে হবে না।

এবার এড কোডটি পছন্দ মতোন জায়গায় পেস্ট করে দিন। তবে, বেশি পরিমান এড বসাবেন না। কেননা এতে করে পেজ লোড নিতে প্রচুর সময় নিবে এর পাশাপাশি ভিজিটররা বিরক্ত হবে। এড বসানো হয়ে গেলে পোস্টটি আপডেট করে দিন। পোস্ট আপডেট করার পর এড শো এর জন্য কিছু সময় লাগবে (সর্বোচ্চ মিনিট লাগবে)

প্রতি ১৫০ বা ১০০ শব্দ পরপর একটি করে এড বসানো ভালো।

এই ছিল আজকের টিউন। টিউনটি কেমন লাগল তা জানাতে কমেন্ট করতে পারেন। এছাড়াও, কোথাও কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

2 Comments

  1. কিভাবে ওয়েপকিজ ব্লগ সাইটে এডসেন্স পাব তা নিয়ে একটি পোস্ট করেন

Leave a Reply

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.